GK questions and answers for wbcs in bangla | general Knowledge in bangla - Psycho Principal

Fresh Topics

Friday, 20 May 2022

GK questions and answers for wbcs in bangla | general Knowledge in bangla

 


General Knowledge for wbcs


1. ব্যাকটিরিয়া জনিত দুটি রোগের নাম লেখ।

উঃ কলেরা, আন্ত্রিক।

2. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ।

উঃ আমাশয়, ম্যালেরিয়া।

3. ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ।

উঃ জলবসন্ত, পীতজ্বর।

4. দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি?

উঃ কলেরা, হেপাটাইটিস, কুষ্ঠ, ম্যালেরিয়া, টাইফ্রয়েড ইত্যাদি।

5. পরিবেশ আইন কাকে বলে?

উঃ পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে।

6. জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য লেখ।

উঃ জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা।

7. সেস-এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ কর।

উঃ সিমেন্ট শিল্প, কাগজ শিল্প।

8. ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্যে প্রণীত দুটি আইন লেখ।

উঃ কীটনাশক আইন ১৯৬৮, বিস্ফোরক দ্রব্য আইন – ১৯৮৪।

9. Silent Zone কাকে বলে?

উঃ হসপিটাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যের এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে। এই অঞ্চলে গাড়ীর হর্ণ, মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না।

10. ফুড পয়েজনিং কিসের দ্বারা ঘটে?

উঃ এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দূষিত ও বাসী খাবার খেলে এটি বেশি হয়।

11. দুটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?

উঃ ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি।

12. এনডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে?
উঃ প্রকৃতিতে বেশিরভাগ রোগই একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে। কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এনডেমিক অবস্থা বলে।
 হোস্টের ঘনত্ব ও সংস্রব যখন বৃদ্ধি পায় এই রোগ হঠাৎ বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ে তখন সেই অবস্থাকে মহামারী বলে।

13. DDT এর পুরো নাম কী?

উঃ ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন।

14. দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘটে?

উঃ টাইফয়েড, কলেরা, আন্ত্রিক প্রভৃতি।

15. সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী?

উঃ পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, টীকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্যপদার্থের যথাযথ নিষ্কাশন।

16. পাখীর দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী?

উঃ আর্বোভাইরাস।

17. মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবানুর নাম কী?

উঃ টিটেনাশ, অ্যানথ্রাক্স প্রভৃতি।

18. ভেক্টর কাকে বলে?

উঃ যখন কোন প্রাণী কোন রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে। (Credit - Parashuna)

19. দুটি বায়ুবাহিত রোগের নাম লেখ।

উঃ জলবসন্ত, ইলফ্লুয়েঞ্জা প্রভৃতি।

20. উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী?

উঃ এপিডেমিক টাইফাস।

21. কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়?

উঃ স্যাণ্ড ফ্লাই।

22. বায়ুবাহিত রোগ নিয়ন্ত্রণের সহজ পথ কী?

উঃ ভীড় বা জমায়েত পরিহার করা ও হাসপাতাল ও নার্সিংহোমগুলি ভালমত নির্জীব করা।

23. কোন কোন রোগ প্রতিরোধে টীকা প্রদান করা হয়?

উঃ ডিপথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি।

24. মানুষের দেহে পরোক্ষ ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়?

উঃ ইম্যুনোগ্লোবুলিন ইঞ্জেক্সন করে।

25. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবানুর নাম কী?

উঃ প্লাসমোডিয়াম ভ্যাইভ্যাক্স।

26. ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ঔষুধ প্রয়োগ করা হয়?

উঃ ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি।

27. মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কী?

উঃ গাম্বুসিয়া, তেলাপিয়া প্রভৃতি।

28. যক্ষা রোগের পরজীবীর নাম কী?

উঃ মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যুলোসিস।

29. কোন ধরণের শ্রমিকদের ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি?

উঃ কোক তৈরীর কারখানা ও তৈল শোধনাগারে কর্মরত শ্রমিকদের।

30. কলেরা রোগের পরজীবীর নাম কী?

উঃ ভিব্রিও কলেরি।

31. প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী?

উঃ ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস ও টীকাকরণ।

32. ব্যাগাসোসিস রোগ কাদের দেখা যায়?

উঃ চিনি মিলে কর্মরত শ্রমিকদের এই রোগ দেখা যায়।

33. একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখ?

উঃ আমাশয়।

34. পাখীর দ্বারা বিস্তারলাভ করে এরকম একটি রোগের নাম লেখ।

উঃ অরনিথোসিস।

35. AIDS এর পুরো নাম কী?

উঃ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।






1.সিজিএস পদ্ধতিতে বলের একক এর নাম কি?

উত্তর:- ডাইন 

2.পরমাণুবাদ তত্ত্বের জনক কে ছিলেন ?

উত্তর:- ডালটন 

3.গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 

উত্তর:-ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে

4.তিনটি মৌলিক বর্ণ কোনগুলি ?

উত্তর:-লাল সবুজ এবং নীল সূত্র সুনীল

5.ডায়নামো আবিষ্কার করেন করেন কে  ?

উত্তর:- মাইকেল ফ্যারাডে 1831

6.ভূমিকম্প নির্ধারণ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে ?

উত্তর - সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে

তীব্রতা মাপা হয় রিখটার স্কেল

7.ভর কোন ধরনের রাশি ?

উত্তর- স্কেলার রাশি কিন্তু ওজন বা ভার ভেক্টর রাশি

8.আলোক রস্মি বাএক্স রশ্মী তরঙ্গ দৈর্ঘ্য মাপার এককের নাম কি ?

উত্তর:- আমস্ট্রং

9.পরমশূন্য উষ্ণতার মান কত ?

উত্তর:- - 273 ডিগ্রী C

10. মানুষের হাত, চিমটা, মাল তোলার ক্রেন এগুলো কোন শ্রেণীর লিভার ?

উত্তর - তৃতীয় শ্রেণীর লিভার

11.নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাল্বের মধ্যে আর কোন গ্যাসটি থাকে? 

উত্তর:- নাইট্রোজেন গ্যাস

12.চা ও কফি তে কোন উপাদানটি দেখতে পাই  ?

উত্তর:-ক্যাফেইন

13.ডিনামাইট এর আবিষ্কর্তা কে ছিলেন ? 

উত্তর:- আলফ্রেড নোবেল

▪️ইলেকট্রন - জে.জে থমসন

▪️ হাইড্রোজেন - ক্যাভেন্ডিস 

▪️প্রোটন - রাদারফোর্ড

 ▪️তেজস্ক্রিয়তা - বেকারেল

14.হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতুটি ? 
উত্তর:- প্লাটিনাম

15.সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তর ? 

উত্তর:-লিথিয়াম

16.মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি ? 

উত্তর:-মিথেন

17."DDT"-এর পুরো নাম কি ? 

উত্তর:-ডাইক্লোরো ডাই ফিনাইল টাই ক্লোরো ইথেন (এটি একটি কীটনাশক ঔষধ) 

18.গ্যালভানাইজেশন পদ্ধতিতে কিসের উপর জিংকের প্রলেপ দেওয়া হয় ? 

উত্তর:-আয়রন এর উপর 

19.গুটি বসন্তের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ? 

উত্তর:-এডওয়ার্ড জেনার

20.মিউটেশন তত্ত্বের প্রবক্তা ? 

উত্তর:-হুগো দে ভ্রিজ

▪️পেনিসিলিন এর আবিষ্কর্তা - আলেকজান্ডার ফ্লেমিং

▪️জেনেটিক কোডের আবিষ্কর্তা - ডাক্তার হরগোবিন্দ খোরানা

21.রাস্তাঘাটে ফ্লাডলাইটে কোন গ্যাসটি পূর্ণ থাকে ?  

উত্তর:-সোডিয়াম গ্যাস

22.সাধারণ উষ্ণতায় তরল ধাতুর নাম কি? 

উত্তর:-পারদ এবং অধাতু ব্রোমিন

23.সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হল? 
উত্তর - এসিটাবুলারিয়া

24.বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? 

উত্তর:- টাংস্টেন (উচ্চ গলনাংক ও হওয়ার জন্য)

25.ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম কি? 

উত্তর:-নিয়াসিন,যার অভাবে পেলেগ্রা রোগ হয়

26.সরীসৃপ পক্ষী মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি ?

উত্তর:- ফুসফুস

27.জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি? 

উত্তর:-মার্কারি বা পারদ

28.পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকের নাম কি ?

উত্তর:-পেপসিন

29.রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটলে যে রোগের প্রাদুর্ভাব ঘটে তা হল :

উত্তর :-অস্টিওম্যালেসিয়া ও রিকেট

30.একটি তাম্র গঠিত রঞ্জক পদার্থের নাম কি? 
উত্তর:- হিমোসায়ানিন

31.ভেনাস হৃদপিন্ড আমরা কোন প্রাণীর দেহে দেখতে পায়? 

উত্তর - মাছের দেহে

32.রক্ত কণিকার উৎস স্থল কোথায় থেকে ? 

উত্তর:- লাল অস্থিমজ্জা থেকে

33.প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কতগুলো? 

উত্তর:-206 টি

34.মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম কি? 
উত্তর:-সিলিয়ারি পেশী

35.মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কি? 

উত্তর:- সারটোরিয়াস

36.মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে তার দেহের কোন অংশে ? 

উত্তর:- পুচ্ছ পাখনা 

37.ভাইরাস শব্দটির অর্থ কি? 

উত্তর - বিষ (ল্যাটিন শব্দ থেকে এসেছে)

38.বৃক্কের গঠনগত ও কার্যগত একক এর নাম কি? 

উত্তর:-নেফ্রন

39.টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি ? 
উত্তর:- সালমনেলা টাইফি 

40.আরশোলার রেচন অঙ্গের নাম কি  ?

উত্তর:-ম্যালপিজিয়ান নালিকা

41.মস্তিষ্কের আবরণীর নাম কি? 

উত্তর:-মেনিনজেস

42.মস্তিষ্কের সবচাইতে বড় অংশের নাম ? 

উত্তর-সেরিব্রাম

43.সংকটকালীন বার জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? 

উত্তর-অ্যাড্রিনালিন

44.একটি নাইট্রোজেন বিহীন হরমোন এর নাম? 
উত্তর- জিব্বেরেলিন

45.আলোকবর্ষ একক এর মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি? 

উত্তর-দূরত্ব পরিমাপ করি

46.কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের ?  উত্তর-হাইড্রা

47.একটি একক বিহীন ভৌত রাশির নাম কি ?

উত্তর- আপেক্ষিক গুরুত্ব

48.পেন্সিলের লেড বলতে আমরা কি বুঝি 

উত্তরঃ গ্রাফাইট

49.ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল 

উত্তর-MIC

50.ডিমের পচা গন্ধযুক্ত গ্যাস টির নাম কি 

উত্তর:-H2S

51.তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?  

উত্তর:-বেল এবং ডেসিবেল

52.লেন্সের ক্ষমতার একক কি ?

উত্তর- ডায়াপ্টার

53.শক্তি কোন ধরনের রাশি ? 

উত্তর -স্কেলার রাশি

54."WHO"- নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা?

উত্তর - 45 ডেসিবেল।




No comments:

Post a Comment