General Knowledge
১. গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
উত্তরঃ রাইবোফ্লোবিন থাকে।
২. কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
উত্তরঃ O।
৩. কোন মশা Yellow Fever এর বাহক?
উত্তরঃ এডিস মশা।
৪. কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
উত্তরঃ প্রোটিন।
৫. কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।
৬. মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ ভিটামিন D।
৭. রক্তে জলের পরিমান কত?
উত্তরঃ 91.92%।
৮. 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
উত্তরঃ 14. 5 gm.।
৯. পতঙ্গদের কত জোড়া পা আছে?
উত্তরঃ 3 জোড়া।
১০. মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
উত্তরঃ বিলিরুবিন।
১১. মানুষের লোহিত কণিকার আয়ু কত?
উত্তরঃ 120 দিন।
১২. কোন রোগের অপর নাম Slim Disease?
উত্তরঃ AIDS।
১৩. মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
উত্তরঃ জিহবা ...
১৪. বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
উত্তরঃ মিষ্টি।
১৫ কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
উত্তরঃ ভিটামিন B।
১৬. কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষারোগ।
১৭. ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।
১৮. কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছেন?
উত্তরঃ বিহার।
১৯. প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।
২০. দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)।
২১. মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উত্তরঃ শর্করা।
২২. কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।
২৩. স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উত্তরঃ গ্যালিয়াম।
২৪. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।
২৫. উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।
২৬. রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উত্তরঃ জন্ডিস।
২৭. প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
উত্তরঃ 80-120 mg।
২৮. রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।
২৯. রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
৩০. কোন রোগের ওপর নাম Big C ?
উত্তরঃ ক্যানসার।
৩১. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
উত্তরঃ ADH।
৩২. SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তরঃ কেলভিন।
৩৩. PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
উত্তরঃ আদর্শ গ্যাস।
৩৪. সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
উত্তরঃ বিউটেন।
৩৫. LPG কিসের মিশ্রণ?
উত্তরঃ বিউটেন ও প্রোপেন।
৩৬. কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।
৩৭. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।
৩৮. মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 8/10 মিঃ।
৩৯. জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
উত্তরঃ যকৃতে।
৪০. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।
৪১. যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?
উত্তরঃ অটোজোম।
৪২. কাকে রাসায়নিক দূত বলা হয়?
উত্তরঃ হরমোনকে।
৪৩. মিউটেশম তত্বের প্রবক্তা কে?
উত্তরঃ দ্য ভ্রিস।
৪৪. রক্ত তঞ্চনের সময়সীমা কত?
উত্তরঃ 3 থেকে 7 মিনিট।
৪৫. ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উত্তরঃ মৃতজীবী।
৪৬. মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ লিভার।
৪৭. চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।
৪৮. উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উত্তরঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন।
৪৯. কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উত্তরঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
৫০. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ নিষেক।
৫১. নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উত্তরঃ জাইগেট।
৫২. সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উত্তরঃ আইসোগ্যামি।
৫৩. শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
৫৪. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ উজেনেসিস।
৫৫. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইথিলিন।
৫৬. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
উত্তরঃ বিটা।
৫৭. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
উত্তরঃ আলফা।
৫৮. মাছ চাষের জন্য উপকারী পানি হল-
উত্তর: ক্ষার ধর্মী পানি
৫৯. মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর: প্লাংকটন
৬০. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন
৬১. ব্ল্যাক টাইগার বলা হয় –
উত্তর: বাগদা চিংড়ি
৬২. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১
৬৩.জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ
৬৪.সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক
৬৫. টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ
৬৬. মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬
৬৭. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২
৬৮. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য
৬৯. Fauna বলতে কি বুঝায়?
উত্তর:প্রানিকূল
৭০.ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন
৭১. ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক
৭২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ
৭৩. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট
৭৪.আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩
৭৫.মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে
৭৬.কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন
৭৭.জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত
৭৮.সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস
৭৯. কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের
৮০. ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন
৮১. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা
৮২. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে
৮৩.হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
৮৪.অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন
৮৫.প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স
৮৬. কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল
৮৭. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী
৮৮. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ
৮৯. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক
৯০.যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক
৯১. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
৯২. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া
৯৩.প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন
৯৪. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন
৯৫. মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ
৯৬. চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture
৯৭. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর: গ্রীষ্মকাল
৯৮. “আমা” শব্দের অর্থ কি?
উত্তর: সাগর কন্যা
৯৯. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?
উত্তর: ১৯৫০
১০০. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
Competitive Exams 2023
১০১. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
১০২. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন
১০৩. Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants
১০৪. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন
১০৫. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
১০৬. Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito
১০৭. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি
১০৮ অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন?
উ: ডারউইন।
১০৯.“Origin of species by means of natural selection” গ্রন্থের রচয়িতা কে?
উ: ডারউইন।
১১০.“Philosophic Zoologique” গ্রন্থের রচয়িতা কে..?
উ:ল্যামার্ক।
১১১.সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও?
উ: পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত।
১১২.সমবৃত্তি অঙ্গ কাকে বলে?
উ: কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন : পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।
১১৩.দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?
উ:পেরিপেটাস, হংসচঞ্চু।
১১৪.ডারউইন বাদের অপর একটি নাম কি?
উ: প্রাকৃতিক নির্বাচনবাদ।
১১৫.জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?
উ: বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন।
১১৬.সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ?
উ: গ্রেগর যোহান মেন্ডেল।
১১৭.মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
উ:পৃথকভবন সূত্র.।
১১৮.মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
উ: স্বাধীন সঞ্চারণ সূত্র।
১১৯.মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ?
উ: 3:1।
১২০.মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ?
উ: 9:3:3:1।
১২১.মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
উ: 23 জোড়া বা 46 টি।
১২২.পরমাণুর আদিকণা গুলি কি কি?
উ: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
১২৩.ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?
উ: বিজ্ঞানী জে জে টমসন।
১২৪.প্রোটন কণা কে আবিষ্কার করেন?
উ: বিজ্ঞানী গোল্ডস্টাইন।
১২৫.নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
উ: বিজ্ঞানী স্যাড উইক..।
১২৬.পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে?
উ: প্রোটন ও নিউট্রন।
১২৭.পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে?
উ: ইলেকট্রন।
১২৮.হিলিয়াম পরমাণুর কক্ষে ইলেকট্রন থাকে?
উ: 2 টি।বাইরের
১২৯.পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি?
উ: নিউক্লিয়াস।
১৩০.লবণাক্ত জলাভূমির উদ্ভিদের কি বলে?
উ:হ্যালোফাইট.
১৩১.রুই মাছের কয়টি পাখনা থাকে?
উ: 7
১৩২.মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উ: দুটি একটি অলিন্দ ও একটি নিলয়
১৩৩.মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?
➜ উপপল্লব , কস্কিস।
১৩৪.ফণীমনসার রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত কান্ডকে কি বলা হয় ?
উ: পর্নকান্ড।
১৩৫.সুন্দরী গাছের কি মূল দেখা যায়?
উ: শ্বাসমূল।
১৩৬.পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে?
উ: 23 টি।
১৩৭.পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে?
উ: 12 টি।
GK Questions and Answers
১৩৮.পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে?
উ: পাতার উপরিতলে।
১৩৯.পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি?
উ: 9 টি।
১৪০.একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ?
উ: পোলিও ভাইরাস।
১৪১.একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ?
উ: টোবাকো মোজাইক ভাইরাস।
১৪২.একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ?
উ:মাম্পস ভাইরাস।
১৪৩.একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
উ:বসন্ত ভাইরাস।
১৪৪.একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
উ: ফাজ ভাইরাস।.
১৪৫.ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে?
উ: ভাইরাস জিনোম।
১৪৬.ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
উ:ক্যাপসিড।
১৪৭.ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি?
উ:বিষ।
১৪৮.DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
উ: ফুলকপির মোজাইক ভাইরাস।
১৪৯.DNA যুক্ত প্রাণী ভাইরাস?
উ: বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস ।
১৫০.RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
উ: টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস।
১৫১.RNA যুক্ত প্রাণী ভাইরাস?
উ: পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।
১৫২.সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি?
উ: রাইনো ভাইরাস।
১৫৩.সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি?
উ: বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস.।
১৫৪.অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত?
উ: হ্যাঁ সম্পর্কযুক্ত।
১৫৬.পদ্মের কান্ড কী প্রকৃতির?
উ: গ্রন্থিকান্ড প্রকৃতির।
No comments:
Post a Comment