GK Questions and answers || Basic GK || Bangla - Psycho Principal

Fresh Topics

Wednesday, 27 April 2022

GK Questions and answers || Basic GK || Bangla

 





প্রঃ বিজ্ঞান কাকে বলে ?

উঃ বিজ্ঞান কথার অর্থ হল বিশেষ জ্ঞান ।


প্রঃ তাপ কী ?
উঃ তাপ এক ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় ও বর্জন করলে বস্তু ঠান্ডা হয় ।


প্রঃ তাপের প্রধান উৎস কী ?
উঃ সূর্য ।


প্রঃ তাপমাত্রা মাপার যন্ত্রকে কী বলে ?
উঃ থার্মোমিটার ।


প্রঃ সেন্টিগ্রেড থার্মোমিটারে কত তাপমাত্রায় জল বরফ হয় এবং কত তাপমাত্রায় জল ফোটে ?
উঃ ০ ডিগ্রি সেলসিয়াসে জল বরফ হয় এবং ১০০ ডিগ্রি সেলসিয়াসে জল ফোটে ।


প্রঃ জলের কঠিন ও গ্যাসীয় রূপের নাম কী ?
উঃ কঠিন রূপের নাম বরফ । গ্যাসীয় রূপের নাম বাষ্প ।


প্রঃ একটি তরল ধাতুর নাম করাে-
উঃ পারদ ।


প্রঃ লােহা , তামা , হিরে কোনটি সবথেকে কঠিন পদার্থ ?
উঃ হীরে ।


প্রঃ বিশুদ্ধ লােহার রং কীরকম ?
উঃ উজ্জ্বল সাদা ।


প্রঃ দুধের ঘনত্ব কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ ল্যাকটোমিটার ।


প্রঃ কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ?
উঃ ব্যারােমিটার ।


প্রঃ কোন্ যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ?
উঃ সিসমােগ্রাফ ।


প্রঃ কোন্ যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে বড়াে করে দেখা যায় ?
উঃ বাইনােকুলার ।


প্রঃ কোন্ যন্ত্রের সাহায্যে ছােটো জিনিসকে বড়াে করে দেখা যায় ?
উঃ অনুবীক্ষণ যন্ত্র ।


প্রঃ কম্পাস কী ?
উঃ দিক নির্ণয় করার যন্ত্র ।


প্রঃ চাঁদে মানুষ বসবাস করতে পারে না কেন ?
উঃ বাতাস নেই বলে ।


প্রঃ লেবুর রস টক কেন ?
উঃ সাইট্রিক অ্যাসিড থাকে বলে ।


প্রঃ পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন ?
উঃ পিপড়ে কামড়ানাের সময় সেই জায়গায় ফরমিক অ্যাসিড ঢেলে দেয় বলে ।


প্রঃ বরফ জলে ভাসে কেন ?
উঃ বরফের ওজন সমপরিমাণ জলের ওজনের চেয়ে কম বলে ।


প্রঃ কোনাে জিনিস উপরের দিকে ছুড়লে নীচের দিকে নেমে আসে কেন ?
উঃ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য ।


প্রঃ রাতে বিড়ালের চোখ জ্বলজ্বল করে কেন ?
উঃ বিড়ালের চোখে ট্যাপােটাম নামে এক ধরনের পদার্থ থাকে । সেটি অন্ধকারে জ্বলজ্বল করে ।


প্রঃ ডিনামাইট কী ?
উঃ এক ধরনের শক্তিশালী বিস্ফোরক ।


প্রঃ কার্বন - ডাইঅক্সাইড গ্যাস কোন কাজে বেশি ব্যবহৃত হয় ?
উঃ আগুন নেভানাের কাজে ।


প্রঃ মাকড়সার জাল কী ?
উঃ মাকড়সার দেহ থেকে বের হওয়া একধরনের রস দিয়ে তৈরি সূক্ষ্ম সুতাের ফাস ।

প্রঃ জলকে অত্যন্ত গরম করলে কী হয় ?
উঃ বাষ্প হয়ে উবে যায় ।


প্রঃ মানুষের বৈজ্ঞানিক নাম কী ?
উঃ হােমােসেপিয়েন্স ।


প্রঃ সৌরজগৎ কাকে বলে ?
উঃ সূর্যকে কেন্দ্র করে গ্রহ , উপগ্রহ এবং আরাে অনেক জ্যোতিষ্ক সবসময় ঘুরছে , এইসব গ্রহ , উপগ্রহ এবং জ্যোতিষ্ক নিয়ে সূর্যের যে বিশাল পরিবার তাকে বলে সৌরজগৎ ।


প্রঃ সূর্য কী ?
উঃ সূর্য আমাদের সবচেয়ে কাছের উজ্জ্বলতম নক্ষত্র বা তারা । এটি গ্যাসের তৈরি জ্বলন্ত আগুনের পিণ্ড ।


প্রঃ সূর্য কী দিয়ে তৈরি ?
উঃ সূর্য বিভিন্ন গলিত ধাতু ও গ্যাস দিয়ে তৈরি ।


প্রঃ সূর্যের উত্তাপ কত ?
উঃ সূর্যের উপরিভাগের উত্তাপ প্রায় ১০,০০০ ডিগ্রি ফারেনহাইট । আর ভিতরের উত্তাপ দেড় কোটি ডিগ্রি কেলভিন ।


প্রঃ সৌরজগতের ক - টি গ্রহ ও কী কী ?
উঃ সৌরজগতের মােট ৮ টি গ্রহ । সূর্য থেকে দূরত্ব অনুযায়ী এদের নাম — বুধ , শুক্র , পৃথিবী , মঙ্গল , বৃহস্পতি , শনি , ইউরেনাস ও নেপচুন । ( আগে প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হত । বর্তমানে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন প্লুটো হল একটি বামন গ্রহ । ) ।


প্রঃ সূর্যের আলােয় ক - টি রং আছে ও কী কী ?
উঃ সূর্যের আলােয় মােট সাতটি রং আছে । যথা — বেগুনি , নীল , আকাশি , সবুজ , হলুদ , কমলা এবং লাল ।


প্রঃ সূর্যের এই সাতটি রং আমরা কখন দেখতে পাই ?
উঃ যখন নীল আকাশের বুকে রামধনু ওঠে তখন আমরা সূর্যের সাতটি রং দেখতে পাই ।


প্রঃ সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় ?
উঃ সূর্য পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়াে ।


প্রঃ গ্ৰহ কী ?
উঃ সূর্যের চারিদিকে যেগুলি ঘােরে , সেগুলিকে বলা হয় গ্রহ ।


প্রঃ নক্ষত্র কী ?
উঃ সূর্যের মতাে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলাে আছে সেগুলিকে বলে নক্ষত্র ।


প্রঃ কোন্ গ্রহের বলয় আছে ?
উঃ শনি গ্রহের বলয় আছে ।


প্রঃ লােহিত গ্রহ কাকে বলে ?
উঃ মঙ্গল গ্রহকে লােহিত গ্রহ বলে ।


প্রঃ আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্রের নাম কী ?
উঃ আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্রের নাম লুক ।


প্রঃ কোন তারার সাহায্যে দিক নির্ণয় করা যায় ?
উঃ ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা যায় ।


প্রঃ গ্রহ ও নক্ষত্রের তফাত কী ?
উঃ গ্রহ সূর্যের চারিদিকে ঘােরে । নক্ষত্র একই জায়গায় থাকে । গ্রহের নিজস্ব আলাে নেই , নক্ষত্রের নিজস্ব আলাে আছে ।


প্রঃ সৌরজগতের সবচেয়ে বড়াে ও সবচেয়ে ছােটো গ্রহের নাম কী ?
উঃ সৌরজগতের সবচেয়ে বড়াে গ্রহের নাম বৃহস্পতি ও সবচেয়ে ছােটো গ্রহের নাম বুধ ।


প্রঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উঃ পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র


প্রঃ দিনেরবেলা গ্রহ - নক্ষত্র দেখা যায় না কেন ?
উঃ দিনেরবেলায় সূর্যের আলাের জন্য গ্রহ নক্ষত্র দেখা যায় না ।


প্রঃ চাদ কী ?
উঃ চাদ হল পৃথিবীর একটি উপগ্রহ ।


প্রঃ ধূমকেতু কী ?
উঃ গ্যাসীয় উপাদানে তৈরি ঝটার মতাে লেজযুক্ত উজ্জলতম জ্যোতিষ্ক ।


প্রঃ সবচেয়ে বিখ্যাত ধূমকেতুর নাম কী ?
উঃ হ্যালির ধূমকেতু ।


প্রঃ উল্কা কী ?
উঃ এটি একটি পিণ্ড যা মহাকাশে ঘুরে বেড়ায় । প্রায়ই দেখা যায় এরা আলাের ধারার মতন আকাশের বুকে প্রচণ্ড গতিতে ছুটে চলে ।


প্রঃ উল্কাপাত কী ?
উঃ উল্কাপাত হল তারা খসা ।


প্রঃ আলােকবর্ষ কাকে বলে ?
উঃ আলাে একবছরে যে পথ বা দূরত্ব অতিক্রম করে তাকে এক আলােকবর্ষ বলে ।

প্রঃ ছায়াপথ কী ?
উঃ ছায়াপথ হল কোটি কোটি জ্যোতিষ্কের সমষ্টি দিয়ে একটি বৃত্তাকার পথ ।


প্রঃ প্রাণী কাদের বলে ?
উঃ যাদের প্রাণ আছে ও যারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে তাদের প্রাণী বলে ।


প্রঃ পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয় কবে ?
উঃ আনুমানিক ২৫০ কোটি বছর আগে ।


প্রঃ পৃথিবীর প্রথম প্রাণী কী ?
উঃ অ্যামিবা নামে এক ধরনের এককোষী প্রাণী ।


প্রঃ পৃথিবীতে কোথায় প্রথম প্রাণী জন্ম নেয় ?
উঃ সমুদ্রের জলে ।


প্রঃ প্রাণীদের ক - ভাগে ভাগ করা যায় ও কী কী ?
উঃ প্রাণীদের সাধারণত চার ভাগে ভাগ করা যায় ।
যথা — থলচুর , জলচর , উভচর ও খেচর ।


প্রঃ স্থলচর প্রাণী কাদের বলে ?
উঃ যেসব প্রাণী স্থলে বা ডাঙায় বসবাস করে তাদের স্থলচর প্রাণী বলে । যেমন — গােরু , কুকুর , মানুষ ইত্যাদি।


প্রঃ সবচেয়ে বড়াে স্থলচর প্রাণী কী ?
উঃ হাতি ।


প্রঃ জুলচর প্রাণী কাদের বলে ?
উঃ যেসব প্রাণী জলে বসবাস করে , তাদের জলচর প্রাণী বলে । যেমন — মাছ ।


প্রঃ সবচেয়ে বড়াে জলচর প্রাণী কোনটি ?
উঃ নীলতিমি । লম্বায় প্রায় ৩১ মিটার ।


প্রঃ খেচর প্রাণী কাদের বলে ?
উঃ যারা আকাশে উড়তে পারে , তাদের খেচর প্রাণী বলে । যেমন— —পাখি ।


প্রঃ উভচর প্রাণী কাদের বলে ?
উঃ যারা জলে ও ডাঙায় উভয় জায়গাতেই বসবাস করে তাদের উভচর প্রাণী বলে । যেমন — ব্যাঙ , সাপ প্রভৃতি ।


প্রঃ মেরুদণ্ডী প্রাণী কাদের বলে ?
উঃ যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে । যেমন — মানুষ ।


প্রঃ অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে ?
উঃ যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে ।
যেমন — সাপ ।


প্রঃ সবচেয়ে লম্বা প্রাণী কোনটি ?
উঃ জিরাফ ।


প্রঃ কোন্ প্রাণী দাঁড়িয়ে ঘুমােয় ?
উঃ ঘােড়া ।


প্রঃ কোন্ প্রাণীর ঘ্রাণশক্তি খুব বেশি ?
উঃ কুকুরের ।


প্রঃ কোন প্রাণীর শরীরের চামড়া খােলসের মতাে ত্যাগ করে ?
উঃ সাপ ।


প্রঃ কোন প্রাণীর পাঁচটা চোখ ?
উঃ মৌমাছির ।


প্রঃ নিশাচর প্রাণী কাদের বলে ?
উঃ যেসব প্রাণী সাধারণত দিনে ঘুমােয় আর রাতে চলাফেরা করে তাদের নিশাচর প্রাণী বলে । যেমন — পেঁচা , বাদুড় , শিয়াল , হায়না প্রভৃতি ।


প্রঃ সরীসৃপ প্রাণী কাদের বলে ?
উঃ যেসব প্রাণী বুকে হেঁটে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে । যেমন — সাপ , টিকটিকি , গিরগিটি প্রভৃতি ।


প্রঃ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
উঃ উটকে ।


প্রঃ কোন্ পাখির ডানা নেই ?
উঃ কিউই পাখির ।


প্রঃ সবচেয়ে ছােটো পাখি কোনটি ? এদের কোথায় দেখা যায় ?
উঃ হামিং বার্ড । এদের কিউবাতে দেখা যায় ।


প্রঃ সবচেয়ে বেশিক্ষণ উড়তে পারে কোন পাখি ?
উঃ পায়রা ।


প্রঃ কোন্ পাখি বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না ।
উঃ চাতক পাখি ।


প্রঃ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কে ?
উঃ মানুষ ।


প্রঃ কোন্ পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে ?
উঃ ঈগল পাখি ।


প্রঃ কোন্ মাছ গাছে বাসা বানায় ?
উঃ স্পিড়ল মাছ ।


প্রঃ পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি ?
উঃ পিপড়ে ।


প্রঃ কোন্ সরীসৃপ ইচ্ছেমতাে রং বদলাতে পারে ?
উঃ গিরগিটি ।


প্রঃ কোন প্রাণীর কান নেই ?
উঃ সাপের ।

No comments:

Post a Comment