দ্বাদশ শ্রেণীর আধুনিক ভূগোল টেস্ট পেপার সমাধান/ Class 12th Modern Geography Test Paper solve part-2 (MCQ) (Important in exam 2022) (WBCHSE) - Psycho Principal

Fresh Topics

Monday, 20 December 2021

দ্বাদশ শ্রেণীর আধুনিক ভূগোল টেস্ট পেপার সমাধান/ Class 12th Modern Geography Test Paper solve part-2 (MCQ) (Important in exam 2022) (WBCHSE)

 

আমরা চেষ্টা করছি দ্বাদশ শ্রেণীর সহ আরো বেশকিছু শ্রেণীর  সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক SAQ/MCQ এবং গুরুত্ব পূর্ণ বড়ো প্রশ্ন সাথে উত্তর আপলোড করার আমাদের ওয়েবসাইট "www.a-xlifestory.com"- এ,
ক্লাস 12 অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে আমাদের ওয়েবসাইটটি অনুসরণ করতে পারো।



আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল টেস্ট পেপার(MCQ) সমাধানের দ্বিতীয় পর্ব।
Set-5
১.একাধিক সিংহলের ফলে সৃষ্টি গর্তকে বলে -
ক)উভালা
খ)পলজি
গ)ডোলাইন
ঘ)দ্রবণ - প্যান

২.উইলি উইলি ঝড় দেখাযায় -
ক)ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে
খ)ভারত মহাসাগরে
গ)অষ্ট্রেলিয়ার পূর্বদিকে
ঘ)দক্ষিণ চীন সাগরে

৩.জীববৈচিত্র্যের Hot এর একটি উদাহরণ হলো -
ক)গির অরণ্য
খ) কর্বেট জাতীয় উদ্যান
গ)শিবপুর বোটানিক্যাল গার্ডেন
ঘ)সাইলেন্ট  ভ্যালি

৪.শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম পবর্তোন করেন -
ক)ই.ডব্লু.জিমারম্যান
খ)ভন থুনেন
গ)আফ্রেড ওয়েবার
ঘ)অগাষ্ট ল্যাস

৫.ভারতের একটি ধস প্রবন রাজ্য হলো -
ক)হিমাচলপ্রদেশ
খক)অন্দ্রপ্রদেশ
গ)উত্তরপ্রদেশ
ঘ)মধ্যপ্রদেশ

৬.নগরায়নের চরম পর্যায়কে বলে -
ক)একুমেনোপলিশ
খ)মেগালোপলিশ
গ)নেক্রপলিশ
ঘ)টির‍্যানপলিশ

৭. ভূম্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত -
ক)চিন
খ)ভারত
গ)পর্তুগাল
ঘ)দক্ষিণ কঙ্গ

৮. যে কৃষি ব্যাবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশে ফুল, ফল, শাক - সবজি চাষ করা হয় -
ক)উদ্যান কৃষি
খ)মিশ্র কৃষি
গ)বাগিচা কৃষি
ঘ)ব্যাপক কৃষি

৯.গম্বুজ আকৃতির পাহাড় কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় ?
ক)বৃক্ষরুপ নদী নকশা
খ)কেন্দ্রবিমূখ নদী নকশা
গ)জাফরিরুপি নদী নকশা
ঘ)কেন্দ্রভিমুখ নদী নকশা

০.দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে জে আকৃতির বস্তি গড়ে উঠে -
ক)L আকৃতির
খ)Y আকৃতির
গ)Z আকৃতির
ঘ)N আকৃতির

১১. যে পুস্তকে বিপন্ন জীব প্রজাতির তালিকা প্রস্তুত করা হয়, তা হলো -
ক)রেড ডেটা বুক
খ)প্রি ডেটা বুক
গ)অ্যানিমাল ডেটা বুক
ঘ)প্লান্ট ম্যানয়াল

১২.ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত -
ক)কয়েম্বাটুর
খ)চিকমাগালুরে
গ)মানগালোরে
ঘ)লোলেগাওতে

১৩.ডিভাইসের ক্ষয় চক্র মতবাদটি যে জলবায়ু অঞ্চলকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে -
ক)নাতিশীতোষ্ণ অঞ্চল
খ)মেরু অঞ্চল
গ)চরমভাবাপন্ন অঞ্চল
ঘ)মরু অঞ্চল

১৪.প্রাথমিক স্তরের একটি অর্থনৈতিক কার্যাবলী হলো -
ক)ঝরিয়া খনিজ উত্তোলন
খ)শিক্ষকের শিক্ষাদান
গ)মহাকাশ গবেষণা
ঘ)সন্টলেকের সেক্টর ফাইভ এর কাজ

১৫.নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয়না এমন ভূমিরূপ হলো -
ক)উপত্যকার মধ্যে উপত্যকা
খ)মনাডনাক
গ)নিক বিন্দু
ঘ)নদিমঞ্চ

১৬.দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ুর অন্তর্গত তা হলো -
ক)মৌসুমী জলবায়ু
খ)ভূমধ্যসাগরীয় জলবায়ু
গ)উষ্ণ মরু জলবায়ু
ঘ)নিরক্ষীয় জলবায়ু

১৭.একটি মানুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ -
ক)সুনামি
খ)খরা
গ)ভূপাল গ্যাস বিপর্যয়
ঘ)ধস

১৮.ভারতের উদীয়মান শিল্প হলো -
ক)তথ্য প্রযুক্তি শিল্প
খ)পেট্রোরসায়ন শিল্প
গ)কাগজ শিল্প
ঘ)বস্ত্রবয়ন শিল্প

১৯.অতি জন ঘনত্ব লক্ষ করাযায় -
ক)সুইডেনে
খ)বাংলাদেশে
গ)কানাডায়
ঘ)ভারতে

২০.কৃষি জমির তুলনায় জন ঘনত্ব বেশি হলে লক্ষ করাযায় -
ক)নিবিড় কৃষি
খ)স্থানন্তর কৃষি
গ)সেচন কৃষি
ঘ)ব্যাপক কৃষি

২১.মৌজা একটি ছোট প্রশাসনিক উইনিট, যা -
ক)গ্রামভিত্তিক
খ)ছোট শহর ভিত্তিক
গ)শহরের ওয়ার্ড বিত্তিক
ঘ)ব্লক বিটিক

Set-6
১.সমপ্রয় ভূমিতে অবস্থিত বিচ্ছিন্ন ও নিচু পাহাড় বা শীলা স্তরকে বলে -
ক)ইনসেলবার্জ
খ)হামস
গ)স্ট্যাগ
ঘ)মোনাডনাক

২.উপকূলের  সমান্তরালে সৃষ্টি সামুদ্রিক বাঁধ কে বলে -
ক)টম্বলো
খ)পূরদেশিয় বাঁধ
গ)স্পিট
ঘ)অনুতটিও বাঁধ

৩.ক্ষয়ের নিম্ন সীমা ধারণা প্রবর্তন করেন -
ক)পাওয়েল
খ)ডেভিস
গ)গিলবার্ট
ঘ)পেঙ

৪.স্থিতিলসিল পূর্ব যৌবন লাভ যে কারণে ঘটে তা হলো -
ক)নদী গ্রাস
খ)জলবায়ুর পরিবর্তন
গ)ভূ- উত্থান
ঘ)সমুদ্র তলের নিমজ্জন

৫.বদ্বীপ অঞ্চলে মূলত যে ধরনের নদী নকশা গড়েউঠে তা হলো -
ক)বিপরীত ধর্মী বৃক্ষরূপ নদী নকশা
খ)বিনুনিরুপি নদী নকশা
গ)পিনট নদী নকশা
ঘ)সমন্তরাল নদী নকশা

৬.চার্ণজেম মৃত্তিকা জে অঞ্চলে সৃষ্টি হয় -
ক)মরু অঞ্চলে
খ)নাতিশীতোষ্ণ অঞ্চলে
গ)আদ্র- ক্রান্তীয় অঞ্চলে
ঘ)মেরু অঞ্চলে

৭.ইলুভিয়েশন স্তর হলো -
ক)A স্তর
খ)B স্তর
গ)C স্তর
ঘ)D স্তর

৮.প্রতিপ ঘুর্ণবাত মূলত যে অঞ্চলে সৃষ্টি হয় তা হলো -
ক)উপমেরু অঞ্চলে
খ)ক্রান্তীয় সাগর ও মহাসাগরে
গ)মরু অঞ্চলে
ঘ)মৌসুমী জলবায়ু অঞ্চলে

৯.দক্ষিণ আফ্রিকার কোনো  অঞ্চলে যে জলবায়ু দেখা যায় তা হলো -
ক)ভূমধ্যসাগরীয় জল বায়ু
খ)নিরক্ষীয় জলবায়ু
গ)মরু জল বায়ু
ঘ)মৌসুমী জল বায়ু

১০.বায়ু মন্ডলিয় বিপর্যয় হলো -
ক)বন্যা
খ)সুনামি
গ)মৃত্তিকা ক্ষয়
ঘ)ভূমিকম্প

১১.নিচের যে দেশটি মহাজিব বৈচিত্রের মধ্যে পড়েনা তা হলো -
ক)ব্রাজিল
খ)কানাডা
গ)জাইরে
ঘ)মাদাগাস্কার

১২.ব্রাজিলে যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তা হলো -
ক)প্রাথমিক
খ)গৌণ
গ)তৃতীয় শ্রেণীর
ঘ)চতুর্থ শ্রেণীর

১৩.বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলো -
ক)ইউ. এস. এ
খ)ভারত
গ)রাশিয়া
ঘ)চিন

১৪.চীনের বৃহত্তম লৌহ- স্পাত উৎপাদন কেন্দ্রটি হলো -
ক)সাংহাই
খ)আনশান
গ)বেজিং
ঘ)জিনান

১৫.কার্পাস বস্ত্র শিল্প মূলত  যেখানে গড়েউঠে তা হলো -
ক)বাজার
খ)কার্পাস উৎপাদন কেন্দ্রের কাছে
গ)বিদ্যুৎ কেন্দ্রের কাছে
ঘ)নদীর ধারে

১৬.ভারতে গ্রামীণ জন সংখ্যার হার -
ক)৭১.৪০
খ)৬৮.৮৪
গ)৬০.৫৬
ঘ)৩১.১৬

১৭. যে উপাদানটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয় সেটি হলো -
ক)জন্মহার
খ)মৃত্যুহার
গ)জনঘনত্ব
ঘ)পরিব্রাজক

১৮.ভারতের ব্যাস্ততম জাতীয় সড়ক বলা হয় -
ক)NH-1
খ)NH-2
গ)NH-7
ঘ)NH-34

১৯.ভারতের বাতানুকুল শহরটি হলো -
ক)পুনে
খ)মুম্বাই
গ)হায়দ্রাবাদ
ঘ)বেঙ্গালুরু

২০.জেট বায়ু প্রবাহ দেখা যায় -
ক)ঊর্ধ্ব ট্রপস্ফিয়ার
খ)ঊর্ধ্ব স্ট্রাটসস্ফিয়ার
গ)ঊর্ধ্ব মেসোস্ফিয়ার
ঘ)ঊর্ধ্ব থার্মোস্ফিয়ার

২১.শ্রীলংকার বৃহত্তম নারকেল উৎপাদন জেলা হলো -
ক)গল
খ)করুনেগালা
গ)অনুরাধা পুর
ঘ)কোনোটিই নয়

Set-7
১. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন, ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় -
ক)ক্ষয় সাধন
খ)পর্যায়ন
গ)স্তুপিকরণ
ঘ)আবহবিকার

২.পৃথিবীর দীর্ঘতম কাস্ট গোহা হলো -
ক)হলোক
খ)ম্যামথ
গ)ক্রুবেরা
ঘ)কর্লাবার্ড

৩.ইংল্যান্ডের ডর্সেট উপকূলে চেসিল সৈকত ও পোর্টল্যান্ড দ্বীপটি যার দ্বারা পরস্পর যুক্ত তা হলো -
ক)পুরদেশিয় বাঁধ
খ)বেরিয়ার বিচ
গ)স্পিট
ঘ)টম্বলো

৪.গতিশিশ ভারসাম্য তত্ত্বের প্রবক্তা হলেন -
ক)এল. সি. কিং
খ)ডব্লু. এম. ডেভিস
গ)ক্রিকমে
ঘ)জে.টি হ্যাক

৫. মালভূমির খাড়া ঢালে যে জলনির্গমন প্রণালী গড়ে উঠে তাকেবলে -
ক)বৃক্ষ রুপি নদী নকশা
খ)জাফরী রুপি নদী নকশা
গ)সমান্তরাল নদী নকশা
ঘ)অঙ্গুরিও নদী নকশা

৬.লোহা ও অ্যালুমিনিয়াম সম্মৃদ্ধ মাটিকে বলে -
ক)পেডালফার
খ)পেডোক্যাল
গ)চেষ্টনাট
ঘ)রেন্ডজিনা

৭.উদ্ভিদের পুষ্টি মৌলের মধ্যে NPK কে বলা হয় -
ক)মুখ্য পুষ্টি মৌল
খ)গৌণ পুষ্টি মৌল
গ)অনুপসক
ঘ)কলয়েড

৮.অষ্ট্রেলিয়ার উপকূলে সৃষ্টি ঘুর্ণবাতকে কি বলে?
ক)টর্নেডো
খ)টাইফুন
গ)বাগুই
ঘ)উইলি উইলি

৯.নিরক্ষীয় জল বায়ু অঞ্চলে সারা বছর ধরে কয়টি ঋতু লক্ষ করাযায় -
ক)একটি
খ)দুটি
গ)তিনটি
ঘ) চারটি

১০.নিরক্ষীয় জল বায়ু অঞ্চলের উদ্ভিদ যে শ্রেণীর অন্তর্গত সেটি হল -
ক)মাইক্রথার্মস
খ)মেসোথার্মস
গ)মেগাথার্মস
ঘ)হেলিষ্টথার্মস

১১.একটি বৃহদায়তন ভৌগলিক অঞ্চলে বিভিন্ন প্রকৃতিক পরিবেশে প্রাপ্ত জীববৈচিত্র্যকে বলে -
ক)আলফা বৈচিত্র্য
খ)বিটা বৈচিত্র্য
গ)গামা বৈচিত্র্য
ঘ)ডেল্টা বৈচিত্র্য

১২.আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবসটি হলো -
ক)৫ জুন
খ)২২ মে
গ)১২ অক্টোবর
ঘ)১৬ ডিসেম্বর

১৩.শস্যবর্তন  যে কৃষিকাজের অঙ্গ -
ক)বাজার কৃষি
খ)আর্দ্র কৃষি
গ)শুষ্ক কৃষি
ঘ)মিশ্র কৃষি

১৪.শসা সমন্বয় পদ্ধতির প্রবর্তক -
ক)ডেভিস
খ)উইভার
গ)স্কিফার
ঘ)ওয়েবার

১৫.শিল্পের মুক্ত ও গতিশীল উপাদান হলো -
ক)কাচামাল
খ)যোগাযোগ ব্যাবস্থা
গ)শ্রমিক
ঘ)পরিবহন ব্যাবস্থা

১৬.ভারতের ডেট্রয়েট বলা হয় -
ক)হিন্দুমোটর
খ)জামশেদপুর
গ)চেন্নাই
ঘ)মুম্বাই

১৭.তথ্য প্রযুক্তির সাথে যুক্ত কাজকে বলা হয় -
ক)গ্রে - কলার কাজ
খ)রেড কলার কাজ
গ)ব্লু কলার কাজ
ঘ)গ্রিন কলার কাজ

১৮.ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল -
ক)১৮৭১ সালে
খ)১৮৮১ সালে
গ)১৯০১ সালে
ঘ)১৯২১ সালে

১৯.মেগালোপলিস কথাটি প্রথম ব্যাবহার করে -
ক)লুই মামফোর্ড
খ)প্যাট্রিক গেডেস
গ)সি কে গ্যাসপিন
ঘ)জাঁ গটম্যান

২০.স্থিতিশীল উন্নয়নের সাথে সম্পর্কিত একটি কমিশন হলো -
ক)ওয়াঙচু কমিশন
খ)সুইস কমিশন
গ)ব্রুটলান্ড কমিশন
ঘ)রিও কমিশন




No comments:

Post a Comment