General Knowledge questions and Answers for competitive exams
প্রশ্ন: মুক্তা কীভাবে তৈরী হয় ?
উ: ঝিনুকের প্রদাহের ফলেে
প্রশ্ন: অ্যাসিড আবিষ্কার কবে ?
উ: ১৯৮১ সালে
প্রশ্ন: প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উ: রাদারফোর্ড
প্রশ্ন: আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উ: কয়লা
প্রশ্ন: নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৯৫৮ সালে
প্রশ্ন: নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়
প্রশ্ন: মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
উ: স্ফুটনিক -১
প্রশ্ন: স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
উ: ১৯৫৭ সালে
প্রশ্ন: পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উ: উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
প্রশ্ন: মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
উ: লাইকা নামের কুকুর
প্রশ্ন: রকেটের সূত্রের আবিস্কারক কে ?
উ: গডার্ড
প্রশ্ন: ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উ: জন থম্পসন
প্রশ্ন: ল্যাপটপ কী ?
উ: এক ধরনের ছোট কম্পিউটার
প্রশ্ন: বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উ: ENIAC
প্রশ্ন: চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে
L
প্রশ্ন: চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উ: অ্যাপোলো -১১
প্রশ্ন: চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
প্রশ্ন: মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
উ: ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)
প্রশ্ন: মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উ: পাথ ফাইন্ডার
প্রশ্ন: শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উ: ক্যাসিনি
প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উ: প্রক্সিমা সেন্টারাই
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উ:ভিটামিন এ
প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ভিটামিন-বি -১
প্রশ্ন: ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
ভিটামিন -বি -২
প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
ভিটামিন-কে
প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উ:ভিটামিন-ই
প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে ?
উ: ভিটামিন -বি- ১২
প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ?
উ: ভিটামিন - সি
প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ?
উ: দুধ
প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী ?
উ: মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা
প্রশ্ন: গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উ: আয়োডিনের অভাবে
প্রশ্ন: নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উ: ফুসফুসে
প্রশ্ন: ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি ?
উ: আমলকী,আমড়া,লেবু ,পেয়ারা ও কমলা
প্রশ্ন: কোন উদ্ভিদ আমিষ
উ: ডাল
প্রশ্ন: কচু শাকে কি বেশি থাকে ?
উ: লৌহ
প্রশ্ন: উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উ: মাংশ
প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উ: ডাল
প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উ: ব্রোমিন
প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
পারদ
প্রশ্ন: প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উ: হীরা
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উ: আইসোটোন বলে
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উ: আইসোটোপ বলে
প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উ: প্রোটন ও নিউট্রন
প্রশ্ন: ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উ: কঠিন কার্বন ডাই অক্সাইড কে
প্রশ্ন: নিউট্রন আবিস্কার করেন কে ?
উ: চ্যোডইউক
প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উ: সোডিয়াম মনো গ্লুটামেট
প্রশ্ন: খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উ: সোডিয়াম ক্লোরাইড
প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উ: বালি
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উ: মিথেন
প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উ: সাবান ও পাউডার
প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উ: সিলভারের
প্রশ্ন: রসায়নের 'রুকসল্ট' কী ?
উ: সোডিয়াম অক্সাইড
প্রশ্ন: রসায়নের 'সিল্ক অব লাইম ' কী ?
উ: ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড
প্রশ্ন: ' সোডা ওয়াটার ' কী ?
উ: পানিতে কার্বনডাই অক্সাইড এর মিশ্রন
প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?
উ: হাইড্রজেন
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?
লরেনসিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উ: লিথিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
উ: রেডন
প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উ: ইলেকট্রন
প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
উ: প্ল্যাটিনাম
প্রশ্ন: 'উড স্পিরিট ' কী ?
উ: মিথাইল এলকোহল
প্রশ্ন: তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উ: পিতল
প্রশ্ন: তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উ: ব্রোঞ্জ
প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয় ?
উ: সালফিউরিক অ্যাসিড
প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উঃ কার্বন
প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উ: ০.১৫ - ১.৫ %
প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ?
উ: সোনা গলাতে
প্রশ্ন: ভিনেগার কাকে বলে ?
উ: ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে
প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট হলো ?
উ: ৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি
প্রশ্ন: বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উ: ৭৮.০২%
প্রশ্ন: বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত :
উ: ২০.৬১%
প্রশ্ন: হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
উঃ ২ টি
প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উ: পরমানুর প্রোটন সংখ্যা
প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উ:গ্রাফাইট
প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরী ?
উ:ক্যালসিয়াম সালফেট
প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উঃ তামা
প্রশ্ন: গ্যাভানাইজিং কী ?
উ: লোহার উপর দস্তার প্রলেপ
প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উঃ লাল করে
প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উ: নীল করে
প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উ: অলুমনিয়াম
প্রশ্ন: কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উ: গ্রাফাইট
প্রশ্ন: পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উ: নিউট্রন
প্রশ্ন: পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উ: প্রোটন
প্রশ্ন: পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উ: ইলেকট্রন
প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কেন ?
উঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
প্রশ্ন: জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়
উ: ফরমালিন
প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উ: করপিক্রিন
প্রশ্ন: পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উ: ১০৯ টি
্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উ: ৯২ টি
প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উ: ৭০ টি
প্রশ্ন: ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উঃ গ্যাসীয় অবস্থাাায়
প্রশ্ন: আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উ: কঠিন অবস্থায়
প্রশ্ন: লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উঃ নাইট্রাস অক্সাইড
প্রশ্ন: মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায় ?
উ: ভূপৃষ্ঠে
প্রশ্ন: নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
উ: ফুয়েল সেল
প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উ: মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উ: শূন্য
প্রশ্ন: পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উ: অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উ: কালো
প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উ: ৩ টি
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে ?
উ: বিকিরণ পদ্ধতিতে
প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উ: পরিবহন পদ্ধতিত
প্রশ্ন: তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উ: পরিচলন পদ্ধতিতে
প্রশ্ন: গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উঃ সাদা
প্রশ্ন: শীত কালে কেন কালো কাপড় পরিধান করা ভালো ?
উঃ কালো কাপড় তাপ শোষণ করে বলে
প্রশ্ন: রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয় ?
উ: তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়
প্রশ্ন: শীত কালে ভেজা কাপড় তারাতারি শুখে যায় কেন ?
উ: বাতাসে জলীয় বাস্প কম থাকে বলে
প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উ: কঠিন মাধ্যমে
প্রশ্ন: চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উঃ বাতাস নেই বলে
প্রশ্ন: শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন ?
উ: শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে
প্রশ্ন: সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয় ?
উ: প্রতিধ্বনি দিয়ে
প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উ: বাড়ে
প্রশ্ন: তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উঃ কমে
প্রশ্ন: বিদুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন ?
উ: আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন ?
উ: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
প্রশ্ন: মুখ্য রং কোন তিনটি ?
উঃ লাল ,নীল ,সবুজ
প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উ: বেগুনী
প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উঃ লাল
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ?
উ: ৮ মিনিট ২০ সেকেন্ড
প্রশ্ন: বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী ?
উ: ক্লোরো ফ্লুর কার্বন ,( সি এফ সি )
প্রশ্ন: বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ?
উ:একই হয়
প্রশ্ন: সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উ: নাইট্রোজেন
প্রশ্ন: বিদ্যুতকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশী ?
উ: বিজ্ঞানী ভোল্ট
প্রশ্ন: শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত ?
উ: ১.৫ ভোল্ট
প্রশ্ন: বৈদ্যুতিক একক কী ?
উ: ওয়াট
প্রশ্ন: বৈদ্যুতিক এক ইউনিট সমান ?
উ: এক কিলোওয়াট / আওয়ার
প্রশ্ন: বিদ্যুত পরিবাহকের রোধের একক কী ?
উ: ওহম
প্রশ্ন: চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উঃ মেরু বিন্দুতে
প্রশ্ন: মাধ্যাকর্ষণ শক্তি কে আবিস্কার করেন ?
উ: নিউটন
প্রশ্ন: বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী ?
উ: ফোটার চারদিকে বাতাসের সমান চাপ
প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উ: উইলিয়াম গে ওয়ালটার
প্রশ্ন: সূর্যের শক্তি উত্পন্ন হয় কোন পদ্ধতিতে ?
উঃ পরমানু ফিউশন
প্রশ্ন: প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উ: ৫০ টি
প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উ: ট্যাকমিটার
প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উ: সিসমোগ্রাফ
প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে ?
উ: গামা রশ্মি
প্রশ্ন: দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উ: ল্যাকটোমিটার
প্রশ্ন: টেলিভিশন কে আবিস্কার করেন ?
উঃ জন এল বেয়ার্ড
প্রশ্ন: রেডিও কে আবিস্কার করেন ?
উ: মার্কনি
প্রশ্ন: রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উ: স্টিফেনসন
প্রশ্ন: বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উ: জেমস ওয়াট
প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: হাওয়ার্ড এইকিন
প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: চার্লস ব্যাবেজ
প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উ: আলেকজান্ডার ফ্লেমিং
প্রশ্ন: পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উ: ওপেন হেমার
প্রশ্ন: এটম বোমা কে আবিস্কার করেন ?
উ: অটোহ্যান
প্রশ্ন: মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন ?
উ: রাদারফোর্ড
প্রশ্ন: বংশ গতিবিদ্যার জনক কে ?
উ: মেন্ডেল
প্রশ্ন: হোমিওপ্যাথিক ঔষুধের আবিস্কার করেন কে ?
উ: হ্যানিম্যান
প্রশ্ন: রিলেটিভিটির সুত্র কে আবিস্কার করেন ?
উঃ এলবার্ট আইনস্টাইন
প্রশ্ন: ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উঃ নিউটন
প্রশ্ন: আলোর গতির আবিস্কারক কে ?
উ: এ মাইকেলসন
No comments:
Post a Comment