আমরা চেষ্টা করছি দ্বাদশ শ্রেণীর সহ আরো বেশকিছু শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক SAQ/MCQ এবং গুরুত্ব পূর্ণ বড়ো প্রশ্ন সাথে উত্তর আপলোড করার আমাদের ওয়েবসাইট "www.a-xlifestory.com"- এ, যাতে বর্তমান নেট - দুনিয়ার সাথে সামঞ্জস্য রেখে এগোতে পারে ছাত্র ছাত্রীরা।
আজকের পোস্টটি ওয়েস্ট বেঙগল বোর্ডের দ্বাদশ শ্রেণির ভুগোল বিষয়ের (MCQ) প্রথম পর্ব অর্থাৎ
সেট - 1।
১.ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল-
ক) কাশ্মীর উপত্যকা
খ) বোরা গুহা
গ) ব্লু পার্বত্য অঞ্চল
গ) অজন্তা গুহা
২.ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তারিত অসম্পৃক্ত স্তরকে বলে-
ক)আ্যকুইফার
খ)অ্যাকুইক্লুড
গ) ভাদোস স্তর
ঘ)আ্যকুইটার্ড
৩. উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূল কে বলে-
ক) যৌগিক উপকূল
খ) রিয়া উপকূল
গ) ফিয়র্ড উপকূল
ঘ) ডালমেশিয়ান উপকূল
৪. পাদসমতলীকরন মতবাদটির প্রথম প্রথম অবতারণা করেন-
ক)ডব্লু এম ডেভিস
খ)ডব্লু পেঙ্ক
গ)জে টি হ্যাক
ঘ)এল সি কিং
৫. একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হল-
ক) অঙ্গুরীয় নদী নকশা
খ) কেন্দ্রবিমুখ নদী নকশা
গ) জাফরি রুপি নদী নকশা
ঘ) কেন্দ্রবিমুখী নদী নকশা
৬. মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণের দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল-
ক) A স্তর
খ) B স্তর
গ) O স্তর
ঘ) R স্তর
৭. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল-
ক) লৌহ
খ) ম্যাঙ্গানিজ
গ) তামা
ঘ) নাইট্রোজেন
৮. মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল-
ক) টাইফুন
খ) টর্নেডো
গ) হ্যারিকেন
ঘ) উইলি- উইলি
৯. ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হল-
ক) মৌসুমী জলবায়ু অঞ্চল
খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
গ) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
ঘ) মরু জলবায়ু অঞ্চল
১০. এল- নিনো দেখা যায়-
ক) আটলান্টিক মহাসাগরে
খ) প্রশান্ত মহাসাগরে
গ) ভারত মহাসাগরেে
ঘ) ভূমধ্যসাগরে
১১. "জীব বৈচিত্র" শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
ক) ওয়াল্টার রোজেন
খ) নরম্যান মায়ারস
গ) চার্লস ডারউইন
ঘ) রবার্ট হুক
১২. প্রদত্ত ঘটনা গুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হল-
ক) ২০০৯খ্রিস্টাব্দের আইলা
খ) ১৯৮৪খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
গ) ২০০৪ খ্রিস্টানদের সুনামি
ঘ )২০১৫ খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প
১৩. চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত সেটি হল-
ক) ইউনান
খ) জেচুয়ান
গ) হুনান
ঘ) হুবেই
১৪. ভারতে নীল বিপ্লব যে উৎপাদনটির সাথে জড়িত তা হল-
ক) দুধ
খ) মাংস
গ) ডিম
ঘ) মাছ
১৫. সেবা ক্ষেত্রে কাজ কর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়-
ক) সাদা পোশাকের কর্মী
খ) লাল পোশাকের কর্মী
গ) নীল পোশাকের কর্মীী
ঘ) গোলাপী পোশাকের কর্মী
১৬.নব্য স্তরের অর্থনৈতিক কর্যবলির একটি উদাহরণ হল-
ক) গবেষণা ও উন্নয়ন
খ) পর্যটন
গ) পরামর্শদান
ঘ) ব্যাংকিং পরিষেবাা
১৭. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত -
ক) কার্পাস বয়ন শিল্পের জন্য
খ) মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
গ) পেট্রোরসায়ন শিল্পের জন্য
ঘ) কাগজ শিল্পের জন্য
১৮.কষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-
ক) পাট শিল্পের
খ) কার্পাস বয়ন শিল্পে
গ) লৌহ ইস্পাত শিল্পে
ঘ) কাগজ শিল্পে
১৯. একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বস্তি গড়ে ওঠে তা হল-
ক) শুষ্ক- বিন্দু বসতি
খ) আদ্র- বিন্দু বস্তিি
গ) রৈখিক বস্তি
ঘ) বর্গাকার বস্তি
উত্তর:
উপরুক্ত প্রশ্নগুলির মধ্যে প্রশ্ন বাদে শুধু উত্তর গুলি হাইলাইট করা আছে।
No comments:
Post a Comment