অ্যানটন চেখভ/জীবনী/Anton Chekhov's Life Story In Bangla - Psycho Principal

Fresh Topics

Wednesday, 8 September 2021

অ্যানটন চেখভ/জীবনী/Anton Chekhov's Life Story In Bangla

Anton 
Chekhov

 

জন্ম ও পারিবারিক পরিচয়ঃ বিশ্বসাহিত্যের অন্যতম সেরা ছােটোগল্পকার আন্তন পাভলােভিচ চেখভ একাধারে ছিলেন চিকিৎসক এবং নাট্যকার । ১৮৬০ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি দক্ষিণ রাশিয়ার ইউক্রেন - এর বন্দর শহর তাগাল্লগ - এ তার জন্ম হয় ।
ছাত্রজীবনঃ ১৮৭৯ খ্রিস্টাব্দে স্কুলের পড়াশােনা শেষ করে চেখভ মস্কোতে চলে আসেন এবং মস্কো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে ভরতি হন । ১৮৮৪ খ্রিস্টাব্দে তাঁর শিক্ষা সম্পূর্ণ হয় ।

কর্মজীবনঃ ১৮৮৪ খ্রিস্টাব্দে চেখভ চিকিৎসক হিসেবে পূর্ণ যােগ্যতাপ্রাপ্ত হন । চিকিৎসা করাকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন তিনি ।
সাহিত্যজীবনঃ মস্কো বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশােনা করার সময়েই অ্যান্টোশা চেখতে ছদ্মনামে চেখভ হাস্যরসাত্মক ছােটোগল্প লিখতে শুরু করেন । তাঁর দুটি পূর্ণাঙ্গ উপন্যাসও প্রকাশিত হয় । স্কেকোডা , ‘ বুদিলনিক ’ , ‘ অস্কোলকি’সহ নানা পত্রিকায় চেখভের লেখা প্রকাশ পেতে থাকে । চেখভের রচিত চরিত্রগুলির বৈশিষ্ট্য ছিল যে তারা নিজেরাই নিজেদের কথা বলে যায় — লেখক সম্পূর্ণ আড়ালে থাকেন । এই আবেগহীন এবং মতামতহীন লেখনভঙ্গি অনেকের পছন্দ না হলেও চেখভ তাঁর লেখকজীবনের প্রায় সূচনাতেই লিও টলস্টয় বা নিকোলাই লেসকভের মতাে লেখকদের প্রশংসা পেয়েছিলেন । ১৮৯২ খ্রিস্টাব্দ থেকে তিনি লেখালেখিতেই আত্মনিয়ােগ করেন । নেইবারস ’ , ‘ ওয়ার্ড নম্বর সিক্স , ‘ দ্য ব্ল্যাক মক ’ , ‘ দ্য মার্ডার ’ প্রভৃতি চেখভের স্মরণীয় গল্পগুলি এই সময়েই রচিত হয়েছিল ।
নাট্যজীবনঃ প্রথম জীবনে চেখভের নাটকগুলি রচিত হয়েছিল মঞাভিনয়ের কথা মাথায় রেখে । এইসময়ে চেখভ মূলত একাঙ্ক নাটকই রচনা করেছিলেন , যার মধ্যে উল্লেখযােগ্য হল — অন দ্য রােড় , সােয়ান সং , দ্য বীয়ার , দ্য প্রােপােজাল ইত্যাদি । ১৮৮৭ - তে চেখভ তার প্রথম পূর্ণাঙ্গ নাটক ইভানভ রচনা করেন । পরবর্তীতে চেখভের উল্লেখযােগ্য নাট্যসৃষ্টিসমূহ হল — দ্য সিগাল , দ্য খ্রী সিস্টারস , দ্য চেরি অর্ডার্ড ইত্যাদি । চেখভের নাট্যভাবনাকে কোনাে চরিত্রের একটি বা দুটি সংলাপের মধ্য দিয়ে বােঝা যায় না , তার উপলদ্ধি ঘটে মূলত সংলাপসমূহের সমন্বয়ে । বিদ্রুপ , আদর্শবাদ কিংবা আবেগবাহুল্য — জনপ্রিয় নাটকের এইসব উপকরণকে বাদ দিয়েই চেখভ জীবনসত্যকে তার নাটকে রূপ দিতে সমর্থ হয়েছেন ।

জীবনাবসানঃ বিবাহের সময়েই চেখভ ছিলেন যক্ষ্মারােগে আক্রান্ত । ১৯০৪ খ্রিস্টাব্দে এই অসুখের চিকিৎসার জন্যই তিনি জার্মানির ব্যাডেনওয়েইলার - এ যান । সেখানেই ১৫ জুলাই তার মৃত্যু ঘটে । মস্কোর নােভােডেভিচ মনাস্ট্রির সমাধিক্ষেত্রে তার পিতার সমাধির পাশেই চেখভকে সমাহিত করা হয় ।

মরণােত্তর সম্মান ও স্বীকৃতিঃ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চেখভের রচনাবলি ইংরেজিতে অনুবাদ করা হলে বিশ্ববাসী চেখভের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযােগ পায় । কত্সট্যান্স গার্নেট তার লেখা অনুবাদ করলে ইংরেজি পাঠক এবং জেমস জয়েস , ভার্জিনিয়া উলফ , ক্যাথারিন ম্যাক্সফিল্ডের মতাে লেখকদের প্রশংসা অর্জন করেন চেখভ । তার মৃত্যুর অনতিকাল পরে তাঁর নাটক দ্য চেরি অর্ডার্ড বিপুল জনপ্রিয়তা লাভ করে । জর্জ বার্নাড় শ , আর্নেস্ট হেমিংওয়ে , রেমন্ড কারভার প্রমুখ তাঁর লেখার উচ্ছসিত প্রশংসা করেছেন ।

No comments:

Post a Comment