Geography gk for competitive exams || Geography questions and answers for competitive exams 2023 - Psycho Principal

Fresh Topics

Friday, 20 May 2022

Geography gk for competitive exams || Geography questions and answers for competitive exams 2023

 

 


Geography gk for competitive exams


1.দক্ষিন ভারতের কালো মাটির অপর নাম কী?
উ - রেগুর

2. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উ- গ্রেট ব্যারিয়ার রিফ

3. ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উ - ৯টি

4. নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী?
উ - কিউসেক

5. গঙ্গোইকোন্ড উপাধী নেন কে?
উ - প্রথম রাজেন্দ্র চোল

6. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?
উ - পামীর মালভূমি

7. সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি?
উ - মঙ্গল গ্রহ

8. মহামল্ল উপাধী নেন কে?
উ - প্রথম নরসিংহবর্মন

9. ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী?
উ - ফ্ল্যাজেলা

10.কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় ?
উ- ধান

11. পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?
উ- স্টকহোম

12. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
উ - আলেকজান্ডার কানিংহাম

13. জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?
উ- ভিটামিন ‘এ’

14. মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ- জেনেভা

15. ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উ- লর্ড লিনলিথগো

16. কোন গ্রহের অপর নাম লুসিফার - শুক্র গ্রহক যন্ত্রের নাম কি?
উ - হাইগ্রোমিটার

17. বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন?
উ - সত্যেন্দ্রনাথ বসু (১৯৪৮)

18. অলিম্পিকের বলয় গুলির রং কী কী?
উ - নীল, হলুদ, কালো, সবুজ ও লাল

19. ভারতে আসার সমুদ্র পথ কে আবিস্কার করেছিলেন?
উ - ভাস্কো দা গামা

20. স্যার টমাস রো ভারতে আসেন কার আমলে?
উ - জাহাঙ্গীরের আমলে

21. আল্ট্রাসোনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উ - বাদুড়

22. মানব ফুসফুসের আবরণীর নাম কী?
উ - প্লুরা

23. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয়?
উ - ক্রেটিনিজম

24. গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ?
উ - কার্বন

25. আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত?
উ - নীল নদ

26. পোল্ডারভূমি কোথায় দেখা যায়?
উ - নেদারল্যান্ড

27. কোন দেশকে ‘প্রভাত শান্তির দেশ’ বলা হয়?
উ - কোরিয়া

28. বাসন্তী দেবী ও সুনীতি দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
– অসহযোগ আন্দোলন

29. ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় ?
উ- প্রস্তাবনা অংশটিকে

30. শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উ- অগাস্ত ব্লাংকি (১৮৩৮)

31. সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল?
উ - কৃষিকাৰ্য্

32. ওলিয়ামের রাসায়নিক নাম কী?
উ - পাইরো সালফিউরিক অ্যাসিড

33. বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন?
উ - ৩৫টি

34. ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা ?
উ- অরুনাচলপ্রদেশ

35. ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে?
উ - ইন্দিরা গান্ধী

36. সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কী?
উ - কুইপার বেল্ট

37.পেরিয়ার অভয়ারণ্য -
➨ইদুক্কি ,কেরল (হাতি, বাঘ চিতা ,সম্বর )

38. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান -
➨কেরল (হাতি, বাঘ, প্রজাপতি)

39. অগস্থ মালাই জীবমণ্ডল সংরক্ষণ-
➨ কেরল

40.ইরাভিকুলাম জাতীয় উদ্যান -
➨ ইদুক্কি, কেরল

41. মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান-
➨ আন্দামান-নিকোবর

42. দুধওয়া জাতীয় উদ্যান -
➨লখিমপুর ,উত্তরপ্রদেশ (বাঘ)

43. সিপাহী জলা অভয়ারণ্য-       
➨ ত্রিপুরা

44. মুরলেন জাতীয় উদ্যান -      
➨মিজোরাম

45. পালামৌ ব্যাঘ্রপ্রকল্প -  
➨ডালটনগঞ্জ, ঝাড়খন্ড

46. হাজারীবাগ জাতীয় উদ্যান-   
   ➨হাজারিবাগ, ঝাড়খন্ড

47.বাল্মিকী জাতীয় উদ্যান-  
➨বিহার

48. সিমলিপাল জাতীয় উদ্যান-
➨ময়ূরভঞ্জ ,ওড়িশা (বাঘ)

49.নন্দনকানন জাতীয় উদ্যান-
➨ উড়িষ্যা( সাদাবাঘ, ঘড়িয়াল)

50. চন্দ্রপ্রভা অভয়ারণ্য -
➨ বেনারস ,উত্তর প্রদেশ

51. ভেলাভাদার জাতীয় উদ্যান- 
➨ভাবনগর ,গুজরাট

52. গির জাতীয় উদ্যান অভয়ারণ্য-
➨ জুনাগর, গুজরাট (সিংহ)

53.বরিভালি জাতীয় উদ্যান-
➨ মুম্বাই ,মহারাষ্ট্র (প্যান্থার ,সম্বর ,লঙ্গুর, চিংকারা)

54. নোয়াগাঁও জাতীয় উদ্যান-
  ➨ভান্ডারা, মহারাষ্ট্র

55.টাদোবা জাতীয় উদ্যান-
➨চন্দ্রপুর, মহারাষ্ট্র (বাঘ)

56.বান্ধবগড় জাতীয় উদ্যান-
➨ শাহদোল, মধ্যপ্রদেশ    (সাদা বাঘ)

57. বন বিহার জাতীয় উদ্যান-
➨মধ্যপ্রদেশ

58. শিবপুরি জাতীয় উদ্যান -
➨ শিবপুরি, মধ্যপ্রদেশ

59. পেঞ্চ জাতীয় উদ্যান - 
➨মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ

60. কুত্রিগাম অভয়ারণ্য -  
➨বস্তার ,ছত্রিশগড়

61. কানহা জাতীয় উদ্যান  -
➨মান্দলা, ছত্রিশগড় (বাঘ)

62. ইন্দ্রাবতী জাতীয় উদ্যান -
➨ছত্রিশগড়

63. দাচিগ্রাম অভয়ারণ্য -
➨শ্রীনগর ,জম্মু কাশ্মীর  (কস্তুরী মৃগ )

64. ভগবান মহাবীর জাতীয় উদ্যান -
➨ গোয়া

65. শ্রী  ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান -
➨অন্ধপ্রদেশ

66. মেলাপুত্তু পাখিরালয়-
➨  নেলোর ,অন্ধপ্রদেশ

67.মধুমালা অভয়ারণ্য-
➨নীলগিরি ,তামিলনাড়ু (হাতি ,বাইসান)

68. ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান -
  ➨তামিলনাড়ু

69. রঙ্গনথিটু পক্ষীরালয়- 
➨মহীশূর ,কর্ণাটক

70. নাগরহোল জাতীয় উদ্যান -
➨ কুর্গ ,কর্ণাটক

71.বন্দিপুর জাতীয় উদ্যান - 
➨ কর্ণাটক (হাতি, বাইসান)

72.করবেট জাতীয় উদ্যান -
➨নৈনিতাল,উত্তরাখণ্ড (বাঘ)

73. রোহিয়া জাতীয় উদ্যান -
➨  কুলু,হিমাচল প্রদেশ

74. সুলতানপুর জাতীয় উদ্যান-
➨হরিয়ানা

75. সরিস্কা জাতীয় উদ্যান -
➨আলোয়ার, রাজস্থান (বাঘ)

76. রণথম্ভোর জাতীয় উদ্যান-
➨সাওয়াই, মাধপুর রাজস্থান( বাঘ)

77. ঘানা পাখিরালয় -
➨  ভরতপুর,গুজরাট

78.জলদাপাড়া অভয়ারণ্য -           
➨  জলপাইগুড়ি , পশ্চিমবঙ্গ  (এক সিংহ গন্ডার)

79. চাপড়ামারি অভয়ারণ্য - 
 ➨জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ(হাতি, বাঘ)

80.গরুমারা অভয়ারণ্য-      
  ➨ পশ্চিমবঙ্গ ( ভারতীয় গণ্ডার)

81. সিঙ্গালিলা জাতীয় উদ্যান-      
➨  পশ্চিমবঙ্গ

82. সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ-
➨পশ্চিমবঙ্গ ( রয়েল বেঙ্গলটাইগার)

83. মানস ব্যাঘ্রপ্রকল্প -
➨বরপেটা,অসম (বাঘ)

84. কাজিরাঙা জাতীয় উদ্যান -
➨জোরহাট, অসম  (একশৃঙ্গগন্ডার)

85. কেইবুল  লামাজো জাতীয় উদ্যান-   
➨ মনিপুর

86. সিরোই জাতীয় উদ্যান  -   
➨    মনিপুর

87. নামধাপা জাতীয় উদ্যান -
➨ অরুণাচল প্রদেশ (বাঘ ,লেপা)



No comments:

Post a Comment