সেট-১....
১.প্রাচীন সাম্রাজ্যবাদ বলতে কী বােঝায় ?
উত্তরঃ অধিকৃত দেশটির ওপর ভৌগােলিক আধিপত্য স্থাপন করাকে প্রাচীন সাম্রাজ্যবাদ বলে ।
২.কয়েকজন প্রাচীন সাম্রাজ্যবাদী শাসকের নাম লেখাে ।
উত্তরঃ কয়েকজন প্রাচীন সাম্রাজ্যবাদীশাসকহলেন কনস্টানটাইন , নেপােলিয়ন বােনাপার্ট , গ্রিক বীর আলেকজান্ডার , সম্রাট শার্লাম্যান , আকবর , আলাউদ্দিন খলজি , চেঙ্গিজ খাঁ প্রমুখ ।
৩.নব সাম্রাজ্যবাদ বলতে কী বােঝাে ?
উত্তরঃ অধিকৃত দেশটির ওপর ভৌগােলিক , রাজনৈতিক , অর্থনৈতিক আধিপত্য স্থাপন করাকে নব সাম্রাজ্যবাদ বলে ।
৪.নব সাম্রাজ্যবাদের কখন উদ্ভব হয় ?
উত্তরঃ নব সাম্রাজ্যবাদের উদ্ভব হয় উনিশ শতকের দ্বিতীয় ভাগে ।
৫.উপনিবেশবাদ বলতে কী বােঝাে ?
উত্তরঃ একটি স্থানে সাম্রাজ্য স্থাপন করার পর অনুকূল ভৌগােলিক পরিবেশের জন্য ওই স্থানে সাম্রাজ্যবাদী দেশের জনগণ স্থায়ীভাবে বসবাস করে । তখন তাকে উপনিবেশ বলে । অর্থাৎ , সকল উপনিবেশ সাম্রাজ্য কিন্তু সকল সাম্রাজ্য উপনিবেশ নয় ।
৬.ভারত ইংরেজদের উপনিবেশ না সাম্রাজ্য ছিল ?
উত্তরঃ ভারত ইংরেজদের সাম্রাজ্য ছিল । কারণ , ভারতে ইংরেজরা আমেরিকা , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়ার মতাে বসতি স্থাপন করেনি । ‘
৭.New World ' বা নতুন বিশ্ব ’ কাকে বলা হয় ?
উত্তরঃ আমেরিকাকে ' New World ' বা নতুন বিশ্ব ’ বলা হয় ।
৮.Street Corner of Europe ' কাকে বলা হয় ?
উত্তরঃ পাের্তুগালকে ' Street Corner of Europe ' বলা হয় ।
৯. কে , কেন পাের্তুগালকে ‘ Street Corner of Europe বলেছেন ?
উত্তরঃ কমােডাের পেরি পাের্তুগালের আটলান্টিক মহাসাগরের তীরে ইউরােপের মূল বিন্দু থেকে প্রান্তিক অবস্থানের জন্য এ কথা বলেছেন ।
১০.ইউরােপ থেকে ভারতে আসার জলপথ কে , কবে আবিষ্কার করেন ?
উত্তরঃ 1498 খ্রিস্টাব্দে পাের্তুগিজ নাবিক ভাস্কো - দা - গামা ইউরােপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ।
১১.Blue Water Policy ?
উত্তরঃ পাের্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবিস্তার নীতিকে Blue Water Policy বলা হয় ।
১২.দক্ষিণ আফ্রিকার দুটি প্রাচীন সভ্যতার নাম লেখাে ।
উত্তরঃ দক্ষিণ আমেরিকার দুটি প্রাচীন সভ্যতা হল আজটেক সভ্যতা ও ইনকা সভ্যতা ।
১৩.আজটেক ও ইনকা সভ্যতা কারা ধ্বংস করে ?
উত্তরঃ স্পেনীয়রা আজটেক ও ইনকা সভ্যতা ধ্বংস করে ।
১৪.মশলা দ্বীপ ’ কাকে বলে ?
উত্তরঃ ইন্দোনেশিয়াকে ‘ মশলা দ্বীপ ’ বলা হয় ।
১৫.আমেরিকা কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ আমেরিকা ইংরেজদের উপনিবেশ ছিল ।
১৬.ম্পেনীয় আর্মাড়া কী ?
উত্তরঃ স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাড়া বলা হত ।
১৭.কারা , কবে স্পেনীয় আর্মাডা ধ্বংস করে ?
উত্তরঃ ইংল্যান্ড , 158৪ খ্রিস্টাব্দে স্পেনীয় আর্মাডা ধ্বংস করে ।
১৮.সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1756-63 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয় ।
১৯.সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কারা পরাজিত হয় ?
উত্তরঃ সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিরা পরাজিত হয় ।
১৯.আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় ।
২০.আমেরিকাবাসীর স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দেন ?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন আমেরিকাবাসীর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন ।
২১.আমেরিকাবাসীর স্বাধীনতার ঘােষণাপত্র কে রচনা করেন ?
উত্তরঃ টমাস জেফারসন আমেরিকাবাসীর স্বাধীনতার ঘােষণাপত্র রচনা করেন ।
২২.আমেরিকা কবে , কোন্ সন্ধির দ্বারা স্বাধীনতা লাভ করে ?
উত্তরঃ 1783 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির দ্বারা আমেরিকা স্বাধীনতা লাভ করে ।
২৩. ভিয়েনা সম্মেলন কখন হয় ? এর সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন হয় । প্রিন্স মেটারনিখ ছিলেন এই সম্মেলনের সভাপতি ।
২৩.সাইমন বলিভার কে ছিলেন ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার মুক্তি সংগ্রামের নেতা ছিলেন সাইমন বলিভার ।
২৪.কার নেতৃত্বে আর্জেন্টিনা স্বাধীন হয় ?
উত্তরঃ 1816 খ্রিস্টাব্দে জোস সান মার্টিনের নেতৃত্বে আর্জেন্টিনা স্বাধীন হয় ।
২৫.পেরুর নাম কেন বলিভিয়া হয় ?
উত্তরঃ 1825 খ্রিস্টাব্দে পেরুকে স্বাধীন করেন সাইমন বলিভার । তার নেতৃত্বে পেরুসহ দক্ষিণ আমেরিকার একাধিক দেশ স্বাধীনতা অর্জন করে । দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সাইমন বলিভারের অবদান স্মরণীয় করে রাখার জন্য তার নাম অনুসারে পেরুর নাম হয় বলিভিয়া ।
২৬.কোন্ শব্দ থেকে Imperialism শব্দটির উৎপত্তি হয় ?
উত্তরঃ Imperium শব্দ থেকে Imperialism শব্দটির উৎপত্তি হয় ।
২৭. Imperialism শব্দটি কবে প্রথম ব্যবহার হয় ?
উত্তরঃ 1890 খ্রিস্টাব্দে প্রথম শব্দটির ব্যবহার হয় ।
২৮.কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় এবং কেন ?
উত্তরঃ 1870-1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘ সাম্রাজ্যবাদের যুগ ’ বলা হয় । কারণ এই সময়ে ইউরােপীয় দেশগুলি এশিয়া , আফ্রিকাতে সাম্রাজ্য স্থাপন করে এবং সাম্রাজ্য স্থাপন করার জন্য প্রতিযােগিতায় লিপ্ত হয় ।
২৯.নব সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা কে দিয়েছেন ?
উত্তরঃ নব সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন ঐতিহাসিক হবসন ও লেনিন ।
৩০.নব সাম্রাজ্যবাদের রাষ্ট্রদর্শন কী ছিল ?
উত্তরঃ অসভ্য ও অনুন্নত জাতিগুলিকে সভ্য ও উন্নত করা । শ্বেতাঙ্গ ইউরােপীয় জাতিগুলির দায়িত্ব ছিল । এই মতবাদ প্রচার করেন ইংরেজ লেখক রুডইয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুল কেরি ।
৩১.কার নেতৃত্বে ইংরেজরা মিশরে আধিপত্য স্থাপন করে ?
উত্তরঃ লর্ড ক্রেমারের নেতৃত্বে ইংরেজরা মিশরে আধিপত্য স্থাপন করে ।
৩২.কার্ল পিটার্স কে ছিলেন ?
উত্তরঃ জার্মান পূর্ব আফ্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন কার্ল পিটার্স ।
৩৩.ওয়েল্ট পলিটিক ’ নীতির প্রবক্তা কে ?
উত্তরঃ ওয়েল্ট পলিটিক ’ নীতির প্রবক্তা হলেন জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম । ‘
৩৪.ওয়েল্ট পলিটিক ’ কী ?
উত্তরঃ কাইজার দ্বিতীয় উইলিয়াম ঘােষণা করেন জার্মানির অনন্ত বিস্তৃতির সম্ভাবনা আছে । তিনি জার্মানির সাম্রাজ্য বিস্তারের জন্য যে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন তা ‘ ওয়েল্ট পলিটিক ’ নামে পরিচিত ।
৩৫.মার্কেন্টাইল মতবাদ কী ?
উত্তরঃ 1600-1800 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম ইউরােপের সংরক্ষিত বাণিজ্যিক মনােবৃত্তিকে মার্কেন্টাইল মতবাদ বলা হয় ।
৩৬.ফ্রান্সে মার্কেন্টাইলিজম কে প্রবর্তন করেন ?
উত্তরঃ জা ব্যাপ্তিস্ত কোলবের্ত ফ্রান্সে মার্কেন্টাইলিজম প্রবর্তন করেন ।
৩৭.ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জা ব্যাপ্তিস্ত কোলবার্ট ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন ।
৩৮. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।
৩৯.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ।
৪০.'নিউ নেদারল্যান্ড আলবানি ’ - তে কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ হল্যান্ড - এর উপনিবেশ ছিল নিউ নেদারল্যান্ড আলবানি ।
৪১.নির্জোট আন্দোলন কাকে বলে ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি ন- আমেরিকা - রাশিয়া জোটের বাইরে থেকে নিজেদের স্বার্থরক্ষার জন্য যে আন্দোলন গড়ে তােলে , তাকে নির্জোট আন্দোলন বলা হয় ।
৪২. হিবসনের মতে , সাম্রাজ্যবাদ কী ?
উত্তরঃ হবসনের মতে , পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্য যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটে , তাকেই সাম্রাজ্যবাদ বলে ।
৪৩.বিশ্বে শিল্পবিপ্লব প্রথম কোথায় ঘটে ?
উত্তরঃ বিশ্বে শিল্পবিপ্লব প্রথমে ইংল্যান্ডে গড়ে উঠেছিল ।
৪৪.নেলসন ম্যান্ডেলা কে ছিলেন ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরােধী নেতা ও সেখানকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি ।
৪৫.দাস ক্যাপিটাল ’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ কার্ল মার্কস ‘ দাস ক্যাপিটাল ’ গ্রন্থটি রচনা করেন ।
৪৬.ত্রয়ােদশ উপনিবেশ ’ কী ?
উত্তরঃ ইংল্যান্ড থেকে আগত অধিবাসীরা যখন ইংল্যান্ডের উপনিবেশ আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে , তখন তার মােট সংখ্যা ছিল তেরােটি । এই উপনিবেশগুলিকে একত্রে ত্রয়ােদশ উপনিবেশ ’ বলে ।
৪৭.ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ কে প্রচার করেন ?
উত্তরঃ টমাস মান ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ প্রচার করেন ।
৪৮.মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য হল বুলিয়ান কেন্দ্রিক অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে আমদানি হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করা ।
৪৯. মার্কেন্টাইল মতবাদে রাজার সঙ্গে কাদের যােগসাজস গড়ে ওঠে ?
উত্তরঃ মার্কেন্টাইল মতবাদে রাজার সঙ্গে বণিক শ্রেণির যােগসাজস গড়ে ওঠে ।
৫০.মার্কেন্টাইল মতবাদের ত্রুটিগুলি কী কী ?
উত্তরঃ সােনা বা রুপা সম্পদের একমাত্র উৎস নয় , রাষ্ট্র ও বণিক ষড়যন্ত্র এবং দ্রব্য মূল্যবৃদ্ধি । মার্কেন্টাইল প্রথার সুফলগুলি লেখাে । সুফল : ( i ) শক্তিশালী জাতীয় রাষ্ট্রের উদ্ভব , ( i ) বাণিজ্যের উন্নতি , ( ii ) কৃষি ব্যবস্থার উন্নয়ন , ( iv ) দাস প্রথার অবসান ।
৫১.মুক্ত বাণিজ্য নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ মুক্ত বাণিজ্য নীতি প্রবর্তন করেন ।
৫২.Wealth of Nations ' কার লেখা ?
উত্তরঃ Wealth of Nations ' গ্রন্থটি অ্যাডাম স্মিথের লেখা ।
৫৩.Imperialism - A Study ' গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ Imperialism - A Study ' গ্রন্থটি জে এ হবসনের লেখা ।
৫৪.Imperialism : The Highest Stage of Capitalism ' গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ Imperialism : The Highest Stage of Capitalism গ্রন্থটি রুশ কমিউনিস্ট নেতা লেনিন - এর লেখা ।
৫৫.লিভিংস্টোন কে ছিলেন ?
উত্তরঃ লিভিংস্টোন ছিলেন লন্ডন মিশনারি সােসাইটির সমাজসেবী চিকিৎসক ও আফ্রিকা মহাদেশের অন্যতম আবিষ্কারক অভিযাত্রী ।
৫৬. কৰে মনৱো নীতি ঘােষণা করেন ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি মনরাে 1823 খ্রিস্টাব্দে মনরাে নীতি ঘোষণা করেন ।
৫৭.মনরো ঘােষণায় কী বলা হয় ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি মনরাে ঘােষণা করেন যে , “ আমেরিকা আমেরিকাবাসীর জন্য , ইউরােপীয়দের হস্তক্ষেপ আমেরিকা বরদাস্ত করবে না । ” তার নাম অনুসারে এই ঘােষণা মনরে ঘােষণা নামে পরিচিত ।
৫৮.কে কবে ব্রাসেলস সম্মেলন আহবান করেন ?
উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড ব্রাসেলস্ সম্মেলন আহ্বান করেন ।
৫৯.কে কবে কঙ্গে ফ্রি স্টেট ' প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ 1884-85 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড ‘ কঙ্গে ফ্রি স্টেট প্রতিষ্ঠা করেন ।
৬০.আন্তর্জাতিক আফ্রিকা সংঘ কে , কখন স্থাপন করেন ?
উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড আন্তর্জাতিক আফ্রিকা সংঘ স্থাপন করেন ।
Set-2
১.কে , কত খ্রিস্টাব্দে কঙ্গো উপত্যকা আবিষ্কার করেন ?
উত্তরঃ অভিযাত্রী স্ট্যানলি 1876 খ্রিস্টাব্দে কঙ্গো উপত্যকা আবিষ্কার করেন ।
২.আলজিরিয়া কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ আলজিরিয়া ফরাসিদের উপনিবেশ ছিল ।
৩. বার্লিন কংগ্রেস ( 1885 খ্রিস্টাব্দ ) কেন আহ্বান করা হয় ?
উত্তরঃ বিনা রক্তপাতে ও বিনা বিবাদে আফ্রিকা মহাদেশকে ইউরােপীয়দের মধ্যে বণ্টন করে নেওয়ার জন্য বার্লিন কংগ্রেস আহ্বান করা হয় ।
৪.ফ্লোটেন ভােরাই কী ?
উত্তরঃ ফ্লোটেন ভােরাইন হল জার্মান বণিক ও পুঁজিপতিদের একটি সংগঠন , যাদের প্রধান উদ্দেশ্য ছিল জার্মানির জন্য উপনিবেশ বিস্তার করা ।
৫. আফ্রিকাতে ফ্রান্সের অধিকৃত কয়েকটি স্থানের নাম লেখো । উত্তরঃ আফ্রিকাতে ফ্রান্সের অধিকৃত স্থানগুলি হল আলজিরিয়া , চাদ , সেনেগাল , টিউনিস প্রভৃতি ।
৬.আফ্রিকার ইংরেজ উপনিবেশগুলির নাম লেখাে ।
উত্তরঃ আফ্রিকার ইংরেজ উপনিবেশগুলি হল দক্ষিণ আফ্রিকা ,উগান্ডা , রােডেশিয়া , গােল্ডকোস্ট ( বর্তমানে ঘানা ) , নাইজিরিয়া প্রভৃতি ।
৭.আফ্রিকায় অবস্থিত কয়েকটি পাের্তুগিজ উপনিবেশের নাম লেখাে ।
উত্তরঃ আফ্রিকায় অবস্থিত পাের্তুগিজ উপনিবেশগুলি হল অ্যাঙ্গোলা , মােজাম্বিক ।
৮.আফ্রিকায় অবস্থিত জার্মান উপনিবেশগুলির নাম লেখাে । উত্তরঃ আফ্রিকায় অবস্থিত জার্মান উপনিবেশগুলি হল ক্যামেরুন , টোগােল্যান্ড ।
৯.অ্যাভােয়ার যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1896 খ্রিস্টাব্দে ইটালি ও আবিসিনিয়ার মধ্যে অ্যাভােয়ার যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে ইটালি পরাজিত হয় ।
১০.প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার কয়েকটি স্বাধীন দেশের নাম লেখাে ।
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার কয়েকটি স্বাধীন দেশ হল আবিসিনিয়া , লিবিয়া , ট্রান্সভাল প্রজাতন্ত্র ।
১১.দূর প্রাচ্য কোন্ অঞ্চলকে বলা হয় ?
উত্তরঃ সে চিন ও জাপানকে দূর প্রাচ্য অঞ্চল বলা হয় ।
১২.অহিফেন - এর প্রথম যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1839-42 খ্রিস্টাব্দে চিন ও ইংল্যান্ডের মধ্যে অহিফেন - এর প্রথম যুদ্ধ সংগঠিত হয় ।
১৩.কোন্ সন্ধির দ্বারা প্রথম অহিফেন যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 1842 খ্রিস্টাব্দে নানকিং - এর সন্ধির দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে ।
১৪.দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1856-61 খ্রিস্টাব্দে চিন ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধ হয় ।
১৫.কোন সন্ধির দ্বারা দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 1861 খ্রিস্টাব্দে তিয়েনমিনের চুক্তির দ্বারা দ্বিতীয় অহিফেন যুদ্ধের সমাপ্তি ঘটে ।
১৬.প্রাচীন চিন কী কী আবিষ্কার করেছিল ?
উত্তরঃ প্রাচীন চিন কাগজ , কম্পাস , চিনা মাটি , সিল্ক , বারুদ , ছাপাখানা প্রভৃতি আবিষ্কার করেছিল ।
১৭.কোন চুক্তি অনুসারে ইউরােপীয়গণ চিনে চার্চ স্থাপন ও দূতাবাস তৈরির অধিকার পায় ?
উত্তরঃ তিয়েনমিনের চুক্তি ( 1861 ) অনুসারে ইউরােপীয়গণ । চিনে চার্চ ও দূতাবাস তৈরির অধিকার পায় ।
১৮.বিদেশিদের সম্পর্কে চিনা ধারণা কী ছিল ?
উত্তরঃ চিনারা মনে করত বিদেশিদের প্রয়ােজনে বিদেশিরা চিনে আসে , চিনের বিদেশিদের কোনাে প্রয়ােজন নেই ।
১৯.ইউরােপীয়রা চিনে প্রথমে কোন্ বন্দরে বাণিজ্য করত ?
উত্তরঃ ইউরােপীয়রা চিনে প্রথমে ক্যান্টন বন্দরে বাণিজ্য করত ।
২০.জাপানের সঙ্গে বহির্বিশ্বের প্রথম কে পরিচয় ঘটায় ?
উত্তরঃ মার্কিন সেনাপতি পেরি প্রথম জাপানের সঙ্গে বহির্বিশ্বের পরিচয় ঘটায় ।
২১.জাপানের অবগুণ্ঠন কে মােচন করেন ?
উত্তরঃ কমােডাের পেরি জাপানের অবগুণ্ঠন মােচন করেন ।
২২.প্রথম চিন - জাপান যুদ্ধ কখন হয় ? কে পরাজিত হয় ?
উত্তরঃ 1894 খ্রিস্টাব্দে প্রথম চিন - জাপান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে চিন পরাজিত হয় ।
২৩.কোন্ সন্ধির দ্বারা প্রথম চিন - জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 1895 খ্রিস্টাব্দে শিমনােসিকির চুক্তির দ্বারা প্রথম চিনি - জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে ।
২৪.শিমলােসিকির চুক্তি কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1895 খ্রিস্টাব্দে চিন ও জাপানের মধ্যে শিমনেসিকির চুক্তি হয় ।
২৫. রুশ - জাপান যুদ্ধ কখন হয় এবং কে পরাজিত হয় ?
উত্তরঃ 1904 খ্রিস্টাব্দে রুশ - জাপান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় ।
২৬.পাের্টসমাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পাের্টসমাউথের সন্ধি হয় ।
২৭. বক্সার বিদ্রোহ কখন কোথায় হয় ?
উত্তরঃ 1899-1900 খ্রিস্টাব্দে চিনে বক্সার বিদ্রোহ হয় ।
২৮.কে , কবে মুক্তদ্বার নীতি ঘােষণা করেন ?
উত্তরঃ 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্রসচিব জন হে মুক্তদ্বার নীতি ঘােষণা করেন ।
২৯.কে , কবে , কার কাছে 21 দফা দাবি পেশ করে ?
উত্তরঃ জাপান চিনের কাছে 1915 খ্রিস্টাব্দে 21 দফা দাবি পেশ করে ।
৩০.প্রথম বিশ্বযুদ্ধের পর শানটুং - এ কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের পর শানটুং - এ জাপানের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ।
৩১. জাপান কখন কোরিয়া দখল করে ?
উত্তরঃ 1912 খ্রিস্টাব্দে জাপান কোরিয়া দখল করে ।
৩২.ভারতে কারা সাম্রাজ্য স্থাপন করে ?
উত্তরঃ ভারতে ইংরেজরা সাম্রাজ্য স্থাপন করে ।
৩৩.ভারতে সাম্রাজ্য স্থাপনকে কেন্দ্র করে কোন কোন ইউরােপীয় শক্তি জড়িয়ে পড়ে ?
উত্তরঃ ভারতে সাম্রাজ্য স্থাপনকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিরা জড়িয়ে পড়ে ।
৩৪.ব্ৰহ্লাদেশের বর্তমান নাম কী ?
উত্তরঃ ব্ৰহ্লাদেশের বর্তমান নাম মায়ানমার ।
৩৫. প্রথম ইঙা - ব্রয় যুদ্ধ কখন , কার আমলে হয় ?
উত্তরঃ 1824-26 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - ব্রয় যুদ্ধ হয় । ওই সময়ে ব্রদেশের রাজা ছিলেন বােদাপায়া ।
৩৬.কোন্ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গা - ব্রক্স যুদ্ধের অবসান ঘটে ?
উত্তরঃ 1826 খ্রিস্টাব্দে ইয়াকুরের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ - ব্ৰহ্ যুদ্ধের অবসান ঘটে ।
৩৭. দ্বিতীয় ইঙ্গ - ব্ৰত্ম যুদ্ধ কখন হয় ?
উত্তরঃ 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধ হয় ।
৩৮.তৃতীয় ইঙ্গ - ব্রক্স যুদ্ধ কখন হয় ?
উত্তরঃ 1885 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - ব্ৰষ্ম যুদ্ধ হয় ।
৩৯.কোন যুদ্ধের পর ইংরেজরা সমগ্র দেশ দখল করে ?
উত্তরঃ 1885 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধের পর ইংরেজরা সমগ্র ব্রহ্লাদেশ দখল করে ।
৪০.দ্বিতীয় ই - ব্র যুদ্ধের সময়ে ভারতের বড়ােলাট কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় ইঙ্গ - ব্ৰত্ম যুদ্ধের সময়ে ভারতের বড়ােলাট ছিলেন লর্ড ডালহৌসি ।
৪১.তৃতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধের সময়ে ভারতের বড়ােলট কে ছিলেন ?
উত্তরঃ তৃতীয় ইঙ্গ - ব্ৰষ্ম যুদ্ধের সময়ে ভারতের বডোেলাট ছিলেন লর্ড ডাফরিন ।
৪২.কোন যুদ্ধে ইংরেজরা ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করে ?
উত্তরঃ 1763 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা ফরাসিদের পরাজিত করে ।
৪৩.প্রথম ইঙ্গ - আফগান যুদ্ধ কখন হয় ? কারা জয়ী হয় ?
উত্তরঃ 1839-42 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - আফগান যুদ্ধে ইংরেজরা জয়ী হয় ।
৪৪.দ্বিতীয় ইঙ্গ - আফগান যুদ্ধ কখন হয় এবং কারা জয়ী হয় ?
উত্তরঃ 1878-80 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - আফগান যুদ্ধে ইংরেজরা জয়ী হয় ।
৪৫.ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপের নাম লেখাে ।
উত্তরঃ জাভা , সুমাত্রা , বােনিও প্রভৃতি হল ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপ ।
৪৬.শ্রীলঙ্কার পূর্ব নাম কী ?
উত্তরঃ শ্রীলঙ্কার পূর্ব নাম সিংহল ( Ceylone ) ।
৪৭.মালয়ের বর্তমান নাম কী ?
উত্তরঃ মালয়ের বর্তমান নাম মালয়েশিয়া ।
৪৮.মালয় ও সিঙ্গাপুর কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ মালয় ও সিঙ্গাপুর ইংরেজদের উপনিবেশ ছিল ।
৪৯.শ্যামদেশ কোথায় অবস্থিত ?
উত্তরঃ শ্যামদেশ ইন্দোচিন ও ব্রহ্লাদেশের মাঝখানে অবস্থিত ।
৫০. ফিলিপাইন দ্বীপপুঞ্জ কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রথমে স্পেনের , পরবর্তীকালে আমেরিকার উপনিবেশ ছিল ।
৫১.হাওয়াই দ্বীপপুঞ্জ কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জ অধিকার করে ।
৫২. বলকান শব্দের অর্থ কী ?
উত্তরঃ বলকান শব্দের অর্থ হল পর্বত ।
৫৩.পূর্বাঞ্চল বা বলকান অঞল বলতে কোন স্থানকে বােঝায় ? উত্তরঃ ইউরােপের পূর্বদিকের অঞ্চল , যার পূর্বদিকে ইজিয়ান সাগর ; পশ্চিম দিকে অ্যাড্রিয়াটিক সাগর ; দক্ষিণ দিকে ভূমধ্যসাগর ; উত্তরে হাঙ্গেরি অঞ্চলটি বলকান অঞ্চল ।
তৃতীয় অধ্যায়
ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি
নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
Set-1
১. মোগল সাম্রাজ্যের পতনের পর ভারতের কয়েকটি আঞ্চলিক রাজ্যের নাম লেখো ।
উঃ মোগল সাম্রাজ্যের পতনের পর ভারতের কয়েকটি আঞ্চলিক রাজ্য হল বাংলাদেশ , অযোধ্যা , হায়দ্রাবাদ , মহীশূর ও মহারাষ্ট্র ।
২.বাংলা , অযোধ্যা , হায়দ্রাবাদ , মহীশূর ও মহারাষ্ট্রে স্বাধীন রাষ্ট্র কারা প্রতিষ্ঠা করেন ?
উঃ বাংলা - মুরশিদকুলি খাঁ , হায়দ্রাবাদ — নিজাম উল মুলক ( চিন কিলিচ খাঁ ) , মহীশূর — হায়দর আলি , মারাঠা — শিবাজি ।
৩.‘ দস্তক ’ কী ?
উঃ 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ারের ফরমান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় - বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র হল ‘ দস্তক ’ ।
আলিবর্দির মৃত্যুর পর বাংলার নবাব কে হন ?
উঃ আলিবর্দির মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজ হনী উদদৌলা ।
৪. ঘসেটি বেগম কে ?
উঃ ঘসেটি বেগম ছিলেন নবাব আলিবর্দির জ্যেষ্ঠা কন্যা , ঢাকার নবাবের স্ত্রী ।
৫.রাজবল্লভ কে ছিলেন ?
উঃ রাজবল্লভ ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান ।
৬.কৃয়দাস কে ছিলেন ?
উঃ কৃয়দাস ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান রাজবল্লভের পুত্র ।
৭.অন্ধকূপ হত্যা কী ?
উঃ সিরাজ কলকাতা দখলের পর ফোর্ট উইলিয়ামের একটি ছোটো ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যায় । এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত ।
৮.আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয় ?
উঃ আলিনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ ও বাংলার নবাব সিরাজ - উদদৌলার মধ্যে হয় ।
৯. সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য কারা ষড়যন্ত্র করে ?
উঃ সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য মিরজাফর , রাজবল্লভ , রায়দুর্লভ , উমিচঁাদ , জগৎশেঠ , ইয়ার লতিফ প্রমুখ ষড়যন্ত্র করেন ।
১০. ঈলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?
উঃ পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23 জুন ইংরেজ ও বাংলার নবাব সিরাজ - উদ্দৌলার মধ্যে হয় ।
১১.পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উঃ পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ ।
১২. পলাশির যুদ্ধে কারা কীভাবে জয়ী হন ?
উঃ সিরাজ - উদদৌলার প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে ইংরেজরা জয়ী হন ।
১৩.পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন ?
উঃ পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর ।
১৪.পলাশি লুণ্ঠন কী ?
উঃ বাংলার মসনদে বসে মিরজাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন । এর ফলে বাংলার রাজকোশ শূন্য হয়ে যায় । এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলা হয় । ‘
১৫. অহমিকা ’ ও ‘ অর্থ লোভ ’ পলাশির যুদ্ধের কারণ কে বলেছেন ?
উঃ ‘ অহমিকা ’ ও ‘ অর্থ লোভ’কে পলাশির যুদ্ধের কারণ বলেছেন ইংরেজ ঐতিহাসিক এস সি হিল ।
১৬. কোন্ কোন্ ইউরোপীয় কোম্পানি বাণিজ্য করার জন্য ভারতে আসে ?
উঃ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি , ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি , ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি , পোর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভৃতি বাণিজ্য করার জন্য ভারতে আসে ।
১৭. যোশেফ দুগ্ধে কে ছিলেন ?
উঃ যোশেফ দুপ্নে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর ।
১৮.সেন্ট থোমের যুদ্ধ বা মাইলাপুরের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1746 খ্রিস্টাব্দে ফরাসিদের সঙ্গে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের মধ্যে সেন্ট থোমের যুদ্ধ বা মাইলাপুরের যুদ্ধ হয় । এই যুদ্ধে ফরাসিরা জয়লাভ করে ।
১৯. দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব কে হন ?
উঃ দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব হন নিজামের মনোনীত আনোয়ারউদ্দিন ।
২০.চঁাদা সাহেব কে ?
উঃ চঁাদা সাহেব ছিলেন কর্ণাটকের নবাব দোস্ত আলির জামাতা ।
২১.বিদেরার নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?
উঃ 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদেরার নৌযুদ্ধ হয় । এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয় ।
২২. ইংরেজরা মিরজাফরকে সিংহাসনচ্যুত করে কাকে বাংলার মসনদে বসায় ?
উঃ ইংরেজরা মিরজাফরকে সিংহাসনচ্যুত করে মিরকাশিমকে বাংলার মসনদে বসায় ।
২৩.কাটোয়া , গিরিয়া , উদয়নালার যুদ্ধে কে ইংরেজদের নিকট পরাজিত হন ?
উঃ কাটোয়া , গিরিয়া ও উদয়নালার যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হন মিরকাশিম ।
২৪.বক্সারের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ? এই যুদ্ধে কারা জয়ী হয় ?
উঃ 1764 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম , অযোধ্যার নবাব সুজা - উদ্দৌলা ও বাংলার নবাব মিরকাশিমের মধ্যে বক্সারের যুদ্ধ হয় । এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে ।
২৫. কারা , কবে , কার কাছ থেকে দেওয়ানি লাভ করে ?
উঃ 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ।
২৬. ‘ দেওয়ানি ' কথাটির অর্থ কী ?
উঃ রাজস্ব আদায় ও রাজস্ব সংক্রান্ত বিবাদের মীমাংসাকে দেওয়ানি বলে ।
২৭.কে , কবে দ্বৈত শাসন চালু করেন ?
উঃ 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন চালু করেন ।
২৮. কে , কবে দ্বৈত শাসনব্যবস্থা লোপ করেন ?
উঃ 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থা লোপ করেন ।
২৯.ছিয়াত্তরের মন্বন্তর ’ কবে হয় ? ওই সময় বাংলার গভর্নর কে ছিলেন ?
উঃ বাংলা 1176 বঙ্গাব্দে ও ইংরেজি 1770 খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয় । ওই সময় বাংলার গভর্নর ছিলেন জন কাটিয়ার ।
৩০.বাংলার শেষ নবাব কে ছিলেন ?
উঃ বাংলার শেষ নবাব ছিলেন নজম - উদ্দ্দৌলা ।
৩১.বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ।
৩২.বন্দিবাসের যুদ্ধে কারা পরাজিত হন ?
উঃ বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা পরাজিত হন ।
৩৩.হাসপ্তবর্নব্যাপী যুদ্ধ কবে শুরু হয় ?
উঃ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 খ্রিস্টাব্দে শুরু হয় ।
৩৪.প্যারিসের শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ প্যারিসের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1763 খ্রিস্টাব্দে ।
৩৫.ভারতে ফরাসিদের ও পোর্তুগিজদের কয়েকটি বাণিজ্যকেন্দ্রের নাম লেখো ।
উঃ পন্ডিচেরী , চন্দননগর ফরাসিদের এবং মুম্বই , গোয়া , দমন , দিউ , হুগলি পোর্তুগিজদের বাণিজ্যকেন্দ্র ।
৩৬.৩৭.1760 খ্রিস্টাব্দের বিপ্লব কী ?
উঃ 1760 খ্রিস্টাব্দে মিরজাফরকে পদচ্যুত করে মিরকাশিমকে সিংহাসনে বসানো হয় । এই ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত ।
৩৮. মিরকাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন ?
উঃ বিহারের মুঙ্গেরে মিরকাশিম রাজধানী স্থানান্তরিত করেন ।
৩৯. সমরু ও মার্কার কে ?
উঃ সমরু ও মার্কার ছিলেন মিরকাশিমের ইউরোপীয় সেনাপতি ।
৩৯.নায়েব নাজিম বা নায়েব সুবা বা নায়েব দেওয়ান কারা ছিলেন ?
উঃ বিহারে– সিতাব রায় ; বাংলায় - রেজা খাঁ ছিলেন নায়েব নাজিম বা নায়েব সুবা বা নায়েব দেওয়ান ।
৪০.- দ্বৈত শাসনব্যবস্থা কী ?
উঃ 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলায় যে শাসন চালু করে তাতে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা । এই অদ্ভুত শাসন দ্বৈত শাসনব্যবস্থা নামে পরিচিত ।
৪১.কার নেতৃত্বে স্বাধীন মহীশূর রাজ্যের উদ্ভব হয় ?
উঃ হায়দর আলির নেতৃত্বে স্বাধীন মহীশূর রাজ্যের উদ্ভব হয় ।
৪২.ইংরেজদের সঙ্গে হায়দর আলির বিরোধের কারণ কী ছিল ?
উঃ হায়দর আলি তৃতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসিদের সৈন্য দিয়ে সাহায্য করেন । তা ছাড়া ইংরেজদের শত্রু চাঁদা সাহেবের পুত্র রাজা সাহেবকে আশ্রয় দেন প্রভৃতি ।
৪৩.কবে প্রথম ইঙ্গ - মহীশূর যুদ্ধ শুরু হয় ? কোন সরি দ্বারা সমাপ্তি ঘটে ?
উঃ 1767 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - মহীশূর যুদ্ধ শুরু হয় । 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজ সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে ।
৪৪. কবে , কাদের মধ্যে ম্যাঙ্গালোর সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ 1784 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৪৫.শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1792 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৪৬.শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্তগুলি কী ছিল ?
উঃ শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত ছিল টিপু সুলতান তাঁর রাজ্যের অর্ধেক অংশ ইংরেজদের ছেড়ে দেবেন এবং প্রায় 330 কোটি টাকা যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেবেন ।
৪৭.চতুর্থ ইঙ্গ - মহীশ্ব যুদ্ধ কবে হয় ? এর গুরুত্ব কী ছিল ?
উঃ 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ - মহীশূর যুদ্ধ হয় । এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন ও মৃত্যুবরণ করেন । এর ফলে স্বাধীন মহীশূর রাজ্যের পতন হয় ।
৪৮.‘ স্বাধীনতার বৃক্ষ ’ কে , কোথায় স্থাপন করেন ?
উঃ টিপু সুলতান মহীশূরে ‘ স্বাধীনতার বৃক্ষ ’ স্থাপন করেন ।
৪৯.সাহায্যের জন্য টিপু সুলতান কোন্ কোন্ দেশে দূত পাঠান ? উঃ সাহায্যের জন্য টিপু সুলতান কাবুল , তুরস্ক , আরব ও মরিশাসে দূত পাঠান ।
৫০. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1761 খ্রিস্টাব্দে আফগান দলপতি আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয় ।
৫১. 521761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব কী ছিল ?
উঃ তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়ে মারাঠারা দুর্বল হয়ে পড়ে ৷ পেশোয়া বালাজি বাজিরাওয়ের মৃত্যু হয় ।
৫২. মাধব রাওয়ের মৃত্যুর পর কে পেশোয়া হন ?
উঃ মাধব রাওয়ের মৃত্যুর পর নারায়ণ রাও পেশোয়া হন ।
৫৩.সলবাইয়ের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৫৪.বেসিনের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৫৫.সর্বশেষ মারাঠা পেশোয়া কে ছিলেন ?
উঃ সর্বশেষ মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও ।
Set-2
১.মেকলে মিনিট কি?
উঃ1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি টি বি মেকলে বড়োেলাট বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাবে বলেন, প্রাচ্যের সভ্যতা - সংস্কৃতি দুর্নীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা বিজ্ঞানচেতনাহীন এবং নিকৃষ্ট । তাই ভারতে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রচলন হওয়া উচিত । এটি মেকলে মিনিটস নামে পরিচিত ।
২.ক্রমনিম্ন পরিভুত নীতি ( Downward Filtration Theory ) কী ?
উঃ মেকলে ক্রমনিম্ন পরিস্রুত নীতির প্রবক্তা । তিনি বলেন ভারতে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিকে পাশ্চাত্য শিক্ষা দান করলে সেই শিক্ষাক্রমে ভারতের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে ।
৩.নজরানা প্রথা কী ?
উঃ চিনের সম্রাটের সঙ্গে বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ দিয়ে বশ্যতা জানাতে হত । একে নজরানা প্রথা বলে
৪.কাও - তাও প্রথা কী ?
উঃ কাও - তাও একটি অপমানজনক প্রথা । এই প্রথা অনুসারে চিনের সম্রাটের কাছে বিদেশিদের ভূমি পর্যন্ত নত হতে হত ।
৫.কোন্ ইউরোপীয় বণিক প্রথম চিনে বাণিজ্য করতে যায় ?
উঃ 111615 খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক রাফায়েল পেরস্ট্রেলা প্রথম চিনে বাণিজ্য করতে যায় ।
৬.প্রথম অহিফেনের যুদ্ধ কখন হয় ?
উঃ 1839-1842 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চিনের প্রথম অহিফেনের যুক্ত হয় ।
৭.মানকিং চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?
উঃ প্রথম অহিফেনের যুদ্ধে পরাজিত হয়ে 1842 খ্রিস্টাব্দে চিন নানকিং চুক্তি স্বাক্ষর করে ।
৮.অহিফেনের দ্বিতীয় যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চিনের অহিফেনের দ্বিতীয় যুদ্ধ হয় । চিন এই যুদ্ধে পরাজিত হয় ।
৯.তিয়েনমিনের চুক্তি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1858 খ্রিস্টাব্দে চিনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের তিয়েনমিনের চুক্তি স্বাক্ষরিত হয় ।
১০. পিঁকিং চুক্তি বা পিকিং কনভেনশন কবে হয় ?
উঃ 1860 খ্রিস্টাব্দে ইঙ্গ - ফরাসি জোটের সঙ্গে চিনের পিকিং চুক্তি বা পিকিং কনভেনশন হয় ।
১১.প্রথম চিন - জাপান যুদ্ধ কবে শুরু হয় ?
উঃ 1894 খ্রিস্টাব্দে প্রথম চিন - জাপান যুদ্ধ শুরু হয় ।
১২.শিমনোসিকির চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?
উঃ চিন - জাপান যুদ্ধে ( 1894-95 ) চিন জাপানের কাছে পরাজিত হয়ে শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে ।
১৩.ক্যান্টন বাণিজ্য প্রথা কী ?
উঃ প্রথম অহিফেন - এর যুদ্ধের আগে একমাত্র দক্ষিণ চিনের ক্যান্টন বন্দরে বিদেশি বণিকগণ বাণিজ্য করতে পারত । অন্য কোনো বন্দরে বাণিজ্য করতে পারত না । এই এক বন্দরকেন্দ্রিক বাণিজ্যকে ক্যান্টন বাণিজ্য প্রথা বলা হয় ।
১৪.কোন চুক্তির দ্বারা ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে ?
উঃ 1842 খ্রিস্টাব্দের নানকিং - এর চুক্তির মাধ্যমে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে ।
১৫.পন্থি আইনের শাসন বলতে কী বোঝো ?
উঃ আইনের শাসন বলতে বোঝায় যে , আইনের চোখে সকল মানুষই সমান । কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় । সকল মানুষকেই আইন মেনে চলতে হবে । ইংরেজ প্রশাসন প্রথম ভারতে এই ধারণা প্রবর্তন করে ।
১৬.কবে , কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৭.বক্সার ’ প্রোটোকল কী ?
উঃ বক্সার বিদ্রোহের দমনের পর 11 টি সাম্রাজ্যবাদী শক্তি 1901 খ্রিস্টাব্দে চিনের উপর যে কঠোর শর্ত সম্বলিত চুক্তি চাপিয়ে দেয় , তা বক্সার প্রোটোকল নামে পরিচিত ।
১৮.চিনের রুদ্ধদ্বার নীতি কী ছিল ?
উঃ ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চিনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত । তাদের চিনা ভাষা ও চিন আদবকায়দা শেখা নিষিদ্ধ ছিল । বাণিজ্যকুঠিতে মহিলা , দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল । বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হত । বিদেশি বণিকদের প্রতি চিনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত ।
১৯.নানকিং চুক্তির দুটি শর্ত লেখো ।
উঃ নানকিং চুক্তির ( 1842 ) দুটি শর্ত হল— ( i ) ক্যান্টন , সাংহাই , অ্যাময় , ফুচাও , নিংগপো চিনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাস করার জন্য উন্মুক্ত করা হয় । ( ii ) এই বন্দরগুলিতে ইউরোপীয়রা কনসাল নিয়োগের অধিকার পায় ।
২০.কোন্ ভূমিরাজস্ব ব্যবস্থা জমিদারদের জমির মালিকানা স্বত্ব দেয় ?
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি বন্দোবস্ত জমিদারদের জমির মালিকানা স্বত্ব দেয় ।
২১.ঔপনিবেশিক ভারতে সম্পদের নির্গমন ত্বত্ত্ব বলতে কী বোঝো ?
উঃ ব্রিটিশ শাসনকালে ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ ইংল্যান্ডে নিয়ে চলে যায় । এর বিনিময়ে ভারতীয়রা কিছু পায়নি । এই ঘটনাকে সম্পদের নিগমন তত্ত্ব বলা হয় ।
২২.অধীনতামূলক মিত্রতা নীতি কে , কবে প্রবর্তন করেন ?
1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন উঃ করেন ।
২৩.ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি কেন প্রবর্তন করেন ?
উঃ ওয়েলেসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ।
২৪.কোন ভারতীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?
উঃ হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ।
২৫.কোন্ যুদ্ধের দ্বারা মারাঠা শক্তির পতন ঘটে ?
উঃ 1817 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - মারাঠা যুদ্ধের দ্বারা মারাঠা শক্তির পতন ঘটে ।
২৬.কার নেতৃত্বে শিখ শক্তির উত্থান ঘটে ?
উঃ রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখ শক্তির উত্থান ঘটে ।
২৭.সর্ব শিখবাদ বা Pan - Sikhsism কী ?
উঃ সর্ব শিখবাদ হল সমগ্র শিখ জাতিকে নিয়ে বৃহত্তর শিখ সাম্রাজ্য গঠন করা ।
২৮.‘ মিস্স্ল ’ বলতে কী বোঝো ?
উঃ শিখদের ছোটো ছোটো সামরিক শক্তিসংঘকে ‘ মিস্ল ’ বলা হয় । ‘
২৯.খালসা বাহিনী ’ কাকে বলে ?
উঃ গুরু নানকের আদর্শে অণুপ্রাণিত শিখ সামরিক বাহিনীকে ‘ খালসা বাহিনী ’ বলা হয় ।
৩০.রঞ্জিত সিংহের স্বপ্ন কী ছিল ?
উঃ রঞ্জিত সিংহের স্বপ্ন ছিল সমগ্র শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে অখণ্ড শিখ সাম্রাজ্য গঠন করা ।
৩১.অমৃতসরের সন্ধি কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1809 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিংহের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৩২.কে , কবে পাঞ্জাব জয় করেন ?
1849 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - শিখ যুদ্ধের পর লর্ড ডালহৌসি পাঞ্জাব উঃ জয় করেন ।
৩৩.স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ।
৩৪.অর্জহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য কী কী নীতি গ্রহণ করেন ?
উঃ ডালহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য
( i ) স্বত্ববিলোপ নীতি , ( ii ) প্রত্যক্ষ যুদ্ধ , ( iii ) কুশাসনের অজুহাতে রাজ্য দখল নীতি গ্রহণ করেন ।
৩৫.স্বত্ববিলোপ নীতি অনুসারে ডালহৌসি কার ভাতা বন্ধ করে দেন ?
উঃ পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র নানা সাহেবের মুক্ত ভাতা বন্ধ করে দেন ।
৩৬.কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন্ রাজ্য গ্রাস করেন ? উঃ কুশাসনের অজুহাতে ডালহৌসি অযোধ্য রাজ্য গ্রাস করেন ।
৩৭.প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা ডালহৌসি কোন্ কোন্ রাজ্য জয় করেন ?
উঃ প্রত্যক্ষ যুদ্ধ দ্বারা ডালহৌসি পাঞ্জাব , ব্রয়দেশ জয় করেন ।
৩৮. স্বত্ববিলোপ নীতি কী ?
উঃ যে নীতি অনুসারে ইংরেজদের অধীনস্থ ও সৃষ্ট রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং তার রাজ্যটি কোম্পানির সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হবে সেই নীতি হল স্বত্ববিলোপ নীতি ।
৩৯.অধীনতামূলক মিত্রতা নীতি কী ?
উঃ অধীনতামূলক মিত্রতা নীতি হল লর্ড ওয়েলেসলি প্রবর্তিত একটি সাম্রাজ্যবাদী নীতি । এই নীতিতে বলা হয় কোনো দেশীয় রাজ্য ইংরেজদের সঙ্গে মিত্রতা চুক্তিতে আবদ্ধ হলে ইংরেজরা রাজ্যটিকে বহিঃশত্রুর আক্রমণ ও বিদ্রোহের হাত থেকে রক্ষা করবে ।
৪০.রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় ? এই আইনের অপর নাম কী ?
উঃ রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 খ্রিস্টাব্দে । এই আইনের অর্পর নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন , 1773 ।
৪১ কোন্ আইনের দ্বারা , কবে ভারতের সুপ্রিমকোর্ট হয় ? এর প্রথম প্রধান বিচারপতির নাম কী ?
উঃ রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতাতে , 1774 খ্রিস্টাব্দে ভারতের সুপ্রিমকোর্ট স্থাপিত হয় । এর প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে ।
৪২.কোন্ আইন অনুসারে বাংলার গভর্নর— গভর্নর জেনারেলে পরিণত হয় ?
উঃ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর — গভর্নর জেনারেলে পরিণত হন ।
৪৩.পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় ?
উঃ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয় ।
৪৪.কোন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় ?
উঃ 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় ।
৪৫.মোট ক - টি সনদ আইন পাশ হয় ? কত বছর অন্তর এই আইন পাশ হয় ?
উঃ মোট 4 টি সনদ আইন পাশ হয় । 20 বছর অন্তর 1793 খ্রিস্টাব্দে , 1813 খ্রিস্টাব্দে , 1833 খ্রিস্টাব্দে ও 1853 খ্রিস্টাব্দে পাশ হয় ।
৪৬.কোন্ সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় ?
উঃ 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় ।
৪৭.শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ?
উঃ 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে প্রথম ভারতের শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয় ।
৪৮.কোন্ সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয় ?
উঃ 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয় ।
৪৯.ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন ?
উঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল হন লর্ড বেন্টিঙ্ক ।
৫০.কোন্ সনদ আইনে ভারত - সচিব পদের সৃষ্টি হয় ?
উঃ 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে ভারত - সচিব পদের সৃষ্টি হয় ।
৫১.সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?
উঃ 1853 খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় ।
Set-3
১.কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উঃ1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ।
২.ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী ?
উঃ প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং ।
৩. ‘ ভাইসরয় ' কথাটির অর্থ কী ? ‘
উঃ ভাইসরয় ’ কথাটির অর্থ রাজপ্রতিনিধি ।
৪.কোন্ আইন অনুসারে মহারানি ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন ?
উঃ 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে মহারানি ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন ।
৫.ব্রিটিশ শাসনের প্রথম স্তম্ভ কাকে বলা হয় ?
উঃ সিভিল সার্ভিসকে ব্রিটিশ শাসনের প্রথম স্তম্ভ বলা হয় ।
৬.রাইটার ’ , ‘ ফ্যাক্টর ’ , ‘ অ্যাপ্রেন্টিস ’ কাদের বলা হত ?
উঃ পলাশির যুদ্ধের আগে কোম্পানির কর্মচারীদের ‘ রাইটার ’ , ‘ ফ্যাক্টর ’ , ‘ অ্যাপ্রেন্টিস ’ ” বলা হত ।
৭.কোড কর্নওয়ালিশ কী ?
উঃ লর্ড কর্নওয়ালিশের প্রচলিত আইনগুলির সংকলনকে কোড কর্নওয়ালিশ বলে ।
৮.কবে , কেন , কে কোড কর্নওয়ালিশ বা কর্নওয়ালিশের আইন সংহিতা প্রবর্তন করেন ?
উঃ 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দূরীকরণ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোড কর্নওয়ালিশ প্রবর্তন করেন ।
৯.কে , কবে , কোথায় , কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উঃ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা , সংস্কৃতি , রীতিনীতি শিক্ষা দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ।
১০. হেইলেবেরি কলেজ কী ?
উঃ 1809 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজকে ইংল্যান্ডের হেইলেবেরি নামক স্থানে স্থানান্তর করা হয় । তখন এই কলেজের নাম হয় হেইলেবেরি কলেজ ।
১১. কোন চার্টার আইনে সকল ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার অধিকার পায় ?
উঃ 1853 খ্রিস্টাব্দে চার্টার আইনে সকল ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার অধিকার পায় ।
১২.ভারতীয় সিভিল সার্ভিসের জনক ' কাকে বলা হয় ?
উঃ লর্ড কর্নওয়ালিশকে ‘ ভারতের সিভিল সার্ভিসের জনক ’ বলা হয় ।
১৩. স্ট্যাটুটারি সিভিল সার্ভিস কবে চালু হয় ?
উঃ 1870 খ্রিস্টাব্দে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস চালু হয় ।
১৪.ইন্ডিয়ান সিভিল সার্ভিস ( ICS ) কবে চালু হয় ?
উঃ 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় ।
১৫.ব্রিটিশ শাসনে ইস্পাত - কাঠামো ( Steel - frame ) কাকে বলা হয় ?
উঃ সিভিল সার্ভিসকে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় ।
১৬.ভারতে নিয়মিত পুলিশ ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস 1787 খ্রিস্টাব্দে ভারতে নিয়মিত পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ।
১৭. ভারতে কে নতুন পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ?
উঃ লর্ড কর্নওয়ালিশ , 1793 খ্রিস্টাব্দে ভারতে নতুন পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ।
১৮. ব্রিটিশ ভারতে কে প্রথম স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন ?
উঃ ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স , 1748 খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন ।
১৯.ব্রিটিশ সরকার কোন্ কোন জাতিগুলিকে ‘ যুদ্ধোপযোগী জাতি ’ বলে ঘোষণা করে ?
উঃ উত্তর - পশ্চিম সীমাস্ত প্রদেশের পাঠান , পাঞ্জাবের জাঠ , উত্তর ভারতের রাজপুত , নেপালের গোর্খা জাতিকে ব্রিটিশ সরকার ‘ যুদ্ধোপযোগী জাতি ’ বলে ঘোষণা করে ।
২০. পাঁচসালা ও একসালা ব্যবস্থা কে , কোথায় চালু করেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে পাঁচসালা , 1777 খ্রিস্টাব্দে একসালা ব্যবস্থা বাংলাদেশে চালু করেন ।
২১.দশসালা বন্দোবস্ত কে , কবে প্রবর্তন করেন ?
উঃ 1789 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন ।
২২.শোর - গ্রান্ট বিতর্ক কী ?
উঃ লর্ড কর্নওয়ালিশ ভূমিরাজস্ব বন্দোবস্ত নিয়ে আলাপ -আলোচনা শুরু করলে রাজস্ব বিভাগের প্রধান জন শোর এবং দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট পরস্পর বিরোধী মত প্রকাশ করেন । জন শোর বলেন যে জমির মালিকানা দিয়ে জমিদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা উচিত । অপরদিকে জেমস গ্রান্ট বলেন , মোগল যুগে জমিদারগণ জমির মালিক ছিলেন না । সরকারের উচিত কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত করা।
২৩.সূর্যাস্ত আইন কী ?
উঃ চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারি বা জমিদারির একটি অংশ সরকার বাজেয়াপ্ত করে নিত । একে সূর্যাস্ত আইন বলা হয় ।
২৪.পত্তনি প্রথা কী ?
উঃ বর্ধমানের জমিদার তেজচন্দ্র তার জমিদারিকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতি ভাগের রাজস্ব আদায়ের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেন । এই ভাগগুলিকে পত্তনি আর শাসকদের পত্তনিদার বলা হয় । এই ব্যবস্থা পত্তনি প্রথা নামে পরিচিত ।
২৫.কারা , কবে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন ?
উঃ 1820 খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড ও টমাস মনরো পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন ।
২৬.কারা , কবে মহলওয়ারি ব্যবস্থা চালু করেন ?
উঃ 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি গাঙ্গেয় উপত্যকায় মহলওয়ারি ব্যবস্থা চালু করেন ।
২৭.কে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তন করেন ? বন্দোবস্ত করা । 114 চুক্তি ব্যবস্থা কাকে বলে ?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1700-1753 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশীয় বণিকদের সঙ্গে নির্দিষ্ট শর্তে চুক্তির ভিত্তিতে পণ্য কেনার প্রথাকে চুক্তিব্যবস্থা বা কন্ট্রাক্ট সিস্টেম বলে ।
২৮.এজেন্সি ব্যবস্থা কী ?
উঃ 1757-1775 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি এজেন্টদেরমাধ্যমে পণ্যসামগ্রী কেনার প্রথাকে এজেন্সি সিস্টেম বলা হয় ।
২৯.অবশিল্পায়ন কাকে বলে ?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কোম্পানির শোষণ ও অত্যাচারের ফলে বাংলা তথা ভারতের কুটিরশিল্প ধ্বংস হয় । এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত ।
৩০.অবশিল্পায়নের ফলে কী কী হয় ?
উঃ অবশিল্পায়নের ফলে বেকারত্ব , দারিদ্র্য বৃদ্ধি পায় । জমির ওপর চাপ বৃদ্ধি পায় । শিল্পের পতন ঘটায় বহু শহর শ্রীহীন হয়ে পড়ে ।
৩১.ভারতের রেলপথের জনক ' কাকে বলা হয় ?
উঃ লর্ড ডালহৌসিকে ‘ ভারতের রেলপথের জনক ' বলা হয় । কারণ তাঁর আমলেই ভারতে রেলপথের সূচনা হয় ।
৩২.কবে , কোথায় সর্বপ্রথম ভারতের রেলপথ চালু হয় ?
উঃ ভারতের সর্বপ্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ।
৩৩.গ্যারান্টি প্রথা কী ?
উঃ সরকার রেল কোম্পানিগুলিকে বার্ষিক 5 % লাভের গ্যারান্টি দেন । এই প্রথা গ্যারান্টি প্রথা নামে পরিচিত ।
৩৪ রেল বোর্ড কবে গঠিত হয় ?
উঃ 1905 খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয় ।
৩৫.1919 খ্রিস্টাব্দে অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলি কী কী ? উঃ অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশগুলি হল— ( i ) রেলপথের ওপর বেসরকারি নিয়ন্ত্রণের অবসান , ( ii ) সাধারণ বাজেট থেকে রেলবাজেটকে পৃথক্করণ , ( iii ) প্রতি পাঁচ বছরে 150 কোটি টাকা রেলে বিনিয়োগ প্রভৃতি ।
৩৬.ভারতে প্রথম সুতিকল কবে , কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1818 খ্রিস্টাব্দে হাওড়ার বাউড়িয়াতে ভারতের প্রথম সুতিকল প্রতিষ্ঠিত হয় ।
৩৭. , কবে চা কমিটি গঠন করেন ?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক 1834 খ্রিস্টাব্দে চা কমিটি গঠন করেন ।
৩৮.সর্বপ্রথম ভারতে পাটকল কবে , কোথায় স্থাপিত হয় ?
উঃ 1855 খ্রিস্টাব্দে রিষড়াতে জর্জ অকল্যান্ড ভারতে প্রথম পাটকল স্থাপন করেন ।
৩৯.ভারতে কয়লাখনি প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
উঃ 1814 খ্রিস্টাব্দে ভারতের রানিগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় ।
৪০.TISCO বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে , কোথায় স্থাপিত হয় ?
উঃ 1907 খ্রিস্টাব্দে জামসেদপুরে TISCO স্থাপিত হয় । জামসেদজি টাটা স্থাপন করেন ।
৪১.বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ?
উঃ 1892 খ্রিস্টাব্দে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ।
৪২.হিতবাদ কী ?
উঃ সর্বাপেক্ষা বেশি মানুষের সর্বাধিক মঙ্গলসাধনের কর্মপ্রচেষ্টাকে হিতবাদ বলে ।
৪৩.হিতবাদ কে প্রবর্তন করেন ? অপর কয়েকজন প্রবক্তার নাম লেখো ।
উঃ জেরেমি বেন্থাম হিতবাদ প্রবর্তন করেন । অন্যান্য প্রবক্তাগণ হলেন জেমস মিল , জন স্টুয়ার্ট মিল , অস্টিন ।
৪৪.জেমস মিল ভারতের ইতিহাসকে ক - ভাগে ভাগ করেন এবং কী কী ?
উঃ জেমস মিল ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন । হিন্দু যুগ , মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ।
৪৫. A History of British India ' গ্রন্থটি কার রচনা ?
উঃ A History of British India ' গ্রন্থটি জেমস মিলের রচনা ।
৪৬.টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন ?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন উইলিয়াম বেন্টিঙ্কের আইনসচিব ও পাবলিক ইনস্ট্রাকশন কমিটির সভাপতি ।
৪৭.কার আমলে ভারতের দণ্ডবিধি ( ইন্ডিয়ান পেনাল কোড ) রচিত হয় ?
উঃ উইলিয়াম বেন্টিঙ্ক - এর আমলে ভারতের দণ্ডবিধি রচিত হয় ।
৪৮.পেনাল কোড রচনাতে কার ভূমিকা উল্লেখযোগ্য ?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে পেনাল কোড রচনাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন ।
No comments:
Post a Comment