১. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তর:- হর্ষবর্ধন
২. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উত্তর:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হলরাজ্যসভা ।
৩. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- উইলিয়া
৪. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?
উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হললোকসভা ।
৫. বৃহৎকথা কে লেখেন?
উত্তর:- গুণাঢ্য। (বিভিন্ন মনীষীদের জীবনী পড়তে ক্লিক করুন)
৬. ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?
উত্তর:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন ।
৭. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
উত্তর:-১৭৮৪ সালে
৮. রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান কারা হয় ।
৯. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
উত্তর:-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
১০. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।
১১. কালিদাস কার সভাকবি ছিলেন?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্তের
১২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
২৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
উত্তর:- ফারুকশিয়ার
২৪. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু ।
২৫. মেঘদুত এর রচয়িতা কে?
উত্তর:-কালিদাস
২৬. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।
২৭. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
উত্তর:- ১৮৭৫ সালে
২৮. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।
২৯. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর:- প্রথম নরসিংহ বর্মন
৩০. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।
৩১. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৩২.ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে ।
৩৩. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?
উত্তর:- ৩২০ সালে
৩৪. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেনভারতের উপরাষ্ট্রপতি ।
৩৫. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তর:- চম্পারনে
৩৬. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেনচক্রবর্তী রাজাগোপাল আচারী ।
৩৭. কনিষ্কের সভাকবি কে ছিলেন?
উত্তর:- অশ্বঘোষ
৩৮. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।
৩৯. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার নাটালে
৪০. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর ।
৪১. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- শিমুক
৪২. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিলডঃ বি.আর.আম্বেদকর -এর ।
৪৩. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
উত্তর:- ১৯১৮ সালে
৪৪. ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেনরবীন্দ্রনাথ ঠাকুর ।
৪৫. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪৬. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।
৪৭. রাওলাট আইন পাস হয় কত সালে?
উত্তর:- ১৯১৯ সালে
৪৮. কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?
উত্তর:- অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ।
৪৯. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তর:- কনিষ্ক
৫০. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
উত্তর:- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ।
৫১. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
উত্তর:-১৯১৭ সালে
৫২. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হলডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
৫৩. গান্ধার শিল্প কোন যুগের?
উত্তর:-কুষাণ যুগের
৫৪. ভারতের কেন্দ্রীয় সরকারে ক'ধরণের মন্ত্রী দেখা যায় ?
উত্তর:- ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়—(১) ক্যাবিনেট মন্ত্রী (২) রাষ্ট্রমন্ত্রী (৩) উপমন্ত্রী ।
৫৫. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
উত্তর:- ১৯৩০
৫৬. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেনরাষ্ট্রপতি ।
৫৭. পুনা চুক্তি হয় কত সালে?
উত্তর:- ১৯৩২ সালে
৫৮. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।
৫৯. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
উত্তর:- রামপ্রসাদ বিসমিল
৬০. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নামসুপ্রিমকোর্ট ।
৬১. মাস্টারদা নামে কে পরিচিত?
উত্তর:- সূর্য সেন
৬২. সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?
উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।
৬৩. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
উত্তর:- যতীন দাস
৬৪. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?
উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি।
৬৫. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
উত্তর:- দিল্লি চুক্তি
৬৭. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।
৬৮. প্রিয়দর্শীকা কে লিখেন?
উত্তর:- হর্ষবর্ধন
৬৯. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।
৭০. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?
উত্তর:- ধর্মপাল
৭১. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
৭২.”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)
উঃ- রাজা রামমোহন রায়
৭৩.”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)
উঃ-দাদাভাই নৌরজী
৭৪.”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)
উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী
৭৫.”ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)
উঃ-ক্রিপস্ মিশন
৭৬.”সব লাল হো জায়েগা “-কার উক্তি?(WBCS-2004,2013)
উঃ-রঞ্জিত সিং
৭৭.”স্বরাজ আমার জন্মগত অধিকার ” কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)
উঃ- বাল গঙ্গাধর তিলক
৭৮.কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে “?(WBCS-2011)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
৭৯.”আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি?(WBCS-2008)
উঃ- স্বামী বিবেকানন্দ
৮০.”বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান ” কে লিখেছিলেন?(WBCS-2008)
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর
৮১.”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- বলেছিলেন?(WBCS-2007)
উঃ-লর্ড কার্জন
৮২.”We shall make the settled fact unsettled” কার উক্তি ?(WBCS-2006)
উঃ –সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
৮৩.”আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন?(WBCS-2006)
উঃ-লর্ড রিপন
৮৪.”আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী ” -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)
উঃ-অরবিন্দ ঘোষ
৮৫.”শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় ” উক্তিটি কার ?(WBCS-2005)
উঃ- সি আর দাস
৮৬.”মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই ” -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)
উঃ-মুকুন্দ দাস
৮৭. কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮৮. লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
৮৯. কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৯০. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)
উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি
৯১. গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)
উঃ-সমুদ্রগুপ্ত
৯২.কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)
উঃ-রাজা রামমোহন রায়
৯৩. কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)
উঃ-বিন্দুসার
৯৪.”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)
উঃ-বিদ্যাসাগর
৯৫.”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)★★
উঃ-মাদাম কামা
৯৬. ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
৯৭.”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)
উঃ – আমির খসরু
৯৮.”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)
উঃ-আব্দুল গফফর খাঁন
৯৯.মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)
উঃ-ঔরঙ্গজেব
১০০.”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)
উঃ-পেদ্দন কে
১০১.সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)
উঃ-ইলতুৎমিস
১০২.”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)
উঃ- জি ভি জোশি
১০৩. কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)
উঃ-লর্ড লিটন
১০৪.”We have nothing to fear but fear itself” উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-জওহরলাল নেহেরু
১০৫.”রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো “সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)
উঃ-কবির
১০৬.দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন ” কে বলেছেন ?(WBCS-2004)
উঃ- ভিনসেন্ট Smith
১০৭.”পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে “-এটি কার উক্তি?(WBCS-2002)
উঃ-প্রথম বাজীরাও
১০৮.1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)
উঃ-বিনায়ক দামোদর সাভারকর
১০৯.আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন?(WBCS-2001)
উঃ-অশ্বিনী কুমার দত্ত
১১০. ”Let a hundred flowers bloom” উক্তিটি কার?(WBCS-2001)
উঃ-মাও সে তুং
১১১. ”স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?(WBCS-2005)
উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়.
১১২. কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের (microscopic minorities) প্রতিনিধিত্ব করে? (WBCS 2018)
উঃ- লর্ড Dufferin
No comments:
Post a Comment