প্রঃ পৃথিবীর প্রথম মানুষকে কী বলা হত ?
উঃ আদিম মানুষ ৷
প্রঃ আদিম মানুষেরা কী খেত ?
উঃ আদিম মানুষেরা গাছের পাতা ফলমূল এবং পশুপাখির কাঁচা মাংস খেত ।
প্রঃ আদিম মানুষদের প্রথম হাতিয়ার কী ছিল ?
উঃ গাছের ডাল এবং পাথর ৷
প্রঃ আদিম মানুষেরা কীভাবে মনের ভাব প্রকাশ করত ?
উঃ হাত - পা নেড়ে ও মুখে বিভিন্ন শব্দ করে ।
প্রঃ আদিম মানুষের প্রথম আবিষ্কার কী ?
উঃ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো ।
প্রঃ আদিম মানুষদের দেখতে কেমন ছিল ?
উঃ বনমানুষের মতো ।
প্রঃ পৃথিবীর কোথায় এবং কবে প্রথম আদিম মানুষ দেখা গিয়েছিল ?
উঃ আফ্রিকায় প্রায় ৩০ লক্ষ বছর আগে আদিম মানুষ দেখা গিয়েছিল ।
প্রঃ আদিম মানুষেরা কোথায় থাকত ?
উঃ বনে - জঙ্গলে , পাহাড় - পর্বতের গুহায় , গাছের কোটরে আদিম মানুষেরা থাকত ।
প্রঃ আগুন আবিষ্কার হয়েছিল কোন্ সময় ?
উঃ প্রস্তর যুগের শেষে ।
প্রঃ আগুনের পর আদিম মানুষের উল্লেখযোগ্য আবিষ্কার কী ?
উঃ চাকা আবিষ্কার ।
প্রঃ মানুষ প্রথম কোন্ ধাতু আবিষ্কার করেন ?
উঃ তামা ৷
প্রঃ পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির নাম কী কী ?
উঃ মেসোপটেমিয়া , মিশর , চিন ও সিন্ধু সভ্যতা ।
প্রঃ মানুষ প্রথম কোন্ প্রাণীকে গাড়ি টানার কাজে লাগায় ?
উঃ কুকুরকে ।
প্রুঃ আদিম মানুষ কখন চাষবাস শুরু করল ?
উঃ আদিম মানুষের বাসস্থান হওয়ার পর থেকে চাষবাস শুরু করল ।
প্রঃ কোন্ সময় মানুষ কথা বলতে শিখল ?
উঃ নতুন প্রস্তর যুগে মানুষ কথা বলতে শিখল ।
প্রঃ মানুষ তামা ধাতুর পরে কোন্ ধাতু আবিষ্কার করে ?
উঃ লোহা ।
প্রঃ আজ থেকে কত বছর আগে মানবসভ্যতার পত্তন হয়েছিল ?
উঃ প্রায় দশ হাজার বছর আগে মানব সভ্যতার পত্তন হয়েছিল ।
প্রঃ আদিম মানুষ কখন আভরণ আবিষ্কার করল ?
উঃ আদিম মানুষ প্রথমে ইঙ্গিতে , পরে ছবি এঁকে এরপর সংকেত চিহ্ন , চিত্রলিপি প্রস্তুত করে । তারও পরে আবিষ্কার করে আভরণ ।
প্রঃ সমাজ কাকে বলে ?
উঃ মানুষের একসঙ্গে মিলেমিশে বাস করার নামই সমাজ ।
প্রশ্নঃ সমাজ বন্ধু কাদের বলে?
উঃ যাঁরা তাঁদের নানা পেশা বা কাজের মধ্যে দিয়ে আমাদের নানাভাবে উপকার করেন , তাঁদের সমাজবন্ধু বলে ।
প্রঃ কয়েকজন সমাজবন্ধুর নাম লেখো ।
উঃ চাষি , কামার , কুমোর , তাঁতি , ছুতোর , গোয়ালা , জেলে , ধোপা , ডাক্তার , মুচি , মেথর , ঝাড়ুদার , পুলিশ , শিক্ষক , রাজমিস্ত্রি , ঘরামি ইত্যাদি ।
প্রঃ চাষি ভাই আমাদের কী উপকার করেন ?
উঃ চাষি ভাই জমিতে ধান , গম ইত্যাদি ফসল ফলান ।
প্রঃ তাঁতি ভাই আমাদের কী উপকার করেন ?
উঃ তাঁতি ভাই তাঁত কাপড় , গামছা , চাদর ইত্যাদি বোনেন ।
প্রঃ দর্জি আমাদের সমাজবন্ধু কেন ?
উঃ দর্জি আমাদের জন্য জামা - প্যান্ট , পোশাক - আশাক তৈরি করে দেন ।
প্রঃ জেলে আমাদের কীভাবে উপকার করেন ?
উঃ জেলে নদী , পুকুর , সমুদ্রে জাল ফেলে মাছ ধরেন আর সেই মাছ আমরা খাই ।
প্রঃ নাপিত ভাই আমাদের কী উপকার করেন ?
উঃ নাপিত ভাই আমাদের চুল , দাড়ি কেটে দেন ।
প্রঃ কামার ভাই আমাদের কীভাবে উপকার করেন ?
উঃ কামার ভাই লোহা দিয়ে কোদাল , কুড়ুল , দা , বঁটি , ইত্যাদি নানা কাজের জিনিস বানিয়ে দেন ।
প্রঃ মুচি ভাই আমাদের সমাজবন্ধু কেন ?
উঃ মুচি ভাই আমাদের জুতো তৈরি করেন ও সারাই করে দেন ।
প্রঃ কুমোর ভাই আমাদের কী উপকার করেন ?
উঃ কুমোর ভাই আমাদের জন্য মাটির হাঁড়ি , কলশি , ফুলের টব ইত্যাদি তৈরি করে দেন ।
প্রঃ ছুতোর ভাই আমাদের সমাজবন্ধু কেন ?
উঃ ছুতোর ভাই আমাদের জন্য খাট , আলমারি ইত্যাদি কাঠের নানা জিনিস তৈরি করে দেন ।
প্রঃ রাজমিস্ত্রি আমাদের কী উপকার করেন ?
উঃ রাজমিস্ত্রি ইট , বালি ইত্যাদি দিয়ে পাকা ঘর তৈরি করে দেন ।
প্রঃ নার্স আমাদের কী উপকার করেন ?
উঃ নার্স রোগীর সেবা করে তাকে সুস্থ করেন ।
প্রঃ ডাক্তার আমাদের সমাজবন্ধু কেন ?
উঃ ডাক্তার রোগীর চিকিৎসা করে তাকে সুস্থ করেন ।
প্রঃ গোয়ালা ভাই আমাদের কী উপকার করেন ?
উঃ বাড়ি বাড়ি বা মিষ্টির দোকানে দোকানে দুধের জোগান দেন ।
প্রঃ শ্রেষ্ঠ সমাজবন্ধু কে ?
উঃ শিক্ষক আমাদের শ্রেষ্ঠ সমাজবন্ধু । তিনি আমাদের লেখাপড়া শিখিয়ে প্রকৃত মানুষ করে তোলেন ।
প্রঃ ভারতবর্ষে কোন্ কোন্ ধর্মের লোক বসবাস করেন ?
উঃ ভারতবর্ষে হিন্দু , মুসলমান , খ্রিস্টান , বৌদ্ধ , জৈন , শিখ , পারসি ইত্যাদি ধর্মের লোক বসবাস করেন ।
প্রঃ কোন্ ধর্মকে সনাতন ধর্ম বলা হয় ? কেন ?
উঃ হিন্দু ধর্মকে , কারণ এটি অত্যন্ত প্রাচীন ধর্ম ।
প্রঃ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ বেদ ।
প্রঃ বেদ কয় প্রকার ও কী কী ?
উঃ বেদ চার প্রকার । যথা — ঋক্ , সাম , যজুঃ , অথর্ব ।
প্রঃ গীতা ও উপনিষদ কী ?
উঃ হিন্দুদের দুটি অমূল্য ধর্মগ্রন্থ ।
প্রঃ বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন কে ?
উঃ স্বামী বিবেকানন্দ ।
প্রঃ হিন্দুদের উপাসনা গৃহের নাম কী ?
উঃ মঠ ও মন্দির ।
প্রঃ ইসলাম ধর্মাবলম্বীদের কী বলা হয় ?
উঃ মুসলমান ।
প্রঃ ইসলাম ধর্মের প্রবর্তক কে ? মুসলমানদের ধর্মগ্রন্থ কোন্টি ?
উঃ হজরত মহম্মদ । কোরান ।
প্রঃ মুসলমানদের উপাসনা গৃহের নাম কী ?
উঃ মসজিদ ।
প্রঃ শিখ ধর্মের প্রবর্তক কে ? শিখদের ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ গুরু নানক । শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থসাহেব ।
প্রঃ ইহুদি ধর্মের প্রবর্তক কে ? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ আব্রাহাম । ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ ।
প্রঃ গ্রিকদের প্রধান দুটি মহাকাব্য কী কী ? কে রচনা করেন ?
উঃ ইলিয়াড ও ওডিসি । এই মহাকাব্য দুটি রচনা করেন কবি হোমার ।
প্রঃ বৈঘ্নব ধর্ম কে প্রচার করেন ?
উঃ শ্রীচৈতন্যদেব ।
প্রঃ পঞ্চম বেদ কাকে বলে ?
উঃ মহাভারতকে ।
প্রঃ খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে ? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ জিশু খ্রিস্ট । খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল ।
প্রঃ খ্রিস্টানদের উপাসনা গৃহের নাম কী ?
উঃ গির্জা ।
প্রঃ বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ গৌতম বুদ্ধ । বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক ।
প্রঃ জৈন ধর্মের প্রবর্তক কে ? জৈনদের ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ মহাবীর । জৈনদের ধর্মগ্রন্থ কল্পসূত্র ।
প্রঃ হিন্দুদের প্রাচীন মহাকাব্য দুটি কী কী ?
উঃ রামায়ণ ও মহাভারত ।
প্রঃ রামায়ণ ও মহাভারত কে রচনা করেন ? কোন ভাষায় ?
উঃ রামায়ণ রচনা করেন বাল্মীকি মুনি ও মহাভারত রচনা করেন বেদব্যাস । এগুলি সংস্কৃত ভাষায় রচিত ।
প্রঃ বাংলা ভাষায় কে রামায়ণ ও মহাভারত অনুবাদ করেন ?
উঃ রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা ও মহাভারত অনুবাদ করেন কাশীরাম দাস ।
প্রঃ অযোধ্যার রাজা কে ছিলেন ?
উঃ দশরথ ।
প্রঃ রাজা দশরথের কয় রানি ছিলেন ? কে কে ?
উঃ তিন রানি — কৌশল্যা , কৈকেয়ী ও সুমিত্রা ।
প্রঃ রাজা দশরথের চার পুত্র ও তাদের মাতার নাম কী ?
উঃ কৌশল্যার পুত্র — রামচন্দ্র , কৈকেয়ীর পুত্র –ভরত , সুমিত্রার দুই পুত্র — লক্ষ্মণ ও শত্রুঘ্ন ।
প্রঃ সীতা কে ছিলেন ?
উঃ জনক রাজার কন্যা ও রামচন্দ্রের স্ত্রী ।
প্রঃ রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন ?
উঃ চোদ্দো বছরের জন্য ।
প্রঃ কে সীতাকে হরণ করেছিলেন ?
উঃ রাবণ ।
প্রঃরাবর্ণ কোথাকার রাজা ছিলেন ?
উঃ লঙ্কার রাজা ।
প্রঃ রামচন্দ্রের দুই পুত্রের নাম কি ?
উঃ লব ও কুশ ।
প্রঃ পাণ্ডুর কয় রানি ? কে কে ?
উঃ দুই রানি — কুন্তী ও মাদ্রী ।
প্রঃ কৌরব ও পাণ্ডব কাদের বলা হয় ?
উঃ ধৃতরাষ্ট্রের একশত পুত্রকে কৌরব এবং পাণ্ডুর পাঁচ পুত্র — যুধিষ্ঠির , ভীম , অর্জুন , নকুল ও সহদেবকে পঞ্চপাণ্ডব বলে ।
প্রঃ ভীষ্ম ও দ্রোণাচার্য কে ছিলেন ?
উঃ ভীষ্ম ছিলেন কৌরব ও পাণ্ডবদের পিতামহ এবং দ্রোণাচার্য ছিলেন এঁদের অস্ত্রগুরু ।
প্রঃ কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ কোথায় , কতদিন ধরে হয়েছিল ? কারা জয়ী হয়েছিলেন ?
উঃ কুরুক্ষেত্রে , ১৮ দিন ধরে । পাণ্ডবরা জয়ী হন ।
প্রঃ শ্রীকৃষ্ব কে ছিলেন ?
উঃ দ্বারকার রাজা ও অর্জুনের রথের সারথি ।
প্রঃ দ্রৌপদী কে ছিলেন ?
উঃ পাঞ্চালের রাজা দ্রুপদের কন্যা ও পঞ্চপাণ্ডবের স্ত্রী ।
প্রঃ বিচিত্রবীর্য কোথাকার রাজা ছিলেন ?
উঃ বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা ছিলেন ।
প্রঃ বিচিত্রবীর্য কোন্ বংশের রাজা ছিলেন ?
উঃ বিচিত্রবীর্য কুরুবংশের রাজা ছিলেন ।
প্রঃ বিচিত্রবীর্যের কয় ছেলে ও তাদের নাম কী কী ?
উঃ বিচিত্রবীর্যের দুই ছেলে । তাদের নাম - ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ।
প্রঃ বিচিত্রবীর্যের মৃত্যুর পর কে রাজা হন ?
উঃ বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজা হন পাণ্ডু ।
প্রঃ ধৃতরাষ্ট্র রাজা হতে পারেন নি কেন ?
উঃ ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন বলে রাজা হতে পারেননি ।
প্রঃ ধৃতরাষ্ট্রের রানির নাম কী ?
উঃ গান্ধারী ।
No comments:
Post a Comment