ষষ্ঠ শ্রেণির ভূগোল (প্রথম অধ্যায়) আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class6 geography first chapter questions and Answers (MCQ, SAQ, LAQ) - Psycho Principal

Fresh Topics

Thursday, 3 February 2022

ষষ্ঠ শ্রেণির ভূগোল (প্রথম অধ্যায়) আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class6 geography first chapter questions and Answers (MCQ, SAQ, LAQ)



ষষ্ঠ শ্রেণির ভূগোল
আকাশ ভরা সূর্য তারা


MCQ...........................Mark-1
1. বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হল – ( টাইটান / ট্রাইট্রন / গ্যানিমিড ) |
উঃ গ্যানিমিড
2. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম— ( রোহিনী / ভাস্কর / আর্যভট্ট ) ।
উঃআর্যভট্ট
3. আকাশগঙ্গা হল একটি— ( নীহারিকা / ছায়াপথ / গ্রহাণুপুঞ্জ ) ।
উঃ ছায়াপথ
4. উত্তর আকাশের সর্বাপেক্ষা উজ্জ্বল জ্যোতিষ্ক হল— ( শুকতারা / ধ্রুবতারা / প্রক্সিমা সেন্টরাই ) |
উঃ ধ্রুবতারা
5.  সবুজ রঙের গ্রহটি হল— ( মঙ্গল / ইউরেনাস / নেপচুন ) ।
উঃ ইউরেনাস
6. সূর্যের বাইরের অংশটিকে বলা হয়— ( করোনা / আলোকমণ্ডল / বর্ণমণ্ডল ) ।
উঃ করোনা
7. কলাম্বিয়া হল— ( স্পেস স্যুট / স্পেস শাটল / রকেট ) ।
উঃ স্পেস শাটল
৪. সৌরজগতের শীতলতম গ্রহ হল— - ( বৃহস্পতি / শনি / ইউরেনাস ) ।
উঃ ইউরেনাস
9. শনি সৌরপরিবারের— ( বামন / অন্তঃস্থ / বহিস্থ ) গ্রহ । |
উঃ বহিস্থ
10. আবর্তনের সময় সবথেকে কম লাগে যে গ্রহের সেটি হল— — ( বৃহস্পতি / শনি / ইউরেনাস ) ।
উঃ বৃহস্পতি
11. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে — ( ৪ মিনিট 20 সেকেন্ড / 10 মিনিট 40 সেকেন্ড / 14 মিনিট 45 সেকেন্ড ) ।
উঃ ৪ মিনিট 20 সেকেন্ড
12. সূর্যের আনুমানিক বয়স প্রায়— ( 500 কোটি / 1000 কোটি / 10000 কোটি ) বছর ।
উঃ 1000 কোটি
13. সবুজ রঙের গ্রহটি হল— ( মঙ্গল / ইউরেনাস / নেপচুন ) ।
উঃ ইউরেনাস
14. সৌরঝড় জোরালো হয় প্রতি– ( 11/15/17 ) বছর অন্তর ।
উঃ 11
15. সূর্যের বাইরের অংশটিকে বলা হয়— ( করোনা / আলোকমণ্ডল / বর্ণমণ্ডল ) ।
উঃ করোনা
16. চাঁদের আনুমানিক বয়স প্রায় – ( 350/550/750 ) কোটি বছর ।
উঃ 350
18. সৌরপরিবারের অন্তঃস্থ গ্রহের সংখ্যা- ( 4/5/6 ) টি ।
উঃ 4
19. 7 টি বলয়যুক্ত গ্রন্থটি হল— ( শুরু / শনি / ইউরেনাস ) ।
উঃ শনি
20. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু— ( সেরেস / আর্যভট্ট / জেনা ) ।
উঃ সেরেস
21. শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে —– ( 100/200/500 ) কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্র দেখা যায় ।
উঃ 200
22. মিরান্ডা হল – ( শনির / ইউরেনাসের / নেপচুনের ) উপগ্রহ ।
উঃ ইউরেনাসের
23. সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান সৌরজগতে— ( প্রথম / দ্বিতীয় / তৃতীয় ) ।
উঃ তৃতীয়
24. মঙ্গলের একটি উপগ্রহ হল – ( ফোবোস / টাইটান / গ্যানিমিড ) ।
উঃ ফোবোস
25. ( শুক্র / শনি / বুধ ) — গ্রহের বলয় আছে ।
উঃ শনি
26. সাতটি তারা নিয়ে গঠিত নক্ষত্রমণ্ডলটির নাম— ( সপ্তর্ষিমণ্ডল / কালপুরুষ / ক্যাসিওপিয়া ) ।
উঃ সপ্তর্ষিমণ্ডল
27. হ্যালির ধূমকেতুকে– ( 76/77/78 ) বছর অন্তর পৃথিবী থেকে দেখা যায় ।
উঃ 76
28. পৃথিবী অপেক্ষা সূর্য – ( 12/13/14 ) লক্ষ গুণ বড়ো ।
উঃ 13
29. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হল— ( গ্যানিমিড / টাইটান / ডাইয়োস ) ।
উঃ গ্যানিমিড
30. পৃথিবীর একমাত্র উপগ্রহ হল – ( চাঁদ / মিরান্ডা / ফোবোস ) ।
উঃ চাঁদ
31 . ( শুক্র / বুধ / মঙ্গল ) —গ্রহ পূর্ব থেকে পশ্চিমদিকে আবর্তন করে । |
উঃ শুক্র
32. বিভিন্ন আকৃতির নক্ষত্রের সমষ্টিকে বলা হয়— ( কালপুরুষ / নক্ষত্রমণ্ডল / সপ্তর্ষিমণ্ডল ) ।
উঃ নক্ষত্রমণ্ডল
33. শুক্র ও পৃথিবীর আয়তন প্রায় সমান এবং ঘনত্বের জন্য শুক্রকে পৃথিবীর – ( যমজ / বামন / কুলীন ) গ্রহ বলে ।
উঃ যমজ
34. লাইকা হল একটি— ( উদ্ভিদ / প্রাণী / গ্রহাণু ) ।
উঃ প্রাণী
35. প্লুটোকে বর্তমানে— ( বামন / কুলীন / নীল ) গ্রহ বলা হয় ।
উঃ বামন
36. শুক্রগ্রহেরর অপর নাম- ( ধ্রুবতারা / হ্যাডলির অকট্যান্ট / সন্ধ্যাতারা ) ।
উঃ সন্ধ্যাতারা
37. ( বুধ / মঙ্গল / শুক্র ) —– গ্রহের কোনো উপগ্রহ নেই ।
উঃ শুক্র
38. পৃথিবীর নিকটতম নক্ষত্র হল– ( সূর্য / বুধ / ধূমকেতু ) ।
উঃ সূর্য
39. সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম— ( প্রক্সিমা সেন্টরাই / হ্যাডলির অকট্যান্ট / আকাশগঙ্গা ) ।
উঃ  প্রক্সিমা সেন্টরাই
40. পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন— ( রাকেশ শর্মা / ইউরি গ্যাগারিন / ভ্যালেন্তিনা তেরেসকোভা ) ।
উঃ ইউরি গ্যাগারিন
41. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলেন— ( কল্পনা চাওলা / সুনিতা উইলিয়ামস / ভ্যালেস্তিনা তেরেসকোভা ) ।
উঃ ভ্যালেস্তিনা তেরেসকোভা
42. ভারতের প্রথম মহাকাশচারীর নাম- ( রাকেশ শর্মা / কল্পনা চাওলা / সুনিতা উইলিয়ামস ) ।
উঃ রাকেশ শর্মা
43. প্রথম চন্দ্ৰপৃষ্ঠে পদার্পণ করেন— ( নীল আর্মস্ট্রং / এডুইন অলড্রিন / মাইকেল কলিন্স ) ।
উঃ নীল আর্মস্ট্রং
44. যে চন্দ্রযানে নীল আর্মস্ট্রং চন্দ্রে নেমেছিলেন তার নাম— ( ইগল / লাইকা / অ্যাপোলো ) ।
উঃ ইগল
45. ( শুক্র / বুধ / শনি ) —গ্রহের একদিন পৃথিবীর একবছরের থেকে বড়ো ।
উঃশুক্র
46. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায়— ( 14 কোটি / 15 কোটি / 16 কোটি ) কিলোমিটার ।
উঃ 15 কোটি
47. সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা— ( 5 টি / ৪ টি / ৩ টি ) ।
উঃ৪ টি
48. প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ছিলেন – ( কল্পনা চাওলা / সুনিতা উইলিয়ামস / ভ্যালেন্তিনা তেরেসকোভা ) ।
উঃ কল্পনা চাওলা
49 . মহাকাশে দীর্ঘসময় ধরে হেঁটেছিলেন— ( নীল আর্মস্ট্রং / সুনিতা উইলিয়ামস / এডুইন অলড্রিন ) ।
উঃ সুনিতা উইলিয়ামস
50. সন্ধ্যেবেলার আকাশ ভরা অসংখ্য ঝিকমিক আলোক বিন্দু আসলে— ( গ্রহ / তারা / উপগ্রহ ) ।
উঃ তারা
51. পৃথিবীকে ঘিরে যে অনন্ত সর্বব্যাপী ব্রহ্মাণ্ড আছে তাকে বলে— ( আকাশ / মহাকাশ / মহাবিশ্ব ) ।
উঃ মহাকাশ
52. মহাকাশে ভাসমান বিভিন্ন আকারের আলোক বিন্দু ও কণাসমূহকে এককথায় বলে— ( জ্যোতিষ্ক / নীহারিকা / গ্রহাণু ) ।
উঃ জ্যোতিষ্ক
53. মহাবিশ্বের প্রসারণ শুরু হয় প্রায়— ( 1500/1600/1400 ) কোটি বছর আগে ।
উঃ 1400
54. আকাশগঙ্গা হল একটি— ( নীহারিকা / ছায়াপথ / গ্রহাণুপুঞ্জ ) ।
উঃ ছায়াপথ
55. ( উত্তাপ / আয়তন / দূরত্ব ) —বোঝা যায় তারার রং দ্বারা ।
উঃ উত্তাপ
56. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু— ( ভেস্টা / যাকিমাকি / হামিয়া ) ।
উঃ ভেস্টা
57. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়— ( 14 কোটি 95 লক্ষ কিমি / 10 কোটি কিমি / 3 লক্ষ 84 হাজার কিমি ) ।
উঃ 3 লক্ষ 84 হাজার কিমি
58. চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘোরে— ( 24 ঘন্টায় / 27 দিন 8 ঘন্টায় / 365 দিন ) । |
উঃ 27 দিন 8 ঘন্টায়
59. পরিক্রমণে সর্বাধিক বেশি সময় লাগে— ( নেপচুনের / শনির / ইউরেনাসের ) ।
উঃ নেপচুনের
60. আবর্তনে সবচেয়ে কম সময় লাগে— ( নেপচুনের / শনির / বুধের ) ।
উঃ শনির
61. মঙ্গল গ্রহের মাটির রং— ( লালচে/ বাদামি / কালো ) ।
উঃ লালচে
62. ইউরেনাস গ্রহের বর্ণ— ( লাল / সবুজ / হলুদ ) ।
উঃ সবুজ
63. সৌরজগতের শীতলতম গ্রহ— ( বৃহস্পতি / মঙ্গল / ইউরেনাস ) ।
উঃ ইউরেনাস
64. সৌরজগতের উন্নতম গ্রহ ( শুক্র / বৃহস্পতি / ইউরেনাস ) ।
উঃ শুক্র
65. সৌর পরিবারের অন্তঃস্থ গ্রহের সংখ্যা— ( 6/4/5 ) টি ।
উঃ 4
66. শনি হল সৌর পরিবারের— ( বামন / অন্তঃস্থ / বহিঃস্থ ) গ্রহ ।
উঃ বহিঃস্থ
67 , সৌরঝড় জোরালো হয় প্রতি– ( 21/11/5 ) বছর অন্তর ।
উঃ 11
68. সূর্যের ভিতরের উন্নতা , বাইরের উন্নতার প্রায়— ( 25/50/100 ) গুণ বেশি ।
উঃ 25
69. আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় – ( 4.5 / 8 / 3 ) লক্ষ কিমি ।
উঃ 3
70. উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হল— ( গুকতারা / ধ্রুবতারা / হ্যাডলির অকট্যান্ট ) ।
উঃ ধ্রুবতারা
71. শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে– ( 100/200/500 ) কোটি আলোকবর্ষ দূরের তারাদের দেখা যায় ।
উঃ 200

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রতিটি প্রশ্নের মান ২/৩

১. বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে কম সময়ের হয় ।
উঃ বুধ সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ এবং পৃথিবী তৃতীয় নিকটতম গ্রহ | সূর্যের কাছে থাকার জন্যই বুধের কক্ষপথের পরিধি ছোটো ফলে বুধের সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী থেকে অনেক কম সময় লাগে । এই কারণে বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে কম সময়ের হয় ।

২. আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই ।
উঃ  চাঁদের আবর্তন কাল 27 দিন 8 ঘণ্টা এবং পরিক্রমণ কাল প্রায় 27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11 সেকেন্ড | অর্থাৎ , চাঁদের আবর্তন এবং পরিক্রমণ কাল প্রায় সমান । এজন্য আমরা পৃথিবী থেকে চাঁদের একটা পিঠই দেখতে পাই ।

৩. ধূমকেতু দেখা যায় অনেকদিন বাদে ।
উঃ ধূমকেতুর কক্ষপথ অনেকটা লম্বাটে উপবৃত্তের মতো | যখন ধূমকেতু সূর্যের নিকট আসে তখন তার ধূলো , গ্যাস লেজের আকারে জ্বলতে শুরু করে । আর যেই তার লম্বাটে উপবৃত্তাকার কক্ষপথের জন্য সূর্য থেকে দূরে সরে যায় তখন আর জ্বলে না ফলে দেখাও যায় না । তাই কক্ষপথের এরূপ লম্বাটে আকৃতির জন্য ধূমকেতুকে অনেকদিন বাদে দেখা যায় ।

৪. দিনেরবেলায় জ্যোতিষ্কদের দেখা যায় না ।
উঃ দিনেরবেলাতেও জ্যোতিষ্করা আকাশে উপস্থিত থাকে । তবে এদের থেকে সূর্য পৃথিবীর অনেক কাছে থাকায় এর আলোই প্রাধান্য পায় । এই তীব্র সূর্যালোকের জন্য অন্যান্য সকল জ্যোতিষ্কের আলো চাপা পড়ে যায় অর্থাৎ তাদের আর দেখা যায় না ।

৫. মঙ্গলের মাটির রং লাল ।
উঃ মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা মিশে থাকায় মঙ্গলের মাটি লাল রঙের দেখায় ।

৬.বেশিরভাগ সময় চাঁদ কেন ফালির মতো দেখায় ।
উঃ পৃথিবী পরিক্রমণ কালে সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসলে চাঁদের গায়ে সম্পূর্ণ সূর্যালোক পড়ে না । যতটুকু অংশে সূর্যালোক পড়ে শুধু ততটুকু অংশই আলোকিত দেখায় | একমাত্র পূর্ণিমার সময় সম্পূর্ণ অংশ দেখা যায় | এজন্য বেশিরভাগ সময়ই চাঁদকে ফালির মতো দেখায় ।

৭.আমরা সৌরজগৎ সঠিকভাবে আঁকতে পারি না কেন ?
উঃ  আমরা সৌরজগতের সঠিক ছবি আঁকতে পারি না । কারণ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়ো । আবার বৃহস্পতির আকার এত বড়ো যে তার মধ্যে 1300 টি পৃথিবী ঢুকে যেতে পারে । তাই এই আকার ও আকৃতির ভিন্নতার জন্য সৌরজগতের সঠিক ছবি আঁকা সম্ভব নয় । যা আঁকা হয় সেটি হল সৌরজগতের একটি ধারণা মাত্র ।

৮. পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে বাদে দেখা যায় । 1986 সালে একে শেষ দেখা  । আবার কত সালে দেখা যাবে বলোতো ?
উঃ পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে বাদে দেখাযায় । 1986 সালে একে শেষ দেখা গেছে | আবার 2062 সালে দেখা যাবে ।

৯.তারারা মিটমিট করে কেন ?
উঃ তারারা পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করছে । পৃথিবীকে চারদিক থেকে বায়ুমণ্ডল ঘিরে রেখেছে । এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে তারাগুলির আলো আমাদের চোখে পৌঁছানোর আগে কেঁপে যায় ফলে তারারা মিটমিট করে বলে আমাদের মনে হয় । তবে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে দেখলে এদের স্থির আলোর বিন্দু হিসেবে দেখা যাবে ।

১০. খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন ?
উঃ সূর্য থেকে যে তীব্র আলোকরশ্মি নির্গত হয় , তার মধ্যে অনেক ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মিও থাকে ৷ খালি চোখে সূর্যের দিকে তাকালে তীব্র আলোকরশ্মি ও ওইসব ক্ষতিকর রশ্মির প্রভাবে চোখের রেটিনার ক্ষতি হতে পারে , এমনকি পুড়ে যেতেও পারে ।




2 comments:

  1. Uuujijfdrjvbjtghjjiugj k7ubffgopytggjl

    ReplyDelete
  2. ভূগোলের p্রশ্ন ক্লাস 6

    ReplyDelete