Biology Questions And Answers For Competitive Exams:
১. মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উঃ ৩০০ গ্রাম।
২. পেরিকার্ডিয়াম কি?
উঃ হৃদপিন্ড দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লী দ্বারা আবৃত; একে পেরিকার্ডিয়াম বলে।
৩. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? তাদের অবস্থান লিখ।
উঃ চারটি। যথাঃ
উপরের দিকে দুটি অলিন্দ – ডান ও বাম অলিন্দ।
নিচের দিকে দুটি নিলয় – ডান ও বাম নিলয়।
৫. ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি?
উঃ তিনটি। যথাঃ দুটি অলিন্দ (ডান ও বাম অলিন্দ) এবং একটি নিলয়।
৬. কুমিরের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ঠ?
উঃ ৪।
৭. আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
উঃ ১৩।
৮. কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছেন?
উত্তরঃ বিহার।
৯. প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।
১০. দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)।
১১. মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উত্তরঃ শর্করা।
১২. কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।
১৩. স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উত্তরঃ গ্যালিয়াম।
১৪. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।
১৫. হৃদচক্র কাকে বলে?
উঃ হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে হৃদপিন্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে, তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে।
১৬. একটি হৃদচক্রের গড় স্থিতিকাল কত?
উঃ ০.৮ সেকেন্ড।
১৭. সিস্টোল কি?
উঃ হৃদপিন্ডের সংকোচন।
১৮. সিস্টোলিক চাপ কি?
উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ।
১৯. ডায়াস্টোল কি?
উঃ হৃদপিন্ডের প্রসারণজনিত চাপ।
২০. উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।
২১. রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উত্তরঃ জন্ডিস।
২২. উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উত্তরঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন।
২৩. কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উত্তরঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
২৪. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ নিষেক।
২৫.নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উত্তরঃ জাইগেট।
২৬. সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উত্তরঃ আইসোগ্যামি।
২৭ শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
২৮. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ উজেনেসিস।
২৯. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইথিলিন।
৩০. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
উত্তরঃ বিটা।
৩১. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী?
উত্তর:ব্যাতিচার ক্রিয়া
৩২. ক্যান্সারের কারন কোন্ জীনের সক্রিয়তা?
উত্তর:অঙ্কোজিন
৩৩. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
উত্তর: নাইট্রোজেন
৩৪. আত্মঘাতীস্থলী-কাকে বলে?
উত্তর: লাইসোজোম
৩৫. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়?
উত্তর:কেঁচো ত্বকের সাহায্যে শ্বাস কার্য চালায়।
৩৬. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?
উত্তর: ২০৬ টি
৩৭. আপতকালীন হরমোন কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন।
৩৮. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?
উত্তর: সি আর ডারউইন
৩৯. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে?
উত্তর: ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি।
৪০. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
উত্তরঃ আলফা।
৪১. প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
উত্তরঃ 80-120 mg।
৪২. রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।
৪৩. রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
৪৪. কোন রোগের ওপর নাম Big C ?
উত্তরঃ ক্যানসার।
৪৫. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
উত্তরঃ ADH।
৪৬. SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তরঃ কেলভিন।
৪৭. PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
উত্তরঃ আদর্শ গ্যাস।
৪৮. সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
উত্তরঃ বিউটেন।
৪৯. LPG কিসের মিশ্রণ?
উত্তরঃ বিউটেন ও প্রোপেন।
৫০.কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।
৫১. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।
৫২. মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 8/10 মিঃ।56।
৫৩.কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষারোগ।
৫৪. ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।
৫৫. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?
উত্তরঃ রেমি উদ্ভিদের তন্তু কোষ।
৫৬. কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
উত্তরঃ ককলিয়া।
৫৭. ব্রঙ্কাইটিস মানদেহের কোন অংশকে আক্রান্ত করে?
উত্তরঃ শ্বাসনালি।
৫৮. আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উত্তরঃ 13 টি।
৫৯. কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা থাকে?
উত্তরঃ মাছ।
৬০. রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয়?
উত্তরঃ লোহা।
৬১.জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
উত্তরঃ যকৃতে।
৬২. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।
৬৩. যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?
উত্তরঃ অটোজোম।
৬৪. কাকে রাসায়নিক দূত বলা হয়?
উত্তরঃ হরমোনকে।
৬৫. মিউটেশম তত্বের প্রবক্তা কে?
উত্তরঃ দ্য ভ্রিস।
৬৬ রক্ত তঞ্চনের সময়সীমা কত?
উত্তরঃ 3 থেকে 7 মিনিট।
৬৭. ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উত্তরঃ মৃতজীবী।
৬৮. মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ লিভার।
৬৯. চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।
৭০. গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
উত্তরঃ রাইবোফ্লোবিন থাকে।
৭১. কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
উত্তরঃ O।
৭২. কোন মশা Yellow Fever এর বাহক?
উত্তরঃ এডিস মশা।
৭৩. কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
উত্তরঃ প্রোটিন।
৭৪. কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।
৭৫. মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ ভিটামিন D।
৭৬. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী?
উত্তর: ব্যাতিচার ক্রিয়া
৭৭. ক্যান্সারের কারন কোন্ জীনের সক্রিয়তা?
উত্তর: অঙ্কোজিন
৭৮. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
উত্তর. নাইট্রোজেন
৭৯. আত্মঘাতীস্থলী-কাকে বলে?
উত্তর: লাইসোজোম
৮০. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়?
উত্তর: ত্বকের সাহায্যে।
৮১. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?
উত্তর: ২০৬ টি
৮২. আপতকালীন হরমোন কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন।
৮৩. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?
উত্তর: সি আর ডারউইন
৮৪. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে?
উত্তর: ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি।
৮৯. রক্তে জলের পরিমান কত
উত্তরঃ 91.92%।
৯০. 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
উত্তরঃ 14. 5 gm.।
৯১. পতঙ্গদের কত জোড়া পা আছে?
উত্তরঃ 3 জোড়া।
৯২. মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
উত্তরঃ বিলিরুবিন।
৯৩. মানুষের লোহিত কণিকার আয়ু কত?
উত্তরঃ 120 দিন।
৯৪. কোন রোগের অপর নাম Slim Disease?
উত্তরঃ AIDS।
৯৫. মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
উত্তরঃ জিহবা।
৯৬. বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
উত্তরঃ মিষ্টি।
৯৭. কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
উত্তরঃ ভিটামিন B।
৯৮. পীতবিন্দু কোথায় অবস্থিত?
উত্তর: চোখের রেটিনায় ৷
৯৯. বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?
উত্তর:ল্যামার্ক।
১০০. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ?
উত্তর: রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
১০১. স্ট্রিকনিন কোথায় থাকে?
উত্তর: কুচেলা গাছের বীজে
১০২. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত?
উত্তর: ৩০০ গ্রাম
১০৩. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী?
উত্তর: ফিমার
১০৪. বায়ুতে কোন্ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়?
উত্তর: হাইড্রোজেন সালফাইড গ্যাস
No comments:
Post a Comment