GK Questions And answers || competitive exams 2023 || General Knowledge In Bangla || - Psycho Principal

Fresh Topics

Friday, 29 April 2022

GK Questions And answers || competitive exams 2023 || General Knowledge In Bangla ||




 ০১. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?

উত্তরঃ ১১২নং ধারা।

০২. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে।

০৩. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।

০৪. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ ছয় বছর।

. কে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন?
উত্তর: গভর্নর

. দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল?
উত্তর: মুলশঙ্কর।

. 'ইয়েলো টেরর' দিয়ে কাকে সম্বোধন করা হয়েছিল?
উত্তর: জাপান।

. দিল্লির প্রথম সুলতান কে এই শহরটি তৈরি করেছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক।

. ভারতের প্রথম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: গুলজারি লাল নন্দা।

. মহারাষ্ট্রের কোন সমাজ সংস্কারককে 'লোকহিতওয়াদী' বলা হয়?
উত্তর: গোপাল হরি দেশমুখ।

. পৃথিবীর ছায়াপথকে কী বলা হয়?
উত্তর: মান্দাকিনী।

. URL এর পুরো নাম কি ?
উত্তরঃ ইউনিফর্ম লোকেটর।

. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।

. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উত্তরঃ হিরাকুঁদ।

. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।

. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে।  

. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী। 

. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।

. কোন পদ্ধতিতে জমি থেকে উত্তোলিত অপরিশোধিত তেল পৃথক করা হয়?
উত্তর: ভগ্নাংশ পাতন দ্বারা

. নীলনদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটে?
উত্তর: মিশরীয় সভ্যতা।

. আকবর কখন 'দিন-ই-ইলাহী' ধর্ম প্রচার করেছিলেন?
উত্তর: 1582 খ্রিস্টাব্দে।

. 'ভারতনাট্যম' কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য?
উত্তর: তামিলনাড়ু।

. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?
উত্তর: ত্বকের ত্বক।

. ভারতের সর্বোচ্চ সেনাপতি কে?
উত্তর: রাষ্ট্রপতি।

. ধনবন্তরী পুরষ্কারটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
উত্তর: চিকিত্সা ক্ষেত্র।

. হিটলার কখন আত্মহত্যা করেছিলেন?
উত্তর: 3045 এপ্রিল 1945

. জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর: থান, মহারাষ্ট্র (ভারত)।

. গায়ত্রী মন্ত্র কোন দেবীর উদ্দেশ্যে সম্বোধন করা হয়?
উত্তর: সাবিতা।

. ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি?
উত্তর: রাজীব গান্ধী খেলা রত্ন পুরষ্কার।

. হলুদের কান্ডকে কী বলা হয়?
উত্তর: প্রকাশ।

. 'কৃষি' কোন ভাষার শব্দ?
উত্তর: লাতিন ভাষা।

. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তরঃ ভেগাস।

. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ লালা হরদয়াল।

. কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ? 
উত্তরঃ ১৯১১ সালে।

. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।

. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
উত্তরঃ চম্পারণে।

. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ পাকস্থলী। 

. কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন। 

. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।

. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট। 

. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।

. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উত্তরঃ ১৯২৮ সালে।

. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C এর অভাবে।

. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তরঃ ঢোল গোবিন্দ।

. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।

. কে শকাব্দ প্রবর্তন করেন ?
উত্তরঃ কনিষ্ক।

. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

. PVC পুরো নাম কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ ৩৫৬নং ধারা। 

. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।

. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকাতে।

. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।

. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উত্তরঃ ৬১তম সংশোধনী।

. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।

. JFM এর পুরো নাম কি ?
উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।

. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
উত্তরঃ বিহারের শোন নদীর সেতু।

. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ থর মরুভূমি।

. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।

. ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উত্তরঃ ৪০নং ধারায়।

. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বম্বে।

. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে।

. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে।

. কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু ।

. HIV এর পুরো নাম কি ?
উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

. GST এর পুরো কথা কী ?
উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

. সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।

. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।

. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
উত্তরঃ ১৯নং ধারা।

. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন।

. আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লীতে।

. ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ? 
উত্তরঃ বাস্কেট বল।

. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শর্টপুট।

. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ টোকিও, জাপান

. কোন বছরে ভাটনগর পুরষ্কার শুরু হয়?
উত্তর: 1957 খ্রি।

. কোন প্রাণীর হৃদয়ের ওজন 600 কেজি পর্যন্ত?
উত্তর: নীল তিমি

. 'সত্যার্থ প্রকাশ' কে রচনা করেছিলেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।

. দারুচিনি গাছের কোন অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: ছাল থেকে

. 'অমৃত বাজার পত্রিকা' প্রকাশের কাজটি কোন সালে শুরু হয়েছিল?
উত্তর: 1868

. কোন পদ্ধতিতে জমি থেকে উত্তোলিত অপরিশোধিত তেল পৃথক করা হয়?
উত্তর: ভগ্নাংশ পাতন দ্বারা

. নীলনদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটে?
উত্তর: মিশরীয় সভ্যতা।

. আকবর কখন 'দিন-ই-ইলাহী' ধর্ম প্রচার করেছিলেন?
উত্তর: 1582 খ্রিস্টাব্দে।

. 'ভারতনাট্যম' কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য?
উত্তর: তামিলনাড়ু।

. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?
উত্তর: ত্বকের ত্বক।

. ভারতের সর্বোচ্চ সেনাপতি কে?
উত্তর: রাষ্ট্রপতি।

. ধনবন্তরী পুরষ্কারটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
উত্তর: চিকিত্সা ক্ষেত্র।


৯২. 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেছিলেন -
উ: স্বামী বিবেকানন্দ

৯৩. কে আলিগড় আন্দোলন চালিয়েছিলেন -
উ:স্যার সৈয়দ আহমেদ খান

৯৪. কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন -
উ:স্যার সৈয়দ আহমেদ খান

৯৫. 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের নেতা কে ছিলেন -
উ:হেনরি ভিভিয়ান ডিরোজিও

৯৬.  'সত্য শোধক সমাজ' কে প্রতিষ্ঠা করেছিলেন -
উ:জ্যোতিবা ফুলে

৯৭. কোন ধর্ম সংস্কারক ভারতের বাইরে মারা গিয়েছিলেন -
উ: রাজা রামমোহন রায়

৯৮. ওহাবী আন্দোলনের মূল কেন্দ্র ছিল কোথায়-
উ:পাটনা

৯৯. ভারতে দাসত্ব কবে অবৈধ ঘোষণা করা হয়েছিল -
উ:1843 খ্রি

১০০. ভারতে ইংরেজি শিক্ষার ব্যবস্থা কে করেছিলেন -
উ: উইলিয়াম বেন্টিঙ্ক দ্বারা

১০১. বেদে কার বক্তব্য রয়েছে?
উ: স্বামী দয়ানন্দ সরস্বতী

১০২. যাকে 'মহারাষ্ট্রের সক্রেটিস' বলা হয় -
উ:মহাদেব গোবিন্দ রণাদে

১০৩. শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন শিকাগোতে বক্তৃতা দিয়ে - উ:বিবেকান

ন্দ বিখ্যাত হয়েছিলেন

১০৪. 'সংবাদ কৌমুদী' পত্রের সম্পাদক কে ছিলেন -
উ:রাজা রামমোহন রায়

১০৫. 'তত্ত্ব রঞ্জিনী সভা', 'তত্ত্ব বোধিনী সভা' এবং 'তত্ত্ব বোধিন পত্রিকা' সম্পর্কিত-
উ:দেবেন্দ্র নাথ ঠাকুর

১০৬. 'প্রার্থনা সমাজ' যার অনুপ্রেরণার ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল-
উ:কেশবচন্দ্র সেন

১০৭. কে মহিলাদের জন্য 'বামা বোধিনী' ম্যাগাজিন চালু করেছিলেন -
উ:কেশব চন্দ্র সেন

১০৮. শারদমণি কে ছিলেন -
উ:রামকৃষ্ণ পরমহংসার স্ত্রী

১০৯.  'কূকা আন্দোলন' কে পরিচালনা করেছিলেন -
উ:গুরু রাম সিং

১১০. কোন ধর্মীয় আইন 1956 খ্রিস্টাব্দে পাস হয়েছিল -
উ: ধর্মীয় অযোগ্যতা আইন

১১১.নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উ:কেশবচন্দ্র সেন

১১২.আনন্দমঠ এর রচয়িতা কে?
উ:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১১৩.পথের দাবী কে রচনা করেন?
উ:শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

১১৪.বর্তমান ভারত কে রচনা করেন?
উ:স্বামী বিবেকানন্দ

১১৫.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
উ:উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

১১৬.কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উ:1835সালে

১১৭.কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
উ:1911সালে

১১৮.ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয়?
উ:1911সালে

১১৯.গদর দল কে প্রতিষ্ঠা করেন?
উ:লালা হরদয়াল

১২০.মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
উ:1906সালে

১২১.জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উ:1945সালে

১২২.মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উ:1938সালে

১২৩.আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন?
উ:শহিদ দ্বীপ

১২৪.ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?
উ:তিনটি।

১২৫.ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে?
উ:রবীন্দ্রনাথ ঠাকুর

১২৬.বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উ:1802 খ্রি

১২৭. 'ব্রাহ্মসমাজ' কবে প্রতিষ্ঠিত হয় -
উ: 1828 খ্রি

১২৮.'ব্রহ্ম সমাজ' কে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন - 

উ:কলকাতা, রাজা রামমোহন রায়

১২৯.  আধুনিক ভারতে হিন্দু ধর্ম সংস্কারের প্রথম আন্দোলন - 

উ:ব্রাহ্মসমাজ

১৩০. কোনটি ব্রাহ্মসমাজের বিরোধী সংগঠন যা সতী ব্যবস্থা ও অন্যান্য সংস্কার বিরোধিতা করেছিল -
উ:ধর্ম সভা

১৩১. ধর্মসভার প্রতিষ্ঠাতা -
উ: রাধাকান্ত দেব

১৩২.  সতীদাহ প্রথা কখন শেষ হয়েছিল -
উ:1829 খ্রি

১৩৩.  সতীদাহ প্রথা শেষের দিকে সর্বাধিক প্রয়াস কে করে ছিলেন?
উ:রাজা রামমোহন রায়

১৩৪.অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উ:রণজিত সিং ও লর্ড মিন্টো(1809)

১৩৫.কবে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে ?
উ:1772খ্রি

১৩৬.রেগুলেটিং আইন কবে পাস হয় ?
উ:1773খ্রিঃ

১৩৭.স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উ:লর্ড ডালহৌসি

১৩৮.কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উ:1784খ্রিঃ

১৩৯.কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উ:1793খ্রিঃ

১৪০.কবে মহাবিদ্রোহ শুরু হয়?
উ:1857খ্রিঃ

১৪১.ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?
উ:সাঁওতাল বিদ্রোহ





No comments:

Post a Comment