thank you ma'am question and answer (S.A.Q & L.A.Q) Summary with Bengoli meaning - Psycho Principal

Fresh Topics

  

Wednesday, 29 December 2021

thank you ma'am question and answer (S.A.Q & L.A.Q) Summary with Bengoli meaning

 

Thank You Ma'am
Langston Hughes

.com/img/a/


Three Questions



Shall I Compare thee to a summer's day
👉 ( Questions  And  Answers )


Birth
February 01 , 1902
Place of birth
Joplin , Missouri , U.S.A.
Parents
James Hughes and Carrie Langston
Education
Lincoln University , Columbia University
Vocation Playwright , poet , novelist , short story writer
Early influences Carl Sandburg , Walt Whitman
First poem
The Negro Speaks of Rivers ' , published in The Crisis ' magazine , 1920
Association
Participation in the Cultural Movement Harlem Renaissance '
Important works
1926 : The Weary Blues ' ( won the first prize in the ' Opportunity magazine literary competition )
1927 Fine Clothes to the Jew
1929 : Not without Laughter ( Novel )
1934 : The Ways of White Folks ' ( Short Stories )
1940 The Big Sea '
• 1958 : I Wonder as I  ( Autobiography )
1949 : Troubled Island ' ( Opera )
Death
May 22 , 1967


Geography suggestions For Final Exam MCQ, SAQ 100


👉 ( Click Here To Get)


Introduction to the Story
" Thank you , Ma'am ' is a heart - touching tale of love , kindness and trust . It is a classic short story with very rich themes . It tells us the story of a boy who tries to steal a woman's purse . It also tells us the story of a woman who tries to make the world a better place from her small corner . The woman catches the boy , stops him and drags him . She surprises him by what she does next . She takes him to her home instead of the police station , cleans him up and gives him food . She treats him with a kindness he has never known and teaches him right from wrong . Sentences in the story mainly have a simple structure . Language is also mostly plain and easy . Hughes writes the story in the idiom of black American . Most of the story is written in an urban dialect . The narrator speaks in a colloquial voice and the characters speak colloquial dialogues .
গল্প পরিচিতি
' Thank You Ma'am ' ভালোবাসা , দয়া ও বিশ্বাসের মর্মস্পর্শী গল্প । এটি অতি উৎকৃষ্ট বিষয় নিয়ে রচিত একটি উচ্চমানের গল্প । এটি এক ছেলের গল্প বলে যে ছেলেটি এক মহিলার টাকার ব্যাগ চুরি করার চেষ্টা করে । এটি এক মহিলারও কাহিনি বর্ণনা করে যিনি তাঁর ক্ষুদ্র সামর্থ থেকে পৃথিবীকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন । মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন , তাকে থামান এবং টানতে থাকেন । পুলিশ নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি তাকে নিজের বাড়ি নিয়ে যান । তাকে পরিচ্ছন্ন করেন এবং খেতে দেন । তিনি তাকে ক্রমশ সহৃদয়তা দেখান যে এ ধরনের সহৃদয়তা সে আগে কখনও পায়নি এবং তাকে ঠিক - ভুলের তফাতটা শেখান । গল্পের বাক্যগুলির গঠন সরল | ভাষাও সহজসরল | হিউজ কৃয়াঙ্গ আমেরিকান মানুষদের কথ্যভাষা ব্যবহার করে গল্পটি লেখেন । গল্পের অধিকাংশটি শঙ্কুরে উপভাষায় রচিত । গল্পের কথক ঘরোয়া ভঙিতে কথা বলেন এবং গল্পের চরিত্রগুলি ঘরোয়া সংলাপ ব্যবহার করে কথা বলে |

Summary of the Story
Thank You Ma'am ' is about a young boy who attempts to snatch ( স্ন্যাচ ) a purse ( পাস ) from an aged , bulky lady . He fails in his attempt because he cannot maintain his balance while snatching ( স্ন্যাচিং ) the purse . The lady catches hold of the boy and almost drags ( ড্রাগস্ ) him to her home . The boy is treated kindly by the lady at her house . She befriends ( বিফ্রেন্ডস্ ) him by providing him food , cleaning him and ultimately giving him ten dollars to buy a pair of blue suede ( স্যুয়েড ) shoes . The boy at first thinks of running away but the kind attitude of the lady makes him change his mind . He sincerely tries to express his gratitude but his expression ( এক্সপ্রেশন ) falls short of his emotion . They part at the end , but it becomes almost certain by this time that the boy is a changed person now who would probably never commit ( কমিট ) such a mistake again .
গল্পটির সারসংক্ষেপ
' Thank You Ma'am ' ছোটোগল্পটি একজন কমবয়সি কিশোরকে নিয়ে যে একজন বয়স্ক , ভারী চেহারার মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । ছেলেটির এই প্রচেষ্টা ব্যর্থ হয় কারণ সে ব্যাগ ছিনতাই করতে গিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেনি । মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন এবং তাকে প্রায় টেনে - হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যান । সেখানে ছেলেটির সাথে মহিলাটি সদয় ব্যবহার করেন । ছেলেটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে মহিলা তাকে খাবার দেন , তৎক পরিচ্ছন্ন করেন এবং শেষপর্যন্ত তাকে নীল রঙের এক জোড়া স্যুয়েড জুতো কিনতে দশ ডলার দেন । ছেলেটি প্রথমে পালিয়ে যাবার কথা ভাবে কিন্তু মহিলাটির সদয় আচরণ ছেলেটির মনকে বদলে দেয় । সে আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করে কিন্তু অভিব্যক্তির সীমাবদ্ধতায় তার গভীর অনুভূতি যথার্থভাবে প্রকাশ পায় না । দুজনে শেষপর্যন্ত একে অপরের কাছ থেকে বিদায় নেয় কিন্তু এরই মধ্যে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে ছেলেটি সম্পূর্ণভাবে এক অন্য মানুষে । পরিবর্তিত হয়েছে যে হয়তো আর কখনও এরকম ভুল কাজ করবে না ।

BASIC INFORMATION
Author [ লেখক ] : Langston Hughes [ ল্যাংস্টন হিউজ ]
Type of the work [ সাহিত্যরূপ ] : Short story [ ছোটোগল্প ]
Source [ উৎস ] : The story published in 1958 [ ১৯৫৮ - তে গল্পটি প্রকাশিত হয় । ]
Setting [ স্থানকাল ] :
Place [ স্থান ] : An unnamed city , probably Harlem , New York ; dark walkway [ নামহীন এক শহর , সম্ভবত নিউ ইয়র্কের হার্লেম শহর ; অন্ধকার রাস্তা ]
Time [ সময় ] : About 11 o'clock at night ; 1950s [ রাত প্রায় এগারোটা ; বিংশ শতাব্দীর পাঁচের দশক ]

Characters [ চরিত্রাবলি ] :
Mrs Luella Bates Washington Jones ( শ্রীমতী লুয়েলা বেস্ ওয়াশিংটন জোস ] : She is strong , kind and caring . Apparently , she seems severe and stern but she is a mother at heart . [ তিনি শক্তিশালী , দয়ালু এবং যত্নশীল । বাহ্যত তাকে দেখে রূঢ় এবং কঠোর মনে হয় কিন্তু অন্তরে তিনি একজন মা । ]

Roger [ রজার ] : He is tender , young and poor . He appears as a thief but turns into a gentle boy . [ সে কোমল , অল্পবয়সি এবং দরিদ্র । সে চোর হিসেবে হাজির হয় বটে কিন্তু পরে সে এক ভদ্র ছেলে হয়ে ওঠে । ]

Conflict [ দ্বন্দ্ব] :
External [ বাহ্যিক ] : Between Mrs Luella Bates Washington Jones and Roger [ শ্রীমতী লুয়েলা বেল্স্ ওয়াশিংটন জোন্‌স ও রজারের মধ্যে ]
Internal [ অভ্যন্তরীণ ] : Between Roger's desire and his poverty [ রজারের ইচ্ছে এবং তার দারিদ্রের মধ্যে ] Between Roger's sin of theft and his conscience [ রজারের চুরিজনিত পাপ এবং তার বিবেকের মধ্যে ]
Theme [ বিষয়বস্তু ] :
Love , trust , kindness , forgiveness and dignity [ ভালোবাসা , বিশ্বাস , দয়া , ক্ষমা এবং মর্যাদা ]


Thank You Ma'am Question And Answers:


S.A.Q....,..................,Mark-1/2
1. Who is the author of ' Thank You Ma'am ' ? [ ' Thank You Ma'am ' গল্পটির রচয়িতা কে ? ]
Ans . Langston Hughes is the author of ' Thank You Ma'am . [ Thank You Ma'am ' গল্পটির রচয়িতা হলেন ল্যাংস্টন হিউজ । ]

2. What is the name of the madam , mentioned in the story ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে উল্লিখিত মহাশয়ার নাম কী ? ]
Or , What was the name of the madam ? [ মহাশয়ার নাম কী ছিল ? ]
Or , What was the full name of Mrs Jones ? [ শ্রীমতী জোসের পুরো নাম কী ছিল ? ]
Ans . The name of the madam , mentioned in the story ' Thank You Ma'am ' is Mrs Luella Bates Washington Jones . [ Thank You Ma'am ' গল্পে উল্লিখিত মহাশয়ার নাম হল শ্রীমতী লুয়েলা বেটস্ ওয়াশিংটন জোন্‌স | ]

3. Name the lady whose purse the boy had tried to snatch . [ ছেলেটি যে ভদ্রমহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তাঁর নাম বলো । ]
Ans . The name of lady whose purse the boy had tried to snatch was Mrs Luella Bates Washington Jones . [ ছেলেটি যে ভদ্রমহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তাঁর নাম হল শ্রীমতী লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্‌স | ]

4 . When did the boy try to snatch the purse of Mrs Jones ? [ কখন ছেলেটি শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল ? ]
Ans . The boy tried to snatch Mrs Jones ' purse when she was returning home from work at about eleven o'clock at night . [ রাত্রি প্রায় এগারোটার সময় যখন শ্রীমতী জোস তাঁর কাজের শেষে বাড়ি ফিরছিলেন তখন ছেলেটি তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল ]

5. What did the lady in ' Thank You Ma'am ' look like ? [ Thank You Ma'am ' গল্পে মহিলাটি কেমন দেখতে ছিলেন ? ]
Ans . The lady in ' Thank You Ma'am ' was a large woman with a long strapped large purse that she carried slung across her shoulder . [ Thank You Ma'am ' গল্পে মহিলাটি ছিলেন বড়োসড়ো চেহারার এবং তিনি কঁাধের ওপর দিয়ে আড়াআড়িভাবে একটা লম্বা ফিতেওয়ালা ব্যাগ ঝুলিয়ে নিয়েছিলেন ||

6. What did the purse of the woman contain ? [ মহিলার ব্যাগটিতে কী ছিল ? ]
Ans . The purse of the woman contained everything but hammer and nails . [ মহিলার ব্যাগটিতে হাতুড়ি ও পেরেক ছাড়া সবই ছিল । ]

7. When was Mrs Jones returning from her work ? [ কখন শ্রীমতী জোন্স কাজ সেরে ফিরছিলেন ? ]
Ans . Mrs Jones was returning from her work at about eleven o'clock at night . [ রাত প্রায় এগারোটার সময় শ্রীমতী জোস কাজ থেকে ফিরছিলেন । ]

8. At what time did the boy meet Mrs Jones ? [ ছেলেটির সঙ্গে শ্রীমতী জোসের কখন সাক্ষাৎ হয়েছিল ? ]
Ans . The boy met Mrs Jones at about eleven o'clock at night . [ রাত প্রায় এগারোটা নাগাদ ছেলেটির সঙ্গে শ্রীমতী জোনসের সাক্ষাৎ হয়েছিল ।

9. Where did Mrs Jones meet Roger ? [ শ্রীমতী জোন্‌স কোথায় রজারের দেখা পেয়েছিলেন ? ]
Ans . Mrs Jones met Roger at the corner of the road on her way back home from the hotel beauty - shop . [ হোটেলের প্রসাধনাগার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার কোনায় শ্রীমতী জোন্‌স রজারের দেখা পেয়েছিলেন ।

10. Of what kind was the purse of Mrs Luella Bates ? [ dot লুয়েলা বেটসের টাকার ব্যাগটি কেমন ছিল ? ]
Or , Describe the woman's bag . [ মহিলাটির ব্যাগটি বর্ণনা করো ||
Ans . The purse of Mrs Luella Bates was a large one with a long strap and it had almost everything in it . [ do ! লুয়েলা বেটসের টাকার ব্যাগটি ছিল একটা লম্বা ফিতেওয়ালা বড়োসড়ো ব্যাগ যার মধ্যে প্রায় সবরকম জিনিসই ছিল ||

11. Why did the boy fail to snatch the purse ? [ ছেলেটি টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছিল কেন ? ]
Ans . The boy failed to snatch the purse because the combined weight of the boy and the bag made him lose his balance . [ ছেলেটি টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছিল কারণ ব্যাগটির এবং তার একত্রিত ওজনের ফলে সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল ।

12. Why couldn't Roger run away after snatching Mrs Jones ' purse ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর রজার ছুটে পালাতে পারেনি কেন ? ]
Ans . After snatching Mrs Jones ' purse , Roger could not run away because he lost his balance and fell on the sidewalk . [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর রজার ছুটে পালাতে পারেনি কারণ সে তার ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে পথচারীদের হাঁটার জায়গায় পড়ে গিয়েছিল । ]

13. How old is Roger ? [ রজারের বয়স কত ছিল ? ]
Ans . Roger is fourteen or fifteen years old . [ রজারের বয়স ছিল চোদ্দো কি পনেরো বছর]

14. Why did Roger lose balance while trying to snatch Mrs Jones ' purse ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে রজার ভারসাম্য হারিয়ে ফেলেছিল কেন ? ]
Ans . Roger's own weight and the weight of the purse combined caused him to lose his balance . [ রজারের নিজের ওজন টাকার ব্যাগের ওজনের সঙ্গে যুক্ত হয়ে তাকে ভারসাম্য হারাতে বাধ্য করেছিল ||

15. Where did Roger fall while trying to snatch the purse of Mrs Jones ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে রজার কোথায় পড়েছিল ? ]
Ans . Roger fell on the sidewalk while trying to snatch the purse a of Mrs Jones . [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ঐ রজার রাস্তার ধারে পথচারীদের হাটার জায়গায় পড়েছিল । ]

16. How did the woman react when her purse was snatched ? [ যখন মহিলাটির টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছিল তখন তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল ? ]
Ans . The woman immediately turned around , kicked the boy , then picked him up by his shirt front and shook him until his teeth rattled . [ মহিলাটি ঘুরে দাঁড়িয়ে ছেলেটিকে লাথি মারলেন , তারপর তিনি তাকে তার শার্টের সামনেটা ধরে তুলে = ঝাকাতে থাকলেন যতক্ষণ না তার দাঁতে খটখটানি শুরু হল ||

17. “ You a lie ! ” — Why did the lady say so ? [ মহিলাটি এ কথা কেন বলেছিলেন ? ]
Ans . The lady said that the boy was a liar because the latter said that he had not intended to take her purse . [ মহিলাটি ছেলেটিকে মিথ্যাবাদী বলেছিলেন কারণ ছেলেটি বলেছিল যে ওই টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না । ]

18. " You a lie ! ” — What does the utterance actually mean ? [ এই কথাটির প্রকৃত অর্থ কী ? ]
Ans . The utterance actually means that the person spoken to is a liar . [ এই উক্তিটির প্রকৃত অর্থ হল যার প্রতি এই উক্তিটি করা হচ্ছে সে একজন মিথ্যাবাদী ||

19. " You a lie ! " - What does the person spoken to lie about ? [ যার সম্পর্কে বলা হচ্ছে সে কী মিথ্যা বলেছিল ? ]
Ans . Roger the person spoken to , lied about not intending to snatch the lady's purse . [ যার উদ্দেশে এ কথা বলা হয়েছে , সেই } } রজার এই মিথ্যা বলেছিল যে তার ব্যাগ ছিনতাই করার অভিপ্রায় ছিল না । ]

20. " I'm very sorry , lady , I'm sorry " -What was the name of the ‘ lady ' ? [ এখানে মহিলাটির নাম কী ? ]
Ans . Here the lady's name is Mrs Luella Bates Washington Jones . [ এখানে মহিলাটির নাম শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্‌স | ]

21. " I got a great mind ... " - What did the speaker want to do with the boy ? [ বত্তা ছেলেটিকে নিয়ে কী করতে চেয়েছিলেন ? ]
Ans . The speaker , Mrs Luella Bates Washington Jones , wanted to wash the face of the young boy as it was dirty . [ বক্তা , শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স , ছেলেটির মুখ পরিষ্কার করতে চেয়েছিলেন কারণ ছেলেটির মুখ অত্যন্ত নোংরা হয়ে গিয়েছিল ]

22. How did Roger look when Mrs Jones was dragging him behind her ? [ শ্রীমতী জোস যখন রজারকে পেছন পেছন টানতে টানতে নিয়ে আসছিলেন তখন তাকে কেমন দেখাচ্ছিল ? ]
Ans . Roger looked frightened when Mrs Jones was dragging him behind her . [ শ্রীমতী জোন্‌স যখন রজারকে পেছন পেছন টানতে টানতে নিয়ে আসছিলেন তখন তাকে ভীত - সন্ত্রস্ত দেখাচ্ছিল । ]

23. What did the boy look like ? [ ছেলেটিকে কেমন দেখতে ছিল ? ]
Ans . The boy looked as if he was fourteen or fifteen years old and he seemed ' frail ' and ' willow - wild ' in his tennis shoes and blue jeans . [ ছেলেটি চোদ্দো পনেরো বছর বয়সি কিশোরের মতো দেখতে ছিল । নীল রঙের জিস ও টেনিস জুতো পরিহিত ছেলেটিকে বন্য উইলো গাছের মতো শীর্ণ দুর্বল বলে মনে হচ্ছিল ।

24. Where did Luella take the boy in ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে লুয়েলা ছেলেটিকে কোথায় নিয়ে গেলেন ? ]
Ans . Luella took the boy to her large kitchenette - furnished S room . [ লুয়েলা ছেলেটিকে তাঁর ছোট্ট রান্নার জায়গাযুক্ত বড়ো ঘরটিতে নিয়ে গেলেন । ]

25. How did Roger come to know that he and Mrs Jones were not alone in the house ? [ রজার কীভাবে জানতে পারল যে সে এবং শ্রীমতী জোন্‌স বাড়িটিতে একলা ছিলেন না ? ]
Ans , Roger came to know that he and Mrs Jones were not alone in the house because he could hear other roomers laughing and talking in the large house . [ রজার জানতে পারল যে সে আর শ্রীমতী জোস বাড়িটিতে একলা ছিল না কারণ সে বাড়িটির অন্য বাসিন্দাদের হাসতে ও কথা বলতে শুনতে পেল । ]

26. What did Mrs Jones ask Roger to do reaching her house ? কাণ [ বাড়িতে পৌঁছে শ্রীমতী জোস রজারকে কী করতে বললেন ? ]
Ans . On reaching her house , Mrs Jones asked Roger to go to the sink and wash his face . [ বাড়িতে পৌঁছানো মাত্রই শ্রীমতী জোন্স রজারকে মুখ ধোয়ার জায়গায় গিয়ে মুখটা ধুয়ে নিতে বললেন ।

27. When did Mrs Jones turn Roger loose ? [ শ্ৰীমতী জোস কখন রজারকে ছেড়ে দিলেন ? ] Ans . When Mrs Jones reached her kitchenette , she told Roger to wash his face at the sink and turned him loose . [ শ্ৰীমতী জোস যখন তাঁর ছোটো রান্না ঘরে পৌঁছালেন তিনি রজারকে মুখ ধোয়ার জায়গায় গিয়ে মুখ ধতে বললেন এবং তাকে ছেড়ে দিলেন ।

28. Where did Mrs Jones turn the boy loose ? [ শ্রীমতী জোস কোথায় রজারকে ছেড়ে দিলেন ? ]
Ans . Mrs Jones turned the boy loose in the kitchenette in front of the sink . [ শ্রীমতী জোস তাঁর ছোটো রান্নাঘরে হাত ধোয়ার জায়গার সামনে রজারকে ছেড়ে দিলেন ।

29. How was the interior of the house of Mrs Jones ? [ শ্রীমতী জোনসের বাড়ির অন্দরটা কেমন ছিল ? ]
Ans . Mrs Jones ' house had a hall inside and her room was large and furnished with a kitchenette . [ শ্রীমতী জোনসের বাড়িতে একটা হলঘর ছিল আর তার ঘরটি ছিল রান্নাঘরসহ একটি বড়ো ঘর । ]

30. What did Roger fear most ? [ রজার কোন্ ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল ? ]
Ans . What Roger feared most was being sent to jail . [ রজার সবচেয়ে বেশি ভয় পেয়েছিল এই ভেবে যে তাকে জেলে পাঠানো

31. What request did Roger make to Mrs Jones when he was bending over the sink to wash his face ? [ রজার যখন বেসিনে ঝুঁকে পড়ে মুখ ধুচ্ছিল তখন সে শ্রীমতী জোন্‌সকে কী অনুরোধ করেছিল ? ]
Ans . Roger requested Mrs Jones not to take him to jail . [ রজার শ্রীমতী জোন্‌সকে তাকে জেলে না পাঠানোর অনুরোধ করেছিল । ]

32. What was the first thing that Roger had to do at the house of Mrs Jones ? [ শ্রীমতী জোসের বাড়িতে রজারকে প্রথমে কী কাজ করতে হয়েছিল ? ]
Ans . The first thing that Roger was forced to do at Mrs Jones ' house was clean his dirty face . [ শ্রীমতী জোসের বাড়িতে রজারকে প্রথমেই নিজের মুখ পরিষ্কার করতে হয়েছিল ।

33. Why did Mrs Jones drag the boy inside her house ? [ dot জোনূস কেন ছেলেটিকে হিচড়ে বাড়ির ভিতর নিয়ে গিয়েছিলেন ? ]
Ans . Mrs Jones dragged the boy inside her house because she thought that the boy might flee from her . [ শ্ৰীমতী জোস ছিঁচড়ে ছেলেটিকে বাড়ির ভিতর নিয়ে গিয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে ছেলেটি তার কাছ থেকে পালিয়ে যেতে পারে । ]

34. What is suggested in the sentence- " I have done things , too , which I would not tell you , son ” ? [ এই বাক্যে কী বোঝানো হয়েছে ? ]
Ans . Mrs Jones hinted at some not - so - pleasant incidents of her past life or misdeeds ( মিডীড ) committed ( কমিটেড ) by her earlier , which she did not want to reveal ( রিভীল ) . [ এই বাক্যে শ্রীমতী জোস তাঁর অতীত জীবনের কিছু অপ্রীতিকর ঘটনা বা তাঁর করা কিছু খারাপ কাজের ইঙ্গিত করেছেন যা তিনি প্রকাশ করতে চাননি ||

35. " ... if he didn't already know . " - Who is referred to here as ' he ' ? [ ' He ' বলে এখানে কার উল্লেখ করা হয়েছে ? ]
Ans . God is referred to here as ' he [ ' He ' বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে । ]

36. How does the past of Mrs Jones resemble the present of Roger's ? [ শ্ৰীমতী জোনসের অতীতের সঙ্গে রজারের বর্তমান অবস্থার মিল কোথায় ? ]
Ans . Like Roger , Mrs Jones in her youth had wanted things she could not get and so her past resembled Roger's present . [ রজারের মতো শ্রীমতী জোসও তাঁর অল্পবয়সে অনেক কিছু চেয়েছিলেন যা তিনি পাননি আর তাই তাঁর অতীত ছিল রজারের বর্তমান অবস্থার মতোই [

37. What did the icebox in ' Thank You Ma'am ' contain ? [ ' Thank You Ma'am ' গল্পে বরফের বাক্সে কী ছিল ? ]
Ans . The ice box in ' Thank You Ma'am ' contained lima beans and ham . [ Thank You Ma'am'- এ বরফের বাক্সে লিমা বিন ও শুয়োরের মাংস ছিল । ]

38.. Where did Mrs Jones ' purse drop ? [ শ্রীমতী জোসের টাকার ব্যাগ কোথায় পড়ে গিয়েছিল ? ]
Ans . Mrs Jones ' purse dropped on her day - bed . [ dot জোসের টাকার ব্যাগ তার বিছানায় পড়ে গিয়েছিল । ]

39. What were there behind the screen of Mrs Jones's room ? [ শ্রীমতী জোসের ঘরে টাঙানো পর্দার পিছনে কী ছিল ? ]
Ans . There was a mini kitchen with a gas plate and an icebox behind the screen . [ শ্রীমতী জোসের ঘরের পর্দার পিছনে থাকা ছোটো রান্নাঘরে একটি গ্যাসের উনুন এবং একটি রেফ্রিজারেটর ছিল । ]

40. Why did Mrs Jones want the boy to comb his hair ? [ শ্রীমতী জোন্স ছেলেটিকে চুল আঁচড়াতে বলেছিলেন কেন ? ]
Ans . Mrs Jones wanted the boy to comb his hair so that he would look good and presentable . [ শ্ৰীমতী জোস ছেলেটিকে চুল আঁচড়াতে বলেছিলেন যাতে ছেলেটিকে দেখতে সুন্দর এবং ভদ্রস্থ লাগে [

41. What was the price of the cake the boy was given a part of in ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পে ছেলেটিকে যে কেকের অংশ দেওয়া হয়েছিল তার মূল্য কত ? ]
Ans . The price of the cake , a half of which was given to the boy , was ten cents . [ যে কেকটির অর্ধেক অংশ ছেলেটিকে দেওয়া হয়েছিল তার মূল্য দশ সেন্ট । ]

42. What did Mrs Jones give Roger at the end of the dinner ? [ রাতের খাওয়ার শেষে শ্রীমতী জোস রজারকে কী দিয়েছিলেন ? ]
Ans . Mrs Jones gave Roger a half of her ten - cent cake at the end of the dinner . [ শ্রীমতী জোস তাঁর দশ সেন্ট দামের কেক থেকে আধখানা রজারকে রাতের খাওয়ার শেষে দিয়েছিলেন । ]

43. What did Luella Bates Washington Jones talk about while eating ? [ খাওয়ার সময় লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্‌স কী নিয়ে আলোচনা করেছিলেন ? ]
Ans . While eating , Luella Bates Washington Jones talked about her job in the hotel beauty - shop , what the work was like and how all kinds of women - blondes , redheads and Spanish came in and out . [ খাওয়ার সময় লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্স হোটেলে প্রসাধনাগারে তাঁর চাকরি , সেখানে তাঁর কাজের ধরন , কত ধরনের মহিলারা — সোনালি চুল , লাল চুল ও স্পেনীয়— সেখানে আসা - যাওয়া করত সেই নিয়ে আলোচনা করেছিলেন ]

44. Where did Mrs Bates work ? [ শ্রীমতী বেট্স কোথায় কাজ করেন ?]
Ans . Mrs Bates worked at a hotel beauty shop . [ একটি হোটেলের প্রসাধনাগারে শ্রীমতী বেট্স কাজ করতেন ।]

45.What were Roger's final words to Mrs Jones? [শ্রীমতি জোনসের প্রতি রজারের শেষ কথা কী ছিল?]
Ans. Roger's final words to Mrs Jones were 'Thank you'.[রজারের শেষ ছিল "আপনাকে ধন্যবাদ"]




Questions And Answers "Thank You Ma'am":


L.A.Q..................................Marks-6
1. " I'm very sorry , lady , I'm sorry " -Who is the speaker ? Was the speaker really sorry ? When was the speaker a changed person ? [ বক্তা কে ? বক্তা কি সত্যিই দুঃখিত ছিল ? কখন বক্তা সত্যিই এক নতুন মানুষে পরিবর্তিত হয়েছিল ? ] [ 1 + 2 + 3 ]
Ans . The speaker is a frail boy of fourteen or fifteen , named Roger , who tried to snatch the purse of an elderly lady in Langston Hughes ' short story , ' Thank You Ma'am.
• The boy had been caught by the lady . She was not ready to loosen her grip ( গ্রিপ ) lest he would escape . The boy , therefore , said that he was sorry so that he may be released . But the boy spoke more out of fear than from real regret . He was afraid that the lady might put him in jail .
● Roger was transformed into a new person when he realized ( রিয়েলাইজড্‌ ) the benevolence ( বেনিভোলেন্স ) of the lady . Even though he had committed ( কমিটেড ) a crime , the lady was kind and sympathetic to him . She gave him food , money to buy his coveted ( কভেটেড ) shoes and advised him never to follow the wrong path . Most importantly , she trusted him . Roger was completely changed by her motherly affection and support .
[ বত্তা হল রোগা একটি ছেলে রজার , যার বয়স চোদ্দো কি পনেরো এবং ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ' Thank You Ma'am'- এ সে একজন বয়স্ক মহিলার টাকার ব্যাগ চুরি করতে সচেষ্ট হয়েছিল । ছেলেটিকে মহিলাটি ধরে ফেলেছিলেন । তিনি তার মুঠো আলগা করতে রাজি ছিলেন না পাছে সে পালিয়ে যায় । সুতরাং ছেলেটি ও মহিলার কাছে দুঃখপ্রকাশ করেছিল যাতে তাকে ওই মহিলা ছেড়ে দেন । কিন্তু ছেলেটি যত না হৃদয় থেকে দুঃখপ্রকাশ করেছিল , তার থেকে বেশি দুঃখ প্রকাশ করেছিল ভয়ে । সে ভয় পেয়েছিল যে মহিলাটি হয়তো তাকে জেলে পুরবেন । রজার একজন নতুন মানুষে পরিবর্তিত হল যখন সে ওই মহিলার সদিচ্ছাকে উপলব্ধি করতে পেরেছিল | যদিও সে অপরাধ করেছিল তবুও মহিলাটি তার প্রতি দাক্ষিণ্য ও সহানুভূতি দেখিয়েছিলেন । তিনি ছেলেটিকে খাবার দিয়েছিলেন , পছন্দের জুতো কেনার জন্য টাকা দিয়েছিলেন এবং তাকে কখনও বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন | সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি তাকে বিশ্বাস করেছিলেন | তাঁর মাতৃস্নেহ ও সাহায্যে রজার সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়েছিল | ]

2." I would teach you right from wrong . " - Who said this , to whom and when ? How did the speaker transform the person spoken to here ? [ কে , কাকে , কখন এ কথা বলেছিলেন ? বক্তা কীভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে বদলে দিয়েছিলেন ? ] [ 1 + 1 + 1 + 3 ]
Ans . In Langston Hughes ' short story , ' Thank You Ma'am ; Mrs Luella Bates Washington Jones said this to Roger . Mrs Jones told him so when she almost dragged him towards her house after she had caught him trying to snatch her purse .
• Gradually Mrs Jones transformed the boy by giving him motherly love . She asked the boy to wash his face and offered a clean towel . The lady said that she herself had to suffer a lot in her youth . Her candid confession gave the boy confidence . He became familiar with the lady and no longer wanted to flee . She shared her personal experiences and became quite easy with him . Then she advised the boy not to commit such a misdeed again . Finally , she gave him ten dollars to buy the coveted blue suede shoes . Thus the lady reformed Roger by playing the role of a perfect friend and guide .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am'- এ শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্‌স রজারকে এ কথা বলেছিলেন | শ্রীমতী জোন্স তাকে এ কথা বলেন যখন সে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করার পর তিনি তাকে প্রায় টানতে টানতে তাঁর বাড়ির দিকে নিয়ে এসেছিলেন । আস্তে আস্তে মায়ের মত ভালোবাসা দিয়ে শ্রীমতী জোস ছেলেটিকে বদলে দিয়েছিল । তিনি ছেলেটিকে মুখ ধুয়ে আসতে বলেন এবং তাকে একটা পরিষ্কার তোয়ালে দেন । মহিলা বলেন যে তিনি নিজে তার যৌবনে প্রচুর কষ্ট ভোগ করেছেন । তার নির্দ্বিধ স্বীকারোক্তি ছেলেটিকে আত্মবিশ্বাস জুগিয়েছিল | সে মহিলার সঙ্গে ঘনিষ্ট হয়ে ওঠে এবং আর পালাতে চায় না । তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেন এবং সহজ হয়ে ওঠেন । তারপর তিনি ছেলেটিকে এরকম অপকর্ম আর না করার উপদেশ দেন । শেষ পর্যন্ত তিনি তাকে তার পছন্দের নীল স্যুয়েড জুতো কেনার জন্য দশ ডলার দিয়েছিলেন । এভাবে পরিপূর্ণ বন্ধু এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করে ভদ্রমহিলা রজারকে বদলে দিয়েছিলেন । ]

3. " I wanted a pair of ... shoes , " What reply did the speaker get and how did he react ? [ বক্তা কী উত্তর পেয়েছিল এবং সে কীভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছিল ? ] [ 3 + 3 ]

Ans . The young boy Roger informed Mrs Luella Bates Washington Jones that he wanted to buy a pair of blue suede shoes . He tried to snatch the pocketbook of Mrs Jones to get money to fulfil his desire . The speaker , Roger , got a strange answer from Mrs Jones . She said that instead of snatching , he could have asked for the money . • The boy was amazed ( m ) , hearing the answer . He was so astonished ( অ্যাসটনিশড্ ) that he forgot to dry his face for a moment . He could not say anything and wondered what to do next . As a result , there was a long pause .
[ রজার ছেলেটি শ্রীমতী লুয়েলা বেটস ওয়াসিংটন জোন্‌সকে জানিয়েছিলেন যে সে একজোড়া নীল স্যুয়েড জুতো কিনতে চেয়েছিল । সে শ্রীমতী জোসের টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল তার ইচ্ছাপূরণের জন্য টাকা পাওয়ার আশায় | বক্তা রজার শ্রীমতী জোসের কাছ থেকে এক অদ্ভুত উত্তর পেয়েছিল | শ্রীমতী জোস বলেছিলেন যে ছিনতাই না করে টাকাটা চেয়ে নেওয়াই যেতে পারত । ছেলেটি এই উত্তর শুনে হতভম্ব হয়ে গিয়েছিল | সে এতই অবাক হয়ে গিয়েছিল যে সে নিজের মুখটুকু মোছার কথা মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল | সে কোনো কথা বলতে পারেনি আর ভাবছিল এরপর সে কী করবে । এর ফলে একটি দীর্ঘক্ষণের বিরতি দেখা গেল । ]

4. Why did not Roger run away later although he had the is opportunity to do so ? [ পরবর্তীকালে দৌড়ে পালানোর সুযোগ পেয়েও কেন রজার দৌড়ে পালায়নি ? ]
Or , Why did not Roger run away later although he found the door open ? [ রজার দরজা খোলা পেয়েও পালাল না কেন ? ]
Ans . Roger was caught by Mrs Jones . He was pleading for freedom and trying to escape . Mrs jones did not give him the opportunity . She dragged him home instead of taking him to the police station . On reaching her home , she released him and told him to wash his face . Roger had the chance to run away . But he decided to walk to the sink . Later , when Mrs Jones was busy preparing dinner , he had another chance to run away with her purse . Mrs Jones had left her purse on her bed and kept the door wide open . He could run away but he did not do it because he had Mrs Jones ' love , kindness and trust . He was transformed . He did not want to be mistrusted now . So he did not run away .
[ রজার শ্রীমতী জোসের হাতে ধরা পড়ে । সে ছাড়া পাওয়ার জন্য কাকুতি - মিনতি করছিল আর পালানোর চেষ্টায়ও ছিল | শ্রীমতী জোস তাকে ওই সুযোগ দেননি । তিনি ওকে পুলিশ স্টেশন না নিয়ে ঘরে নিয়ে এলেন । ঘরে পৌঁছে তিনি তাকে ছাড়লেন আর তাকে মুখটা ধুয়ে নিতে বললেন । রজারের পালানোর সুযোগ ছিল , তবু সে বেসিনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল । পরবর্তীকালে শ্রীমতী জোস যখন রাতের খাবার বানানোর জন্য ব্যস্ত ছিলেন , তখন তার টাকার ব্যাগটা নিয়ে পালাবার আরও একবার সুযোগ মেলে । শ্রীমতী জোস টাকার ব্যাগটা তার বিছানার ওপর ছেড়ে যান এবং দরজা হা করে খোলা রাখেন । সে পালাতেই পারত কিন্তু সে তা করল না কারণ সে শ্রীমতী জোসের ভালোবাসা , দয়া এবং বিশ্বাস পেয়েছে । সে বদলে গিয়েছিল | সে আর বিশ্বাস হারাতে চায়নি । তাই সে দৌড়ে পালাল না । ]

5. " And he did not want to be mistrusted now . " - Why did not Roger want to be mistrusted , though he could have easily fled from the home of Mrs Jones ? [ রজার কেন অবিশ্বাসের পাত্র হতে চায়নি যদিও সে সহজেই শ্রীমতী জোনসের বাড়ি থেকে পালাতে পারত ? ]
Or , What kind of a boy was the little lad Roger ? [ কিশোর বালক রজার কেমন ছিল ? ]
Or , Why did the boy in ' Thank You Ma'am ' not run away though he found the door open ? [ Thank You Ma'am'- এ ছেলেটি দরজা খোলা থাকা সত্ত্বেও পালিয়ে গেল না কেন ? ]
Ans . Thank You Ma'am ' by Langston Hughes is based on the transformation ( ট্রান্সফর্মেশন ) of a young boy . The boy , while trying to snatch a purse , was caught by elderly lady and was taken home by her . He feared that he would be taken to jail for his mischief ( মিচীফ ) . The lady , however , only expressed her intention to wash the unclean ( আন্‌ক্লিন ) face of the boy . By this time , the boy had well understood that the lady did not intend to put him in jail . Rather , the lady showed absolute ( অ্যাবসোলিউট ) faith in the boy by leaving him alone in the room with her purse on the bed . The boy could have easily escaped with it in this situation . But he did not want to be mistrusted anymore . The lady's kindness ( কাইন্ডনেস ) and trust had changed him . After all , he was a victim of circumstances rather than a criminal .
[ ল্যাংস্টন হিউজের ' Thank You Ma'am ' একটি কিশোরের রূপান্তরের ঘটনাটির ওপর ভিত্তি করে রচিত | কিশোরটি ব্যাগ ছিনতাই করতে গিয়ে একজন বয়স্ক মহিলার হাতে ধরা পড়ে এবং মহিলাটি তাকে বাড়ি নিয়ে যান । সে ভয় পেয়েছিল যে তার এই অন্যায় কাজের জন্য তাকে জেলে পাঠানো হবে । মহিলাটি কিন্তু শুধুমাত্র ছেলেটির নোংরা হয়ে থাকা মুখটি পরিষ্কার করার ইচ্ছা প্রকাশ করেন । এর মধ্যে ছেলেটি বেশ বুঝতে পেরেছিল যে ওই মহিলা তাকে জেলে পাঠাতে চান না । বরং মহিলাটি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে চান কারণ তিনি খাটে টাকার ব্যাগটা ফেলে রেখে তাকে ঘরে একলা রেখে গিয়েছিলেন । ছেলেটি হয়তো সহজেই এই পরিস্থিতিতে ওটা নিয়ে পালাতে পারত । কিন্তু সে আর অবিশ্বাসী হতে চায়নি । মহিলাটির সহৃদয়তা এবং বিশ্বাস তার পরিবর্তন ঘটিয়েছিল । সবচেয়ে বড়ো কথা , সে অপরাধী নয় , বরং পরিস্থিতির শিকার । ]

6. What kind of a woman is Mrs Luella Bates Washington Jones ? [ শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কী ধরনের মহিলা ছিলেন ? ]
Or , What features of the character of Mrs. Luella Bates are exposed in the short story ' Thank You Ma'am ' ? [  বেটসের কী চারিত্রিক বৈশিষ্ট্য ‘ Thank You Ma'am ' ছোটোগল্পে ধরা পড়েছে ? ]
Or , Sketch the character of Mrs Jones . [ শ্রীমতী জোসের চরিত্র বর্ণনা করো ]
Ans . Mrs Luella Bates Washington Jones is the central character of the story . She is at once empathetic , generous and perceptive . At the beginning of the short story , Mrs Bates appears to be a stern , able - bodied woman . She is quite quick to react to the boy's action and single - handedly drags the boy home . She realises that all the boy needs is motherly love to put him on the right track . So she readily gives him food and money to buy his coveted blue suede shoes . She is quite candid or frank and confesses about her past mistakes . But she learnt from her mistakes and asks Roger to do the same . She knows that people are more  sinned against than sinning . This makes her forgive Roger easily . [ শ্রীমতী লুয়েলা বেট্স ওয়াশিংটন জোন্স গল্পটির কেন্দ্রীয় চরিত্র | তিনি একাধারে সমানুভূতিসম্পন্ন , দয়ালু এবং দূরদৃষ্টিসম্পন্ন | ছোটোগল্পটির শুরুতে শ্রীমতী বেট্সকে মনে হয় কড়া ধাঁচের শক্তপোক্ত মহিলা | ছেলেটির কাণ্ডে তিনি খুব চট করেই প্রতিক্রিয়া দেখান এবং একাই ছেলেটিকে টানতে টানতে বাড়ি নিয়ে আসেন | তিনি উপলব্ধি করেন যে ছেলেটির যা প্রয়োজন তা হল মাতৃস্নেহ যা তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে | তাই তিনি নির্দ্বিধায় তাকে খাবার দেন এবং তার শখের নীল স্যুয়েড জুতো কেনার টাকা দেন । তিনি যথেষ্ট সোজাসাপটা এবং অকপটে নিজের অতীতের ভুল স্বীকার করেন । কিন্তু তিনি নিজের ভুল থেকে শিক্ষালাভ করেছেন এবং রজারকেও তা করতে বলেন । তিনি জানেন যে মানুষ যত না অন্যায় করে , তার থেকে বেশি অন্যায়ের শিকার হয় | এই বোধ থেকেই তিনি খুব সহজে রজারকে ক্ষমা করতে পারেন ।

8.What is the moral of the short story , ' Thank You Ma'am ' ? [ Thank You Ma'am ' গল্পটির নীতিকথাটি কী ? ]
Ans . The moral of the short story , ' Thank You Ma'am , by Langston Hughes is simple but forceful . It speaks of an elderly lady who catches a young boy trying to snatch her purse . But the lady , instead of informing the police , takes the boy home and gives him food and money to satisfy his needs . Thus the positive and kind attitude of the lady transforms the boy into a new person . The moral of the story lies in the consequence ( কনসিকোয়েন্স ) of events . It shows how trust , understanding and fellow feeling ( ফেলো - ফীলিং ) can redeem a person . The story also focuses ( ফোকাসেস ) on another aspect . Roger wanted to steal as he was poor . No one is born a sinner and so one should hate the sin , not the sinner ( সিনার ) .
[ ল্যাংস্টন হিউজ রচিত ' Thank You Ma'am ' ছোটোগল্পটির নীতিকথাটি সরল কিন্তু শক্তিশালী । এই গল্পে একজন বয়স্ক মহিলার কথা বলা হয়েছে যিনি একটি কিশোরকে তার টাকার ব্যাগ ছিনতাই করার সময় ধরে ফেলেন । কিন্তু মহিলাটি পুলিশকে জানানোর পরিবর্তে ছেলেটিকে বাড়ি নিয়ে যান , এবং ছেলেটির প্রয়োজন মেটানোর জন্য খাবার ও অর্থও দেন | এইভাবে ওই বয়স্ক মহিলার ইতিবাচক এবং সদয় ব্যবহার ছেলেটিকে একটি নতুন মানুষে পরিবর্তিত করে । গল্পটির নীতিকথা এটির ঘটনাক্রমের মধ্যেই নিহিত আছে | এতে দেখানো হয়েছে যে বিশ্বাস , বিবেচনা ও সহানুভূতির দ্বারা একজন মানুষকে সংশোধন করা সম্ভব । গল্পটি অন্য একটি দিকও নির্দেশ করে | রজার চুরি করতে চেয়েছিল কারণ সে গরিব । কেউই পাপী হিসেবে জন্মগ্রহণ করে না আর তাই পাপকে ঘৃণা করা উচিত কিন্তু পাপীকে নয় ]

9. Justify the title of the short story ' Thank You Ma'am ' . [ Thank You Ma'am ' ছোটোগল্পটির শিরোনামের যথার্থতা আলোচনা করো । ]
Ans . The short story of Langston Hughes , " Thank You Ma'am , is based on the external conflict between an elderly woman , Mrs Luella Bates Washington Jones and a young boy Roger . The boy attempted to snatch the purse of Mrs Jones but was caught by her . The woman , instead of putting the boy into jail , took him to her home and gave him proper food and attention . The boy was overwhelmed ( ওভারহোয়েল ) by the kindness of the elderly lady . He was deeply gratified ( গ্র্যাটিফায়েড ) when the lady not only gave him money to buy his coveted blue suede shoes , but also showed that she trusted him to be good . He wanted to express his gratitude , but so intense were his emotions that his expression fell short of words . He could only utter the words ' thank you . So the phrase , ' Thank You Ma'am , though inadequate ( ইনঅ্যাডিকোয়েট ) expresses the over whelming feelings of a transformed ( ট্রান্সফর্মড ) boy . Hence the title is apt .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am ' একজন বয়স্কমহিলা শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ও একটি কিশোর , রজারের বাহ্যিক দ্বন্দ্বের ওপর ভিত্তি করে রচিত । ছেলেটি শ্রীমতী জোনসের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তিনি তাকে ধরে ফেলেন । মহিলাটি ছেলেটিকে জেলে দেওয়ার পরিবর্তে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তাকে খাবার দেন ও তার যত্ন করেন । ছেলেটি বয়স্ক মহিলার এই দয়ায় অভিভূত হয়ে পড়ে । সে গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করে , যখন মহিলাটি তাকে শুধু তার শখের নীল স্যুয়েড জুতো কেনার জন্য টাকাই দেন না , তাকে ভালো ভেবে তার উপর বিশ্বাস স্থাপন করেন | সে তার কৃতজ্ঞতা জানাতে চায় কিন্তু তার আবেগ এত তীব্র ছিল যে সে তা প্রকাশের ভাষা খুঁজে পায় না । সে শুধু ‘ ধন্যবাদ ’ টুকুই বলতে পারে । তাই ‘ Thank You Ma'am ' শব্দবন্ধটি যদিও যথেষ্ট নয় , তবুও তা ওই পরিবর্তিত ছেলেটির উচ্ছ্বসিত আবেগকে তুলে ধরে । সুতরাং শিরোনামটি যথার্থ । ]

10. How did Mrs Jones behave with Roger when they arrived home ? [ বাড়ি পৌঁছোনোর পর শ্রীমতী জোস রজারের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন ? ]
Or , What are the ways by which the lady reformed Roger ? [ কী কী উপায়ে মহিলাটি রজারকে সংশোধন করলেন ? ]
Ans . Langston Hughes ' short story ' Thank You Ma'am ' shows the power of love and trust . Mrs Jones almost dragged Roger into her house after she caught him trying to snatch her purse . Then Mrs Jones asked the boy to wash his face and offered a clean towel . The lady said that she herself had to suffer a lot in her youth . Her candid confession gave the boy confidence . He became familiar with the lady and no longer wanted to flee . She shared her present working experiences with the boy while they ate so that he would be quite easy with her . The lady advised the boy not to commit such a misdeed again . Finally , she gave him ten dollars to buy the coveted blue suede shoes . Thus the lady reformed ( রিফর্মড ) Roger by playing the role of a perfect friend and guide ( গাইড ) .
[ ল্যাংস্টন হিউজের ছোটোগল্প ‘ Thank You Ma'am ’ ভালোবাসা ও বিশ্বাসের ক্ষমতা প্রকাশ করে । তাঁর টাকার ব্যাগ ছিনতাই করার সময় তাকে ধরে ফেলার পর , শ্রীমতী জোস রজারকে প্রায় টেনে তাঁর বাড়ির ভিতরে নিয়ে গিয়েছিলেন । শ্রীমতী'জোস তারপর ছেলেটিকে তার মুখ ধুয়ে নিতে বলেছিলেন এবং তাকে একটি পরিষ্কার তোয়ালে দিয়েছিলেন | মহিলাটি তাকে বলেছিলেন যে তিনি নিজে কম বয়সে চুর কষ্ট ভোগ করেছেন । তাঁর এই অকপট স্বীকারোক্তি ছেলেটিকে আত্মবিশ্বাস দিয়েছিল । সে মহিলাটির সঙ্গে অন্তরঙ্গ বোধ করেছিল এবং আর পালিয়ে যেতে চায়নি । তিনি খেতে খেতে তাঁর বর্তমান কাজের অভিজ্ঞতা ছেলেটিকে শুনিয়েছিলেন যাতে ছেলেটি তার সঙ্গে সহজ হয়ে যায় । মহিলাটি রজারকে উপদেশ দিয়েছিলেন আর এমন অন্যায় কাজ না করতে । শেষপর্যন্ত শ্রীমতী জোস ছেলেটিকে দশ ডলার দিয়েছিলেন তার পছন্দের নীল রঙের স্যুয়েড জুতো । কেনার জন্য । এইভাবে শ্রীমতী জোস একজন বন্ধু ও উপযুক্ত পথপ্রদর্শকের কাজ করে রজারকে সংশোধন করেছিলেন ।











No comments:

Post a Comment