দ্বাদশ শ্রেণি আধুনিক ভূগোল টেস্ট পেপার সমাধান/ Class 12th Geography test paper solve set-6-10 (WBCHSE)(Important Exam 2022) - Psycho Principal

Fresh Topics

Wednesday, 22 December 2021

দ্বাদশ শ্রেণি আধুনিক ভূগোল টেস্ট পেপার সমাধান/ Class 12th Geography test paper solve set-6-10 (WBCHSE)(Important Exam 2022)

 


আমরা চেষ্টা করছি দ্বাদশ শ্রেণীর সহ আরো বেশকিছু শ্রেণীর  সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক SAQ/MCQ এবং গুরুত্ব পূর্ণ বড়ো প্রশ্ন সাথে উত্তর আপলোড করার, আমাদের ওয়েবসাইট "www.a-xlifestory.com"- এ, ক্লাস 12 অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে আমাদের ওয়েবসাইটটি অনুসরণ করতে পারো।

আজকের পোস্টটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণির ভুগোল বিষয়ের (SAQ) পর্ব বা সেট-6

১.প্রস্রবণ রেখা কাকে বলে?
উ: চ্যুতি,বৃগুরেখা, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্থরের সংযোগরেখা বরাবর ভৌম জলের আপনা আপনি প্রস্রবণ সৃষ্টি হলে ,তাকে প্রস্রবণ রেখা বলে।

২. মোনাডোনাক কি?
উ:সাভাবিক ক্ষয়চক্রে  সমপ্রায় ভূমির উপর অবস্থিত ক্ষয় প্রতিরোধী ছোট ছোট টিলা বা পাহাড়কে মোনা- ডোনাক বলে।

৩.হাইড্রোলিসিস বা আদ্র- বিশ্লেষন কি?
উ:যে বিক্রিয়ায় হাইড্রোজেন ও জল আয়নে ভেঙে গিয়ে খনিজের সঙ্গে বিক্রিয়া করে ,তাকে হাইড্রো লিসিস বলে।

৪.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে মূল পার্থক্য কী?
উ:দুর্যোগ ক্ষয় ক্ষতি কম, বিপর্যয়ে ক্ষয় ক্ষতি বেশি।

৫.দ্রব্য সূচক কি?
উ:শিল্পে ব্যাবহৃত কাচামাল ও উৎপাদিত দ্রব্যের ও জলের জলের অনুপাতকে দ্রব্য সূচক বলে।

৬.ভারতের ডাল উৎপাদনে অগ্রণী রাজ্য কোনটি?
উ:মধ্যপ্রদেশ

৭. শ্রীলঙ্কানর প্রধান ফসল কোনটি?
উ:ধান।

৮.ইকটুরিজম কাকে বলে?
উ:জববৈচিত্র্য সমুদ্র অঞ্চলে পরিবেশ, গাছপালা, জীব জন্তুর ক্ষতি নাকরে গড়ে উঠা পর্যটনকে ইকটুরিজম বলে।

৯.একটি নিক বিন্দুতে নদীর কি পরিবর্তন ঘটে?
উ:নদীর পুরনো ও নতুন খাত মিলিত হয়

১০.সুয়েজ খালের অবস্থান কোথায়?
উ:মিসরের মূল ভূখন্ড ও সিহার্ন উপদ্বীপের মাঝে।

১১.জীব বৈচিত্র্য কাকে বলে?
উ:একটি নির্দিষ্ট অঞ্চলে বা বস্তু তন্ত্রে উপস্থিত উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা যে বৈচিত্র্যপূর্ণ জগৎ সৃষ্টি হয় তাকে জীব বৈচিত্র্য বলে।

১২.ডালমেশী উপকূল কাকে বলে?
উ:উপকূলে পার্বত্য ভূমি কিছু অংশ নিমজ্জিত  হলে যে উপকূল গঠিত হয় তাকে ডালমেশী উপকূল বলে।

১৩. ফেচ কাকে বলে?
উ:সমগতি সম্পর্ণ বাবু সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেচ বলে।

১৪.পৃথিবীর দীর্ঘতম প্রবল প্রাচীর কোনটি?
উ:গ্রেট বেরিয়ার দ্বীপ।

১৫.নীল বিপ্লব কাকে বলে?
উ:সত্তরের দশকে ভারতে মৎস্য আহরণ , প্রজনন, বিপণন প্রক্রিয়ার উন্নতির ফলে মাছ উৎপাদনে যে বিপ্লব ঘটে তাকে নীল বিপ্লব বলে।

১৬.ট্রাক ফ্যার্মিং কাকে বলে?
উ:বাজার্ভিত্তিক বাগান কৃষিজাত শাক,সবজি,ফল,ফুল ইত্যাদি পচনের হাত থেকে রক্ষার জন্য ট্রাকে করে দ্রুত বাজারে নিয়েজাওর প্রদ্ধতীকে ট্রাক ফর্মিং বলে। (প্রধানত আমেরিকায় দেখা যায়)।

১৭.ইলুভিয়েশন কাকে বলে?
উ:মৃত্তিকার A স্তর থেকে খনিজ পদার্থ B স্তরে এসে সঞ্চিত হওয়ার প্রদ্ধতীকে ইলুভিয়েশন বলে।

১৮.মৃত্তিকা হরায়জন কাকে বলে?
উ:ভিন্ন ভিন্ন  বৈশিষ্ট যুক্ত স্তর্গুলিকে একত্রিত মৃত্তিকা হোরায়জন বলে।

১৯.শূন্য জন সংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝ?
উ:জন্মহার ও মৃত্যুহার সমান হলে জনসংখ্যার বৃদ্ধি হয়না,যা শূন্য জনসংখ্যা বৃদ্ধি নামে পরিচিত।

২০.পরিব্রাজক কি?
উ:কোনো দেশ ছেড়ে অন্যদেশে বসবাসের জন্য চলে যাওয়াকে পরিব্রাজক বলে।

২১.হলদিয়া শিল্পাঞ্চলের মূল ভিত্তি কোন শিল্প?
উ:পেট্রোরসায়ন শিল্প

২২.বেঙ্গালুরু অঞ্চলের দুটি সমস্যা লেখো।
উ:এখানকার জমির দাম অনেক বেশি। এখানকার জনবসতি অনেক নিবিড়।

সেট-7
১.একাধিক সিংহলের ফলে সৃষ্টি গর্তকে বলে -
ক)উভালা
খ)পলজি
গ)ডোলাইন 
ঘ)দ্রবণ - প্যান

২.উইলি উইলি ঝড় দেখাযায় -
ক)ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে
খ)ভারত মহাসাগরে
গ)অষ্ট্রেলিয়ার পূর্বদিকে
ঘ)দক্ষিণ চীন সাগরে

৩.জীববৈচিত্র্যের Hot এর একটি উদাহরণ হলো -
ক)গির অরণ্য
খ) কর্বেট জাতীয় উদ্যান
গ)শিবপুর বোটানিক্যাল গার্ডেন
ঘ)সাইলেন্ট  ভ্যালি

৪.শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম পবর্তোন করেন -
ক)ই.ডব্লু.জিমারম্যান
খ)ভন থুনেন
গ)আফ্রেড ওয়েবার
ঘ)অগাষ্ট ল্যাস

৫.ভারতের একটি ধস প্রবন রাজ্য হলো -
ক)হিমাচলপ্রদেশ
খক)অন্দ্রপ্রদেশ
গ)উত্তরপ্রদেশ
ঘ)মধ্যপ্রদেশ

৬.নগরায়নের চরম পর্যায়কে বলে -
ক)একুমেনোপলিশ
খ)মেগালোপলিশ
গ)নেক্রপলিশ
ঘ)টির‍্যানপলিশ

৭. ভূম্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত -
ক)চিন
খ)ভারত
গ)পর্তুগাল
ঘ)দক্ষিণ কঙ্গ

৮. যে কৃষি ব্যাবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশে ফুল, ফল, শাক - সবজি চাষ করা হয় -
ক)উদ্যান কৃষি
খ)মিশ্র কৃষি
গ)বাগিচা কৃষি
ঘ)ব্যাপক কৃষি

৯.গম্বুজ আকৃতির পাহাড় কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় ?
ক)বৃক্ষরুপ নদী নকশা
খ)কেন্দ্রবিমূখ নদী নকশা
গ)জাফরিরুপি নদী নকশা
ঘ)কেন্দ্রভিমুখ নদী নকশা

০.দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে জে আকৃতির বস্তি গড়ে উঠে -
ক)L আকৃতির
খ)Y আকৃতির
গ)Z আকৃতির
ঘ)N আকৃতির

১১. যে পুস্তকে বিপন্ন জীব প্রজাতির তালিকা প্রস্তুত করা হয়, তা হলো -
ক)রেড ডেটা বুক
খ)প্রি ডেটা বুক
গ)অ্যানিমাল ডেটা বুক
ঘ)প্লান্ট ম্যানয়াল

১২.ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত -
ক)কয়েম্বাটুর
খ)চিকমাগালুরে
গ)মানগালোরে
ঘ)লোলেগাওতে

১৩.ডিভাইসের ক্ষয় চক্র মতবাদটি যে জলবায়ু অঞ্চলকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে -
ক)নাতিশীতোষ্ণ অঞ্চল
খ)মেরু অঞ্চল
গ)চরমভাবাপন্ন অঞ্চল
ঘ)মরু অঞ্চল

১৪.প্রাথমিক স্তরের একটি অর্থনৈতিক কার্যাবলী হলো -
ক)ঝরিয়া খনিজ উত্তোলন
খ)শিক্ষকের শিক্ষাদান
গ)মহাকাশ গবেষণা
ঘ)সন্টলেকের সেক্টর ফাইভ এর কাজ

১৫.নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয়না এমন ভূমিরূপ হলো -
ক)উপত্যকার মধ্যে উপত্যকা
খ)মনাডনাক
গ)নিক বিন্দু
ঘ)নদিমঞ্চ

১৬.দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ুর অন্তর্গত তা হলো -
ক)মৌসুমী জলবায়ু
খ)ভূমধ্যসাগরীয় জলবায়ু
গ)উষ্ণ মরু জলবায়ু
ঘ)নিরক্ষীয় জলবায়ু

১৭.একটি মানুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ -
ক)সুনামি
খ)খরা
গ)ভূপাল গ্যাস বিপর্যয়
ঘ)ধস

১৮.ভারতের উদীয়মান শিল্প হলো -
ক)তথ্য প্রযুক্তি শিল্প
খ)পেট্রোরসায়ন শিল্প
গ)কাগজ শিল্প
ঘ)বস্ত্রবয়ন শিল্প

১৯.অতি জন ঘনত্ব লক্ষ করাযায় -
ক)সুইডেনে
খ)বাংলাদেশে
গ)কানাডায়
ঘ)ভারতে

২০.কৃষি জমির তুলনায় জন ঘনত্ব বেশি হলে লক্ষ করাযায় -
ক)নিবিড় কৃষি
খ)স্থানন্তর কৃষি
গ)সেচন কৃষি
ঘ)ব্যাপক কৃষি

২১.মৌজা একটি ছোট প্রশাসনিক উইনিট, যা -
ক)গ্রামভিত্তিক
খ)ছোট শহর ভিত্তিক
গ)শহরের ওয়ার্ড বিত্তিক
ঘ)ব্লক বিটিক

সেট-8
১.  গ্লোবুলাইট কাকে বলে?
উ:চুনা পাথর যুক্ত অঞ্চলে গোলাকার হেলিকটাইট গ্লোবুলাইট বলে।

২.ভাদস স্তর কি?
উ:ভূপৃষ্ঠ থেকে ভোমোজল স্তর পর্যন্ত যে অসমপ্রিকৃত স্তরে বৃষ্টির জল প্রবেশ করতে পারেনা সেই স্তরকে ভাদস্ স্তর বলে।

৩. কোরাল ব্লিচিং কাকে বলে?
উ:মানুষের কার্যাবলীর ফলে কোরালের রং সাদা হয়েগেলে,তাকে কোরাল ব্লিচিং বলে।

৪.নদী গ্রাস কাকে বলে?
উ:নদী অববাহিকা অঞ্চলে কোনো সবলনদী তার পাস দিয়ে বয়ে চলা দুর্বল নদীকে গ্রাস করে নিজের খাতে প্রবাহিত হতে বাধ্য করে ,তাকে নদী গ্রাস বলে।

৫. বিপরা নদী কাকে বলে?
উ:অনুগামী নদীর বিপরীত দিকে যে নদী সৃষ্টি হয় তাকে বিপরা নদী বলে।

৬.মৃত্তিকা অবনমন কাকে বলে?
উ:মৃত্তিকা ক্ষয় হওয়ার ফলে মাটির গুণগত মান হ্রাস পাওয়া যে মৃত্তিকা অবনমন বলে।

৭.রেড ডেটা বুক কাকে বলে?
উ: ICUN যে লিখিত দলিলে পৃথিবীর বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নাম নতিভুক্ত করা হয় তাকে রেড ডেটা বুক বলে।

৮. কর্বেট ন্যাশেনাল পার্ক কোথায় অবস্থিত?
উ:উত্তরাখণ্ডের।

৯. MONEX কি?
উ:মণেক্স কথাটির অর্থ হলো Moson Experiment বা মৌসুমী গবেষণা। বিশ্ব বায়ু মণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমী বায়ুর যে বিশেষ কার্যক্রম স্থির করে তাকে MONEX বলে।

১০.রোল উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয়  বায়ুর নামকি?
উ: মিস্ট্রাল।

১১.ইন্টার কালচার কাকে বলে?
উ:একটি জমিতে একসঙ্গে বিভিন্ন শস্যের চাষ করাকে ইন্টার কালচার বলা হয়।

১২.শস্য সমন্বয় কি?
উ:চাষের অধীনস্থ মোট জমিও জমির শতকরা অনুপাতকে শস্য সমন্বয় বলে।

১৩.হ্যামলেট কি?
উ:গ্রামের বাইরে অস্পৃশ্যরা যে ক্ষুদ্র বস্তি গড়ে তোলে তাকে হ্যামলেট বলে

১৪. অ্যাক্যুইফিউজ  কি?
উ:যে স্তরে জল সঞ্চয় ও পরিবহন করতে পারেনা সেই অসম্পৃক্ত স্তরকে অ্যাক্যুইফিউজ বলে।

১৫. কার্স্ট শব্দের অর্থ কী ?
উ:উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র বা ভূমি।

১৬.জলবায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে?
উ:বীজ মাতৃ উদ্ভিদের ফলের মধ্যে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে,একে জলবায়ুজ অঙ্কুরোদগম বলে ।

১৭.বিখ্যাত BMW গাড়ি কোন দেশে তৈরি হয়?
উ:জার্মানিতে ।

১৮. AMUL এর পুরো কথাটি কি?
উ: Anad Milk Union Limited.

১৯.কনোরবেশন শব্দটি প্রথম কে ব্যাবহার করে?
উ:প্যাট্রিক গেডেম।

২০.ছত্রিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রটি নামকি?
উ: ভিলাই।

২১.হলদিয়া বন্দর অঞ্চলের প্রধান শিল্প কোনটি?
উ:পেট্রোরসায়ন শিল্প ।

সেট-9
১. পোনর কাকে বলে?
উ:চুনা পাথর যুক্ত অঞ্চলের সিংহল ও শোয়ালোহল অপেক্ষা বড়ো দ্রবণ স্রাত গর্তোকে পোনর বলে।

২.লেগুন কি?
উ:উপকূলের মধ্যে যে লবণাক্ত জলের হ্রদ দেখাযায় তাকে লেগুন বলে

৩.ফেচ কাকে বলে?
উ:সমগতি সম্পন্ন বায়ু সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে ফেচ বলে।

৪. বাজাদা কি ভাবে সৃষ্টি হয়?
উ:শুষ্ক ক্ষয় চক্রের যৌবন পর্যায়ে ক্ষয় প্রাপ্ত পদার্থ গুলি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে যে পলল সঙ্কুগুলি গুলি সৃষ্টি করে এবং একাধিক পলল শঙ্কু যুক্ত পালি গঠিত যে সমভূমি সৃষ্টি করে , তাকে বাজাদা বলে।

৫.জল নির্গমন প্রণালীর উদাহরণ দাও।
উ:প্রকৃতি ও জল বায়ুর ভিত্তিতে কোনো নদী কোনো নদী গোষ্ঠীর অন্তর্গত প্রধান নদী,উপনদী,শাখানদী,প্রশাখা নদী একসাথে সম্মিলিত হয়ে যে জ্যামেতিক আকৃতির সৃষ্টি করে তাকে নদী নকশা বা জল নির্গমন প্রণালী বলে।

৬. বিপরা নদী কাকে বলে?
উ: অনুগামী নদীর বিপরীতে যে নদী প্রবাহিত হয়,তাকে বিপরা নদী বলে।

৭. মৃত্তিকার উর্বরতা বলতে কি বোঝ?
উ:মৃত্তিকার উর্বরতা হলো এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যা মাটির অন্তর্নিহিত পুষ্টিমৌলের পরিমিত যোগান ক্ষমতা।

৮. স্বাভাবিক উদ্ভিদকে কোন বিজ্ঞানী তাপমাত্রার তারতম্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে?
উ:বিজ্ঞানী রণ কিয়ার।

৯. ট্রনোফাইট কাকে বলে?
উ:যেসব উদ্ভিদ জলজ পরিবেশে জন্মায় তাদের ট্রনোফাইট বলে।

১০.আধা - প্রকৃতিক বিপর্যয়ের একটি উদাহরণ দাও।
উ:বাঁধ থেকে জল ছাড়া।

১১.স্থূল জন্ম হার বলতে কি বোঝ?
উ:প্রতি ১০০০ জন পুরুষ পিছু যতজন নবজাতকের জন্ম হয়, তাকে স্থূল জন্ম হার বলে।

১২.  পৃথিবীর রাবারের রাজধানী কাকে বলা হয়?
উ: আক্সন কে।

১৩. ব্ল্যাক ডেটা বুক কাকে বলে?
উ:যে পুস্তকে পৃথিবীর ধংসাকত্বক ও হানিকারক প্রজাতির নাম নতিভূক্ত করা হয়, তাকে ব্ল্যাক ডেটা বুক বলে।

১৪.ছত্রিশগড় রাজ্যে বসবাস করে দুটি উপজাতির নাম লেখো।
উ:জন্ডি ও অবুজমারিয়া।

১৫. শ্বেত বিপ্লব বলতে কি বোঝ?
উ:স্বাধীনতার পরবর্তীকালে অপারেশন ফ্লাড কর্মসূচি চালু করে ভারতের দুধ উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন দেখাযায় তাকে শ্বেত বিপ্লব বলে।

১৬.আন্তর্জাতিক গম  গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উ:ফিলিপাইনের রাজধানী, ম্যানিলা শহরে।

১৭.দক্ষিনিদোলন কাকে বলে?
উ:এল নীল, লা নিল সৃষ্টির ফলে ওয়ার্কার সংবহণের বিপরীত অবস্থায় প্রশান্ত মহাসাগরে সমুদ্র জলের উষ্ণতা পরিবর্তনের দ: গোলার্ধে বায়ু চাপের অস্বাভাবিক ও অনিয়মিত পরিবর্তনকে দক্ষিণী দোলন বলে।

১৮.ওয়াকার সার্কুলেশন কাকে বলে?
উ:ক্রান্তীয় উষ্ণমণ্ডলে 0°-30° অক্ষাংসে পূর্বে থেকে পশ্চিমে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্যার গিলবার্ট ওয়াকারের নাম অনুসারে ওয়ার্কার সার্কুলেশন বলে।

১৯.জনসংখ্যা ওভিক্ষেপ কাকে বলে?
উ:বিশারদগণ কোনো অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি, মোট জনসংখ্যার যে পূর্বাভাস দেন, তাকে জনসংখ্যা ওভিক্ষেপ বলে।

সেট-10
১.শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় -
ক)পডসল মৃত্তিকা
খ)ল্যাটেরাইট মৃত্তিকা
গ)চারনজেম।    
ঘ)তুন্দ্রা মৃত্তিকা

২.ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামবসতি বলে -
ক)মৌজা
খ)শুষ্ক বিন্দু বস্তি
গ)হ্যামলেট
ঘ)আদ্র বিন্দু বস্তি

৩.ভারতের উদীয়মান শিল্প হলো -
ক)তথ্য প্রযুক্তির শিল্প
খ)কাগজ শিল্প
গ)পেট্রোরসায়ন  শিল্প
ঘ)বস্ত্র শিল্প

৪.একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো -
ক)সুনামি
খ)ভূপাল গ্যাস দুর্ঘটনা
গ)খরা
ঘ)ধ্বস

৫.ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধান দায়ী সেটি হলো -
ক)কার্বনডাইঅক্সাইড
খ)মিথেন
গ)ক্লোরোফ্লুরোকার্বন
ঘ)সার্ফার ডাইঅক্সাইড

৬.প্রশমিত মাটির এর মান হল -
ক)৬.০
খ)৬.৫
গ)৭.০ 
ঘ)৭.৫

৭.মালোসিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো -
ক)পাট শিল্প
খ)রবার শিল্প
গ)কাগজ শিল্প
ঘ)পেট্রোরসায়ন

৮.শিল্প স্থাপনের নূন্যতম ব্যায় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন -
ক)ওয়েবার
খ)ল্যাস
গ)হুভার
ঘ)ভনবুলেন

৯.একটি সামুদ্রিক ও উপকূলীয় বিপর্যয় হলো -
ক)ধ্বস
খ)বন্যা
গ)সুনামি
ঘ)খরা

১০.ওজন হ্রাসশিল কাচামালের দ্রব্য সূচক হলো -
ক)>১
খ)<১
গ)১
ঘ)০

১১. শ্বাসমুল দেখাযায় -
ক)জলজ উদ্ভিদে
খ)লবনাম্বু উদ্ভিদে
গ)মরু উদ্ভিদে
ঘ)মধ্যবর্তী উদ্ভিদে

১২. টেরারসা মৃত্তিকা সৃষ্টি হয় -
ক)গ্রানাইট শীলা থেকে
খ)চুনাপাথর থেকে
গ)কাদা পাথর থেকে
ঘ)বেলে পাথর থেকে

১৩.শ্রীলংকার মূল জলনির্গমন প্রণালী হল-
ক)কেন্দ্রমুখী
খ)কেন্দ্র বিমুখ
গ)জাফরীরুপি
ঘ)পিনেট

১৪.গিজার হলো একটি -
ক)উষ্ণ প্রস্রবণ
খ)অবিরাম প্রস্রবণ
গ)শীতল প্রস্রবণ
ঘ)সমন্তরাল প্রস্রবণ

১৫.জনবিসফরণ হয়েছে -
ক)মার্কিন যুক্তরাষ্ট্রে
খ)অস্ট্রেলিয়ায়
গ)বাংলাদেশে
ঘ)নেপালে

১৬.দক্ষিণ পূর্ব রেলপথের সদরদপ্তর হলো -
ক)দিল্লি
খ)বিসাখাপত্তনোম
গ)কলকাতা
ঘ)মুম্বাই

১৭. আর্টেজিও স্তূপ দেখা যায় -
ক)ভাঁজ যুক্ত সিলাগঠনে
খ)একনতো শিলাগঠনে
গ)দারুন গঠনে
ঘ)চুত্তি যুক্ত শিলাগঠনে

১৮.বিশুদ্ধ শ্রেণীর কাচামাল হল-
ক)লোহা
খ)মঙ্গানিজ
গ)চুনাপাথর
ঘ)তুলো

১৯.এলনিনো সক্রিয় হলে খরা ঘটে -
ক)পেরুতে
খ)অষ্ট্রেলিয়ার উত্তরাংশে
গ)যুক্তরাষ্ট্রে
ঘ)জার্মানিতে

২০.আংশিক বায়ু প্রবাহ হলো -
ক)মৌসুমী বায়ু
খ)আয়নবায়ু
গ)ঘুর্নবাত
ঘ)হারমাট্টান

No comments:

Post a Comment