Most Important For Final Exam:
সেট - ১
১.কোন অঞ্চলের ভূমিরূপ সেই অঞ্চলের শিলার গঠন ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সময়ের উপর নির্ভরশীল-এই ধারণাটি কে প্রদান করেন?
ক)জে টি হ্যাক
খ)ডেস্ক
গ)এল সি কিং
ঘ)ডব্লিউ ডেভিস
২.পর্যায়িতকরণ ঘটে-
ক)ক্ষয়ের দ্বারা
খ)সঞ্চয় এর দ্বারা
গ)আবহবিকারের দ্বারা
ঘ)সবকটিই ঠিক
৩. নরওয়ে ও সুইডেন এর উপকূল রেখা হলো-
ক)রিয়া উপকূল
খ)ফিয়র্ড উপকূল
গ)ডালমেশিয়ান উপকূল
ঘ)যৌগিক উপকূল
৪. বইসা দৃশ্য টি নির্ণয় করে চিহ্নিত করো-
ক)সহস্রা উপকূল
খ)মণিকরণ
গ)কেম্পটি
ঘ)ওল্ড ফেইথফুল
৫. লাল পোশাকের কর্মজীবী হলো-
ক)চলচ্চিত্র পরিচালক
খ) শিক্ষক
গ)সৈনিক
ঘ) মৎস্যজীবী
৬. গ্রাম্য অর্থনৈতিক কার্যকলাপ নির্ভর করে-
ক)দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপের উপর
খ)প্রাথমিক কার্যকলাপের উপর
গ)টার্শিন কার্যকলাপের উপর
ঘ)নব্য স্তরের অর্থনৈতিক কার্যকলার উপর
৭. মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার কারী-
ক)USA
খ)চীন
গ)ভারত
ঘ)বাংলাদেশ
৮. ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের নাম হল-
ক)হুগলি শিল্পাঞ্চল অঞ্চল
খ)মুম্বাই শিল্পঞ্চল
গ)দামোদর উপত্যকা অঞ্চল
ঘ)নাহারকাটিয়া অঞ্চল
৯. জৈবিক দুর্যোগ বলতে বোঝায়-
ক)অ্যাসিড বৃষ্টি
খ)তুষারঝড়
গ)আর্সেনিক দূষণ
ঘ)ইউট্রোফিকেশন
১০. এল নিনো বছরের উষ্ণ স্রোত প্রবাহিত হয়-
ক)মাদাগাস্কার উপকূলের দিকে
খ)পেরু- ইক্যুইড উপকূলের দিকে
গ)জাপান উপকূলে
ঘ)অস্ট্রেলিয়া উপকূলে
১১. সাধারণত প্রতীপ ঘূর্ণবাত দেখা-
ক)মালয়েশিয়া
খ)ইন্দোনেশিয়া
গ)রাশিয়ায়
ঘ)মালদ্বীপ
১২. সবচেয়ে ধ্বংসাত্মক ঝড় হল-
ক)টর্নেডো
খ)হারিকেন
গ)সাইফুল
ঘ)উইলি উইলি
১৩. ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল হলো-
ক)ঘূর্ণবাতের চক্ষু
খ) নিউক্লিয়াস
গ)ফ্রন্টজেনেসিস
ঘ)ফ্রন্ট লাইসিস
১৪. শস্যাবর্তন এর ফলে বৃদ্ধিপ্রাপ্ত হয়-
ক)মৃত্তিকার উর্বরতা
খ)জলসেচের মান
গ)মৃত্তিকার উৎপাদনশীলতা
ঘ)মোট কৃষি উৎপাদন
১৫. প্রথম জৈব বৈচিত্র কথাটি ব্যবহার করেন-
ক)ট্রান্সলেট
খ)লিন্ডেম্যান
গ)রোজেন
ঘ)হ্যাক
১৬. কার্পাসের ক্ষতিসাধন করে-
ক)গঙ্গাফড়িং
খ)শুয়োপোকা
গ)বল উইভিল
ঘ)স্ট্রেম বোভার
১৭. জেট স্ট্রিম হলো-
ক)স্থানীয় বায়ু
খ)জিও স্ট্রফিক বায়ু
গ)ঘূর্ণবাত
ঘ)প্রতীপ ঘূর্ণবাত
১৮. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল-
ক)পশ্চিমবঙ্গ
খ)উত্তর প্রদেশ
গ)বিহার
ঘ)মহারাষ্ট্র
১৯. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো-
ক)NH7
খ)NH6
গ)NH2
ঘ)NH1
২০. ডাফ মৃত্তিকা গঠিত হয়-
ক)সরলবর্গীয় অরণ্য অঞ্চল
খ)পর্ণমোচী অরণ্য অঞ্চল
গ)নিরক্ষীয় বৃষ্টিপাতের অঞ্চল
ঘ)ম্যানগ্রোভ অরণ্য
২১. অ্যান্টিসল এর উদাহরণ-
ক)ল্যাটেরাইট
খ)পলি
গ)চারনোজেম
ঘ)পডজল
Set-2
১. পর্যায়ন প্রক্রিয়া যে প্রক্রিয়ার অঙ্গ -
ক)বহির্যাত প্রক্রিয়া।
খ)বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া।
গ)মহাজাগতিক প্রক্রিয়া।
ঘ)মৃত্তিকা সংশ্লিষ্ট প্রক্রিয়া।
২.ভূগর্ভে মাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় -
ক)সহজাত জল।
খ)মহাসাগরীয় জল।
গ)ম্যাগমা জল ।
ঘ)আবহিক জল।
৩.দুটি অপ্রবেশ্র স্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তর থাকলেই যে ধরনের অ্যাকুইফার বৃষ্টি হতে পারে তাহলে-
ক)একুইফিউজ।
খ)পার্চড অ্যাকুইফার।
গ)আবদ্ধ অ্যাকুইফার।
ঘ)মুক্ত অ্যাকুইফার।
৪.তির্যকভাবে অথবা বক্রভাবে সঞ্চিত চুনের ফোঁটা থেকে সৃষ্টি নানা আকৃতির অসবাবিক মূর্তিকে বলা হয় -
ক)স্টালাকটাইট
খ)স্টালাকমাইট
গ)হেলিকটাইট
ঘ)ব্রমাইড
৫.তটভূমির উপর ছোট ছোট নুড়ি- বালি প্রভৃতির অবক্ষেপনে সৃষ্টি হয় -
ক)স্টক
খ)সৈকতভূমি
গ)টম্বলো
ঘ)ফিঅর্ড
৬.সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় -
ক)মৌসুমী জল বায়ু অঞ্চলে
খ)ভূমধ্যসাগরীয় অঞ্চলে
গ)নিরক্ষীয় অঞ্চলে
ঘ)মেরু অঞ্চলে
৭. শস্য সমন্বয় পদ্ধতির পবর্তন করেন -
ক)আলফ্রেড ওয়েবার
খ)জে.সি.উইভার
গ)ভনথুনেন
ঘ)এল.সি.কিং
৮.মরু মাটিতে জন্মানো উদ্ভিদ হলো -
ক)হাইড্রো ফাইট
খ)হ্যালো ফাইট
গ)জেরো ফাইট
ঘ)মেসো ফাইট
৯.নব্য স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত শ্রমিকরা হলো -
ক)গোলাপী কলার কর্মী
খ)সাদা কলার কর্মী
গ)সোনালী কলার কর্মী
ঘ)লাল কলার কর্মী
১০.হিতিয়া ব্রাসিলিয়ালিস প্রজাতির গাছ থেকে উৎপন্ন করা হয় -
ক)চিনি
খ)রাবার
গ)জৈব তেল
ঘ)চুইংগাম
১১.একটি পূর্ববর্তী নদীর উদাহরণ হলো -
ক)নর্মদা নদী
খ)সিন্ধু নদী
গ)কাবেরী নদী
ঘ)মোহনা নদী
১২.উন্নয়ন হলো -
ক)অর্থনৈতিক উন্নয়ন
খ)ব্যাক্তিগত উন্নয়ন
গ)গোষ্ঠীগত উন্নয়ন
ঘ)অর্থনৈতিক ও মানবীয় উন্নয়ন
১৩.পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে -
ক)ক্যালসিয়াম
খ)অ্যালুমিনিয়াম
গ)হিউমাস
ঘ)আয়রন
১৪.একটি গ্রিন হাউস গ্যাস হলো -
ক)হিলিয়াম
খ)হাইড্রোজেন
গ)ওজন
ঘ)অক্সিজেন
১৫.কাকে চীনের ধানের গোলা বলা হয় -
ক)হুনান
খ)ইউনান
গ)জেছুং
ঘ)হেবেল
১৬.শিল্পস্থাপনের নূন্যতম ব্যায়তত্ত্ব প্রস্তাব করেছেন -
ক)ওয়েবার
খ)হুভার
গ)স্মিথ
ঘ)ল্যাশ
১৭. পমো কালচারের সাথে যুক্ত নয় এমন শসা -
ক)কলা, পেয়ারা
খ)আপেল, আয়ুর
গ)পেঁপে,কাজুবাদাম
ঘ)পটল, কুমড়ো
১৮.টোকিও ইয়কোহামা শিল্প অঞ্চলের আরো একটি নাম হলো -
ক)জাপান শিল্প অঞ্চল
খ)নিপ্পান শিল্প অঞ্চল
গ)কিহিনি শিল্প অঞ্চল
ঘ)ফুজিয়ান শিল্প অঞ্চল
১৯. ল্যাশ এর ধারনা অনুযায়ী বাজার এর আকৃতি হলো -
ক)চতুর্ভুজ
খ)পঞ্চোভূজ
গ)ষড়ভূজ
ঘ)দশভূজ
Set-3
১. নিচের কোনটি গীরিজনি আলোড়নের সাথে যুক্ত?
ক)ভঙ্গিল পর্বত
খ)স্তূপ পর্বত
গ)মালভূমি
ঘ)অগ্নিও পর্বত
২.ইয়োলোস্টন ন্যাশনান পার্কের ওল্ড ফেথফুল হলো একটি -
ক)অ্যাকুইফার
খ)গিজার
গ)স্ট্যালাকটাইট
ঘ)সিংহল
৩.সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপটি হলো -
ক)ভৃগু
খ)টম্বলো
গ)জলপ্রপাত
ঘ)বদ্বীপ
৪.পেদিপ্লেন শব্দটি প্রথম ব্যাবহার করেন -
ক)ডেভিড
খ)এল. সি. কিং
গ)ক্রিকমে
ঘ)পেং
৫.নিচের কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ?
ক)কেবেরি
খ)সিন্ধু
গ)নর্মদা
ঘ)ক্যানেনা
৬.মাটির A ও B স্তরকে একত্রিতে বলা হয় -
ক)পরিলেখ
খ)সোলাম
গ)পেডন
ঘ)ক্যাটেনা
৭.পেডালফার মাটি জে অঞ্চলে দেখা যায় -
ক)মেরু
খ)অর্দ্র
গ)শুষ্ক
ঘ)নাতিশীতোষ্ণ
৮. যে সংস্থাটি মৌসুমী জলবায়ু নিয়ে আলোচনা করে তা হলো -
ক)WMO
খ)ITCZ
গ)IMO
ঘ)MONEX
৯.ক্রান্তীয় ঘুর্ণবাতে যে মেঘ দেখা যায় তা হলো-
ক)কিউমুলাস
খ)স্ট্যাটাস
গ)নিম্বাস
ঘ)কিউমুলোনিম্বাস
১০.ওয়াকার সার্কুলেশন ঘটে -
ক)ভারত মহাসাগরে
খ)প্রশান্ত মহাসাগরে
গ)সুমেরু মহাসাগরে
ঘ)আটলান্টিক মহাসাগরে
১১.নন্দকানন জে রাজ্যে অবস্থিত -
ক)পশ্চিমবঙ্গ
খ)আসাম
গ)উড়িষ্যা
ঘ)গুজরাট
১২.নিচের কোনটি ভূমি ক্ষয়ের কারণ নয় -
ক)ভূমিকম্প
খ)বৃষ্টিপাত
গ)সাইক্লোন
ঘ)বনবিনাস
১৩."Think Tank" নামে পরিচিত যে স্তরের কর্মী তা হলো -
ক)দ্বিতীয়
খ)তৃতীয়
গ)চতুর্থ
ঘ)পঞ্চম
১৪.ডিম উৎপাদন বৃদ্ধি কারি বিপ্লবের নাম -
ক)শ্বেত বিপ্লব
খ)নীল বিপ্লব
গ)রজত বিপ্লব
ঘ)সবুজ বিপ্লব
১৫."Cotton Polis Of India" বলা হয় -
ক)মুম্বাই - পুনে শিল্পাঞ্চল কে
খ)হুগলি শিল্পাঞ্চল কে
গ)চটনাগপুর শিল্পাঞ্চল কে
ঘ)আমেদাবাদ - ভাদোদরা কে
১৬.ভারতের বৃহত্তম লৌহ স্পত কারখানা হলো -
ক)জামশেদপুর
খ)বিসাখাপত্তনাম
গ)ভদ্রবতি
ঘ)ভিলাই
১৭.কোন সংস্থা পরবর্তীতে TWO তে রূপান্তরিত হয়েছে?
ক)GATT
খ)SAARC
গ)ASEAN
ঘ)AEU
১৮.একজন ভূগোলবিদ কোন পর্যায়ের কর্মী?
ক)প্রাথমিক
খ)গৌণ
গ)তৃতীয়
ঘ)কুইনারি
১৯.বর্তমান বিশ্বে সর্বাধিক জনঘনত্ত পূর্ণ দেশ হলো -
ক)বাংলাদেশ
খ)ভারত
গ)অস্ট্রোলিয়া
ঘ)পাকিস্তান
২০.ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক হলো -
ক)মৌজা
খ)ব্লক
গ)মহকুমা
ঘ)পঞ্চায়েত
২১.হলদিয়া একটি -
ক)সমুদ্র বন্দর
খ)হ্রদ বন্দর
গ)নদী বন্দর
ঘ)খাল বন্দর
Set-4
১. পর্জয়নের ধারণা প্রথম দিয়েছেন -
ক)ডেভিস কিং
খ)গিলবার্ট
গ)নেঙ্ক
ঘ)মরিস
২.সচ্ছিদ্র কিন্তু অপ্রবেশ্য শিলার উদাহরণ -
ক)শেল
খ)স্লেট
গ)বেলেপাথর
ঘ)মার্বেল
৩.সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যা কেবল ভাটার সময় দেখাযায় -
ক)ব্লোহল
খ)টম্বলো
গ)স্ট্যাক
ঘ)স্টাম্প
৪.বনহার্ড গঠনকরি শীলা হলো -
ক)ব্যাসন্ট
খ)গ্রানাইট
গ)বেলেপাথর
ঘ)মার্বেল
৫. স্যালিনাইজেশন প্রক্রিয়ায় উৎপন্ন মাটি হলো -
ক)সোলানচক
খ)পডজল
গ)চর্ণজেম
ঘ)শিরোনাম
৬. চুনা পাথর অঞ্চলে গড়েউঠা প্রস্রবণকে বলে -
ক)ডাইক প্রস্রবণ
খ)আর্তেজিও প্রস্রবণ
গ)গিজার
ঘ)ভ্যাক্লুসিয়ন প্রস্রবণ
৭. ভৌমো জলের সর্বাধিক গুরুত্ব পূর্ণ উৎস হলো -
ক)উৎসন্দ জল
খ)মহাসাগরীয় জল
গ)সহজাত জল
ঘ)আবহীক জল
৮.কুন দেশের ঘূর্ণবাতকে টুইস্টার বলে?
ক)আমেরিকা যুক্ত রাষ্ট্র
খ)ইন্দোনেশিয়া
গ)অস্ট্রেলিয়া
ঘ)চিন
৯.ওজন স্থর সুরক্ষিত রাখার জন্য সাক্ষরিত চুক্তি হলো -
ক)রিও চুক্তি
খ)মন্ট্রিল চুক্তি
গ)ওয়াশিংটন চুক্তি
ঘ)টোকিও চুক্তি
১০.সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় -
ক)সরলবর্গিয় অরণ্য
খ)ভূমধ্যসাগরীয় অরণ্য
গ)তুন্দ্রা অঞ্চলে
ঘ)ক্রান্তীয় বৃষ্টির অরণ্য
১১.সবুজ বিপ্লব প্রথম শুরু হয় -
ক)মেক্সিকো
খ)মার্কিন যুক্ত রাষ্ট্র
গ)ব্রিটিশ যুক্তরাজ্য
ঘ)ভারত
১২.ভারতের ডেট্রয়েট হলো -
ক)জামশেদপুর
খ)মুম্বাই
গ)পিথমপুর
ঘ)(চেন্নাই)গুড়গাঁও
১৩.ওয়েবারের সমপরিমাণ ব্যায় রেখা হলো -
ক)প্রথম
খ)দ্বিতীয়
গ)চতুর্থ
ঘ)পঞ্চম
১৪. যে নদী নকশাটি ভুগঠন দ্বারা প্রভাবিত নয় তা হলো -
ক)পিনেট নদী নকশা
খ)অধ্যরুপি নদী নকশা
গ)বৃক্ষরূপ নদী নকশা
ঘ)জফরিরুপি নদী নকশা
১৫.সর্বাধিক উন্নত অর্থনৈতিক কার্যকলাপ হলো -
ক)প্রথম
খ)দ্বিতীয়
গ)চতুর্থ
ঘ)পঞ্চম
১৬.ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি জে নামে পরিচিত -
ক)হুমা
খ)রোকা
গ)লাডাঙ
ঘ)চেনা
১৭.জেট বায়ু কোন উচ্চতায় প্রবাহিত হয় -
ক)০-৭ কিমি
খ)৭-১৪ কিমি
গ)১৪-২১ কিমি
ঘ)২১-৮৮ কিমি
১৮.একটি আঞ্চলিক মাটির উদাহরণ -
ক)পডসল
খ)রেগলিথ
গ)লিথসল
ঘ)পলিমাটি
১৯.নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে দেশ হলো -
ক)ভারত
খ)চিন
গ)জাপান
ঘ)কানাডা
২০.কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত -
ক)চিত্রকুট
খ)যোগ
গ)ধুয়াধার
ঘ)শিবসমুদ্রম
২১.ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো -
ক)ভিলাই
খ)চণ্ডীগড়
গ)জব্বলপুর
ঘ)আমেদাবাদ
উত্তর:
প্রশ্ন বাদে শুধু উত্তর-গুলো হাইলাইট করা আছে।
SAQ..................Marks-1/2
Set-1
১. সোয়ালো হোল কাকে বলে?
উ:ক্রাস্ট অঞ্চলে সৃষ্ট সিংহোল পরস্পর যুক্ত হয়ে, সিংহোল অপেক্ষা যে বড়ো গর্তের সৃষ্টি করে তাকে শোয়ালো হোল বলে।
২.মৃত্তিকার বর্ণ ও আদি শিলার মধ্যে সম্পর্ক কী?
উ:মৃত্তিকা হয় ধূসর বর্ণের, ও আদি শীলা হয় কালো বর্ণের।
৩. CFC কী?
উ: CFC হলো একটি গ্রিন হাউস গ্যাস। যার পূর্ণ রূপ হল -
ক্লোরো - ফ্লোরো - কার্বন।
৪.জলীয় বাষ্পকে গ্রিন হাউস গ্যাস বলাহয় কেনো?
উ:জলীয় বাষ্পও অন্নান্য গ্রিন হাউস গ্যাস গুলির মত পৃথিবীর সামগ্রিক উত্তাপ বৃদ্ধি করে, তাই জলীয় বাস্পকে গ্রিন হাউস গ্যাস বলে।
৫.UNESCO এর পুরো অর্থ কি?
উ: United Nation Educational Scientific And Cultural Organization.
৬.তৃতীয় স্তরের অর্থনৈতিক কর্যবলোর দুটি উদাহরণ দাও -
উ:ব্যাবসাবাণিজ্য, পরিবহন ও যোগ্য - যোগ, বিপনন।
৭.ইউট্রোফিকেশন বলতে কি বোঝ?
উ: জলে অ্যালগী জাতীয় জীবের বৃদ্ধির ফলে, অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াকে ইউট্রোফিকেশন বলে।
৮.জেট বায়ু প্রবাহকে রসবি তরঙ্গ বলা হয় কেনো?
উ:বিজ্ঞানী রসবী প্রথম জেট বায়ুর কথা বলেছিলেন তাই তার নাম অনুসারে জেট বায়ুকে রসবি তরঙ্গ বলা হয়।
৯.লবনাম্বু উদ্ভিদের দুটি বস্তুতান্ত্রিক অভিযোজনগত বৈশিষ্ট লেখো।
উ:লবনাম্বি উদ্ভিদের,
ক)শ্বাসমুল থাকে।
খ) পাতাগুলি মসৃণ হয়।
১০. ইনসিটু সংরক্ষণ কাকে বলে?
উ:নিজস্ব প্রকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ।
১১.ভারতের ভূমিকম্প প্রবন অঞ্চলের নাম কি?
উ: সিলং, হিমালয় পর্বত্য অঞ্চল
১২.শস্যাবর্তনের মুখ্য উদ্দেশ্য কি?
উ:মাটির উর্বরতা বজায় রেখে উৎপাদন বৃদ্ধি করা।
১৩. শষ্যসমন্বয় বলতে কি বোঝ?
উ:কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপাদিত বিভিন্ন শস্যের ভিত্তিতে অঞ্চল বিশেষ যে শস্য বিনাশ গড়ে উঠে তাকে শস্য সমন্বয় বলে।
১৪.উদীয়মান শিল্প কাকে বলে?
উ:পেট্রোরসায়ন শিল্পকে এবং বর্তমানে তথ্য প্রযুক্তির শিল্পকেও উদীয়মান শিল্প বলে।
১৫.জন - বিস্ফোরণ বলতে কি বোঝায়?
উ:অতি অল্প সময়ের ব্যাবধানে জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারে, অতিদ্রুত অস্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধিকে জন বিস্ফোরণ বলে।
১৬.জন সংখ্যা বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো।
উ: উচ্চ জন্মহার, মৃত্যু হার হ্রাস,শরণার্থী আগমন ইত্যাদি।
১৭.আউট সোর্সিং কাকে বলে?
উ:বর্তমানে বিশ্বায়নের যুগে বৃহৎ বজুজাগতিক সংস্থানগুলি সস্তা,সুলোব, ও দক্ষ বিদেশি শ্রমিকদের সংগ্রহ করে নিয়োগ করে যা আউট সোর্সিং নামে পরিচিত।
১৮.মজুরি সূচক কাকে বলে?
উ:উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে মজুরি সূচক বলে।
১৯.আইসোটিম বলতে কি বোঝ?
উ: ওয়েবারের তত্ত্ব অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যেখানে পরিবহন ব্যায় সমান হয়, সেই সমান পরিবহন যুক্ত অনেক গুলি স্থানকে একটি রেখা দ্বারা যুক্ত করে, যে রেখা পায়ও যায় তাকে আইসোটিম বলে।
২০.নীল বিপ্লবের একটি সমস্যা লেখো?
উ:ব্যায় বহুল, জলদুষণ ইত্যাদি।
২১.ট্রাক ফার্মিং কাকে বলে?
উ:বাজারভিত্তিক বাগান কৃষিজাত শাক - সবজি,ফুল,ফল ইত্যাদি পচনের হাত থেকে রক্ষা করার জন্য ট্রাকে করে দ্রুত বাজারে পাঠানোর প্রদ্ধতিকে ট্রাক ফারমিং বলে।এই প্রদ্ধতি মূলত আমেরিকায় দেখা যায়।
সেট-2
১.পর্যায়নের সংজ্ঞা দাও/পর্যায়ন কাকে বলে?
উ: যে বহিরজাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়,পরিবহন,ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে, তাকে পর্যায়ন বা পর্যাতিকরণ বলে।
২.গিজার কাকে বলে?
উ: যে উষ্ণ প্রশ্রবনে জল, বাষ্প নিয়মিত ভাবে নির্দিষ্ট সময় অন্তর স্তম্ভ আকারে ওপর দিকে উৎক্ষিপ্ত হয়,তাকে গিজার বলে।
৩. সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত?
উ:সমুদ্রজলে ঊর্ধ্বসীমা থেকে উপকূলের উচূপাড় পর্যন্ত অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত।
৪.নিক বিন্দু কাকে বলে?(knick Point)
উ:পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নতুন নদিখাত ও পুরনো নদিখাতের সংযোগস্থলকে নিক বিন্দু বলে।
৫.অনুগামী নদী কাকে বলে?
উ:ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী সৃষ্টি হয় তাকে অনুগামী নদী বলে।
৬.মলিসলের একটি উদাহরণ দাও।
উ:নাতিশীতোষ্ণ আদ্র তৃনভূমি অঞ্চলের মাটি(চার্ণযেম)।
৭.মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝ?
উ: যে বিজ্ঞান সম্মত প্রক্রিয়ায় মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী বজায় রেখে মৃত্তিকার ক্ষয় নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।
৮. আয়ন বায়ু কাকে বলে?
উ:আয়ন কথার অর্থ হলো পথ অর্থাৎ যে বায়ু একটি নির্দিষ্ট পথ ধরে সারা বছর প্রবাহিত হয়,তাকে আয়ন বায়ু বলে।
৯.'4 o clock Rain ' কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উ:নিরক্ষীয় জল বায়ু অঞ্চলে 4 o clock Rain দেখা যায়।
১০.ঘুর্ণবাতের চক্ষু কাকে বলে?
উ:ঘুর্ণবাতের কেন্দ্রে শান্ত বায়ু প্রবাহোহিন অঞ্চলকে ঘুর্ণবাতের চক্ষু বলে।
১১.ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের (Hot spot )এর দুটি উদাহরণ দাও।
উ:Western Ghat And Eastern Himalaya.
১২.মেঘ - ভাঙ্গা বৃষ্টি কাকে বলে?
উ:যখন জলীয়বাষ্প পূর্ণ বায়ু বৃহৎ এলাকা জুড়ে ঘনীভূত হয় তখন অল্প সময়ের মধ্যে ঘনীভূত সম্পূর্ণ মেঘ একসাথে অর্ধখেপণ রূপে ঝরেপড়ে,যা মেঘ - ভাঙ্গা বৃষ্টি নামে পরিচিত।
১৩.বাজার বাগান কৃষি কাকে বলে?
উ:বাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারের সন্নিকটে ফল,ফুল,শাক - সবজি প্রভৃতি উদ্যানকে বাজার বাগান কৃষি বলে।
১৪.ভারতের দুটি প্রধান চিনাবাদাম উৎপাদনকরি রাজ্যের নাম লেখো।
উ:ভারতের দুটি প্রধান চিনাবাদাম উৎপাদন কারি রাজ্যের নাম হলো - রাজস্থান ও গুজরাট।
১৫.আইসোটিম কাকে বলে?
উ: ওয়েবারের মতে যেসব ক্ষেত্রে সমপরিমাণ ব্যায় হয়,সেই সমস্ত অঞ্চল গুলোকে কাল্পনিক রেখা দ্বারা যোগকরে যে আকারের রেখা পায়ওযায় তাকে আইসোটিম বলে।
১৬.আমেরিকা যুক্ত রাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে অবস্থিত দুটো কার্পাস - বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো।
উ:আটলান্টা ও কলম্বিয়া।
১৭.পৃথিবীর দীর্ঘতম রেলপথটি নাম কি?
উ:ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
১৮.শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝ?
উ:যখন কোনো অঞ্চলে জন্মহার ও মৃত্যু হার সমান হয়, তখন সেই অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধি ঘটেনা, যা শূন্য জনসংখ্যা বৃদ্ধি নামে পরিচিত।
১৯.ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরটির নাম লেখো।
উ:মুম্বাই।
২০.পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও।
উ:কননেক্তি নির্দিষ্ট অঞ্চলকে যে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে তার সতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে আর্থসামাজিক দিক থেকে উন্নতির দিকে এগিয়ে নিয়েজাও হয়, সেই অঞ্চলকে পরিকল্পিত অঞ্চল বলে।
২১.ছত্রিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি?
উ:মহা-নদী।
সেট-3
১.কি ধরনের ভৌগলিক পরিবেশে গিজার সর্বাধিক গড়ে উঠে?
উ:যে অঞ্চলে বা স্থানে ভূগর্ভের উষ্ণতা থাকবে 200CC এবং জল বেরোনোর নালাপথ থাকবে সেই অঞ্চলে সর্বাধিক গিজার সৃষ্টি হবে।
২.পূর্ববর্তী নদী কাকে বলে?
উ:ভূমিরূপ সামনে উত্থিত হলে যে নদী নিম্ন ক্ষয়ের মাধ্যমে পূর্বের গতি বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে।
৩.বাজাদা বলতে কি বোঝ?
উ:একাধিক পলল শঙ্কু পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে তোলে, তাকে বাজাদা বলে।
৪.প্লায়াগুলি সুকিয়েগেলে তাকে কি বলে?
উ: ওয়াদি।
৫.খরা প্রতিরোধ উদ্ভিদ কাকে বলে?
উ: যে সমস্ত উদ্ভিদ তার বিশেষ কিছু বৈশিষ্টর মাধ্যমে খরা প্রতিরোধ করে তাকে খরা প্রতিরোধকারি উদ্ভিদ বলে।
যেমন - ফনিমণসা।
৬.শূন্য জন সংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝ?
উ:শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝাই,জন্মহার ও মৃত্যুহার সমান।
৭. কাম্য জনসংখ্যা কাকে বলে?
উ: কোনো দেশের সম্পদকে সদভাবে ব্যবহার করার উদ্দেশ্যে যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তাকে কাম্য জনসংখ্যা বলে ।
৮.কি ধরনের শীলা গঠিত অঞ্চলে অর্তেজিও কূপ গড়ে উঠে?
উ: যে অঞ্চলে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অর্ধচন্দ্রকৃতিভাবে অবস্থান করে,সেইসব শিলাগঠিত অঞ্চলে আর্তেজীও কূপ গড়ে উঠে।
৯.আলফা বৈচিত্র্য কাকে বলে?
উ:একটি নির্দিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে।
১০.শহর অঞ্চলে কোনধরনের বিপর্যয় বেশি ঘটে?
উ:শহর অঞ্চলে মানবিক বিপর্যয় বেশি ঘটে।
১১.মেক্সিকোর স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি?
উ:মেক্সিকোর স্থানান্তর কৃষির স্থানীয় নাম হলো - মিলপা।
১২.মৃত্তিকার PH কি?
উ: মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপের বিজ্ঞানী সোরেন সেন এর তৈরি স্কেল।
১৩.সোলানোচক মাটি কাকে বলে?
উ: উষ্ণ, শুষ্ক, মরু অঞ্চলের ক্লোরাইড সম্মৃদ্ধ লবণাক্ত মাটিকে সোলানোচক মাটি বলে।
১৪.মৌসুমী জলবায়ু অঞ্চলে কোনধরনের সাভাবিক উদ্ভিদ দেখাযায়?
উ: মেসোথার্ম উদ্ভিদ দেখাযায়।
১৫. মেগা থার্মস কাকে বলে?
উ: যে উদ্ভিদ সারা বছর উচ্চতাপ বা উচ্চ উষ্ণতা যুক্ত অঞ্চলে জন্মায় তাকে মেগা থার্মস উদ্ভিদ বলে।
১৬. শষ্য সমন্বয়ের ধারণাটি কে প্রদান করেন?
উ: উইভার ।
১৭.ওয়েবারের নুন্যতম বায়তত্তের অপর নামকি?
উ: নুন্যতম পরিবহন ব্যায় তত্ত্ব।
১৮. WTO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উ: সুইজারল্যান্ডের জেনিভাতে।
১৯.মেধা প্রবাহ কি?
উ:উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উচ্চমেধা যুক্ত ব্যাক্তির চোল যাওয়াকে মেধা প্রবাহ বলে।
২০.ব্যারাকপুর শহরটি কোন ধরনের কার্যাবলীর ফলে গড়ে উঠেছে?
উ: প্রতিরক্ষা।
সেট-4
১. ডুরিক্রাস্ট কিভাবে গঠিত হয়?
উ:মৃত্তিকার সাথে লোহা ও অ্যালুমিনিয়াম মিশে লাল ইটের মত ডুরিকাস্ট সৃষ্টি করে।
২.'Piezometer' দিয়ে কি মাপা হয়?
উ:অর্টেজিও কূপের জলতল মাপা হয়।
৩. ব্যাক ওয়াশ কাকে বলে?
উ:যে সমুদ্রস্রত উপকূলে ধাক্কা খেয়ে সমুদ্রে ফিরে আসে তাকে ব্যাক ওয়াশ বলে।
৪. মোনাডোনক কাকে বলে?
উ:সাভাবিক ক্ষয় চক্রে সমপ্রায় ভূমির উপর অবস্থিত ক্ষয় প্রতিরোধকারী ছোট ছোট পাহাড়কে মোনাডোনক বলে।
৫.ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কি ধরনের নদী নকশা দেখা যায়?
উ:কেন্দ্রবিমুখ্য।
৬.মাটি সৃষ্টির দুটি নিষ্ক্রিয় উপাদানের নাম লেখো।
উ:1. সময়। 2.ভূপ্রকৃতি।
৭.ওজন স্তর কে আবিষ্কার করেন?
উ:ফরাসি বিজ্ঞানী হেনরি বুশন ও চার্লস কেব্রি।
৮.সীমান্ত বা ফ্রন্ট কাকে বলে?
উ:যে সীমারেখা বারবর উষ্ণবায়ু ও শিতলবায়ু মিলিত হয় তাকে সীমান্ত বা ফ্রন্ট বলে।
৯.আলফা বৈচিত্র্য কাকে বলে?
উ:কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি জীবগোস্টিতে উপস্থিত জীব প্রজাতির বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে ।
১০.একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের নাম লেখো?
উ: কৃত্তিম ভূমিকম্প।
১১. মালচিং পদ্ধতি কোন কৃষিতে দেখা যায়?
উ:শুষ্ক কৃষিতে।
১২. ওলেরি কালচার কাকে বলে?
উ: শাক- সবজির চাষকে।
১৪.পরিবহন ব্যায় কাকে বলে?
উ:শিল্পের কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি করার ব্যায়কে পরিবহন ব্যায় বলে ।
১৫.বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উ:ডেট্রয়েট (আমেরিকা)।
১৬.জার্মানির সড়কপথ কি নামে পরিচিত?
উ: অটবান নামে।
১৭.সবুজ কলার কর্মী কাদের বলে?
উ:সামাজিক কাজে যুক্ত কর্মীদের।
১৮.শূন্য জনসংখ্যা বৃদ্ধি যুক্ত দুটি দেশের নাম লেখো।
উ: 1.নরওয়ে, 2.সুইডেন।
১৯.ভারতের কোন শহরকে "Air-conditioned City" বলা হয়?
উ:ব্যাঙ্গালুরুকে।
২০.ছত্রিশগড়ের কোন কুটির শিল্প বিখ্যাত?
উ: চাল শিল্প বিখ্যাত।
সেট-5
১.জলবিন্দু বস্তি বলতে কি বোঝ?
উ:নদী,হ্রদ,পুকুর ইত্যাদি জলের উৎসকে কেন্দ্রকরে যে সমস্ত বস্তি গড়ে উঠে তাকে জলবিন্দু বস্তি বলে
২.কোন মহাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক?
উ:আফ্রিকা মহাদেশে।
৩.নীল বিপ্লব কি?
উ: স্বাধিনতার পরবর্তীকালে সত্তরের দশকে ভারতে মৎস্য চাষের জন্য পঞ্চবার্ষিকী নামে একটি পরিকল্পনা গৃহীত হয়,এর ফলে মৎস্য চাষের পরিমাণ বৃদ্ধি পায়,যা নীল বিপ্লব নামে পরিচিত।
৪.ভলক্যানাইজেশন কোন শিল্পের সঙ্গে জড়িত?
উ:রবার শিল্পের সঙ্গে।
৫.দুটি ফিয়র্ড উপকূলের উদাহরণ দাও।
উ:নরওয়ের সজনে(গভীরতম) ও গ্রীনল্যান্ড এর নরবেন্দফোর(বৃহত্তম)।
৬.ভারতের দুটি কাস্ট অঞ্চলের উদাহরণ দাও।
উ:অন্ধপ্রদেসের আব্বাকু উপত্যকা এবং মেঘালয়ের চেরাপুঞ্জি।
৭.ফ্লোরিকালচার কাকে বলে?
উ:ব্যাবসায়িক ভিত্তিতে সারা বছর ফুলের চাষকে ফ্লোরি কালচার বলে।
৮.শুষ্ক অঞ্চলের ক্ষয় চক্রে বার্ধক্যে অবশিষ্ট পাহাড় কি নামে পরিচিত?
উ:ইন্সেলবার্জ।
৯. মেরু সীমান্ত কোশ কি নামে পরিচিত?
উ: মধ্য আক্ষাংসিও কোশ বা ফেরেল কোশ।
১০. ফেচ কাকে বলে?
উ: সমগতী সম্পুর্ণ বায়ু উন্মুক্ত সমুদ্র পৃস্টের উপরদিয়ে বাধাহীন ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেচ বলে।
১১.ওজন হ্রাসের ক্ষেত্রে কোন গ্যাস সর্বাধিক দায়ী?
উ: CEC ।
১২ জন বিস্ফোরণ কাকে বলে?
উ:অতি অল্প সময়ে জনসংখ্যার বৃদ্ধির উচ্চ হারকে জন বিস্ফোরণ বলে।
১৩.জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে?
উ:নানা অর্থ সামাজিক ও জনসংখিক অবস্থার বিচার করে জনসংখ্যা বিশারদগণ কোনো অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি ও মোট জনসংখ্যার সম্পর্কে যে পূর্বাভাস দেন তাকে জন সংখ্যা অভীক্ষেপ বলে।
১৪.পৃথিবীর দীর্ঘতম বেরিয়ার রীফের নামকি?
উ:গ্রেড বেরিয়ার রীপ।
১৫. SEZ কি ?
উ:স্পেশাল ইকোজোমি জোনম।
১৬.সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝ?
উ:ভারতের চারটি মেট্রোপলিটন শহর,দিল্লি, কলকাতা, চেনাই ও মুম্বাই সংযোগকারী অতিদ্রুতগামি সড়কপথকে সোনালী চতুর্ভুজ বলে
১৭.ভারতের মেগাসিটির নুন্যতম জনসংখ্যা কত?
উ: ৫০ লক্ষ।
১৮. CBR কি?
উ:প্রোটিন ১০০০ জন পুরুষ পিছু যতজন নবজাতকের জন্ম হয় তাকে CBR বলে।
১৯.ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও।
উ:গ্রাম ও পঞ্চায়েত দ্বারা যে পরিকল্পনা গৃহীত হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে।
২০.এল নিনো কাকে বলে?
উ:এল নিনো একটি স্পেনিশ শব্দ যার অর্থ দুষ্টু ছেলে। আমেরিকার পেরু উপকূলে হঠাৎ সৃষ্টি অনিয়মিত প্রবাহিত উষ্ণ স্রোতকে এল নিনো বলে
No comments:
Post a Comment