General Knowledge for Competitive Exams | Gk for wbcs in bangla - Psycho Principal

Fresh Topics

Monday, 23 May 2022

General Knowledge for Competitive Exams | Gk for wbcs in bangla

 


১. প্রশ্ন : রূপান্তরিত মূল কোনটি?
উত্তর : মিষ্টি আলু।

২. প্রশ্ন : পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তর : ঈস্ট।

৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কী?
উত্তর : কাঁঠাল।

৪. প্রশ্ন : বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
উত্তর : পানি-তাপ-বায়ু।

৫. প্রশ্ন : পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর : জবা।

৬. প্রশ্ন : ব্যাঙের ছাতা এক ধরনের-
উত্তর : ছত্রাক জাতীয় উদ্ভিদ।

৭. প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস-
উত্তর : বাঁশ।

৮. প্রশ্ন : সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তর : তেল জাতীয়।

৯. প্রশ্ন : পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তর : তিন প্রকার।

১০. প্রশ্ন : কোনটি অপুষ্পক উদ্ভিদ?
উত্তর : ব্যাঙের ছাতা।

১১. প্রশ্ন : মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদ কেমন দেখায়?
উত্তর : পাতা হলুদ দেখায়।

১২. প্রশ্ন : কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
উত্তর : ফসফরাস।

১৩. প্রশ্ন : কীসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
উত্তর : সালফার।

১৪. প্রশ্ন : ক্লোরোফিলের মধ্য কোন ধাতব আয়ন আছে?
উত্তর : ম্যাগনেসিয়াম।

১৫. প্রশ্ন : গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
উত্তর : অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য।

১৬. প্রশ্ন : পাতা পীতবর্ণ ধারণ করে কীসের অভাবে?
উত্তর : নাইট্রোজেনের।

১৭. প্রশ্ন : ক্লোরোফিল অণুর উপাদান কী?
উত্তর : ম্যাগনেসিয়াম।

১৮. প্রশ্ন : গাছের খাদ্যতালিকায় আছে-
উত্তর : N, P, K, S & Zn.

১৯. প্রশ্ন : কীসের অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে?
উত্তর : ম্যাগনেসিয়াম এবং লৌহ।

২০. প্রশ্ন : উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন।

২১.প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন, আবিষ্কারের সাল-১৮৭৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৩১ইং।

২২.প্রশ্নঃ ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তরঃ লন মেয়ার।

২৩.প্রশ্নঃ সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।

২৪.প্রশ্নঃ বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।

২৫.প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ তিহানে-১।

২৬.প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তরঃ লাইব্রেরি অফ কংগ্রেস।

২৭.প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তরঃ নীল তিমি।

২৮.প্রশ্নঃ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২১ শে জুন।

২৯.প্রশ্নঃ পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।

৩০.প্রশ্নঃ সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

৩১.প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্য যোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

৩২ প্রশ্নঃ অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।

৩৩.প্রশ্নঃ ঘূর্ণিঝড় "আইলা"র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।

৩৪.প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(অডিও)
উত্তরঃ ফিলিপস কোম্পানী, আবিষ্কারের সাল-১৯৬৩।

৩৫.প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(বিডিও)
উত্তরঃ সনি কোমাপানী, আবিষ্কারের সাল-১৯৬৩।

৩৬.প্রশ্নঃ দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স, আবিষ্কারের সাল- ১৬৫৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৬২৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৬৯৫ ইং।

৩৭.প্রশ্নঃ ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O

৩৮.প্রশ্নঃ আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।

৩৯.প্রশ্নঃ চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তরঃ Ca(OH)

৪০.প্রশ্নঃ কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তরঃ ব্রেইন

৪১.প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস কি?
উত্তরঃ বাঁশ

৪২.প্রশ্নঃ একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি

৪৩.প্রশ্নঃ একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তরঃ ১০০০ বার।

৪৪.. ডেসিবেল কীসের একক ?
উত্তরঃ শব্দের তীব্রতার

৪৫. তড়িচ্চালক বলের একক কী ?
উত্তরঃ তড়িচ্চালক বলের একক হল ভোল্ট

৪৬.. বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কী ?
উত্তরঃ রুপা

৪৭. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
উত্তরঃ শূন্য

৪৮. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে ?
উত্তরঃ কমে

৪৯. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে ?
উত্তরঃ গ‍্যালভানাইজেশন

৫০. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
উত্তরঃ অবতল

৫১. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়াম ব্যবহার করা হয় কেন ?
উত্তরঃ কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

৫২. পারসেক একক দিয়ে কী মাপা হয় ?
উত্তরঃ মহাকাশীয় দূরত্ব

৫৩. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
উত্তরঃ মধ্যাকর্ষণ বলের জন্য

৫৪. সাধারণ ক্যামেরায় কী লেন্স ব্যবহৃত হয় ?
উত্তরঃ উত্তল লেন্স

৫৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তরঃ কঠিন

৫৬. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝায় ?
উত্তরঃ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার

৫৭. বলের একক কী ?
উত্তরঃ নিউটন

৫৮. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
উত্তরঃ জল

৫৯. বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারন কী ?
উত্তরঃ পৃষ্টটান

৬০. জলের তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে জলের ঘনত্ব কী হবে ?
উত্তরঃ বাড়বে

৬১. কার্জের একক কী ?
উত্তরঃ জুল

৬২. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?
উত্তরঃ কেলভিন

৬৩. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
উত্তরঃ টমাস এডিসন

৬৪. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে ?
উত্তরঃ বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে

৬৫. টেলিফোনের আবিষ্কারক কে ?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল

৬৬. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?
উঃ ঐ 746 ওয়াট

৬৭. 'থিউরি অব রিলেটিভিটি' এর উদ্ভাবক কে ?
উত্তরঃ আলবার্ট আইনস্টাইন

৬৮. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ টাংস্টেন

৬৯. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?
উত্তরঃ একই হয়

৭০. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
উত্তরঃ গামা রশ্মি

৭১. জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয় ?
উত্তরঃ বাড়ে

৭২. পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী ?
উত্তরঃ হীরক

৭৩. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
উত্তরঃ কালো দেখায়

৭৪. তড়িৎপ্রবাহমাত্রার ব্যবহারিক একক কী ?
উত্তরঃ অ্যাম্পিয়ার

৭৫. তড়িৎ-পরিবাহী ধাতব তারে তড়িতাধানের বাহক কোনগুলি ?
উত্তরঃ তড়িৎ-পরিবাহী ধাতব তারে মুক্ত ইলেকট্রনগুলি হল তড়িতাধানের বাহক

৭৬. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তরঃ কালো

৭৭. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ নাইক্রোম

৭৮. নাইক্রোম তার কী কী ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ নাইক্রোম তার হল নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু।


No comments:

Post a Comment