GK fo wbcs 2022 || General Knowledge In Bangla - Psycho Principal

Fresh Topics

Thursday, 19 May 2022

GK fo wbcs 2022 || General Knowledge In Bangla



 

 GK fo wbcs 2022 || General Knowledge In Bangla


১.কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে?
উত্তর: ডানকান প্রণালী।

২. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ।

৩.গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
উত্তর: 1987 খ্রিস্টাব্দে।

৪. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
উত্তর: গোদাবরী।

৫. অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়?
উত্তর: 2014 খ্রিস্টাব্দের 2রা জুন।

৬. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইরাবতী।

৭.মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি?
উত্তর: শিলং।

৮. দক্ষীন ভারতের পবিত্র নদী কোনটি?
উত্তর: কাবেরী নদ

৯.পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে?
উত্তর: নীলগিরি পর্বত।

১০. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  ইয়াং সি কিয়াং।

১১. মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্রিশগড় গঠিত হয়?
উত্তর: 2000 সালের 1লা নভেম্বর।

১২. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  মানস।

১৩.উত্তর প্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয়?
উত্তর: 2000 সালের 9ই নভেম্বর।

১৪. কোন নদীকে বাংলার দুঃখ বলে?
উত্তর:  দামোদর নদ।

১৫.বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
উত্তর: 2000 সালের 15 ই নভেম্বর।

১৬.ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম লিখো।
উত্তর: পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।

১৭. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা।

১৮.কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর: তামিলনাড়ুর পালানি হিল।

১৯. ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:  যমুনা।

২০.ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।

২১. কারাকোরাম পর্বতের অপর নাম কি?
উত্তর: কৃষ্ণগিরি।

২২. ইউরোপর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  ভল্গা।

২৩.ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।

২৪.ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
উত্তর: কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।

২৫. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।

২৬. ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
উত্তর: লাদাখ।

২৭. ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে?
উত্তর:  গঙ্গা।

২৮. ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি।

২৯. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
উত্তর: রাজস্থানের সম্বর হ্রদ।

৩০. ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
উত্তর: প্যাংগং হ্রদ।

৩১. আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: হেলমন্দ।

৩২.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: আনাইমুদি।

৩৩. কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?
উত্তর: কারেওয়া।

৩৪. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
উত্তর: অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।

৩৫. পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  সিন্ধু।

৩৬. ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
উত্তর: তেলেঙ্গানা।

৩৬. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

৩৭. পৃথিবীর বৃহত্তম নদী(জলবহনে) কোনটি?
উত্তর:  আমাজন।

৩৮. অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
উত্তর: অমরাবতী।

৩৯. তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
উত্তর:  হায়দ্রাবাদ।

৪০. সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
উত্তর:  1975 খ্রিস্টাব্দে।

৪১. নেপালের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:  কালিগন্ডক।

৪২. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর: 10 ডিগ্রি চ্যানেল।

৪৩. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
উত্তর:  যমুনা।

৪৪. কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
উত্তর: 9 ডিগ্রি চ্যানেল।

৪৫. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর:  যমুনোত্রী হিমবাহ।

৪৬. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
উত্তর: 8 ডিগ্রি চ্যানেল।

৪৭. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আন্দামান।

৪৮. মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উত্তর: ছোটনাগপুর মালভূমি।

৪৯. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: কাংটো।

৫০. গঙ্গার প্রধান শাখানদী কোনটি?
উত্তর:  ভাগীরথী।

৫১. কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: সিঙ্গালিলা শৈলশিরা।

৫২. ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি?
উত্তর:  লুনী নদী।

৫৩.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: সান্দাকফু।

৫৪.ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।

৫৫. শ্রীলংকারর প্রধান নদী কোনটি?
উত্তর:  মহাবলি গঙ্গা।

৫৬. কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তর: তাল।

৫৭. ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সর্বাধিক?
উত্তর: কেরালা।

৫৮.কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
উত্তর: শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।

৫৯. ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
উত্তর: দেরাদুন।

৬০. গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:  বঙ্গোপসাগর।

৬১. ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।

৬২. কোন নদীকে বিহারের দুঃখ বলে?
উত্তর:  কোশী নদী।

৬৩. ভূস্বর্গ কাকে বলা হয়?
উত্তর: কাশ্মীর উপত্যকাকে।

ইতিহাসের কিছু গুরুত্ব পুর্ন প্রশ্ন উত্তর
wbcs gk in Bengali

৬৪. নোবেল চালু হয় কত সালে?
উ: ১৯০১ সালে

৬৫.ফিফা গঠিত কত সালে?
উ: ১৯০৪ সালে

৬৬.বঙ্গভঙ্গ  আন্দোলন হয় কত সালে?
উ: ১৯০৫ সালে

৬৭.বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় কত সালে?
উ: ১৯১১ সালে

৭৮.টাইটানিক ধংস হয়ে কত সালে?
উ: ১৯১২ সালে

৬৯.রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল লাভ করে কত সালে?
উ:১৯১৩ সালে

৭০.প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
উ: ১৯১৪ সালে

৭১.রুশ বিপ্লব হয় কবে?
উ: ১৯১৭ সালে

৭২.১ম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে?
উ: ১৯১৯ সালে

৭৩.২য় ভার্সাই চুক্তি হয় কত সালে?
উ: ১৯১৯ সালে

৭৪.ম্যাগনাকার্টা হয় -
উ: ১২১৫ সালে

৭৫.উত্তর আমেরিকা আবিস্কার হয় -
উ: ১৪৯২ সালে

৭৬.শিল্প বিপ্লব ঘটে -
উ: ১৭৬০ সালে

৭৭.আমেরিকা স্বাধীনতা লাভ করে -
উ: ১৭৭৬ সালে

৭৮.১ম ভার্সাই চুক্তি হয় -
উ: ১৭৮০ সালে

৭৯.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় -
উ: ১৮০০ সালে

৮০.ট্রাফালগার যুদ্ধ  হয় -
উ: ১৮০৫ সালে

৮১.ওয়াটার লুর যুদ্ধ হয়-
উ: ১৮১৫ সালে

৮২.দাশ প্রথার বিলোপ ঘটে -
উ: ১৮৬৩ সালে

৮৩.আব্রাহাম লিংকন মারা যান -
উ: ১৮৬৫ সালে

৮৪.সুয়েজ খাল খনন করা হয় -
উ: ১৮৬৯ সালে

৮৫.ফরাসি বিপ্লব হয় -
উ: ১৭৮৯ সালে

৮৬.দুই জার্মানী একত্রিত হয় -
উ: ১৯৯০ সালে

৮৭.শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান-
উ: ১৯৯৩ সালে

৮৮.নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন-
উ: ১৯৯৪ সালে

৮৯.সিটি বিটি সই হয়-
উ: ১৯৯৬ সালে

৯০.সিটি বিটি অনুমোদন হয় -
উ: ২০০০ সালে

৯১.জাতিসংঘ নোবেল পায়-
উ: ২০০৭ সালে

৯২.দঃ সুদান স্বাধীন হয়-
উ: ২০১১ সালে

৯৩.এপিজে আঃ কালাম মারা যান-
উ: ২০১৫ সালে

৯৪.মোঃ আলী মারা যান -
উ: ২০১৬ সালে

৯৫.ফিদেল কাস্ত্রো মারা যান -
উ: ২৫ নভেম্বর,২০১৬ সালে

৯৬.ঢাবি স্থাপিত হয় -
উ: ১৯২১ সালে

৯৭.হিটলার জার্মান চ্যান্সলর হন-
উ: ১৯৩৩ সালে

৯৮.২য় বিশ্বযুদ্ধ শুরু-
উ: ১৯৩৯ সালে

৯৯.ছিয়াত্তরের মনবন্তর হয় -
উ: ১১৭৬ সালে (বাংলা)

১০০.২য় বিশ্বযুদ্ধ শেষ হয় -
উ: ১৯৪৫ সালে

১০১.জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় -
উ: ১৯৪৫ সালে

১০২.দেশ বিভাগ হয় -
উ: ১৯৪৭ সালে

১০৩.আরব-ইসরায়েল যুদ্ধ হয় -
উ: ১৯৪৮ সালে

১০৪.বিবিসি বাংলার যাত্রা করে -
উ: ১৯৪৯ সালে

১০৬.এভারেস্ট বিজয় করে -
উ: ১৯৫৩ সালে

১০৭.সুয়েজ খাল জাতীয়করন করা হয় -
উ: ১৯৫৬ সালে

১০৮.চাঁদে ১ম মানুষ যায়-
উ: ১৯৬৯ সালে

১০৯.তাইওয়ান স্বাধীনতা হারায় -
উ: ১৯৭১ সালে

১১০.ইরানে ইসলামী বিপ্লব হয় -
উ: ১৯৭৯ সালে

১১১.মাদার তেরেসার নোবেল লাভ করে -
উ: ১৯৭৯ সালে

১১২.ফকল্যান্ড যুদ্ধ শুরু হয় -
উ: ১৯৮২ সালে





No comments:

Post a Comment