GK Questions and answers for competitive exams 151+ || General Knowledge In Bangla - Psycho Principal

Fresh Topics

Monday, 2 May 2022

GK Questions and answers for competitive exams 151+ || General Knowledge In Bangla

 



GK Questions And Answers For Competitive Exams


১.ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর:কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।
২. PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
উত্তর: পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
৩.ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
উত্তর:প্যাংগং হ্রদ।
৪. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
উত্তর: নাব্রা উপত্যকা (কারাকোরাম)
৫.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর:আনাইমুদি।
৬. চারমিনার কোন শহরে অবস্থিত?
উত্তর: হায়দ্রাবাদ
৭. 'বুল' এবং 'বিয়ার' শব্দ দুটি কীসের সাথে জড়িত?
উত্তর: শেয়ার বাজার
৮. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন হয়?
উত্তর: ডি ভিটামিন
৯. ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
উত্তর: মুম্বাই
১০. নক্ষত্রের আতঘর বলা হয় কাকে?
উত্তর: নীহারিকা কে।
১১. SAARC কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 8 ডিসেম্বর, 1985
১২. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তর: 78%
১৩. কসমিক ইয়ার (Cosmic Year) কি?
উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে
১৪. আপাত সংঘর্ষ তত্ত্ব কারা প্রকাশ করেন? 
উত্তর: সৌরবিঙ্গানী চেম্বারলিন ও মূলটন।
১৫. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 
উত্তর: 21%
১৬.এশিয়ার রোম কাকে বলা হয়?
উত্তর: দিল্লি
১৭.  আয়োডিনের অভাবে কি রোগ হয়?
উত্তর: গলগন্ড রোগ হয়।
১৮. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?
উত্তর: রাজঘাট
১৯ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর:কাঞ্চনজঙ্ঘা।
২০. দুর্গাপুর কী নামে পরিচিত?
উত্তর: ভারতের রুঢ়
২১.  দুধে থাকে কোন্ অ্যাসিড?
উত্তর: ল্যাকটিক এসিড।
২২. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উত্তর: স্থিতি শক্তি
২৩. BBC এর পুরো নাম কি?
উত্তর: 'British Brought costing Corporation'
২৪. মুখ্য রং কোন তিনটি?
উত্তর: লাল, নীল, সবুজ
২৫.  ভিটামিন এ সবচেয়ে বেশি
উত্তর: গাজরে।
২৬. 'Art of Living' এর প্রবক্তা কে?
উত্তর: শ্রী শ্রী রবিশঙ্কর
২৭.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর:সান্দাকফু।
২৮. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুন
২৯. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
উত্তর:উলার হ্রদ।
৩০. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
উত্তর: ইংল্যান্ড
৩১.বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
উত্তর:2000 সালের 15 ই নভেম্বর।
৩২. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?
উত্তর: 11 জুলাই
৩৩.ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তর:জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
৩৪. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?
উত্তর: 90%
৩৫কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর:সিঙ্গালিলা শৈলশিরা।
৩৬. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
উত্তর: আর্যভট্ট
৩৭. কারাকোরাম পর্বতের অপর নাম কি?
উত্তর:কৃষ্ণগিরি।
৩৮. ভারতের কোথায় ধান গবেষণাগার আছে?
উত্তর: ওডিশার কটক শহরে
৩৯.কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তর:তাল।
৪০. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: 1904 সালে
৪১.ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তর:জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
৪২. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
উত্তর: 76 বছর
৪৩. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
উত্তর: অ্যানাবিনা, নস্টক
৪৪.  মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য?
উত্তর: ভিটামিন জাতীয় খাদ্য।
৪৫. কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা'?
উত্তর: সীসা
৪৬.  শরীরে শক্তি যোগাতে দরকার —
উত্তর: খাদ্য
৪৭. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
উত্তর: ইস্পাত
৪৮.  বিষাক্ত নিকোটিন থাকা কিসে?
উত্তর: তামাকে
৪৯. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড
৫০.  শিশুদের রিকেটাস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে?
উত্তর: ভিটামিন ডি এর অভাবে।
৫১. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর: শূন্য
৫২.  জলে দ্রবণীয় ভিটামিন হল?
উত্তর:ভিটামিন বি ও সি
৫৩. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?
উত্তর: সম্বর হরিণ
৫৪. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে?
উত্তর: ভিটামিন বি₂ এর অভাবে।
৫৫. শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?
উত্তর: ত্বক
৫৬.  ভিটামিন ডি এর অভাবে হয়?
উত্তর: রিকেটস রোগ।
৫৭. DNS বলতে কী বোঝায়?
উত্তর: ডোমেন নেম সিস্টেম
৫৮. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উত্তর: চীন
৫৯. পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তর: 460 কোটি বছর।
৬০. চিনের প্রাচীর কে নির্মান করেন?
উত্তর: চিনের রাজা কিন শি হুয়াং
৬১. সৌরজগতের সমাবেশকে কি বলে?
উত্তর: আকাশগঙ্গা।
৬২. হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
উত্তর: ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
৬৩ মহাবিস্ফোরণ বা 'Big Bang Theory' এর প্রবক্তা কে?
উত্তর: এডউইন হাবল(1924 সালে)।
৬৪. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
উত্তর: গ্রিক বিজ্ঞানীরা
৬৫. সৌরজগতের সমস্ত গ্রহের কৌণিক ভরবেগ কত?
উত্তর: 9.8%
৬৬. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: আনাইমুদি
৬৭. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: জেনিভা


General Knowledge In Bangla


Advance Questions And Answers
  পড়তে থাকো যোগ্যতা তোমাকে বেছে নেবে

১. হজরত মহাম্মব্দের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উ: 632 সালে।

২. স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন -
উ: মলিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস

৩.ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক  দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?
উ:1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।

৪. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
উ: বি.আর আম্বেদকর

৫. গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?
উ: 1946  খ্রিস্টাব্দে।

৬. থাম্বপ্যাড থাকে -
উ:  ব্যাঙের

৭. ব্রিটিশ সরকার প্রণীত  কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উ: 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।

৮. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী -
উ:  আর্থোপোডা

৯. কোন মিশনের পরিকল্পনার  ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?
উ:মন্ত্রী মিশন পরিকল্পনা।

১০. সিস্টোলিথ দেখা যায় -
উ:  বট পাতায়

১১. কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযোজিত হয়?
উ: শরণ সিং কমিটি।

১২.. জলের স্কুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম -
উ:  হিপসোমিটার

১৩. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?
উ: 1947 খ্রিস্টাব্দে।

১৪. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে -
উ:  অ্যালবুমিন

১৫. কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়?
উ: 368 নম্বর ধারা।

১৬. নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন -
উ:  কর্সিকা দ্বীপে।

১৭. গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?
উ: 389 জন।

১৮. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সেনাপতি ছিলেন -
উ:  তাঁতিয়া টোপি

১৯. ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?
উ: মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।

২০. 'ফ্যাসিস্ট পার্টি' কে প্রতিষ্ঠা -
উ:  মুসোলিনী

২১. ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?
উ: সুপ্রীম কোর্ট ।

২২. পরিক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম -
উ:  ইউরিয়া

২৩. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
উ: 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।

২৪. জার্মান সিলভারের উপাদানগুলি হল -
উ:  কপার, নিকেল, জিঙ্ক

২৫. ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়?
উ:  ভারত শাসন আইন,1935।

২৬. পঞ্চতন্ত্র লিখেছেন -
উ:  বিষ্ণু শর্মা

২৭. গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উ: সচিদানন্দ সিনহা।

২৮. সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল -
উ:  কৃষিকাজ

২৯.  ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?
উ: 12টি(মূল সংবিধানে  ছিল আটটি)

৩০. খাইবার পাশ অবস্থিত -
উ:  পাকিস্তানে

৩১. ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?
উ: 2বছর 11 মাস 18 দিন।

৩২. পীত সাগর অবস্থিত -
উ:  উত্তর প্রশান্ত মহাসাগরে

৩৩. কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান?
উ:  ভারতবর্ষের সংবিধান।

৩৪. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (Gulf) কোনটি -
উ:  মেক্সিকোর উপসাগর

৩৫. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উ: রাজেন্দ্র প্রসাদ।

৩৬. সিয়াচেন হিমাবাহ অবস্থিত -
উ:  লাদাখ-এ

৩৭. গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?
উ: এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।

৩৮. ভারতীয় সংবিধান কার্জকর হয় -
উ:  26 জানুয়ারি, 1950

৩৯. ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল?
উ: 395 টি।

৪০. রেডিয়াম পাওয়া যায় -
উ:  পিচ

৪১. গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?
উ: 211জন।

৪২. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী -
উ:  ল্যাভয়সিয়ের

৪৩.কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের  "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন?
উ: এন.এ. পালকিওয়ালা।

৪৪. কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী -
উ:  ক্যাভেন্ডিস

৪৫.কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?
উ: মহাত্মা গান্ধী।

৪৬. 'চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় -
উ:  হিপোক্রেটাসকে

৪৭. কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?
উ: মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।

৪৮. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন -
উ:  চন্দ্রগুপ্ত মৌর্য

৪৯. 42 তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?
উ: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।

৫০. কোন উদ্ভিদের জীবাণুনাশক ওণ আছে -
উ:  নিমের

৫১.কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?
উ: মন্ত্রীমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।

৫২.. টলেমি ছিলেন এক বিখ্যাত -
উ: জ্যোতির্বিদ

৫৩. কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে?
উ: 1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।

৫৪. জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম -
উ: Response in the living and non living world

৫৫. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উ: 1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।

৫৬. 'পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন -
উ:  প্রেমেন্দ্র মিত্র

৫৭.ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উ:  মার্কিন যুক্তরাষ্ট্র।

৫৮. বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে -
উ:  ইন্দোনেশিয়ার (সুমাত্রা) জাভাতে

৫৯. গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?
উ: 11টি।

৬০. কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় -
উ:  1923 সালে

৬১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?
উ: সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

৬২. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত -
উ:  নিউইয়র্কে

৬৩. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?
উ: 1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।

৬৪. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত -
উ:  কাঠমান্ডুতে

৬৫. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উ:  ডঃ বি.আর. আম্বেদকর।

৬৭. রামধনুর প্রান্ত দুটির রং হল -
উ:  বেগুনী ও লাল

৬৮. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
উ: 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।

৬৯. চীনদেশের বৃহত্তম নদী হল -
উ:  ইয়াং-সি-কিয়াং

৭০. গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?
উ: হাতি।

৭১.. কোন শিলায় জীবাশ্ম দেখা যায় -
উ:  পাললিক শিলায়

৭২. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
উ: ড. বি.আর.আম্বেদকর।

৭৩.. নাইট্রাস অক্সাইডকে বলা হয় -
উ:  লাফিং গ্যাস

৭৪. দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন-
উ: আলাউদ্দিন খলজী।

৭৫. 'রাখীবন্ধন' উৎসবের উদ্যোক্তা -
উ:  রবীন্দ্রনাথ ঠাকুর

৭৬. কবুলিয়ত ও পাট্টা প্রথার কে প্রবর্তন করেন―
উ: শের শাহ।

৭৭. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত -
উ:  যমুনা

৭৮. হর্ষবর্ধন শেষজীবনে কোন ধর্মালম্বী ছিলেন―
উ: বৌদ্ধ।

৭৯. 'সুমো' কোন দেশের প্রচলিত কুস্তি -
উ:  জাপান

৮০. ইবাদতখানা কোথায় অবস্থিত―
উ: ফতেপুরসিকরিতে।

৮১. আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন -
উ:  আমির খসরু


No comments:

Post a Comment