GK Bangla || General Knowledge 2023 || Basic GK || - Psycho Principal

Fresh Topics

Thursday, 28 April 2022

GK Bangla || General Knowledge 2023 || Basic GK ||

 

 




প্রঃ পৃথিবীর আকার কেমন ?
উঃ পৃথিবীর আকার গােলাকার । উত্তর দক্ষিণ প্রান্ত সামান্য চাপা , ঠিক কমলালেবুর মতাে দেখতে ।


প্রঃ পৃথিবীর পরিধি কত ?
উঃ পূর্ব পশ্চিমে ৪০,০৭৫ কিলােমিটার ও উত্তর দক্ষিণে ৪০,০০৭ কিলােমিটার ।


প্রঃ পৃথিবীর গতি কয় প্রকার ও কী কী ?
উঃ পৃথিবীর গতি দুই প্রকার — আহ্নিক গতি ও বার্ষিক গতি ।


প্রঃ আহ্নিক গতি কাকে বলে ?
উঃ পৃথিবীর নিজের কাল্পনিক মেরুদণ্ডের উপর ভর করে প্রায় ২৪ ঘন্টায় একবার পাক খায় । এই গতির নাম আহ্নিক গতি ।


প্রঃ আহ্নিক গতির ফলে কী হয় ?
উঃ আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি হয় ।


প্রঃ বার্ষিক গতি কাকে বলে ?
উঃ পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ঘুরতে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টায় সূর্যকে একবার প্রদক্ষিণ করে । এই গতিকে বার্ষিক গতি বলে।


প্রঃ বার্ষিক গতির ফলে কী হয় ?
উঃ বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় ।


প্রঃ সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে ?
উঃ সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় লাগে ।


প্রঃ সূর্যের চারিদিকে পৃথিবী কত বেগে ঘুরছে ?
উঃ প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলােমিটার বেগে ।


প্রঃ পৃথিবীতে সূর্যের আলাে আসতে কত সময় লাগে ?
উঃ প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড ।


প্রঃ পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে ?
উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।


প্রঃ পৃথিবীর ক - টি মেরু ও কী কী ?
উঃ পৃথিবীর দুটি মেরু - সুমেরু বা উত্তর মেরু এবং কুমেরু বা দক্ষিণ মেরু ।


প্রঃ সুমেরু কাকে বলে ?
উঃ পৃথিবীর সর্ব উত্তরভাগকে বলা হয় সুমেরু বা উত্তর মেরু ।


প্রঃ কুমেরু কাকে বলে ?
উঃ পৃথিবীর সর্ব দক্ষিণভাগকে কুমেরু বা দক্ষিণ মেরু বলে ।


প্রঃ পৃথিবীর কোথায় বছরে ছ - মাস দিন ও ছ - মাস রাত হয় ?
উঃ উত্তর ও দক্ষিণ মেরুতে ।


প্রঃ পৃথিবীতে কত ভাগ জল ও কত ভাগ স্থল ?
উঃ তিন ভাগ জল ও এক ভাগ স্থল ।


প্রঃ পৃথিবীতে ক - টি মহাদেশ আছে ও কী কী ?
উঃ পৃথিবীতে মােট সাতটি মহাদেশ আছে । যথা — এশিয়া , আফ্রিকা , উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা , অ্যান্টার্কটিকা , ইউরােপ ও অস্ট্রেলিয়া ।


প্রঃ পৃথিবীর সবচেয়ে বড়াে ও ছােটো মহাদেশটির নাম কী ?
উঃ সবচেয়ে বড়াে মহাদেশটির নাম এশিয়া এবং সবচেয়ে ছােটো মহাদেশটি অস্ট্রেলিয়া ।


প্রঃ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি ?
উঃ আফ্রিকা ।


প্রঃ পৃথিবীর জলভাগ ক - টি মহাসাগরে বিভক্ত ও কী কী ?
উঃ পৃথিবীর জলভাগ পাঁচটি মহাসাগরে বিভক্ত । যথা — প্রশান্ত মহাসাগর , আটলান্টিক মহাসাগর , ভারত মহাসাগর , উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর ।


প্রঃ পৃথিবীর সবচেয়ে বড়াে ও সবচেয়ে ছােটো মহাসাগর কোনটি ?
উঃ সবচেয়ে বড়াে প্রশান্ত মহাসাগর এবং সবচেয়ে ছােটো উত্তর মহাসাগর ।


প্রঃ পৃথিবীর কোন দেশে রাতেও সূর্য দেখা যায় ?
উঃ নরওয়েতে ।


প্রঃ আমরা যে দেশে বসবাস করি তার নাম কী ?
উঃ ভারতবর্ষ বা ইন্ডিয়া ।


প্রঃ আমাদের দেশের নাম ভারতবর্ষ হল কেন ?
উঃ অতি প্রাচীনকালে ভরত নামে এক রাজা আমাদের দেশে রাজত্ব করতেন । তাঁর নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ ।


প্রঃ আমাদের দেশের নাম ইন্ডিয়া হল কেন ?
উঃ প্রাচীনকালে গ্রিকরা সিন্ধুনদকে ইন্ডাস বলত । এই ইন্ডাস শব্দ থেকেই ইন্ডিয়া কথাটি এসেছে ।


প্রঃ ভারতবর্ষ কবে স্বাধীন হয় ?
উঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ।

প্রঃ ভারত স্বাধীন হওয়ার আগে এ দেশ কারা শাসন করত ?
উঃ ভারত স্বাধীন হওয়ার আগে এ দেশে ইংরেজরা শাসন করত ।


প্রঃ ভারতের আয়তন কত ?
উঃ ৩ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলােমিটার ।


প্রঃ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ রবার্ট ক্লাইভ ।


প্রঃ ভারতের স্বাধীনতা আন্দোলনে মহান নেতা কে ছিলেন ?
উঃ মহাত্মা গান্ধি ।


প্রঃ ভারত কবে সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ?
উঃ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ।


প্রঃ ভারতবর্ষের রাজধানী নাম কী ?
উঃ নতুন দিল্লি ।


প্রঃ ভারতের রাষ্ট্রভাষা কী ?
উঃ হিন্দি ।


প্রঃ ভারতের জাতীয় পতাকার ক - টি রং ও কী কী ? এই রংগুলি কীসের প্রতীক ?
উঃ ভারতের জাতীয় পতাকার তিনটি রং । উপরে গেরুয়া , যা ত্যাগ ও সাহসিকতার প্রতীক , মাঝখানে সাদা যা শান্তি ও সত্যের প্রতীক এবং এর মাঝখানে অশােকচক্র থাকে , যা অগ্রগতির প্রতীক । আর একেবারে নীচে থাকে সবুজ , যা বিশ্বাস ও শৌর্যের প্রতীক ।


প্রঃ অশােকচক্রের মাঝে ক - টি দাগ থাকে ?
উঃ ২৪ টি ।


প্রঃ ভারতের জাতীয় সংগীত কোনটি ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ জনগণমন অধিনায়ক জয় হে ' গানটি ।


প্রঃ কোন সংগীতকে ভারতের জাতীয় সংগীতের সমান মর্যাদা দেওয়া হয় ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ বন্দেমাতরম ’ গানটি এবং মহম্মদ ইকবালের ‘ সারে যাহা সে আচ্ছা ’ গানটি ।


প্রঃ ভারতের কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে ?
উঃ ২৯ টি রাজ্য ও ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ।


প্রঃ ভারতের সবচেয়ে বড়াে ও সবচেয়ে ছােটো রাজ্য কোনটি ?
উঃ সবচেয়ে বড়াে রাজ্য - রাজস্থান । সবচেয়ে ছােটো রাজ্য — গােয়া ।


প্রঃ ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্যের নাম কী ?
উঃ কেরালা ।


প্রঃ ভারতের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রাজ্য কোনটি ?
উঃ পশ্চিমবঙ্গ ।


প্রঃ ভারতের সবথেকে বড়ড়া জেলার নাম কী ?
উঃ গুজরাতের কচ্ছ জেলা ( ৪৫,৬৫২ বর্গকিমি ) ।


প্রঃ ভারতের বৃহত্তম শহর কোনটি ?
উঃ মুম্বাই ।


প্রঃ ভারতের প্রধান ছ - টি শহরের নাম বলাে-
উঃ দিল্লি , মুম্বাই , কলকাতা , চেন্নাই , বেঙ্গালুরু ও হায়দরাবাদ ।


প্রঃ ভারতের তিনটি শৈলশহরের নাম বলাে ।
উঃ দার্জিলিং , সিমলা ও নৈনিতাল ।


প্রঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
উঃ NH - 7 ( ২,৩৬৯ কিমি . ) । বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ।


প্রঃ ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উঃ হিমালয় পর্বতমালা ।


প্রঃ ভারতের উচ্চতম গিরিশৃঙ্গ কোনটি ?
উঃ গডউইন অস্টিন ( উচ্চতা ৮,৬১১ মি . ) ।


প্রঃ ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি ?
উঃ গঙ্গা ( ২,৫২৫ কিমি . ) ।


প্রঃ ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উঃ কাশ্মীরের উলার হ্রদ ।


প্রঃ ভারতের বৃহত্তম বাঁধ কোনটি ?
উঃ পাঞ্জাবের ভাকরা - নাগাল বাঁধ ।


প্রঃ ভারতে অবস্থিত মরুভূমিটির নাম কী ?
উঃ থর মরুভূমি ।


প্রঃ ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় ?
উঃ মেঘালয়ের মৌসিনরামে ( চেরাপুঞ্জি ) ।


প্রঃ ভারতের কোন্ জায়গাকে ভূস্বর্গ বলা হয় ?
উঃ কাশ্মীরকে ।


প্রঃ ভারতের প্রধান কৃষিজাত দ্রব্য কী ?
উঃ ধান , গম , আখ , যব , চা , পাট , তুলাে প্রভৃতি ।


প্রঃ ভারতের কোন্ রাজ্যে সবথেকে বেশি ধানচাষ হয় ?
উঃ পশ্চিমবঙ্গে ।


প্রঃ ভারতের প্রধান খনিজদ্রব্যগুলি কী কী ?
উঃ কয়লা , লােহা , ম্যাঙ্গানিজ , অভ্র , তামা , সােনা প্রভৃতি ।


প্রঃ কয়লাখনির জন্য ভারতের কোন্ অঞল সর্বাধিক প্রসিদ্ধ ?
উঃ ঝাড়খণ্ডের ঝরিয়া ।


প্রঃ ভারতের কোথায় খনিজ তৈল পাওয়া যায় ?
উঃ অসমে ডিগবয় ও মহারাষ্ট্রের বােম্বে হাইতে ।


প্রঃ ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কারখানা কোটি ?
উঃ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ( জামশেদপুর ) ।


প্রঃ ভারতের উচ্চতম রেলস্টেশন কোনটি ?
উঃ দার্জিলিঙের ঘুম ।


প্রঃ ভারতের বৃহত্তম রেলস্টেশন কোনটি ?
উঃ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস।


প্রঃ ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উঃ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দর ।


প্রঃ ভারতের সমাধি সৌধ কোনটি ?
উঃ আগ্রার তাজমহল ।


প্রঃ ভারতের রাষ্ট্রপ্রধানকে কী বলে ?
উঃ রাষ্ট্রপতি ।


প্রঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ড . রাজেন্দ্র প্রসাদ ।


প্রঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ পণ্ডিত জওহরলাল নেহরু ।


প্রঃ ভারতের জাতীয় প্রতীক কী ?
উঃ অশােক স্তম্ভ ।


প্রঃ ভারতের জাতীয় ধ্বনি কী ?
উঃ জয়হিন্দ ।


প্রঃ ভারতের জাতীয় আদর্শ কী ?
উঃ সত্যমেব জয়তে ।


প্রঃ ভারতের জাতীয় পশু কী ?
উঃ বাঘ ।


প্রঃ ভারতের জাতীয় ফুল কী ?
উঃ পদ্ম ।


প্রঃ ভারতের জাতীয় পাখি কী ?
উঃ ময়ূর ।


প্রঃ ভারতের জাতীয় ফল কী ?
উঃ আম ।


প্রঃ ভারতের জাতীয় খেলা কী ?
উঃ হকি ।


প্রঃ ইতিহাস কাকে বলে ?
উঃ অতীতের কথা বা ঘটনাকে ইতিহাস বলে ।


প্রঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোথুলিকে বলা হয় ?
উঃ মেসােপটেমিয়া , মিশর , সিন্ধু উপত্যকার সভ্যতা , চিন ও গ্রিসের সভ্যতা ।


প্রঃ এইসব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উঃ বিভিন্ন নদী উপত্যকায় গড়ে উঠেছিল ।


প্রঃ ভারতবর্ষের প্রাচীন সভ্যতা কী ? এই সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উঃ সিন্ধু সভ্যতা । সিন্ধুনদের তীরে হরপ্পা ও মহেনজোদারােতে ।


প্রঃ আর্যরা কত বছর আগে ভারতে আসেন ?
উঃ প্রায় চারহাজার বছর আগে ।


প্রঃ আর্য ঋষিরা কী রচনা করেন ?
উঃ বেদ ।


প্রঃ বেদ কোন ভাষায় রচনা করা হয়েছিল ?
উঃ সংস্কৃত ভাষায় ।


প্রঃ বেদের অন্য নাম কী ? কেন ?
উঃ শ্রুতি । শুনে শুনে মনে রাখা হত তাই ।


প্রঃ পৌরাণিক যুগ কবে শুরু হয় ?
উঃ বৈদিক যুগের পরবর্তী যুগে এর শুরু ।


প্রঃ হরপ্পা সভ্যতা কোন্ যুগের ?
উঃ তাম্র যুগের ।


প্রঃ সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করেন ?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি ।


প্রঃ ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে ? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য । সম্রাট অশােক ।


প্রঃ আলেকজান্ডার কে ছিলেন ?
উঃ ম্যাসিডনের রাজা ও দিগবিজয়ী গ্রিক বীর ।


প্রঃ ভারতে মােগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে ?
উঃ বাবর ।


প্রঃ মােগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
উঃ মহামতি আকবর ।


প্রঃ কোন্ যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় ?
উঃ গুপ্তযুগকে ।


প্রঃ শিবাজি কে ছিলেন ?
উঃ তিনি ছিলেন একজন মারাঠা বীর ও যােদ্ধ । তিনি স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন ।


প্রঃ কোন্ গ্রিকদূত প্রথমে ভারতে এসেছিলেন ?
উঃ মেগাস্থিনিস ।


প্রঃ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার শ্রেষ্ঠ রত্ন কে ?
উঃ মহাকবি কালিদাস ।
প্রঃ ভারতের প্রাচীন আদিবাসী কারা ?
উঃ সাঁওতাল , কোল , ভিল , মুণ্ডা এবং কুকি জাতের মানুষেরা ।


প্রঃ ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উঃ হেরােডােটাসকে ।


প্রঃ পৃথিবীর প্রথম ইতিহাস কোথায় লেখা হয় ? কে লেখেন ?
উঃ গ্রিসে । হেরােডােটাস ।


প্রঃ কারা বাণিজ্য করতে প্রথম ভারতে আসে ?
উঃ পর্তুগিজরা ।


প্রঃ বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ?
উঃ লক্ষণ সেন ।




No comments:

Post a Comment