General Knowledge questions and Answers || Quiz GK || Bangla GK - Psycho Principal

Fresh Topics

Friday, 29 April 2022

General Knowledge questions and Answers || Quiz GK || Bangla GK

 


প্রঃ কাকে ‘ বিশ্বকবি ’ বলা হয় ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে ।

প্রঃ কাকে ‘ নেতাজি ’ বলা হয় ?
উঃ সুভাষচন্দ্র বসুকে ।

প্রঃ কাকে ‘ পরমহংস ’ বলা হয় ?
উঃ শ্রীশ্রী রামকৃষদেবকে ।

প্রঃ কাকে ‘ বীরসন্ন্যাসী ’ বলা হয় ?
উঃ স্বামী বিবেকানন্দকে ।

প্রঃ কাকে ‘ বিদ্যাসাগর ’ বলা হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ।

প্রঃ কাকে ‘ বিদ্রোহী কবি ’ বলা হয় ?
উঃ কাজী নজরুল ইসলামকে ।

প্রঃ কাকে ‘ জাতির জনক ’ বলা হয় ?
উঃ মহাত্মা গান্ধিকে ।

প্রঃ কাকে ‘ ভারতপথিক ’ বলা হয় ?
উঃ রাজা রামমোহন রায়কে ।

প্রঃ কাকে ‘ দেশবন্ধু ' বলা হয় ?
উঃ চিত্তরঞ্জন দাশকে ।

প্রঃ কাকে ‘ বাংলার বাঘ ’ বলা হয় ?
উঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে ।

প্রঃ কাকে ‘ লোকমান্য ' বলা হয় ?
উঃ বাল গঙ্গাধর তিলককে ।

প্রঃ কাকে ‘ মাস্টারদা ' বলা হয় ?
উঃ সূর্য সেনকে ।

প্রঃ কাকে ‘ গান্ধিবুড়ি ’ বলা হয় ?
উঃ মাতঙ্গিনী হাজরাকে ।

প্রঃ কাকে ‘ ঋষি ’ বলা হয় ?
উঃ অরবিন্দ ঘোষকে ।

প্রঃ কাকে ‘ রাষ্ট্রগুরু ’ বলা হয় ?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ।

প্রঃ কাকে ‘ কথাশিল্পী ’ বলা হয় ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ।

প্রঃ কাকে ‘ ছন্দের জাদুকর ’ বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্তকে ।

প্রঃ কাকে ‘ সাহিত্যসম্রাট ' বলা হয় ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ।

প্রঃ কাকে ‘ মহাপ্রভু ’ বলা হয় ?
উঃ শ্রীশ্রী চৈতন্যদেবকে ।

প্রঃ ভারতের প্রাচীনতম শাস্ত্র কোন্‌টি ?
উঃ বেদ ।

প্রঃ সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন ?
উঃ মহাকবি কালিদাস ।

প্রঃ মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থগুলির নাম কী কী ?
উঃ মেঘদূতম্ , রঘুবংশম্ , কুমারসম্ভবম্ প্রভৃতি ।

প্রঃ প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবি কে ? তাঁর রচিত কাব্যগ্রন্থটির নাম কী ?
উঃ জয়দেব । তাঁর রচিত কাব্যগ্রন্থ গীতগোবিন্দ ৷

প্রঃ হিন্দি ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন ?
উঃ তুলসীদাস ।

প্রঃ ইংরেজি ভাষার একজন বিখ্যাত কবির নাম বলো ।
উঃ উইলিয়াম শেকসপিয়ার ।

প্রঃ উর্দু ভাষায় একজন বিখ্যাত কবির নাম বলো ।
উঃ মহম্মদ ইকবাল ।

প্রঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কী ?
উঃ দুর্গেশনন্দিনী ।

প্রঃ ‘ অমল ’ ও ‘ দইওয়ালা ’ চরিত্র দুটি কার সৃষ্টি ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ।

প্রঃ ‘ গুপী ’ ও ‘ বাঘা ’ চরিত্র দুটি কার সৃষ্টি ?
উঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ।

প্রঃ কয়েকজন বিখ্যাত বাঙালি অভিনেতার নাম বলো ।
উঃ প্রমথেশ বড়ুয়া , উত্তমকুমার , সৌমিত্র চট্টোপাধ্যায় , ছবি বিশ্বাস , রবি ঘোষ , কালী ব্যানার্জি , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ ।

প্রঃ কয়েকজন বিখ্যাত বাঙালি অভিনেত্রীর নাম বলো ।
উঃ কাননদেবী , সুচিত্রা সেন , সুপ্রিয়া দেবী , অর্পণা সেন , দেবশ্রী রায় , শতাব্দী রায় , ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ ।

প্রঃ ‘ অপু ’ ও ‘ দুর্গা ’ চরিত্রদুটি কার সৃষ্টি ?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - এর ।

প্রঃ ‘ পাগলা দাশু ’ চরিত্রটি কার সৃষ্টি ?
উঃ সুকুমার রায় - এর ।

প্রঃ ‘ ফেলুদা ’ চরিত্রটি কার সৃষ্টি ?
উঃ সত্যজিৎ রায় - এর ।

প্রঃ ‘ টেনিদা ’ চরিত্রটি কার সৃষ্টি ?
উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায় - এর ।

প্রঃ ভারতীয় চলচ্চিত্রের জনক কে ছিলেন ?
উঃ দাদাসাহেব ফালকে ।

প্রঃ কোন্ ভারতীয় পরিচালক অস্কার পুরস্কার পেয়েছিলেন ?
উঃ সত্যজিৎ রায় ।

প্রঃ পথের পাঁচালি ছবিটির পরিচালক কে ছিলেন ?
উঃ সত্যজিৎ রায় ।

প্রঃ প্রাচীন ভারতে কোন্ কোন্ খেলার প্রচলন ছিল ?
উঃ দাবা , পাশা , গদাযুদ্ধ , কুস্তি ও তিরছোড়া ।

প্রঃ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা কোনটি ?
উঃ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ।

প্রঃ কত বছর অন্তর এই প্রতিযোগিতা হয় ?
উঃ চার বছর অন্তর ।

প্রঃ ভারতের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা কোন্‌টি ?
উঃ জাতীয় লিগ ।

প্রঃ ফুটবলের পরিধি কত ?
উঃ ২৭ থেকে ২৮ ইঞ্চি ।

প্রঃ কত সময় ধরে ফুটবল খেলা চলে ?
উঃ ৯০ মিনিট ।

প্রঃ পৃথিবীর কয়েকজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম বলো ।
উঃ পেলে ( ব্রাজিল ) , মারাদোনা ( আর্জেন্টিনা ) , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( পোর্তুগাল ) , রুনি ( ইংল্যান্ড ) , অলিভার কান ( জার্মানি ) প্রভৃতি ।

প্রঃ ফুটবল মাঠের আয়তন কত ?
উঃ দৈঘ্য ১১০ মিটার ও প্রস্থে ৭০ মিটার ।

প্রঃ গোলপোস্ট মাটি থেকে কত উঁচুতে হয় ?
উঃ আট ফুট উঁচু ।

প্রঃ ক্রিকেট খেলার মাঠ , উইকেট , বল ও ব্যাট কেমন মাপের হয় ?
উঃ ক্রিকেট খেলার মাঠ গোলাকার , দুই উইকেটের মাঝের দৈর্ঘ্য ৬৬ ফুট , বলের পরিধি ৮ থেকে ৯ ইঞ্চি । ব্যাট চওড়ায় ৪.২৫ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ৩৮ ইঞ্চি ।

প্রঃ ভারতের শ্রেষ্ঠ রাজ্যগত ক্রিকেট প্রতিযোগিতা কোন্‌টি ?
উঃ রণজি ট্রফি ।

প্রঃ ফিফা কী ?
উঃ ফেডারেশন অব ইন্টারন্যাশানাল ফুটবল অ্যাসোসিয়েশন ।

প্রঃ এআইএফএ কী ?
উঃ অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন । 

প্রঃ কয়েকজন বিখ্যাত ভারতীয় ফুটবলারের নাম করো ।
উঃ পিকে ব্যানার্জি , চুনী গোস্বামী , ভাস্কর ব্যানার্জি , প্রশান্ত ব্যানার্জি , বাইচুং ভুটিয়া প্রভৃতি । কয়েকজন পৃথিবীবিখ্যাত ক্রিকেটারের নাম করো । উঃ ডন ব্রাডম্যান ( অস্ট্রেলিয়া ) , জিওফ বয়কট ( ইংল্যান্ড ) , স্টিভ ওয়া ( অস্ট্রেলিয়া ) , ব্রায়ান লারা ( ওয়েস্ট ইন্ডিজ ) , সুনীল গাভাসকর ( ভারত ) , শচীন তেন্ডুলকর ( ভারত ) , সৌরভ গাঙ্গুলি ( ভারত ) ।

প্রঃ প্রথম এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ ১৯৫১ সালের ৪ মার্চ , দিল্লিতে । 

প্রঃ এশিয়ান গেম্স কী ?
উঃ এশিয়ার বিভিন্ন দেশকে নিয়ে একটি বড়ো ক্রীড়াপ্রতিযোগিতার আসর।

প্রঃ ভারত এ পর্যন্ত হকি খেলায় অলিম্পিক কতবার বিজয়ী হয়েছে ?
উঃ ৮ বার ।

প্রঃ ভারত কবে ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ?
উঃ ১৯৮৩ সালে ।

প্রঃ ক্রিকেট খেলায় নতুন কোন্ ধারা এসেছে ?
উঃ টোয়েন্টি -২০ ক্রিকেট । এই খেলায় প্রতি দলকে ২০ ওভার করে খেলতে হয় ।

প্রঃ ক্রিকেট খেলা কে পরিচালনা করেন ?
উঃ আম্পায়ার ।

প্রঃ দাবা খেলা কোন্ দেশে আবিষ্কৃত হয় ?
উঃ ভারতে ।

প্রঃ ভারতের দুজন শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়ের নাম বলো ।
উঃ বিশ্বনাথ আনন্দ ও দিব্যোন্দু বড়ুয়া ।

প্রঃ ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ?
উঃ গুরুসদয় দত্ত ।

প্রঃ ভারতের জাতীয় খেলার নাম কী ?
উঃ হকি ।

প্রঃ হকির জাদুকর কাকে বলা হয় ?
উঃ ধ্যানচঁাদকে ।

প্রঃ ভারতে কোন্ মহিলা অলিম্পিকে দৌড়ে কৃতিত্ব অর্জন করেন ?
উঃ পি . টি . ঊষা ।

প্রঃ ঢাকা আবিষ্কারের আগে মানুষ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত ?
উঃ ঘোড়া বা হাতির পিঠে চেপে অথবা ডুলিতে ।

প্রঃ প্রথম কবে চাকা লাগানো গাড়ির ব্যবহার শুরু হয়েছিল ?
উঃ প্রায় ৫০০০ বছর আগে ।

প্রঃ যানবাহন কত রকম ও কী কী ?
উঃ তিন রকমের । যথা — স্থলযান , জলযান ও আকাশযান ।

প্রঃ প্রাচীনকালের সবচেয়ে দ্রুতগামী স্থলযান কোন্‌টি ?
উঃ ঘোড়ায় টানা রথ ।

প্রঃ বর্তমানে সবচেয়ে দ্রুতগামী যান কোন্‌টি ?
উঃ এরোপ্লেন বা উড়োজাহাজ ।

প্রঃ কোন্ দেশে পশু গাড়ি টানে ?
উঃ আমাদের দেশে গোরু , ঘোড়া । বরফের দেশে কুকুর ও বলগা হরিণ এবং মরুভূমিতে উট গাড়ি টানে ।

প্রঃ মালপত্র বহন করে কোন কোন যান ?
উঃ লরি , ট্রাক , মালগাড়ি ।

প্রঃ মোটরসাইকেল কবে , কোথায় প্রথম তৈরি হয় ?
উঃ ১৮৬৯ খ্রিস্টাব্দে , ফ্রান্সে ।

প্রঃ বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জেমস ওয়াট ও বোলটন ।

প্রঃ ভারতে প্রথম রেলগাড়ি কবে চালু হয়েছিল ?
উঃ ১৯৫৩ খ্রিস্টাব্দে মুম্বই থেকে থানে পর্যন্ত ।

প্রঃ কলকাতায় প্রথম মোটরগাড়ি কবে চলে ?
উঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

প্রঃ লঞ্চ কীসের সাহায্যে চলে ?
উঃ মোটর ইঞ্জিনের সাহায্যে ।

প্রঃ জাহাজ কীসের সাহায্যে চলে ?
উঃ বাষ্পীয় শক্তির সাহায্যে ।

প্রঃ কোন্ যান জলের নীচ দিয়ে চলে ?
উঃ সাবমেরিন বা ডুবোজাহাজ ।

প্রঃ মাটির নীচ দিয়ে কোন্ যান চলে ?
উঃ পাতাল রেল বা মেট্রো রেল ।

প্রঃ পৃথিবীতে প্রথম পাতাল রেল কবে কোথায় চালু হয় ?
উঃ ১৮৬৩ খ্রিস্টাব্দে লন্ডনে ।

প্রঃ ভারতে প্রথম পাতাল রেল কবে কোথায় চালু হয় ?
উঃ ১৯৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় ।

প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ নাইট্রোজেন (৭৮.০৮%)
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ২০.৯৪%
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০৩%
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ আর্গন (০.৯৩%)
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০০০০৬%
প্রঃ এরোসোল কি?
উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে।
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
প্রঃ পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার। (অনেকের মতে Magnetosphere)
প্রঃ সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C
প্রঃ কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
প্রঃ কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উঃ মেরু অঞ্চলে।
প্রঃ ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
প্রঃ নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ১৭ কিমি।
প্রঃ মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ০৯ কিমি।
প্রঃ ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ ট্রোপোপজ।
প্রঃ ট্রোপোপজ কথাটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।
প্রঃ ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Sir Napier Shaw
প্রঃ ওজোন গ্যাসের রঙ কি প্রকৃতির?
উঃ নীল।
প্রঃ কত খ্রীস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়?
উঃ ১৯৮৫ সালে।
প্রঃ ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমন্ডলে আবিষ্কৃত হয়?
উঃ আন্টার্কটিকা।
প্রঃ Ozone Hole (ওজোন গর্ত) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ডঃ ফারমেন।
প্রঃ প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে?
উঃ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।
প্রঃ কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)।
প্রঃ ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়?
উঃ ডবসন একক (DU)।
প্রঃ প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
উঃ ওজোন স্তরকে।
প্রঃ কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
উঃ ১৯২০ সালে, ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে।
প্রঃ কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়েছে?
উঃ ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন।
প্রঃ ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উঃ ডঃ ফারমেন।
প্রঃ নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ২৫০ DU
প্রঃ নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ৩৫০ DU
প্রঃ মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত?
উঃ ৪৫০ DU
প্রঃ ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।
প্রঃ প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস হিসেবে পালন করা হয়?
উঃ ১৬ ই সেপ্টেম্বর।
প্রঃ ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্রীঃ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালের ৩-১৪ ই জুন।
ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে।
প্রঃ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রীনহাউস গ্যাস সর্বাধিক দায়ী?
উঃ কার্বন ডাই অক্সাইড।
প্রঃ ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
প্রঃ কত খ্রীঃ, কে সর্বাপ্রথম বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় ‘গ্রীনহাউস’ শব্দটি ব্যবহার করেন?
উঃ ১৯০১ সালে, সুইডিশ আবহবিদ নীলস গুস্তাফ একহোম।
প্রঃ নিস্ক্রিয় সৌর বিকিরণের পরিমান কত?
উঃ ৩৪%
প্রঃ কার্যকরী সৌরতাপের পরিমান কত?
উঃ ৬৬%
প্রঃ কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়?
উঃ মাইক্রন (Micron)।
প্রঃ সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল গ্রহন করে?
উঃ ১৯%
প্রঃ সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত হয়?
উঃ ৪৭%

প্রঃ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস

প্রঃ জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল

প্রঃ প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল

প্রঃ রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান

প্রঃ পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন

প্রঃ রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল

প্রঃ আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী

প্রঃ অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ

প্রঃ আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন

প্রঃ সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ

প্রঃ গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক

প্রঃ হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকাপ্যাসিওলি

প্রঃ চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা

প্রঃ দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- সক্রেটিস

প্রঃ ইতিহাসের জনক?
উত্তরঃ- হেরোডোটাস

প্রঃ ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস

প্রঃ গণিতের জনক কে?
উত্তরঃ- আর্কিমিডিস

প্রঃ অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো

প্রঃ মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস

প্রঃ জ্যামিতির জনক কে?
উত্তরঃ- ইউক্লিড

প্রঃ বীজ গণিতের জনক কে?
উত্তরঃ- আল খাওয়ারেজমী

প্রঃ জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর

প্রঃ বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন

প্রঃ সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক

প্রঃ বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত

প্রঃ সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর

প্রঃ বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল

প্রঃ শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস

প্রঃ শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে

প্রঃ ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন

প্রঃ বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

প্রঃ বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রঃ বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ- দীন বন্ধু মিত্র

প্রঃ ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ- জিওফ্রে চসার

প্রঃ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- উইলহেম উন্ড

প্রঃ বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ- হীরালাল সেন

প্রঃ বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

প্রঃ আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন

প্রঃ আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- রজার বেকন

প্রঃ প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল

প্রঃ আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ

প্রঃ আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যাভয়সিয়ে

প্রঃ পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ- ওপেন হাইমার

প্রঃ তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ- হেনরি বেকরেল

প্রঃ আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন

প্রঃ গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্যালিলিও

প্রঃ হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ - অ্যাডওয়ার্ড টেলর

প্রঃ কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- চার্লস ব্যাবেজ

প্রঃ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ- রে টমলিনসন

প্রঃ লেজার এর জনক কে?
উত্তরঃ- মেইম্যান

প্রঃ www বা world wide web এর জনক কে?
উত্তরঃ- টিম বার্ণাস লি

প্রঃ হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান

প্রঃ টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ- আর জে এডওয়ার্ড

প্রঃ অলিম্পিকের জনক কে?
উত্তরঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে

প্রঃ সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোত্

প্রঃ সমাজ কর্মের জনক কে?
উত্তরঃ- জন অ্যাডামস

প্রঃ কমিউনিজমের জনক কে?
উত্তরঃ- কার্ল মার্কস

প্রঃ ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ- মুসোলীনি

প্রঃ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ

প্রঃ মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ- বিল গেটস

প্রঃ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ- মার্টিন কুপার

প্রঃ গুগলের জনক কে?
উত্তরঃ- সার্জেই বিন

প্রঃ ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ

প্রঃ টুইটারের জনক কে?
উত্তরঃ- জ্যাক ডোরসেই

প্রঃ আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ- বাল মেগারিজ

প্রঃ ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন

প্রঃ আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ- সক্রেটিস

প্রঃ এনাটমির জনক কে ?
উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস

প্রঃ ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা

প্রঃ হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকা প্যাসিওলি

প্রঃ মার্কেটিং এর জনক কে?
উত্তরঃ- ফিলিপ কোটলার

প্রঃ ব্যাংকিং এর জনক কে?
উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন

প্রঃ ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
উত্তরঃ- হেনরী ফাওল

প্রঃ রেডিও বা বেতারের জনক কে?
উত্তরঃ- মার্কনী

প্রঃ বাই সাইকেলের জনক কে?
উত্তরঃ- কার্ল ভ্যান ড্রেইস

প্রঃ আমেরিকার জনক কে?
উত্তরঃ- জর্জ ওয়াশিংটন

No comments:

Post a Comment