দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর/class 12th History (SAQ) Questions Answers (WBCHSE)set-3 (Exam 2022) - Psycho Principal

Fresh Topics

Friday, 17 December 2021

দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর/class 12th History (SAQ) Questions Answers (WBCHSE)set-3 (Exam 2022)

 

 

                                         তৃতীয় অধ্যায়

                         ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

                         নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

West Bengal বোর্ডের দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় " ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি:নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য" থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিচের পোস্টটিতে দেওয়া হল।

 দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে অনুসরণ করুন "a-xlifestory.com".



Set-3 

১.কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উঃ1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ।

২.ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী ?
উঃ প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং ।

৩. ‘ ভাইসরয় ' কথাটির অর্থ কী ? ‘
উঃ ভাইসরয় ’ কথাটির অর্থ রাজপ্রতিনিধি ।

৪.কোন্ আইন অনুসারে মহারানি ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন ?
উঃ 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে মহারানি ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন ।

৫.ব্রিটিশ শাসনের প্রথম স্তম্ভ কাকে বলা হয় ?
উঃ সিভিল সার্ভিসকে ব্রিটিশ শাসনের প্রথম স্তম্ভ বলা হয় ।

৬.রাইটার ’ , ‘ ফ্যাক্টর ’ , ‘ অ্যাপ্রেন্টিস ’ কাদের বলা হত ?
উঃ পলাশির যুদ্ধের আগে কোম্পানির কর্মচারীদের ‘ রাইটার ’ , ‘ ফ্যাক্টর ’ , ‘ অ্যাপ্রেন্টিস ’ ” বলা হত ।

৭.কোড কর্নওয়ালিশ কী ?
উঃ লর্ড কর্নওয়ালিশের প্রচলিত আইনগুলির সংকলনকে কোড কর্নওয়ালিশ বলে ।

৮.কবে , কেন , কে কোড কর্নওয়ালিশ বা কর্নওয়ালিশের আইন সংহিতা প্রবর্তন করেন ?
উঃ 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দূরীকরণ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোড কর্নওয়ালিশ প্রবর্তন করেন ।

৯.কে , কবে , কোথায় , কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উঃ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা , সংস্কৃতি , রীতিনীতি শিক্ষা দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ।

১০. হেইলেবেরি কলেজ কী ?
উঃ 1809 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজকে ইংল্যান্ডের হেইলেবেরি নামক স্থানে স্থানান্তর করা হয় । তখন এই কলেজের নাম হয় হেইলেবেরি কলেজ ।

১১. কোন চার্টার আইনে সকল ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার অধিকার পায় ?
উঃ 1853 খ্রিস্টাব্দে চার্টার আইনে সকল ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার অধিকার পায় ।

১২.ভারতীয় সিভিল সার্ভিসের জনক ' কাকে বলা হয় ?
উঃ লর্ড কর্নওয়ালিশকে ‘ ভারতের সিভিল সার্ভিসের জনক ’ বলা হয় ।

১৩. স্ট্যাটুটারি সিভিল সার্ভিস কবে চালু হয় ?
উঃ 1870 খ্রিস্টাব্দে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস চালু হয় ।

১৪.ইন্ডিয়ান সিভিল সার্ভিস ( ICS ) কবে চালু হয় ?
উঃ 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় ।

১৫.ব্রিটিশ শাসনে ইস্পাত - কাঠামো ( Steel - frame ) কাকে বলা হয় ?
উঃ  সিভিল সার্ভিসকে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় ।

১৬.ভারতে নিয়মিত পুলিশ ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উঃ  ওয়ারেন হেস্টিংস 1787 খ্রিস্টাব্দে ভারতে নিয়মিত পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ।

১৭. ভারতে কে নতুন পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ?
উঃ লর্ড কর্নওয়ালিশ , 1793 খ্রিস্টাব্দে ভারতে নতুন পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ।

১৮. ব্রিটিশ ভারতে কে প্রথম স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন ?
উঃ ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স , 1748 খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন ।

১৯.ব্রিটিশ সরকার কোন্ কোন জাতিগুলিকে ‘ যুদ্ধোপযোগী জাতি ’ বলে ঘোষণা করে ?
উঃ উত্তর - পশ্চিম সীমাস্ত প্রদেশের পাঠান , পাঞ্জাবের জাঠ , উত্তর ভারতের রাজপুত , নেপালের গোর্খা জাতিকে ব্রিটিশ সরকার ‘ যুদ্ধোপযোগী জাতি ’ বলে ঘোষণা করে ।

২০. পাঁচসালা ও একসালা ব্যবস্থা কে , কোথায় চালু করেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে পাঁচসালা , 1777 খ্রিস্টাব্দে একসালা ব্যবস্থা বাংলাদেশে চালু করেন ।

২১.দশসালা বন্দোবস্ত কে , কবে প্রবর্তন করেন ?
উঃ 1789 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন ।

২২.শোর - গ্রান্ট বিতর্ক কী ?
উঃ লর্ড কর্নওয়ালিশ ভূমিরাজস্ব বন্দোবস্ত নিয়ে আলাপ -আলোচনা শুরু করলে রাজস্ব বিভাগের প্রধান জন শোর এবং দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট পরস্পর বিরোধী মত প্রকাশ করেন । জন শোর বলেন যে জমির মালিকানা দিয়ে জমিদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা উচিত । অপরদিকে জেমস গ্রান্ট বলেন , মোগল যুগে জমিদারগণ জমির মালিক ছিলেন না । সরকারের উচিত কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত করা।

২৩.সূর্যাস্ত আইন কী ?
উঃ চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারি বা জমিদারির একটি অংশ সরকার বাজেয়াপ্ত করে নিত । একে সূর্যাস্ত আইন বলা হয় ।

২৪.পত্তনি প্রথা কী ?
উঃ  বর্ধমানের জমিদার তেজচন্দ্র তার জমিদারিকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতি ভাগের রাজস্ব আদায়ের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেন । এই ভাগগুলিকে পত্তনি আর শাসকদের পত্তনিদার বলা হয় । এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত ।

২৫.কারা , কবে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন ?
উঃ 1820 খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড ও টমাস মনরো পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন ।

২৬.কারা , কবে মহলওয়ারি ব্যবস্থা চালু করেন ?
উঃ 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি গাঙ্গেয় উপত্যকায় মহলওয়ারি ব্যবস্থা চালু করেন ।

২৭.কে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তন করেন ? বন্দোবস্ত করা । 114 চুক্তি ব্যবস্থা কাকে বলে ?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1700-1753 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশীয় বণিকদের সঙ্গে নির্দিষ্ট শর্তে চুক্তির ভিত্তিতে পণ্য কেনার প্রথাকে চুক্তিব্যবস্থা বা কন্ট্রাক্ট সিস্টেম বলে ।

২৮.এজেন্সি ব্যবস্থা কী ?
উঃ 1757-1775 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি এজেন্টদেরমাধ্যমে পণ্যসামগ্রী কেনার প্রথাকে এজেন্সি সিস্টেম বলা হয় ।

২৯.অবশিল্পায়ন কাকে বলে ?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কোম্পানির শোষণ ও অত্যাচারের ফলে বাংলা তথা ভারতের কুটিরশিল্প ধ্বংস হয় । এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত ।

৩০.অবশিল্পায়নের ফলে কী কী হয় ?
উঃ অবশিল্পায়নের ফলে বেকারত্ব , দারিদ্র্য বৃদ্ধি পায় । জমির ওপর চাপ বৃদ্ধি পায় । শিল্পের পতন ঘটায় বহু শহর শ্রীহীন হয়ে পড়ে ।

৩১.ভারতের রেলপথের জনক ' কাকে বলা হয় ?
উঃ লর্ড ডালহৌসিকে ‘ ভারতের রেলপথের জনক ' বলা হয় । কারণ তাঁর আমলেই ভারতে রেলপথের সূচনা হয় ।

৩২.কবে , কোথায় সর্বপ্রথম ভারতের রেলপথ চালু হয় ?
উঃ ভারতের সর্বপ্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ।

৩৩.গ্যারান্টি প্রথা কী ?
উঃ সরকার রেল কোম্পানিগুলিকে বার্ষিক 5 % লাভের গ্যারান্টি দেন । এই প্রথা গ্যারান্টি প্রথা নামে পরিচিত ।

৩৪ রেল বোর্ড কবে গঠিত হয় ?
উঃ 1905 খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয় ।

৩৫.1919 খ্রিস্টাব্দে অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলি কী কী ? উঃ অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলি হল— ( i ) রেলপথের ওপর বেসরকারি নিয়ন্ত্রণের অবসান , ( ii ) সাধারণ বাজেট থেকে রেলবাজেটকে পৃথক্করণ , ( iii ) প্রতি পাঁচ বছরে 150 কোটি টাকা রেলে বিনিয়োগ প্রভৃতি ।

৩৬.ভারতে প্রথম সুতিকল কবে , কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1818 খ্রিস্টাব্দে হাওড়ার বাউড়িয়াতে ভারতের প্রথম সুতিকল প্রতিষ্ঠিত হয় ।

৩৭. , কবে চা কমিটি গঠন করেন ?
উঃ  উইলিয়াম বেন্টিঙ্ক 1834 খ্রিস্টাব্দে চা কমিটি গঠন করেন ।

৩৮.সর্বপ্রথম ভারতে পাটকল কবে , কোথায় স্থাপিত হয় ?
উঃ 1855 খ্রিস্টাব্দে রিষড়াতে জর্জ অকল্যান্ড ভারতে প্রথম পাটকল স্থাপন করেন ।

৩৯.ভারতে কয়লাখনি প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
উঃ 1814 খ্রিস্টাব্দে ভারতের রানিগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় ।

৪০.TISCO বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে , কোথায় স্থাপিত হয় ?
উঃ 1907 খ্রিস্টাব্দে জামসেদপুরে TISCO স্থাপিত হয় । জামসেদজি টাটা স্থাপন করেন ।

৪১.বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ?
উঃ 1892 খ্রিস্টাব্দে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ।

৪২.হিতবাদ কী ?
উঃ সর্বাপেক্ষা বেশি মানুষের সর্বাধিক মঙ্গলসাধনের কর্মপ্রচেষ্টাকে হিতবাদ বলে ।

৪৩.হিতবাদ কে প্রবর্তন করেন ?  অপর কয়েকজন প্রবক্তার নাম লেখো ।
উঃ জেরেমি বেন্থাম হিতবাদ প্রবর্তন করেন । অন্যান্য প্রবক্তাগণ হলেন জেমস মিল , জন স্টুয়ার্ট মিল , অস্টিন ।

৪৪.জেমস মিল ভারতের ইতিহাসকে ক - ভাগে ভাগ করেন এবং কী কী ?
উঃ জেমস মিল ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন । হিন্দু যুগ , মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ।

৪৫. A History of British India ' গ্রন্থটি কার রচনা ?
উঃ A History of British India ' গ্রন্থটি জেমস মিলের রচনা ।

৪৬.টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন ?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন উইলিয়াম বেন্টিঙ্কের আইনসচিব ও পাবলিক ইনস্ট্রাকশন কমিটির সভাপতি ।

৪৭.কার আমলে ভারতের দণ্ডবিধি ( ইন্ডিয়ান পেনাল কোড ) রচিত হয় ?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক - এর আমলে ভারতের দণ্ডবিধি রচিত হয় ।

৪৮.পেনাল কোড রচনাতে কার ভূমিকা উল্লেখযোগ্য ?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে পেনাল কোড রচনাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন ।

No comments:

Post a Comment