General Knowledge for Quiz || GK Questions and Answers for class 10-12 || Bangla - Psycho Principal

Fresh Topics

Sunday, 1 May 2022

General Knowledge for Quiz || GK Questions and Answers for class 10-12 || Bangla

  •  


  • ১ GST এর সম্পূর্ণ নাম কি ?
  • উত্তর:  Goods and Service tax
  • ২.কোন দেশ সর্বপ্রথম GST চালু করে ?
  • উত্তর:  ফ্রান্স
  • ৩.কোন কোন দেশে ডাবল GST চালু আছে ?
  • উত্তর:  কানাডা, ভারত
  • ৪. ভারতে কবে GST চালু হয় ?
  • উত্তর:  2017 সালের 1 লা জুলাই
  • ৫.ভারতের কোন রাজ্যে সর্ব প্রথম GST বিল পাস হয় ?
  • উত্ত: অসম
  • ৬.কোন রাজ্যে সর্বশেষ GST বিল পাস হয় ?
  • উত্তর:  জম্মু কাশ্মীর
  • ৭.জিএসটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
  • উত্তর: অমিতাভ বচ্চন ।
  • ৮. GST নম্বরের ডিজিট সংখ্যা কত ?
  • উত্তর: 15
  • ৯. Tesla এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - এলন মাস্ক (2003)
  • ১০. আধুনিক শিক্ষার জনক কে?
  • উত্তরঃ- সক্রেটিস
  • ১১.Microsoft এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - বিল গেটস, পল অ্যালেন (1975)
  • ১২.Google এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ল্যারি পেজ, সার্ফ ব্রিন (1998)
  • ১৩. ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
  • উত্তরঃ- হেনরী ফাওল
  • ১৪.অর্থনীতির জনক কে?
  • উত্তরঃ- এডাম স্মিথ
  • ১৫. Paytm এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - বিজয় শেখর শর্মা (2010)
  • ১৬  ব্যাংকিং এর জনক কে?
  • উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন
  • ১৭. Apple এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - স্টিভ জবস (1976)
  • ১৮. ফিনান্সের জনক কে?
  • উত্তরঃ- এ্যারোরা
  • ১৯  পদার্থ বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- আইজ্যাক নিউটন
  • ২০. Facebook এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - মার্ক জুকারবার্গ (2004
  • ২১. হিসাব বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- লুকা প্যাসিওলি
  • ২২. জীব বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- এরিস্টটল
  • ৩৩. প্রাণী বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- এরিস্টটল
  • ৩৪. Instagram এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - কেভিন সিস্ট্রোম, মাইক কারিসার (2010)
  • ৩৫. এনাটমির জনক কে ?
  • উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস
  • ৩৬  সমাজ বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- অগাস্ট কোঁৎ
  • ৩৭. Reliance এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ধীরুভাই আম্বানি (1997)
  • ৩৮. রসায়ন বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান
  • ৩৯. ATM-এর জনক কে?
  • উত্তরঃ- জন শেফার্ড ব্যারন
  • ৪০. Ebay এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - পিয়েরি ওমিডিয়ার (Pierre Omidyar) (1995)
  • ৪১. আধুনিক ল্যাপটপের জনক কে?
  • উত্তরঃ- বাল মেগারিজ
  • ৪২. রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- এরিস্টটল
  • ৪৩. আধুনিক অর্থনীতির জনক কে?
  • উত্তরঃ- পল স্যামুয়েলসন
  • ৪৪. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী
  • ৪৫. Twitter এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জ্যাক দুর্স  (Jack Doors) (2006)
  • ৪৬. বিজ্ঞানের জনক কে?
  • উত্তরঃ- থ্যালিস
  • ৪৭. মার্কেটিং এর জনক কে?
  • উত্তরঃ- ফিলিপ কোটলার
  •  ৪৮. WhatsApp এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ব্রায়ান অ্যাক্টন, জৈন কমিনিউটি (2009)
  • ৪৯. Amazon এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জেফ বোজেস (Jef bez0s) (1994)
  • ৫০. Flipkart এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - শচীন বানসাল এবং বিনি বানসাল (2007)
  • ৫১. Yahoo এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ডেভিড ফিলো, জেরি ইয়াং (David filo, Jerry yang) (1994)
  • ৫২. Apple এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - স্টিভ জবস (1976)
  • ৫৫. Wikipedia এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জিমি ওয়েলস (2001)
  • ৫৬. Motorola এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - পল এবং জোসেফ গ্যাবলিন (Paul & Joseph Gablin) (1928)
  • ৫৭. Facebook এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - মার্ক জুকারবার্গ (2004)
  • ৫৮. Alibaba এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জ্যাক মা (1999)
  • ৫৯. Nokia এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ফ্রেডরিক আইডেস্টাম, লিও মেসেলিন, এডুয়ার্ড পোলোন (Fredrik Idestam, Leo Mechelin, Eduard Polón) (1865)
  • ৬০. Reliance এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ধীরুভাই আম্বানি (1997)
  • ৬১. Ebay এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - পিয়েরি ওমিডিয়ার (Pierre Omidyar) (1995)
  • ৬২. Twitter এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জ্যাক দুর্স  (Jack Doors) (2006)
  • ৬৩. Walmart এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - স্যাম ওয়ালটন (Sam Walton) (1962)
  • ৬৪. Paytm এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - বিজয় শেখর শর্মা (2010)
  • ৬৫. Google এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - ল্যারি পেজ, সার্ফ ব্রিন (1998)
  • ৬৬. Microsoft এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - বিল গেটস, পল অ্যালেন (1975)
  • ৬৭. Instagram এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - কেভিন সিস্ট্রোম, মাইক কারিসার (2010)
  • ৬৮. YouTube এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - জাভেদ করিমস্টি চেন (Jawed KarimStee Chen) (2005)
  • ৬৯. Skype এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - নিক্লাস জেনস্ট্রোম জ্যানাস ফ্রিস (Niklas Zennstrom Janus Friis) (2003)
  • ৭০. Tesla এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - এলন মাস্ক (2003)
  • ৭১. Intel এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - গর্ডন মুর (1968)
  • ৭২. Samsung এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - লি বাইংচুল (Lee Byungchul) (1938)
  • ৭৩. Xiaomi এর প্রতিষ্ঠাতা কে?
  • উত্তর - লি জুন (Lie Jun) (2010)
  • ৭৪.SAIL -এর চেয়ারম্যানের নাম কি? 
  • উঃ সােমা মন্ডল। 
  • ৭৫. BSNL -এর চেয়ারম্যানের নাম কি? 
  • উঃ P. K, Purwar
  • ৭৬. রিজার্ভ ব্যাংকের গভর্নর -এর নাম কি? 
  • উঃ শক্তিকান্ত দাস। (২৫ তম)
  • ৭৭. NABARD -এর চেয়ারম্যান কে?
  •  উঃ জি আর চিন্তালা।
  • ৭৮. NASSCOM -এর প্রেসিডেন্ট কে? 
  • উঃ দেবানি ঘােষ।
  • ৭৯. CBSE -এর চেয়ারপার্সন কে? 
  • উঃ মনােজ আহুজা।
  • ৮০. UPSC চেয়ারম্যানের নাম কি? 
  • উঃ প্রদীপ কুমার যােশী।
  • ৮১. SSC -এর চেয়ারম্যান কে? 
  • উঃ সুজাতা চতুর্বেদী
  • ৮২. ICC -এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি? 
  • উঃ গ্রেগ বার্ক্লে
  • ৮৩. FIFA -এর চেয়ারম্যান কে? 
  • উঃ জিয়ান্নি ইনফান্তিনাে। 
  • ৮৪. NASA -র বর্তমান চেয়ারম্যান ক? 
  • উঃ বিল নেলসন
  • ৮৫.BCCI -এর বর্তমান চেয়ারম্যান ক? 
  • উঃ সৌরভ গাঙ্গুলী।
  • ৮৬. এস বি আই এর বর্তমান চেয়ারম্যান কে? 
  • উঃ দিনেশ কুমার খাড়া
  • ৮৭.BSF -এর ডিরেক্টর জেনারেল কো? 
  • উঃ রাকেশ আস্তানা।
  • ৮৮. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? 
  • উঃ এনভি রামানা
  • ৮৯. ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি?
  • উঃ কে কে ভেনুগােপাল।
  • ৯০. ভারতের সেনাবাহিনীর প্রধান কে?
  • উঃ মনােজ মুকুন্দ নারভানে।
  • ৯১. ভারতের বিমান বাহিনীর প্রধান কে?
  • উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।
  • ৯২. ভারতের নৌ বাহিনীর প্রধান কে?
  • উঃ অ্যাডমিরাল করমবীর সিং।
  • ৯৩.ভারতের রাষ্ট্রপতির নাম কি?
  • উঃ রামনাথ কোবিন্দ। 
  • ৯৪. ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? 
  • উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
  • ৯৫.রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি? 
  • উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
  • ৯৬. লােকসভার স্পিকার -এর নাম কি? 
  • উঃ ওম বিড়লা।
  • ৯৭.  লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?
  • উঃ এম থাম্বিদুরাই।
  • ৯৮. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? 
  • উঃ সুশীল চন্দ্রা 
  • ৯৯. ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? 
  • উঃ নরেন্দ্র মােদি।
  • ১০০. ভারতের ক্যাবিনেট সচিব কে? 
  • উঃ রাজিব গৌবে। 
  • ১০১.ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? 
  • উঃ অজিত কুমার দোভাল।
  • ১০২. DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?
  • উঃ ডক্টর জি সতীশ রেডি।
  • ১০৩.ভারতের অর্থ সচিবের নাম কি? 
  • উঃ অজয় ভূষণ পান্ডে। 
  • ১০৪. NIA ডিরেক্টর জেনারেল কে?
  • উঃ কুলদিপ সিং 
  • ১০৫. IB ডিরেক্টর কে? 
  • উঃ অরবিন্দ কুমার।
  • ১০৬. সিবিআই =এর ডিরেক্টর কে?
  • উঃ সুবোধ কুমার জেইসওয়াল 
  • ১০৭. RAW -এর ডিরেক্টর কে?
  • উঃ সামন্ত কুমার গােয়েল।
  • ১০৮. CRPF -এর ডিজি কে? 
  • উঃ কুলদিপ সিং
  • ১০৯. নীতি আয়ােগ -এর চেয়ারম্যান কে?
  •  উঃ নরেন্দ্র মােদি।
  • ১১০. নীতি আয়ােগ -এর ভাইস চেয়ারম্যান কে? 
  • উঃ ডক্টর রাজীব কুমার।
  • ১১১. ইসরাের চেয়ারম্যানের নাম কি?
  • উঃ ডক্টর কে সিবান। 
  • ১১২. নীতি আয়ােগের সিইও এর নাম কি?
  •  উঃ অমিতাভ কান্ত।
  • ১০৩. জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে?
  • উঃ রেখা শর্মা।
  • ১০৪. জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? 
  • উঃ এইচ এল দাত্তু।
  • ১০৫. ভাবা এটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে? 
  • উঃ অজিত কুমার মােহান্তি।



No comments:

Post a Comment