নাট্যকার বের্টোল্ট ব্রেষ্ট /Dramatist Bertolt Brecht's biography In Bangla - Psycho Principal

Fresh Topics

Thursday, 9 September 2021

নাট্যকার বের্টোল্ট ব্রেষ্ট /Dramatist Bertolt Brecht's biography In Bangla

 

জন্ম এবং পারিবারিক জীবনঃ বের্টোল্ট ব্রেষ্ট ( Bertolt Brecht ) -এর জন্ম ১৮৯৮ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি জার্মানির বাভারিয়ার আউগসবার্গে । ব্রেখটের বাবা বের্টোল্ট ফ্রিডরিশ ব্রেষ্ট ছিলেন স্থানীয় হাইগুল কাগজ কারখানার কর্মচারী । বেটোল্ট ব্রেষ্ট ১৯২২ খ্রিস্টাব্দে বিয়ে করেন বিখ্যাত অপেরা গায়িকা মারিয়ান জোফকে । যদিও ১৯২৭ - এ তাদের বিচ্ছেদ হয়ে যায় । ১৯২৯ - এ তিনি আবার বিবাহ করেন হেলেন ভাইগেলকে ।
ছাত্রজীবনঃ ১৯০৪ খ্রিস্টাব্দে ছবছর বয়সে ব্রেষ্ট ভরতি হন স্থানীয় প্রােটেস্টান্ট প্রাথমিক স্কুলে । দশ বছর বয়সে তাঁকে পাঠানাে হয় রয়াল বাভারিয়ান র্যালজিমনেসিয়ামে । ১৯১৭ থেকে ১৯২১ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রেষ্ট মিউনিখে চিকিৎসাবিদ্যার ওপর পড়াশােনা করেন , কিন্তু তাঁর ঝোঁক ছিল সাহিত্যের দিকে । 
কর্মজীবনঃ রয়াল বাভারিয়ান র্যালজিমনেসিয়ামে থাকাকালীনই ব্রেষ্ট দ্য হারভেস্ট নামে একটি পত্রিকা সম্পাদনা করেন । ১৯১৪ খ্রিস্টাব্দে তিনি জীবনের প্রথম নাটিকা দ্য বাইবেল লেখেন । ১৯১৮ - তে চলতি নাট্যধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে ব্রেষ্ট লেখেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের নাটক বাল । ১৯২০ - তে তিনি চলে আসেন বার্লিনে । ১৯২২ খ্রিস্টাব্দে তিনি লেখেন ম্যান ইকুয়ালস্ ম্যান নাটকটি । ১৯২৯ খ্রিস্টাব্দ থেকেই মার্কসবাদে নিজেকে দীক্ষিত করেন ব্রেষ্ট । ব্রেষ্ট - প্রবর্তিত এপিক থিয়েটারে মার্কসবাদী ভাবনা কার্যকর ছিল । ১৯২৮ - এ ব্রেখট অষ্টাদশ শতকের দ্য বেগার্স অপেরা অবলম্বনে রচনা করেন দ্য থ্রি পেনি অপেরা নাটক । ১৯২৯ খ্রিস্টাব্দ থেকে ব্রেখটের প্রচারমূলক নাটকসমূহের সূচনা হয় । ১৯৩৫ খ্রিস্টাব্দে মস্কোয় গিয়ে ব্রেখটের মনে হয় যে , সেটিই হল পৃথিবীতে নাটকের একমাত্র উপযুক্ত শহর । এই বছরই নাৎসি সরকার তার জার্মান নাগরিকত্ব খারিজ করে দেয় এবং স্বদেশে তার প্রবেশ নিষিদ্ধ করে । এর ফলে ব্রেখটের নাট্যরচনা ও প্রযােজনা কিছুটা থেমে যায় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার নাটকে প্রকাশিত হতে থাকে তীব্র শ্লেষ । যুদ্ধ - পরবর্তী সময়ে কমিউনিস্ট হওয়ার কারণে ব্রেষ্টকে আমেরিকা ছাড়তে হয় ।
সাহিত্যকর্মঃ ব্রেখটের লেখা উল্লেখযােগ্য নাটকসমূহের মধ্যে রয়েছে বাল ( ১৯১৮ খ্রি . ) , ড্রামস্ ইন দ্য নাইট ( ১৯১৮-২০ খ্রি . ) , দ্য বেগার ( ১৯১৯ খ্রি . ) , আ রেস্পেটেব ওয়েডিং ( ১৯১৯ খ্রি . ) , ইন দ্য জাঙ্গল অফ সিটিস ( ১৯২১-২৪ খ্রি . ) , ম্যান ইকোয়ালস্ ম্যান ( ১৯২৪-২৬ খ্রি . ) , লিটল মাহাগনি ( ১৯২৭ খ্রি . ) , দ্য থ্রি পেনি অপেরা ( ১৯২৮ খ্রি . ) , সেন্ট জোন অফ স্টকইয়ার্ডস্ ( ১৯২৯-৩১ খ্রি . ) , লাইফ অফ গ্যালিলিয়াে ( ১৯৩৭-৩৯ খ্রি . ) , দ্য ট্রায়াল অফ লুকুলাস ( ১৯৩৮-৩৯ খ্রি . ) , দ্য ডেস অফ দি কমিউন ( ১৯৪৮-৪৯ খ্রি . ) , করিওলেনাস ( ১৯৫১-৫৩ খ্রি . ) ইত্যাদি । ব্রেখটের লেখা বিখ্যাত কবিতাগুলি হল আ ব্যাড টাইম ফর পােয়েট্রি , আলাবামা সং , চিলড্রেনস ক্রুসেড , হিম্ টু কমিউনিজম , আই অ্যাম নট সেয়িং এনিথিং , সেন্ড মি আ লিফ , টু দোস বর্ন আফটার , হােয়াট হ্যাস হ্যাপেনড় ইত্যাদি ।
সম্মান ও স্বীকৃতিঃ ১৯২২ খ্রিস্টাব্দে ব্রেষ্ট সাহিত্যে জার্মানির সর্বোচ্চ সম্মান ‘ লিস্ট ’ ( kleist ) পুরস্কার লাভ করেন । ১৯৫৫ - তে তিনি সম্মানিত হন ‘ লেনিন আন্তর্জাতিক পুরস্কারে ।।
জীবনাবসানঃ ১৯৫৬ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট ব্রেষ্ট মারা যান । কিন্তু মাত্র আটান্ন বছরের জীবনেই তিনি বিশ্বনাটকের ইতিহাসকে সম্পূর্ণ অন্য ধারায় বইয়ে দিয়ে গেছেন ।

No comments:

Post a Comment