Geography Questions And Answers For wbcs. || Geography Gk For Competitive Exams In Bangla - Psycho Principal

Fresh Topics

Friday, 20 May 2022

Geography Questions And Answers For wbcs. || Geography Gk For Competitive Exams In Bangla

 





Geography Questions And Answers For wbcs



১  ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
উ:সিকিম। 

২.পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত?
উ: ভানুগালু ( তুরষ্ক) । 

৩.টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়?
উ: নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৪.ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম-
উ:লুনী ও মাহি।

৫. রামেশ্বর মন্দির কোন  রাজ্যে অবস্থিত?
উ:তামিলনাডু।

৬. খাদার কী?
উ: নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী ?

উ:প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়?
উ: জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি?
উ: ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয়?
উ: নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায়  মহাকুমা নেই?
উ: কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়?
উ: অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উ: স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায়?
উ: চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়?
উ: পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়?
উ:ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়?
উ:মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি?
উ: চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত?
উ: মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত?
উ: রাজস্থান।

২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত?
উ: জম্বু ও কাশ্মীর।

২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?
উ:তামিলনাডু।

২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উ: ডাল।

২৪. পূর্ব রেল পথের সদর কোথায়?
উ:কলকাতা।

২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
উ:পাললিক শিলায়।

২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে?উ:ধ্রিয়ান।

২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম?
উ: ইন্দিরা পয়েন্ট।

২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?
উ: এিপুরা।

২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে?
উ: সুবর্ণরেখা।

৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়?
উ:গির অরণ্যে।(Gujarat)

৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত?
উ:হিমাচল প্রদেশ।

৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে?
উ:সিকিম।

৩৩. কালিকটের পরিবর্তিত নাম?
উ:কোঝিকোড়।

৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত?
উ: ডেকানট্র্যাপ।

৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম?
উ: নকরেক।

৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উ: মহেন্দ্রগিরি।

৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে?
উ:সাসার।

৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ:কলসুবাই।

৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী?
উ:পূর্না।

৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ  সমুদ্র সৈকত কোন রাজ্য আছে?
উ: মহারাষ্ট্রে।

৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়?
উ:২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম?
উ:আরাবল্লী।

৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র?
উ:ছত্তিশগড়ের ভিলাই।

৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?
উ:গুজরাট।

৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম?
উ:হিরাকুঁদ।

৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ?
উ:মাজুলি দ্বীপ।

৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ?
উ: সান্দাকফু।

৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম?
উ: ময়ুরাক্ষী।

৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার?
উ:জামনগর।

৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল?
উ: লাক্ষাদ্বীপ।

৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত?
উ:Kunchikol।

৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়?
উ:অরুণাচল প্রদেশ।

৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ ?
উ: মিনিকয়।

৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ ?
উ: খারদুংলা সড়ক।

৫৫. ভারতের গভীরতম  বন্দর?
উ: বিশাখাপত্তনম।

৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম?
উ: টর্নেডো।

৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়?
উ:গোদাবরী।

৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম?
উ: বেলেডোনিয়া।

৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ?
উ:লাক্ষাদ্বীপ।

৬০. ভারতের প্রথম জলবিদ্যুৎ  কেন্দ্র ?
উ: সিদ্রাপং।

৬১. বিশ্বের জনবহুল শহর কোনটি?
উ: টৌকিও।

৬২. যে মহাকাশ যানে মানুষ প্রথম  চাঁদে পর্দাপন করে তার নাম?
উ: অ্যাপেলো।

৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উ:তামিলনাডু।

৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ ?
উ:মাদাগাস্কার।

৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত?
উ: সিকিম।

৬৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
উ: কম্বোডিয়া।

৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে?
উ:বিহার।

৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে?
উ: কলোরাডো।

৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
উ:গ্রেট ব্যারিয়ার রিফ।

৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়?
উ:আমাজন অববাহিকায়।

৭১. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
উ?চিলি।

৭২. গোবি মরু ভুমিটি অবস্থিত?
উ:মঙ্গোলিয়ায়।

৭৩. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী?
উ:আকাশগঙ্গা।

৭৪ বিশ্বের সবচেয়ে দুষিত শহর?
উ:মেস্কিকো।

৭৫. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে?
উ:সুনামি

No comments:

Post a Comment