GK Questions and answers for competitive exams 2023 - Psycho Principal

Fresh Topics

Saturday, 30 April 2022

GK Questions and answers for competitive exams 2023

 


১. ‘পবন দূত’ এর রচয়িতা কে?
উ:ধোয়ী

২. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উ:দ্বিতীয় পুলকেশী

৩. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উ:দ্বিতীয় কীর্তিবর্মন

৪. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:দন্তীদুর্গ

৫. রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন?
উ:তৃতীয় গোবিন্দ

৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উ: প্রথম নরসিংহ বর্মন

৭. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উ:রাজা অপরাজিত পল্লব

৮. বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন?
উ:প্রথম নরসিংহ বর্মন

৯. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?
উ: কারিকল

১০. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উ:আদিত্য (১ম)

১১. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর উ:রাজেন্দ্র চোল দেব

১২. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:বিজয়ালয়

১৩. ‘গঙ্গইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ করেন?
উ:প্রথম রাজেন্দ্র চোল

১৪. কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত?
উ:তাঞ্জোর

১৫. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন?
উ:রাজরাজ চোল

১৬. বিলহন রচিত গ্রন্থের নাম কি?
উ:বিক্রমাংকদেব চরিত

১৭. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উ:প্রথম নরসিংহ বর্মন

১৮. কম্বোজের ‘বেয়ন’ মন্দিরটি কোন দেবতার মন্দির?
উ:শিবের মন্দির

১৯. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উ:প্রথম কৃষ্ণ

২০. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে?
উ:বরবুদুরের স্তুপকে

২১. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি?
উ:আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির

২২. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত?
উ:ভোপাল

২৩. চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে?
উ:পাল যুগে

২৪. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?
উ:বিক্রমশিলা বিহার এর

২৫. ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন?
উ:তক্ষশীলা

২৬. প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল? উ:চোল

২৭. এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি? উ:চালুক্য

২৮. পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়?
উ:অনন্ত বর্মন

২৯. উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? উ:কোনারকের সূর্য মন্দির কে

৩০. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি?
উ:জাতক

৩১. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন? সতের উ:বার

৩২. অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন?
উ:সুলতান মামুদ

৩৩. সোমনাথ মন্দির কে লুন্ঠন করেন?
উ:সুলতান মামুদ

৩৪. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উ:১১৯২ সালে

৩৫. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উ:মোহাম্মদ ঘোরী

৩৬. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উ:আনন্দপাল

৩৭. ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? উ:আরবরা

৩৮. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?
উ:কুতুবউদ্দিন আইবক

৩৯. মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে?
উ:ইলতুৎমিস

৪০. কোন সুলতান ‘চাহেলগান’ বা ‘চল্লিশ চক্র’ গঠন করেছিলেন?
উ:ইলতুৎমিস

৪১. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?
উ:কুতুবউদ্দিন আইবক

৪২. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?
উ:চেঙ্গিস খাঁ

৪৩. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল?
ই:মুইজউদ্দিন

৪৪. খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উ:জালালউদ্দিন খলজি

৪৫. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উ:নাসিরউদ্দিন মামুদ

৪৬. আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ:আলাউদ্দিন খলজির

৪৭. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উ:আমির খসরু কে

৪৮. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উ:১৩৯৮ সালে

৪৯. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধি কে গ্রহণ করেন?
উ:আলাউদ্দিন খলজী

৫০. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উ:আলাউদ্দিন খলজী

৫১. আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল?
উত্তরঃ মহেশ দাস.

৫২. ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে?
উত্তরঃ মোরারজি দেশাই

৫৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয়?
উত্তরঃ ভুটান

৫৪. ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি?
উত্তরঃ প্রতাপ চন্দ্র মজুমদার

৫৫. বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড

৫৬. জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয়?
উত্তরঃ সালফার

৫৭. কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর?
উত্তরঃ মশা

৫৮. “Terror of Bengal” কাকে বলা হয়?
উত্তরঃ কচুরিপানা

৫৯. বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ

৬০. কোন Governor General নিজেকে Bengal Tiger বলতেন?
উত্তরঃ ওয়েলেসলি

৬১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ কে. চন্দ্রশেখর রাও

৬২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ ক্যানাডা

৬৩. “জয় জওয়ান, জয় কিষান ” – এই উক্তিটি কার ?
উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী

৬৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়

৬৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তরঃ বীর সাভারকার

৬৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কাবেরী

৬৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা

৬৮. কোন ধরণের কয়লার তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তরঃ এনথ্রাসাইট

৬৯. পাকা পেঁপের হলুদ রং হয় কিসের উপস্থিতির কারণে?
উত্তরঃ ক্যারোটিন

৭০. কঠিন আয়োডিন এর রং কি ?
উত্তরঃ কালচে বেগুনি ( Blackish-Purple)

৭১. কে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া

৭২. উইংস অফ ফায়ার ( Wings of Fire) গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এ পি জে আব্দুল কালাম

৭৩. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল

৭৪. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর

৭৫. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি ?
উত্তরঃ কমোলজিৎ সিন্ধু

৭৬. ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত?
উত্তরঃ উত্তর প্রদেশ

৭৭. উড়ন্ত শিখ ( Flying Sikh) নামে কে পরিচিত?
উত্তরঃ মিলখা সিং

৭৮. রান্নার সময় যে ভিটামিন তাপের কারণে নষ্ট হয়ে যায় সেটি হলো?
উত্তরঃ ভিটামিন C

৭৯. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারী

৮০. ভারতের কোন রাজ্যের তিনদিকে বাংলাদেশের সীমানা রয়েছে ?
উত্তরঃ ত্রিপুরা।

 ৮১.বামাবোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশবচন্দ্র সেন, ১৮৬৩ খ্রীঃ ।

৮২বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র দত্ত।

৮৩.ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?
উঃ বেঙ্গল গেজেট ।

৮৪.বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জেমস অগাস্টাস হিকি।

৮৫.বেঙ্গল গেজেট পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
উঃ ১৭৮০ খ্রীঃ ২৯ জানুয়ারি।

৮৬.ভারতের প্রথম ইংরেজী  সংবাদপত্রের নাম কী?
উঃ বেঙ্গল গেজেট ।

৮৭.ভারতের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উঃ দিগদর্শন ।

৮৮. ভারতের প্রথম মাসিক বাংলা পত্রিকার নাম কী?

উঃ দিগদর্শন ।

৮৯.দিগদর্শন পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীঃ এপ্রিল মাসে।

৯০.দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের সদস্য জে. সি. মার্শম্যান ।

৯১.ভারতের প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্রের নাম কী?
উঃ সমাচার দর্পন ।

৯২.সমাচার দর্পন পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীঃ মে মাসে।

৯৩.সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের সদস্য জে. সি. মার্শম্যান ।

৯৪.বামাবোধিনী পত্রিকার প্রথম সংখ্যা কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৬৩ খ্রীঃ আগস্ট মাসে।

৯৫.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
উঃ ১৮৫৩ খ্রীঃ ৬ ই জানুয়ারি।

৯৬.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উঃ গিরীন্দ্র চন্দ্র ঘোষ ।

৯৭.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সর্বাধিক খ্যাতি সম্পন্ন  সম্পাদক কে ছিলেন??
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৯৮. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হওয়ার সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন??
উঃ লর্ড ডালহৌসী।

৯৯. কাকে নীলচাষীর বন্ধু বলা হয়?
উঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে।

১০০.মেকলে মিনিটস কবে প্রকাশিত হয়?
উঃ 1835 খ্রিস্টাব্দে।


No comments:

Post a Comment