দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর/class 12th History (SAQ) Questions Answers (WBCHSE) in exam 2022 - Psycho Principal

Fresh Topics

Friday, 17 December 2021

দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর/class 12th History (SAQ) Questions Answers (WBCHSE) in exam 2022

 

 

                                         তৃতীয় অধ্যায়

                         ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

                         নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

West Bengal বোর্ডের দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় " ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি:নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য" থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিচের পোস্টটিতে দেওয়া হল।

 দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে অনুসরণ করুন "a-xlifestory.com".


Set-2

১.মেকলে মিনিট কি?
উঃ1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি টি বি মেকলে বড়োেলাট বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাবে বলেন, প্রাচ্যের সভ্যতা - সংস্কৃতি দুর্নীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা বিজ্ঞানচেতনাহীন এবং নিকৃষ্ট । তাই ভারতে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রচলন হওয়া উচিত । এটি মেকলে মিনিটস নামে পরিচিত ।

২.ক্রমনিম্ন পরিভুত নীতি ( Downward Filtration Theory ) কী ?
উঃ মেকলে ক্রমনিম্ন পরিস্রুত নীতির প্রবক্তা । তিনি বলেন ভারতে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিকে পাশ্চাত্য শিক্ষা দান করলে সেই শিক্ষাক্রমে ভারতের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে ।

৩.নজরানা প্রথা কী ?
উঃ চিনের সম্রাটের সঙ্গে বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ দিয়ে বশ্যতা জানাতে হত । একে নজরানা প্রথা বলে

৪.কাও - তাও প্রথা কী ?
উঃ কাও - তাও একটি অপমানজনক প্রথা । এই প্রথা অনুসারে চিনের সম্রাটের কাছে বিদেশিদের ভূমি পর্যন্ত নত হতে হত ।

৫.কোন্ ইউরোপীয় বণিক প্রথম চিনে বাণিজ্য করতে যায় ?
উঃ 111615 খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক রাফায়েল পেরস্ট্রেলা প্রথম চিনে বাণিজ্য করতে যায় ।

৬.প্রথম অহিফেনের যুদ্ধ কখন হয় ?
উঃ 1839-1842 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চিনের প্রথম অহিফেনের যুক্ত হয় ।

৭.মানকিং চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?
উঃ প্রথম অহিফেনের যুদ্ধে পরাজিত হয়ে 1842 খ্রিস্টাব্দে চিন নানকিং চুক্তি স্বাক্ষর করে ।

৮.অহিফেনের দ্বিতীয় যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চিনের অহিফেনের দ্বিতীয় যুদ্ধ হয় । চিন এই যুদ্ধে পরাজিত হয় ।

৯.তিয়েনমিনের চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1858 খ্রিস্টাব্দে চিনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের তিয়েনমিনের চুক্তি স্বাক্ষরিত হয় ।

১০. পিঁকিং চুক্তি বা পিকিং কনভেনশন কবে হয় ?
উঃ 1860 খ্রিস্টাব্দে ইঙ্গ - ফরাসি জোটের সঙ্গে চিনের পিকিং চুক্তি বা পিকিং কনভেনশন হয় ।

১১.প্রথম চিন - জাপান যুদ্ধ কবে শুরু হয় ?
উঃ  1894 খ্রিস্টাব্দে প্রথম চিন - জাপান যুদ্ধ শুরু হয় ।

১২.শিমনোসিকির চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?
উঃ চিন - জাপান যুদ্ধে ( 1894-95 ) চিন জাপানের কাছে পরাজিত হয়ে শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে ।

১৩.ক্যান্টন বাণিজ্য প্রথা কী ?
উঃ প্রথম অহিফেন - এর যুদ্ধের আগে একমাত্র দক্ষিণ চিনের ক্যান্টন বন্দরে বিদেশি বণিকগণ বাণিজ্য করতে পারত । অন্য কোনো বন্দরে বাণিজ্য করতে পারত না । এই এক বন্দরকেন্দ্রিক বাণিজ্যকে ক্যান্টন বাণিজ্য প্রথা বলা হয় ।

১৪.কোন চুক্তির দ্বারা ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে ?
উঃ 1842 খ্রিস্টাব্দের নানকিং - এর চুক্তির মাধ্যমে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে ।

১৫.পন্থি আইনের শাসন বলতে কী বোঝো ?
উঃ  আইনের শাসন বলতে বোঝায় যে , আইনের চোখে সকল মানুষই সমান । কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় । সকল মানুষকেই আইন মেনে চলতে হবে । ইংরেজ প্রশাসন প্রথম ভারতে এই ধারণা প্রবর্তন করে ।

১৬.কবে , কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় ।

১৭.বক্সার ’ প্রোটোকল কী ?
উঃ বক্সার বিদ্রোহের দমনের পর 11 টি সাম্রাজ্যবাদী শক্তি 1901 খ্রিস্টাব্দে চিনের উপর যে কঠোর শর্ত সম্বলিত চুক্তি চাপিয়ে দেয় , তা বক্সার প্রোটোকল নামে পরিচিত ।

১৮.চিনের রুদ্ধদ্বার নীতি কী ছিল ?
উঃ ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চিনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত । তাদের চিনা ভাষা ও চিন আদবকায়দা শেখা নিষিদ্ধ ছিল । বাণিজ্যকুঠিতে মহিলা , দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল । বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হত । বিদেশি বণিকদের প্রতি চিনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত ।

১৯.নানকিং চুক্তির দুটি শর্ত লেখো ।
উঃ নানকিং চুক্তির ( 1842 ) দুটি শর্ত হল— ( i ) ক্যান্টন , সাংহাই , অ্যাময় , ফুচাও , নিংগপো চিনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাস করার জন্য উন্মুক্ত করা হয় । ( ii ) এই বন্দরগুলিতে ইউরোপীয়রা কনসাল নিয়োগের অধিকার পায় ।

২০.কোন্ ভূমিরাজস্ব ব্যবস্থা জমিদারদের জমির মালিকানা স্বত্ব দেয় ?
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্ত জমিদারদের জমির মালিকানা স্বত্ব দেয় ।

২১.ঔপনিবেশিক ভারতে সম্পদের নির্গমন ত্বত্ত্ব বলতে কী বোঝো ?
উঃ ব্রিটিশ শাসনকালে ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ ইংল্যান্ডে নিয়ে চলে যায় । এর বিনিময়ে ভারতীয়রা কিছু পায়নি । এই ঘটনাকে সম্পদের নিগমন তত্ত্ব বলা হয় ।

২২.অধীনতামূলক মিত্রতা নীতি কে , কবে প্রবর্তন করেন ?
1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন উঃ করেন ।

২৩.ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি কেন প্রবর্তন করেন ?
উঃ ওয়েলেসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ।

২৪.কোন ভারতীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?
উঃ হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ।

২৫.কোন্ যুদ্ধের দ্বারা মারাঠা শক্তির পতন ঘটে ?
উঃ 1817 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - মারাঠা যুদ্ধের দ্বারা মারাঠা শক্তির পতন ঘটে ।

২৬.কার নেতৃত্বে শিখ শক্তির উত্থান ঘটে ?
উঃ রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখ শক্তির উত্থান ঘটে ।

২৭.সর্ব শিখবাদ বা Pan - Sikhsism কী ?
উঃ সর্ব শিখবাদ হল সমগ্র শিখ জাতিকে নিয়ে বৃহত্তর শিখ সাম্রাজ্য গঠন করা ।

২৮.‘ মিস্‌স্ল ’ বলতে কী বোঝো ?
উঃ শিখদের ছোটো ছোটো সামরিক শক্তিসংঘকে ‘ মিস্ল ’ বলা হয় । ‘

২৯.খালসা বাহিনী ’ কাকে বলে ?
উঃ গুরু নানকের আদর্শে অণুপ্রাণিত শিখ সামরিক বাহিনীকে ‘ খালসা বাহিনী ’ বলা হয় ।

৩০.রঞ্জিত সিংহের স্বপ্ন কী ছিল ?
উঃ  রঞ্জিত সিংহের স্বপ্ন ছিল সমগ্র শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে অখণ্ড শিখ সাম্রাজ্য গঠন করা ।

৩১.অমৃতসরের সন্ধি কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1809 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিংহের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ।

৩২.কে , কবে পাঞ্জাব জয় করেন ?
1849 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - শিখ যুদ্ধের পর লর্ড ডালহৌসি পাঞ্জাব উঃ জয় করেন ।

৩৩.স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ।

৩৪.অর্জহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য কী কী নীতি গ্রহণ করেন ?
উঃ ডালহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য
( i ) স্বত্ববিলোপ নীতি , ( ii ) প্রত্যক্ষ যুদ্ধ , ( iii ) কুশাসনের অজুহাতে রাজ্য দখল নীতি গ্রহণ করেন ।

৩৫.স্বত্ববিলোপ নীতি অনুসারে ডালহৌসি কার ভাতা বন্ধ করে দেন ?
উঃ পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র নানা সাহেবের মুক্ত ভাতা বন্ধ করে দেন ।

৩৬.কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন্ রাজ্য গ্রাস করেন ? উঃ কুশাসনের অজুহাতে ডালহৌসি অযোধ্য রাজ্য গ্রাস করেন ।

৩৭.প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা ডালহৌসি কোন্ কোন্ রাজ্য জয় করেন ?
উঃ প্রত্যক্ষ যুদ্ধ দ্বারা ডালহৌসি পাঞ্জাব , ব্রয়দেশ জয় করেন ।

৩৮. স্বত্ববিলোপ নীতি কী ?
উঃ যে নীতি অনুসারে ইংরেজদের অধীনস্থ ও সৃষ্ট রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং তার রাজ্যটি কোম্পানির সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হবে সেই নীতি হল স্বত্ববিলোপ নীতি ।

৩৯.অধীনতামূলক মিত্রতা নীতি কী ?
উঃ অধীনতামূলক মিত্রতা নীতি হল লর্ড ওয়েলেসলি প্রবর্তিত একটি সাম্রাজ্যবাদী নীতি । এই নীতিতে বলা হয় কোনো দেশীয় রাজ্য ইংরেজদের সঙ্গে মিত্রতা চুক্তিতে আবদ্ধ হলে ইংরেজরা রাজ্যটিকে বহিঃশত্রুর আক্রমণ ও বিদ্রোহের হাত থেকে রক্ষা করবে ।

৪০.রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় ? এই আইনের অপর নাম কী ?
উঃ রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 খ্রিস্টাব্দে । এই আইনের অর্পর নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন , 1773 ।

১ কোন্ আইনের দ্বারা , কবে ভারতের সুপ্রিমকোর্ট হয় ? এর প্রথম প্রধান বিচারপতির নাম কী ?
উঃ রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতাতে , 1774 খ্রিস্টাব্দে ভারতের সুপ্রিমকোর্ট স্থাপিত হয় । এর প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে ।

৪২.কোন্ আইন অনুসারে বাংলার গভর্নর— গভর্নর জেনারেলে পরিণত হয় ?
উঃ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর — গভর্নর জেনারেলে পরিণত হন ।

৪৩.পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় ?
উঃ  ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয় ।

৪৪.কোন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় ?
উঃ 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় ।

৪৫.মোট ক - টি সনদ আইন পাশ হয় ? কত বছর অন্তর এই আইন পাশ হয় ?
উঃ মোট 4 টি সনদ আইন পাশ হয় । 20 বছর অন্তর 1793 খ্রিস্টাব্দে , 1813 খ্রিস্টাব্দে , 1833 খ্রিস্টাব্দে ও 1853 খ্রিস্টাব্দে পাশ হয় ।

৪৬.কোন্ সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় ?
উঃ  1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় ।

৪৭.শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ?
উঃ 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে প্রথম ভারতের শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় ।

৪৮.কোন্ সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয় ?
উঃ 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয় ।

৪৯.ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন ?
উঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল হন লর্ড বেন্টিঙ্ক ।

৫০.কোন্ সনদ আইনে ভারত - সচিব পদের সৃষ্টি হয় ?
উঃ 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে ভারত - সচিব পদের সৃষ্টি হয় ।

৫১.সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?
উঃ 1853 খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় ।

No comments:

Post a Comment