Strong Roots by APJ Abdul Kalam questions and answers (S.A.Q, L.A.Q) Summary with Bengoli meaning - Psycho Principal

Fresh Topics

Tuesday, 28 December 2021

Strong Roots by APJ Abdul Kalam questions and answers (S.A.Q, L.A.Q) Summary with Bengoli meaning

Strong Roots

A.P.J Abdul Kalam



Thank You Ma'am

👉( Questions And Answers )


Full name
Avul Pakir Jainulabdeen Abdul Kalam


Popularly known as
Dr. APJ Abdul Kalam


Birth
October 15, 1931 in a middle class Tamil family in Rameswaram, Tamil Nadu


Parents
Father-Jainulabdeen; mother-Ashiamma
Early education


Rameswaram Elementary School
Later education


• Saint Joseph's College, Tiruchirappalli
• 1954: Graduation in Physics
• 1955: Went to Madras to study aerospace engineering from MIT-completed course in 1960


Career
Joined DRDO as a scientist
• Designed a small helicopter for the Indian Army
1969: Joined Indian Space Research Organization (ISRO)-became project-director of SLV-III
As the Missile Man of India he developed Agni, Prithvi, Trishul, etc.
• July, 1992-December 1999: the Chief Scientific Adviser to the Prime Minister and Secretary of DRD0
1998: developed a low cost coronary stent known as "Kalam-Raju Stent'
2002-2007: 11th President of India
•2008 onward: connected with many academic and research institutes.


Awards and honours
• His 79th birthday was recognized as World Students' Day
Honorary Doctorate by 40 universities
1981: Padma Bhushan
1990: Padma Vibhushan 1997: highest civilian award, Bharat Ratna


Writings
• 1998 : India 2020' : 'A Vision for the New Millennium'
1999 Wings of Fire'
• 2002 : 'Ignited Minds : Unleashing the Power Within India'
2004 : The Luminous Sparks'
2005 'Mission India' 2007 : Inspiring Thoughts, Indomitable Spiriť 2011 : Envisaging an Empowered Nation'
• 2011 : Turning Points : A Journey Through Challenges'
• 2011 : “Target 3 Billion'
• 2012 : You are Born to Blossom : Take My Journey Beyond'
2013 : My Journey Transforming Dreams into Actions


Other activitie

In 2011 launched What Can I Give Movement' to defeat corruption.
Death
July 27, 2015 of cardiac arrest



Strong Roots By APJ Abdul Kalam:


Strong Roots Bengali meaning Summary:


1. Birth and Parentage : Kalam was born in a middle class Tamil family in Rameswaram , Tamil Nadu . His father , Jainulabdeen , was neither very educated ( এডুকেটেড ) nor very wealthy ( 3G ) . However , he had innate ( ইনেট ) wisdom and generosity ( জেনেরসিটি ) . His mother , Ashiamma , was an ideal partner to his father . She would happily take the trouble of feeding ( ফীডিং ) outsiders . She came of a distinguished ( ডিটিংগুইশড্‌ ) family . Kalam recounts that his parents were tall and handsome ( 1 ) but he was a rather short boy with ordinary appearance ( অ্যাপিয়ারেন্স ) .
জন্ম ও বংশপরিচয় : কালাম জন্মেছেন তামিলনাড়ুর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে । তাঁর বাবা জৈনুলআবদিন উচ্চশিক্ষিত বা বিত্তবান ছিলেন না । কিন্তু তার সহজাত জ্ঞান ও মহানুভবতা ছিল | তাঁর মা , আশিয়াম্মা ছিলেন কালামের বাবার আদর্শ জীবনসঙ্গী | তিনি খুশি মনে বাইরের লোককে খাওয়ানোর কষ্ট স্বীকার করতেন । তিনি প্রসিদ্ধ পরিবারে জন্মেছিলেন | কালাম স্মৃতিচারণ করেছেন তাঁর বাবা - মা ছিলেন লম্বা ও সুদর্শন কিন্তু তিনি নিজে ছিলেন ছোটোখাটো , সাধারণ চেহারার বালক |


2. Ancestral house & secure childhood : In his childhood , Kalam lived in the ancestral ( G ) house . It was a fairly ( ফেয়ারলি ) large pucca ( পাক্কা ) house built in the middle of the 19th century . His father was very simple in life - style ( b ) . However , he would provide for Kalam everything he needed . In fact , Kalam had a very secure ( সিকিওর ) childhood ( চাইল্ডহুড ) .
পৈতৃক বাড়ি ও নিরাপদ শৈশব : শৈশবে কালাম বাস করতেন তাঁদের পৈতৃক বাড়িতে | এটি ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা বেশ বড়োসড়ো পাকা বাড়ি । তার বাবা সাদাসিধে জীবনযাপন করতেন । কিন্তু তিনি প্রয়োজনীয় সব কিছুই কালামকে দিতেন । আসলে কালামের শৈশব ছিল নিরাপদ শৈশব |


3. Food habits : Kalam would eat with his mother , sitting on the floor of the kitchen  . At lunch , his mother would serve rice , aromatic sambar ( অ্যারোমেটিক সম্বর ) , homemade pickle ( হোমমেড পিক্‌ল্ ) and fresh coconut chutney ( চাটনি ) .
খাদ্যাভ্যাস : রান্নাঘরের মেঝেতে বসে কালাম তার মায়ের সঙ্গে খাওয়াদাওয়া করতেন । দুপুরে মা দিতেন ভাত , সুগন্ধি সম্বর , ঘরে তৈরি আচার আর নারকেলের টাটকা চাটনি |


4. Locality : The locality where Kalam lived was Muslim dominated . But a lot of Hindu families lived there in a friendly manner with their Muslim neighbours .
অঞ্চল : যে অঞ্চলটিতে কালাম বাস করতেন সেটি ছিল মুসলিম অধ্যুষিত | তবে অনেক হিন্দু পরিবারও মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করত ।


5. Temple and Mosque : Rameswaram is famous for the Shiva Temple . But in his locality there was a very old mosque  where Kalam would go with his father for evening prayers . Although he could not understand the meaning of the Arabic prayers , he thought that those prayers  would reach God .

মন্দির ও মসজিদ : রামেশ্বরম শিব মন্দিরের জন্য বিখ্যাত । তবে তাঁর এলাকাতে একটা পুরোনো মসজিদ ছিল যেখানে কালাম তাঁর বাবার সঙ্গে সান্ধ্য প্রার্থনায় যেতেন । নিজে আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ না বুঝলেও তিনি মনে করতেন ওই প্রার্থনা আল্লার কাছে পৌঁছোয় |


6. Popularity of Kalam's father : People of different religions ( রিলিজিয়নস্ ) had much faith in the spiritual ( স্পিরিচুয়াল ) power of Kalam's father . They would offer him bowls of water . His father would dip his finger tips and say a prayer . This water was considered ( কনসিডারড ) holy medicine for invalids ( ইনভ্যালিডস্ ) . After being cured  , people would visit their house to thank his father . But his father would ask them to thank Allah , the merciful ( মারসিফুল ) .

  কালামের বাবার জনপ্রিয়তা : কালামের বাবার ঐশ্বরিক ক্ষমতার প্রতি বিভিন্ন ধর্মের মানুষের অগাধ বিশ্বাস ছিল | তারা তাঁকে জলের বাটি দিতেন । তিনি আঙুলের ডগা ডুবিয়ে , প্রার্থনা করে ওই জলকে পবিত্র জলে পরিণত করতেন । এই জলকে অক্ষমদের জন্য পবিত্র ওষুধ হিসেবে গণ্য করা হত । সেরে উঠে লোকজন তাঁদের বাড়িতে আসত তাঁর বাবাকে ধন্যবাদ জানানোর জন্য । কিন্তু তাঁর বাবা তাদেরকে বলতেন দয়ালু আল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করতে ।


7. Intimacy between Kalam's father and the high priest of Rameswaram temple : Pakshi Lakshmana Sastry , the high priest ( P ) of Rameswaram temple , was a close friend of Kalam's father . Kalam recollects one occasion when they were discussing ( ডিসকাসিং ) spiritual matters . It gives the message of tolerance ( টলারেন্স ) and harmony ( হারমনি ) .

কালামের বাবা ও রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের অন্তরঙ্গতা : রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু । কালাম এমন একটি ঘটনার কথা স্মরণ করেছেন যেখানে দুজনে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিলেন | এটি সহনশীলতা ও সম্প্রীতির বার্তা বহন করে |


8. Relevance of Prayer : Kalam once asked his father about the relevance ( fe ) of prayer . His father answered that prayer is nothing mysterious ( মিস্টিরিয়াস ) . Rather it is a means of communion ( কমিউনিয়ন ) of spirits between people . Through prayer an individual rises above his bodily ( a ) existence and becomes a part of the cosmos  which knows no narrowness ( ন্যারোনেস ) .

প্রার্থনার উপযোগিতা : একবার কালাম তাঁর বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চান । তাঁর বাবা উত্তরে বলেন যে প্রার্থনা রহস্যময় কিছু নয় । এটি বরং মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনের উপায় | প্রার্থনার মাধ্যমে একজন তার দৈহিক অস্তিত্বের সীমা অতিক্রম করে মহাজগতের অংশ হয়ে ওঠে , যে মহাজগতে কোনো সংকীর্ণতা নেই ।


9. Father's ability to communicate complex ideas in simple language : Kalam admiringly ( R ) recollects his father's ability to communicate ( কমিউনিকেট ) complex spiritual ideas in simple Tamil . Once his father explained ( a ) that human being is a part of the Divine Being . So we should not be afraid ( অ্যাফ্রেড ) of difficulties , sufferings ( সাফারিংজ্ ) and problems . We should try to understand the relevance of our suffering since difficulties always presents opportunities for deep thought about oneself .

  কালামের বাবার জটিল বিষয়কে সহজসরল ভাষায় প্রকাশ করার দক্ষতা : কালাম শ্রদ্ধার সঙ্গে তাঁর বাবার জটিল আধ্যাত্মিক বিষয়কে সহজ কথ্য তামিল ভাষায় প্রকাশের দক্ষতাকে স্মরণ করেছেন । একবার তাঁর বাবা ব্যাখ্যা করে বোঝান যে মানুষ হচ্ছে ঐশ্বরিক সত্তার অংশ । তাই জটিল পরিস্থিতি , যন্ত্রণা এবং সমস্যায় আমাদের ভয় পাওয়া উচিত নয় | আমাদের উচিত যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করা কারণ দুঃসময় সর্বদা আমাদেরকে নিজেকে নিয়ে গভীর চিন্তাভাবনার সুযোগ করে দেয় ।


10. Kalam's father to the people in distress : Once Kalam asked his father why he would not communicate his spiritual concept to those who sought ( ) his help and advice . Kalam's father explained that every specific problem demands a special helper . Whenever human beings face great difficulties , they look for someone to show them the way out . For the people in distress ( f ) Kalam's father was only a medium . He would help in their effort to appease ( অ্যাপৗঁজ ) demonic ( ডেমনিক ) forces with prayers and offerings ( I ) . However , his father himself did not approve of this approach ( অ্যাপ্রোচ ) .

দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কালামের বাবা : কালাম একবার বাবার কাছে জানতে চান কেন তিনি তাঁর কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসা লোকজনকে তার আধ্যাত্মিক ধারণার কথা জানান না । কালামের বাবা ব্যাখ্যা করে বলেন প্রতিটি বিশেষ সমস্যার জন্য দরকার বিশেষ সাহায্যকারীর । যখনই মানুষ প্রচণ্ড সমস্যায় পড়ে তখনই তারা এমন একজনের সন্ধান করে যে তাদের সমাধানের পথ দেখাবে । দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কালামের বাবা ছিলেন শুধুমাত্র একজন মাধ্যম । প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার প্রচেষ্টায় তিনি সাহায্য করেন । কিন্তু তাঁর বাবা নিজে এই পন্থা গ্রহণযোগ্য বলে মনে করতেন না ।


11. Father's views of destiny : According to Kalam's father there are two distinctly ( ff ) different views of destiny ( ) . One view of destiny is created out of fear . He calls this view , ' fear - ridden vision of destiny ' . Another vision of destiny is that there is ' enemy of fulfilment ( ) within ourselves ' . We should find out that enemy . Kalam's father advises us to understand the difference between these two visions of destiny . The two ideas of destiny are- ( i ) Destiny is a power that is above and beyond us . It is powerful and rules human life . ( ii ) Destiny is something that is within us . We have the power to control it .

বাবার অদৃষ্ট সম্পর্কে ধারণা : কালামের বাবার মতে অদৃষ্ট সম্বন্ধে সুস্পষ্টভাবে দুধরনের মত রয়েছে । একটি ধারণায় অদৃষ্টের উৎপত্তি ভয় থেকে । তিনি এটিকে ‘ ভয়ের কারণে সৃষ্ট অদৃষ্ট ’ বলেছেন | অদৃষ্টের আর - একটি ধারণা হল এই যে , ‘ আমাদের ভিতরেই আকাঙ্ক্ষা চরিতার্থ করার পথে বাধাসৃষ্টিকারী শত্রু বিদ্যমান ’ | আমাদের কাজ সেই শত্রুকে খুঁজে বের করা । কালামের বাবা এই দুই ধরনের অদৃষ্টবাদের পার্থক্য বুঝতে আমাদের পরামর্শ দেন । অদৃষ্ট সম্পর্কে ধারণা দুটি হল— ( i ) অদৃষ্ট এমন একটি শক্তি যা আমাদের ওপরে অবস্থান করে এবং আমাদের নাগালের বাইরে থাকে । এটি শক্তিধর এবং মানুষের জীবন নিয়ন্ত্রণ করে । ( ii ) অদৃষ্ট আমাদের মধ্যেই থাকে । একে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের রয়েছে |


12. Father's routine - bound life : Kalam recounts his father's routine - bound life . His father would start his day at 4 a.m. by reading namaz . Then he would go to their coconut grove and return with about a dozen coconuts tied together . After that he would have his breakfast . He maintained this routine  even in his late sixties .
বাবার নিয়মে বাঁধা প্রাত্যহিক জীবন : কালাম স্মরণ করেছেন তাঁর বাবার নিয়মে বাঁধা জীবনের কথা | ভোর চারটেতে নামাজ পড়ে তাঁর বাবা দিন শুরু করতেন । তারপর তিনি তাঁদের নারকেল বাগানে যেতেন এবং ফিরতেন ডজনখানেক নারকেল বেঁধে নিয়ে । তারপর তিনি জলখাবার খেতেন । যখন তার বয়স ষাটের কোঠার শেষের দিকে তখনও তিনি এই প্রাত্যহিক নিয়ম মেনে চলতেন ।


13. Influence of his father : In his career as a scientist , Dr. APJ Abdul Kalam had tried to emulate  his father . His father revealed  to him the fundamental  truths that he had tried to understand . He believed in the existence of a divine power tha controls our life . He believed that this divine power can lift us up from confusion , misery , sadness and failure . This power guides us to our rightful position .

তাঁর বাবার প্রভাব: বিজ্ঞানসাধনার ক্ষেত্রে ড . এপিজে আব্দুল কালাম তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন । তাঁর বাবা তাঁর কাছে যে মূল সত্যকে উন্মোচন করেছেন তা তিনি বোঝার চেষ্টা করেছেন । তিনি বিশ্বাস করতেন যে এক ঐশ্বরিক শক্তি আছে যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে । তিনি বিশ্বাস করতেন , এই ঐশ্বরিক শক্তি দ্বিধা , দুর্দশা , বেদনা ও ব্যর্থতা থেকে আমাদের উত্তরণ ঘটায় | এই শক্তি আমাদেরকে যথার্থ স্থানে পৌঁছোনোয় পরিচালিত করে ।


14. In search of liberty and happiness : In the concluding sentence of ' Strong Roots ' , Dr. APJ Abdul Kalam expresses his view on achieving liberty  and happiness  . According to him an individual can achieve freedom , happiness and peace of mind only by freeing himself from the clutches ( ক্লাচেস ) of emotional  and physical bonds . Too much attachment ( অ্যাটাচমেন্ট ) to the material world spoils our liberty and happiness . 

  স্বাধীনতা ও সুখের সন্ধানে : ' Strong Roots'- এর শেষ বাক্যে ড . এপিজে আব্দুল কালাম স্বাধীনতা ও সুখলাভের উপায় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির কথা বলেছেন । তাঁর মতে একজন তখনই স্বাধীনতা , সুখ ও মানসিক শান্তি লাভ করতে পারে যখন সে আবেগঘটিত ও পার্থিব সকল বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে । বস্তুজগতের প্রতি অতিমাত্রায় আসক্তি আমাদের স্বাধীনতা ও সুখকে বিনষ্ট করে ।



Strong Roots Questions Answers:


SAQ Type....................Mark1


1. Whom does the opening pronoun ' T ' refer to in ' Strong Roots ' ? [ ' Strong Roots ' গদ্যাংশের সূচনায় ব্যবহৃত ‘ আমি ’ সর্বনামটি কাকে বোঝাচ্ছে ? ]
Ans . In ' Strong Roots ' the opening pronoun ' I ' refers to Dr. APJ Abdul Kalam . [ ' Strong Roots ' গদ্যাংশের সূচনায় ব্যবহৃত ‘ আমি ’ সর্বনামটি ড . এপিজে আব্দুল কালামকে বোঝাচ্ছে | ]


2. Where was APJ Abdul Kalam born ? [ আব্দুল কালাম কোথায় জন্মেছেন ? ]
Or In which town was Dr. APJ Abdul Kalam born ? [ কোন শহরে ডঃ এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন ? ]
Ans . APJ Abdul Kalam was born at Rameswaram in Tamilnadu . [ এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন । ]


3. Into what type of family was Abdul Kalam born ? [ কেমন পরিবারে আব্দুল কালাম জন্মেছিলেন ? ]
Ans . Abdul Kalam was born into a middle class Tamil family . [ আব্দুল কালাম এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলেন । ]


4. Who were Kalam's parents ? [ কালামের বাবা - মা কারা ? ]
Or , What was the name of Kalam's father ? [ কালামের বাবার নাম কী ? ]
Ans . Jainulabdeen was APJ Abdul Kalam's father , and Ashiamma was his mother . [ জৈনুলআবদিন ছিলেন এপিজে আব্দুল কালামের বাবা আর আশিয়াম্মা তাঁর মা ]


5. What does Kalam write about his father's education and wealth ? [ কালাম তাঁর বাবার শিক্ষা ও সম্পদ সম্পর্কে কাঁ লিখেছেন ? ]
Kalam , his father , APJ Abdul to Ans . According Jainulabdeen , had neither much formal education nor much wealth . [ এপিজে আব্দুল কালামের মতে তাঁর বাবা জৈনুলআবদিনের তেমন কোনো প্রথাগত শিক্ষাও ছিল না বা খুব বেশি ধনসম্পত্তি ছিল না । ]


6. What , according to Kalam , did his father possess ? [ কালামের মতে তাঁর বাবা কীসের অধিকারী ছিলেন ? ]
Ans . According to APJ Abdul Kalam , his father possessed great innate wisdom and a true generosity of spirit . [ এপিজে আব্দুল কালামের মতে তাঁর বাবা ছিলেন প্রবল সহজাত প্রজ্ঞা ও প্রকৃত মহানুভব হৃদয়ের অধিকারী | ]


7. In whom did Abdul Kalam's father have an ideal helpmate ? [ কার মধ্যে আব্দুল কালামের বাবা আদর্শ জীবনসঙ্গী পেয়েছিলেন ? ]
Or , Who was the ideal helpmate of Kalam's father ? [ কালামের বাবার আদর্শ জীবনসঙ্গী কে ছিলেন ? ]
Ans . In Ashiamma , APJ Abdul Kalam's father had an ideal helpmate . [ আশিয়াম্মার মধ্যে এপিজে আব্দুল কালামের বাবা এক আদর্শ জীবনসঙ্গীকে পেয়েছিলেন ।


8. " I was born into a middle class Tamil family in the island -town of Rameswaram ...... .. " - Who is the speaker here ? [ এখানে বক্তা কে ? ]
Ans . APJ Abdul Kalam , a great Indian scientist , is the speaker here . [ এখানে বক্তা হলেন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ||


9. How were Kalam's parents looked upon by others ? [ কালামের মা - বাবাকে অন্যেরা কেমন চোখে দেখত ? ]
Ans . APJ Abdul Kalarm's parents were widely regarded as an ideal couple . [ এপিজে আব্দুল কালামের মা - বাবাকে আদর্শ দম্পতি হিসেবে গণ্য করা হত । ]


10. What is said about Kalam's mother's lineage ? [ কালামের মায়ের বংশমর্যাদা সম্বন্ধে কী বলা হয়েছে ? ] Jedhour Neue Molend )
Or , Why was the lineags of Kalam's mother more distinguished ? [ কালামের মা - এর বংশমর্যাদা উন্নত কেন ? ]
Ans . APJ Abdul Kalam's mother's lineage was distinguished than that of his father since one of her ancestors ( এনসেসটরস্ ) had been bestowed the title of ' Bahadur ' by the British . [ এপিজে আব্দুল কালামের মা বংশমর্যাদায় বাবার থেকে উন্নত ছিলেন , কেন - না তাঁর এক পূর্বপুরুষকে ব্রিটিশরা ‘ বাহাদুর ’ উপাধি দিয়েছিল | ]


11. How does Kalam compare his looks in childhood with that of his parents ? [ কালাম কীভাবে তাঁর ছেলেবেলার রূপের সঙ্গে তাঁর মা - বাবার রূপের তুলনা করেছেন ? ]
Ans . In APJ Abdul Kalam's opinion , he was a short boy with rather undistinguished ( আনডিটিংগুইশড্‌ ) looks while his parents were tall and handsome . [ এপিজে আব্দুল কালামের মতে তিনি ছিলেন ছোটোখাটো সাধারণ চেহারার বালক আর তার মা বাবা ছিলেন লম্বা ও সুদর্শন | ]


12. In what kind of house did Kalam live in his childhood ? [ শৈশবে কালাম কোন্ বাড়িতে থাকতেন ? ]
Ans . In his childhood , APJ Abdul Kalam lived at Rameswaram Harin his ancestral house that was built in the middle of the 19th century . [ ছোটোবেলায় এপিজে আব্দুল কালাম রামেশ্বরমে ১৯ শতকের মাঝামাঝি সময়ে তৈরি পৈতৃক বাড়িতে থাকতেন । ]


13. How was Kalam's ancestral house ? [ কালামের পৈতৃক বাড়ি কেমন ছিল ? ]
Ans . APJ Abdul Kalam's ancestral ( অ্যানসেসট্রাল ) house which was built in the middle of the 19th century was a fairly large , pucca house , made of limestone ( লাইমস্টোন ) and brick . [ এপিজে আব্দুল কালামের পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল ১৯ শতকের মাঝামাঝি সময়ে যেটি ইট ও চুনাপাথরে গাঁথা বেশ বড়োসড়ো পাকা বাড়ি ছিল | ]


14. Where was Kalam's ancestral house located ? [ কালামের পৈতৃক বাড়িটি কোথায় অবস্থিত ছিল ? ]
Ans . APJ Abdul Kalam's ancestral house was located on Mosque Street in Rameswaram , Tamil Nadu . [ aftur আব্দুল কালামের পৈতৃক বাড়িটি তামিলনাড়ুর রামেশ্বরমে মক্ স্ট্রিটে অবস্থিত ছিল ।


15. " ... he possessed great innate wisdom and a true generosity of spirit " . Who is ' he ' ? [ এখানে ' he ' কে ? ]
Ans . Here ' he ' refers to APJ Abdul Kalam's father , Jainulabdeen , who was a pious man . [ এখানে ‘ সে ’ বলতে এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিনকে বোঝানো হয়েছে যিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন । ]


16. " I do not recall the exact number of people she fed every day ... ” — Who is she ' ? [ এখানে she ' কে ? ]
Ans . Here ' sheto refers to APJ Abdul Kalam's mother , Ashiamma who was very affectionate ( অ্যাফেকশানেট ) . [ এখানে ‘ she ' বলতে এপিজে আব্দুল কালামের মা আশিয়াম্মাকে বোঝানো হয়েছে যিনি ছিলেন খুব মমতাময়ী । ]


17. " However , all necessities were provided for ... " - What basic necessities does the speaker mention here ? [ কোন্ কোন্ মুখ্য প্রয়োজনীয় জিনিসের কথা বক্তা এখানে উল্লেখ করেছেন ? ]
Ans . The speaker , APJ Abdul Kalam , mentions food , medicine and clothing as basic necessities . [ বক্তা এপিজে আব্দুল কালাম এখানে মুখ্য প্রয়োজনীয় জিনিস বলতে খাদ্য , ওষুধ ও বস্ত্রের কথা উল্লেখ করেছেন । ]


18. Why has Kalam used the adjective ' austere ' to describe his father ? [ কালাম তার বাবার বর্ণনা দিতে গিয়ে ' austere ' বিশেষণটি ব্যবহার করেছেন কেন ? ] 
Ans . While describing his father , APJ Abdul Kalam has used the adjective ' austere ' to point out his father's plain and simple life - style . [ বাবার বর্ণনা দিতে গিয়ে এপিজে আব্দুল কালাম ' austere ' বিশেষণটি ব্যবহার করেছেন তাঁর বাবার সহজসরল জীবনধারাকে তুলে ধরার জন্য ।


19. What was the name of Abdul Kalam's mother ? [ আব্দুল কালামের মায়ের নাম কী ? ]
Ans . The name of APJ Abdul Kalam's mother was Ashiamma . [ এপিজে আব্দুল কালামের মায়ের নাম হল আশিয়াম্মা ! ]


20. How was the house of APJ Abdul Kalam ? [ এপিজে আব্দুল কালামের বাড়িটা কেমন ছিল ? ]
Ans . APJ Abdul Kalam lived in their ancestral house which was a fairly large pucca house , made of limestone and brick . [ এপিজে আব্দুল কালাম তাঁর পূর্বপুরুষদের বাড়িতে বাস করতেন যেটি চুনাপাথর ও ইটের তৈরি বেশ বড়ো পাকা বাড়ি ছিল |


21. How does Kalam describe his appearance ? [ কালাম কীভাবে তাঁর বাহ্যিক রূপের বর্ণনা দিয়েছেন ? ]
Or , How would Kalam look in his boyhood ? [ ছোটোবেলায় কালামকে দেখতে কেমন ছিল ? ]
Ans . Kalam describes himself as a short boy with rather undistinguished looks . [ কালাম নিজেকে বর্ণনা করেছেন ছোটোখাটো , সাদামাটা চেহারার বালক হিসেবে ।


22. With whom did Kalam eat ? [ কার সঙ্গে বসে কালাম খেতেন ? ]
Ans . Normally , APJ Abdul Kalam would eat with his mother , sitting on the floor of the kitchen . [ সাধারণত এপিজে আব্দুল কালাম রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সঙ্গে খেতেন । ]


23. What food would Kalam's mother serve at lunch ? [ দুপুরের খাবার হিসেবে কালামের মা কী কী খাবার পরিবেশন করতেন ? ]

Or , What food was served to Kalam in his childhood ? [ ছোটোবেলায় কালামকে কী খাবার পরিবেশন করা হত ? ]
Ans . At lunch , APJ Abdul Kalam's mother would serve rice and aromatic sambar , home - made pickle and fresh coconut chutney . [ দুপুরের খাবার হিসেবে এপিজে আব্দুল কালামের মা ভাত ও সুগন্ধি সম্বর , ঘরে তৈরি আচার ও টাটকা বানানো নারকেলের চাটনি পরিবেশন করতেন ।


24. Which temple made Rameswaram famous to pilgrims ? [ কোন্ মন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল ? ]
Ans . The Shiva temple made Rameswaram famous to pilgrims . [ শিবমন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে প্রসিদ্ধ করে তুলেছিল |


25. How was the locality where Kalam lived ? [ কালাম যেখানে বাস করতেন সেই পাড়াটি কেমন ছিল ? ]
Or , In what kind of locality did Kalam live when he was young ? [ কালাম যখন অল্পবয়সি ছিলেন , তিনি কীরকম পাড়ায় থাকতেন ? ]
Ans . APJ Abdul Kalam's locality was Muslim dominated ( ডমিনেটেড ) , though a lot of Hindu families lived there . [ এপিজে আব্দুল কালামের পাড়া ছিল মুসলিম অধ্যুষিত যদিও অনেক হিন্দু পরিবারও সেখানে বাস করত । ]


26. How was the Hindu - Muslim relationship in Kalam's locality ? [ কালামের পাড়াতে হিন্দু - মুসলিম সম্পর্ক কেমন ছিল ? ]
Ans . In APJ Abdul Kalam's locality , a lot of Hindu families lived amicably with their Muslim neighbours ( নেবারস্ ) . [ এপিজে আব্দুল কালামের পাড়াতে বেশ কিছু হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুভাবে বাস করত । ]


27. Why would Kalam's father take Kalam to the local mosque ? [ কালামের বাবা কালামকে স্থানীয় মসজিদে নিয়ে যেতেন কেন ? ]
Ans . APJ Abdul Kalam's father would take him to the local mosque for evening prayers . [ এপিজে আব্দুল কালামের বাবা তাঁকে সান্ধ্য নামাজের জন্য স্থানীয় মসজিদে নিয়ে যেতেন ।


28. Where did the evening prayers reach , according to Kalam ? [ কালামের মতে , সান্ধ্য প্রার্থনা কোথায় পৌঁছোত ? ]
Ans . The evening prayers , as APJ Abdul Kalam thought , reached God . [ এপিজে আব্দুল কালাম মনে করতেন সান্ধ্য প্রার্থনা আল্লার কাছে পৌঁছোত |


29. What idea did Kalam have about the meaning of the Arabic prayers chanted at the mosque ? [ মসজিদে আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ সম্পর্কে কালামের কী ধারণা ছিল ? ]
Ans . APJ Abdul Kalam had absolutely no idea about the meaning of the Arabic prayers chanted at the mosque . [ মসজিদে আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ সম্পর্কে এপিজে আব্দুল কালামের কোনো ধারণাই ছিল না ।


30. Who would wait outside the mosque to meet Kalam's father ? [ কালামের বাবার সঙ্গে দেখা করার জন্য কে বা কারা মসজিদের বাইরে অপেক্ষা করতেন ? ]
Ans . People of different religions would wait outside the mosque to meet APJ Abdul Kalam's father . [ এপিজে আব্দুল কালামের বাবার সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন ধর্মের মানুষ মসজিদের বাইরে অপেক্ষা করতেন । ]


31. Why would people of different religions wait outside the mosque for Kalam's father ? [ কেন বিভিন্ন ধর্মের মানুষ কালামের বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতেন ? ] Ans: People of different religions would wait for Kalam's father for the sanctification ( স্যাংটিফিকেশন ) of the water that they would take home for invalids . [ বিভিন্ন ধর্মের মানুষ শারীরিক প্রতিবন্ধীদের জন্য যন্ত্রপূত জল নেবার উদ্দেশ্যে এপিজে আব্দুল কালামের বাবার জন্য অপেক্ষা করত । ]


32. How would Kalam's father sanctify water ? | কালামের বাবা কীভাবে জলকে পবিত্র করতেন ? ]
Or , What did Kalam's father do with the bowls of water ? [ কালামের বাবা জলের বাটি নিয়ে কী করতেন ? |
Ans . APJ Abdul Kalam's father would sanctify water by dipping his fingertips in water and saying a prayer . [ এপিজে আব্দুল কালামের বাবা জলে আঙুলের ডগা ডুবিয়ে প্রার্থনা করে জলকে পবিত্র করতেন ।


33. Why would people , after being cured , visit Kalam's house ? [ সুস্থ হওয়ার পরে কেন লোকজন কালামের বাড়িতে আসত ? ]
Ans . After being cured , people would visit APJ Abdul Kalam's house to offer thanks to his father . [ সুস্থ হওয়ার পরে লোকজন এপিজে আব্দুল কালামের বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে তাঁদের বাড়িতে আসত । ]


34. How would Kalam's father react when people , after being cured , offered him thanks ? [ সেরে ওঠার পর লোকজন ধন্যবাদ জানালে কালামের বাবা কী প্রতিক্রিয়া দিতেন ? ]
Ans . When people , after being cured , would offer thanks , RAPJ Abdul Kalam's father always smiled and asked them to thank Allah , the merciful . [ সেরে ওঠার পর লোকজন ধন্যবাদ জানালে এপিজে আব্দুল কালামের বাবা সবসময় মৃদু হেসে * দয়ালু আল্লাকে ধন্যবাদ জানাতে বলতেন । ]


35. How far was the Shiva temple from Kalam's ancestral our house ? [ কালামের পৈতৃক বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব কত ? ]
Ans . The Shiva Temple was about a ten - minute walk from Kalam's ancestral house .  [ কালামের পৈতৃক বাড়ি থেকে শিবমন্দিরের দূরত্ব দশমিনিটের হাঁটা পথ ]


36. Where did Kalam's father go for the evening prayers ? [ সান্ধ্যকালীন প্রার্থনার জন্য কালামের বাবা কোথায় যেতেন ? ]
Ans . Kalam's father went to the very old mosque in their locality for evening prayers . [ সান্ধ্যকালীন প্রার্থনার জন্য কালামের বাবা এলাকার সব থেকে পুরানো মসজিদে যেতেন ।


37. Why was Rameswaram famous ? [ রামেশ্বরম কেন বিখ্যাত ছিল ? ]
Or , What was Rameswaram famous for ? [ রামেশ্বরম কী কারণে বিখ্যাত ছিল ? ]
Ans , Rameswaram was famous for the Shiva temple . [শিব মন্দিরের জন্য রামেশ্বরম বিখ্যাত ছিল ]


37. Who was the high priest of Rameswaram temple ? [ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন ? ]
Or , Who was the priest of the Shiva temple in ' Strong Roots ' ? [ ' Strong Roots ' গল্পে শিব মন্দিরের পুরোহিত কে ছিলেন ? ]
Or , What was the name of the high priest of Rameswaram temple ? [ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কী ? ]
Ans . Pakshi Lakshmana Sastry was the high priest of Rameswaram temple . [ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত [ ]


38. Who was Pakshi Lakshmana Sastry ? [ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন ? ]
Ans . Pakshi Lakshmana Sastry was the high priest of Rameswaram temple and a very close friend of APJ Abdul Kalam's father . [ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ও এপিজে আব্দুল কালামের বাবার অতি ঘনিষ্ঠ বন্ধু ।


39. How was the relationship between Kalam's father and Pakshi Lakshmana Sastry ? [ কালামের বাবার সঙ্গে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর সম্পর্ক কেমন ছিল ? ] hell Ans . APJ Abdul Kalam's father and Pakshi Lakshmana Sastry were intimate friends . [ এপিজে আব্দুল কালামের বাবা ও পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু |


40. What would Kalam's father and Pakshi Lakshmana Sastry discuss ? [ কালামের বাবা ও পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কী আলোচনা করতেন ? ]
Ans . APJ Abdul Kalam's father and Pakshi Lakshmana Sastry would discuss spiritual ( স্পিরিচুয়াল ) matters . [ এপিজে আব্দুল কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন ।


41. How were Kalam's father and Paskhi Lakshmana Sastry to dressed while discussing spiritual matters ? [ আধ্যাত্মিক বিষয়ে আলোচনার সময় কালামের বাবা ও পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কেমন পোশাক পরতেন ? ]
Ans . While discussing spiritual matters , APJ Abdul Kalam's Sadfather and Pakshi Lakshmana Sastry were dressed in their own traditional ( ট্র্যাডিশনাল ) attire ( অ্যাটায়ার ) . [ আধ্যাত্মিক বিষয়ে আলোচনার সময় এপিজে আব্দুল কালামের বাবা ও পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী নিজ নিজ প্রথাগত পোশাক পরতেন ।


42. What did Kalam want to know about prayer from his father ? [ কালাম তার বাবার কাছে প্রার্থনা সম্পর্কে কী জানতে চেয়েছিলেন ? ]
Ans . APJ Abdul Kalam wanted to know the usefulness of prayer from his father . [ এপিজে আব্দুল কালাম বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন ]


43. What can prayer make possible ? [ প্রার্থনা কী সম্ভব করতে পারে ? ]
Or , What did Kalam's father say about the relevance of prayer ?. [ কালামে বাবা প্রার্থনার উপযোগিতা সম্পর্কে কী বলেছেন ? ]
Ans . Prayer can make possible a communion ( কমিউনিয়ন ) of to the spirit between people . [ প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগসাধন করতে পারে । ]


44. What , according to Kalam's father , happens when one prays ? [ কালামের বাবার মতে প্রার্থনা করার সময় কী ঘটে ? ]
Ans . According to APJ Abdul Kalam's father , when we pray we transcend ( ট্রানসেন্ড ) our physical existence ( এগ্‌জিসটেন্স ) and become a part of the cosmos ( কমস্ ) . [ এপিজে আব্দুল কালামের বাবার মতে প্রার্থনা করার সময় আমরা দেহজ অস্তিত্বকে অতিক্রম করে বিশ্বজগতের অংশ হয়ে উঠি । ]


45. Where does the superiority of the cosmos lie ? [ বিশ্বজগতের শ্রেষ্ঠত্ব কীসে ? ]
Ans . The superiority of the cosmos lies in the fact that the cosmos knows no division of wealth , age , caste or creed . [ বিশ্বজগতের শ্রেষ্ঠত্ব হল এই যে সেখানে ধনী - দরিদ্র , বয়স , এ জাতি বা ধর্মের কোনো ভেদাভেদ নেই ] 




Strong Roots L.A.Q Questions and Answers:


L.A.Q........................Marks-6
1. Write about Dr. Kalam's ancestry . [ ড . কালামের বংশপরিচয় সম্পর্কে লেখো । ]
Ans . In ' Strong Roots , Dr. APJ Abdul Kalam has mentioned only a part of his ancestry . His parents were Jainulabdeen and Ashiamma . His father was neither formally ( ফরমালি ) educated nor very rich . But he was very generous . He had an innate wisdom . His mother came of a more distinguished family than his father . One of her ancestors had been given the title of ' Bahadur ' by the British . She was an ideal life - partner of The Kalam's father . She was equally generous . She would feed many outsiders everyday . It was her affectionate nature .
[ ড . এপিজে আব্দুল কালাম ' Strong Roots'- এ তাঁর বংশপরিচয়ের একটি অংশমাত্র উল্লেখ করেছেন । তাঁর বাবা - মা হলেন — জৈনুলআবদিন এবং আশিয়াম্মা | বাবা তেমন প্রথাগতভাবে শিক্ষিত বা বিত্তবান ছিলেন না । কিন্তু তিনি ছিলেন দারুণ মহানুভব ব্যক্তি | তাঁর সহজাত প্রজ্ঞা ছিল । মা জন্মেছিলেন অধিকতর নামকরা পরিবারে । তাঁর এক পূর্বপুরুষকে ব্রিটিশরা ‘ বাহাদুর ’ উপাধিতে সম্মানিত করেছিল । তিনি ছিলেন কালামের বাবার আদর্শ জীবনসঙ্গী ! তিনিও সমান মহানুভব ছিলেন । প্রতিদিন তিনি অনেক বাইরের লোককে খাওয়াতেন । এটা ছিল তাঁর স্নেহময়ী স্বভাব ]


2. Give a brief account of Kalam's childhood , as presented in his ' Strong Roots ' . [ ' Strong Roots'- কালামের ছেলেবেলার সংক্ষিপ্ত বিবরণ দাও । ]
Or , What does APJ Abdul Kalam say about his childhood ? [ আবদুল কালাম তাঁর শৈশবের বিষয়ে কী বলেছেন ? ]
Or , What did APJ Abdul Kalam say of his childhood in ' Strong Roots ' ? [ এপিজে আব্দুল কালাম ‘ Strong Roots'- এ তাঁর শৈশব নিয়ে কী বলেছেন ? ]
Ans . The family in which Dr. APJ Abdul Kalam was born and brought up was a middle class Tamil family . His parents were an ideal couple . Although Kalam's family was not an affluent one , he was given everything he needed . All necessities in terms of food , medicine and. clothing were provided for Kalam in his childhood . He had a congenial family atmosphere . He had no emotional disturbance ( ডিসটার্বেন্স ) or material want . He was brought up in happiness . So Kalam claims that he Je had a secure childhood .
[ ড . এপিজে আব্দুল কালাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছিলেন এবং লালিতপালিত হয়েছিলেন । তাঁর বাবা - মা ছিলেন আদর্শ দম্পতি । যদিও কালামের পরিবার বিত্তশালী ছিল না , তবু তাঁর সমস্ত প্রয়োজন মেটানো হয়েছিল | খাদ্য , ওষুধ ও পোশাকের মতো সমস্ত প্রয়োজন তাঁর শৈশবে মেটানো হয়েছিল । পারিবারিক পরিবেশও ছিল সৌহার্দ্যপূর্ণ । তার কোনোরকম মানসিক সমস্যা ছিল না বা কোনো বস্তুগত চাহিদা অপূর্ণ ছিল না | সুখেই তিনি লালিতপালিত হয়েছেন | তাই কালাম দাবি করেন যে তাঁর শৈশব ছিল নিশ্চিন্ত ও নিরাপদ | ]


3. How does Dr. Kalam describe his neighbourhood ? [ ড . কালাম কীভাবে তাঁর পাড়া বা এলাকার বিবরণ দিয়েছেন ? ]
Or , " Our locality was predominantly Muslim . " Who is the speaker ? How does the speaker describe the locality ? What picture of communal harmony do you find in this description ? [ বক্তা কে ? বক্তা কীভাবে তাঁর এলাকার বর্ণনা দিয়েছেন ? এই বর্ণনায় তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির কী ছবি দেখতে পাও ? ]
Ans . In his autobiographical writing ' Strong Roots , Dr. APJ Abdul Kalam has given a description of his locality . He was born in Rameswaram , an island town . It was then a part of Madras state under the British rule . He lived in his ancestral house on the Mosque Street . Rameswaram was very famous to pilgrims ( পিলগ্রিমস্ ) because of the Shiva Temple which was near his house . The locality was predominantly ( প্রিডমিনেন্টলি ) Muslim . But a lot of Hindu families also lived there . People of both religions , the Hindus and the Muslims , lived in harmony and peace . In the locality , there was a very old mosque where his father would take him for evening prayers . [ ড . এপিজে আব্দুল কালাম তাঁর আত্মজীবনীমূলক লেখা ' Strong Roots'- এ তার অঞ্চলের বিবরণ দিয়েছেন । তিনি জন্মেছেন দ্বীপ শহর রামেশ্বরমে | তখন এটি ব্রিটিশ শাসনাধীন মাদ্রাজ রাজ্যের একটি অংশ ছিল । তিনি মক্ স্ট্রিটে অবস্থিত পৈতৃক বাড়িতে বাস করতেন | তাঁর বাড়ির কাছে অবস্থিত শিব মন্দিরটির জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত ছিল । এলাকাটি ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত । কিন্তু অনেক হিন্দু পরিবারও সেখানে বাস করত । হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষ এখানে মিলেমিশে এবং শান্তিতে বাস করত । এই এলাকাতেই একটি অতি পুরোনো মসজিদে তাঁর বাবা তাঁকে সান্ধ্য প্রার্থনার জন্য নিয়ে যেতেন ।


4. What picture of communal harmony do you find in the extract from APJ Abdul Kalam's autobiography ? [ এপিজে আব্দুল কালামের আত্মজীবনী রচনাংশে সাম্প্রদায়িক সম্প্রীতির কী চিত্র তুমি দেখতে পাও ? ]
Ans . In the autobiographical piece ' Strong Roots ' Dr. APJ Abdul Kalam has presented a fine picture of communal harmony that prevailed in Rameswaram during his childhood days . Although Rameswaram was famous for the Shiva temple , there were mosques too . The locality in which Kalam lived was predominantly Muslim . But there were a lot of Hindu families , too , living amicably with their Muslim neighbours . Kalam recounts a vivid memory of his childhood . Pakshi Lakshmana Sastry , the high priest of Rameswaram temple , was an intimate friend of his father's . Although they belonged to two different religious communities , they had friendly discussions on spiritual matters . There was no enmity or rivalry between them .
[ এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনীমূলক রচনা ' Strong Roots'- এ তার শৈশবে রামেশ্বরমে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসাধারণ চিত্র উপস্থাপন করেছেন । যদিও রামেশ্বরম শিবমন্দিরের জন্য প্রসিদ্ধ ছিল , সেখানে মসজিদও ছিল । যে জায়গায় কালাম বাস করতেন সেটি মুসলিম অধ্যুষিত ছিল । কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাস করতেন । কালাম তার ছোটোবেলাকার একটি স্মৃতি বর্ণনা করেছেন | রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু । দুজনে দুই ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তারা আধ্যাত্মিক বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতেন । তাদের মধ্যে কোনো শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না । 


5. What did Dr. Kalam's father explain to his son about the ' relevance of prayer ' ? [ ড . কালামের বাবা প্রার্থনার উপযোগিতা সম্পর্কে তাঁর ছেলেকে কী ব্যাখ্যা করেছেন ? ]
Or , Is there anything mysterious about prayer ?  [ প্রার্থনায় কি কোনো রহস্য আছে ? জৈনুলআবদিনের পর্যবেক্ষণ থেকে উত্তর দাও । ]
Or , What did Kalam's father tell him about the relevance of prayers ? [ প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে কালামের বাবা তাঁকে কী বলেছিলেন ? ]
Ans . When Dr. APJ Abdul Kalam attained the age to ask questions , he asked his father about the relevance of prayer . His father told Kalam that there was nothing mysterious about prayer . He regarded prayer as a means of communion of the spirit between people . Through prayer , a man can go beyond his bodily existence and become a part of the cosmos . The cosmos knows no division of wealth , age , caste or creed , Thus Kalam's father justified the relevance of prayer . [ কালাম যখন প্রশ্ন জিজ্ঞেস করার মতো বয়সে পৌঁছোন , তিনি বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চান । তার বাবা কালামকে বলেন যে প্রার্থনায় কোনো রহস্যময়তা নেই । তিনি প্রার্থনাকে মানুষের সঙ্গে মানুষের আত্মিক মিলনের উপায় হিসেবে গণ্য করেন । প্রার্থনার মাধ্যমে ব্যক্তিমানুষ তার শারীরিক অস্তিত্বের সীমাকে অতিক্রম করে মহাজগতের অংশ হয়ে ওঠে । এই মহাজগতে ধনসম্পত্তি , বয়স , জাতি বা ধর্মের কোনো বিভেদ নেই | এইভাবে কালামের বাবা প্রার্থনার উপযোগিতাকে সমর্থন করেছেন । ]


6. " When troubles come , try to understand the relevance of your sufferings . Adversity always presents opportunities for introspection . " - Who said this and to whom ? Elucidate the statement . [ কে কাকে বলেছেন ? বক্তব্যটি ব্যাখ্যা করো । ]
Or , How did his father's attitude to adversity influence the young Kalam ? [ দুঃসময় সম্পর্কে কালামের বাবার দৃষ্টিভঙ্গি কীভাবে তরুণ কালামকে প্রভাবিত করেছিল ? ]
Or , What was the impact of his father's attitude to adversity on young Kalam ? [ দুঃসময় সম্পর্কে কালামের বাবার দৃষ্টিভঙ্গি তরুণ কালামের ওপর কী প্রভাব ফেলেছিল ? ]
Or , What was Kalam's father's attitude to adversity ? How did it influence him ? [ কালামের বাবার দুঃসময় সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি hole af okku ছিল ? এটি তাঁকে কীভাবে প্রভাবিত করেছিল ? ] 
Ans . Dr. APJ Abdul Kalam's father , Jainulabdeen , said this to his son . . This memorable  statement is an important part of Jainulabdeen's teachings . In his opinion , an individual is a specific element within the whole of the manifest Being . So he / she should not be afraid of difficulties , sufferings and problems . Rather we should try to understand the relevance of our suffering as it is part of the great design of the divine being . Even suffering has its own usefulness . A difficult or unpleasant ( আনপ্লেজেন্ট ) situation puts us to a test of endurance and makes us fit for all occasions . It compels us to examine our own thoughts , feelings , and reasons . In this sense , adversity widens  the range of introspection . This positive attitude impressed the young Kalam and he tried to follow his father's directions throughout his life .
[ ড . এপিজে আব্দুল কালামের বাবা , জৈনুলআবদিন এই কথা তাঁর পুত্রকে বলেছেন | এই স্মরণীয় বিবৃতিটি জৈনুলআবদিনের উপদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ ] তাঁর মতে , একজন ব্যক্তি হলেন সমগ্র ঐশ্বরিক সত্তার প্রকাশের এক বিশেষ উপাদান | সুতরাং কষ্ট , যন্ত্রণা বা সমস্যা নিয়ে তার ভয় পাওয়া উচিত নয় । বরং আমাদের উচিত যন্ত্রণার উপযোগিতা বুঝতে চেষ্টা করা , কারণ যন্ত্রণা হল ঐশ্বরিক সত্তার মহৎ অভিপ্রায়েরই অংশ | এমনকি যন্ত্রণারও নিজস্ব উপযোগিতা আছে | কঠিন বা প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে সহনশীলতার পরীক্ষার দিকে ঠেলে দেয় এবং আমাদের সবরকম পরিস্থিতির উপযোগী করে তোলে । এই অবস্থা আমাদের নিজস্ব চিন্তাভাবনা , অনুভূতি ও যুক্তিবোধকে যাচাই করে দেখতে বাধ্য করে । এই অর্থে দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ বাড়িয়ে তোলে | এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কালামকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি আজীবন তাঁর বাবার নির্দেশগুলি মেনে চলতে চেষ্টা করেন । ]







No comments:

Post a Comment