1. ভূমিকম্পের দেশ কাকে বলা হয়?
উ: জাপান।
2.ভূমিকম্পের শহর কাকে বলা হয়?
উ:ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.নিষিদ্ধ শহর নামে পরিচিত --
উ:লাসা
4.নিষিদ্ধ দেশ কাকে বলা হয়?
উ: তিব্বত
5.মুক্তার দ্বীপ কাকে বলা হয়?
উ: বাহরাইন।
6.মুক্তার দেশ কাকে বলা হয়?
উ:কিউবা।
7.পান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
উ: আয়ারল্যান্ড।
8.পবিত্র পাহাড় কাকে বলা হয়? ও কোথায় অবস্থিত?
উ:ফুজিয়ামা, জাপান।
9.পবিত্র ভূমি কাকে বলা হয়?
উ:জেরুজালেম।
10.পবিত্র দেশ নামে পরিচিত?
উ: ফিলিস্তিন।
11.সূর্যোদয়ের দেশ বলা হয় -
উ:জাপান।
12.নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
উ:নরওয়ে।
13.হাজার দ্বীপের দেশ বলা হয়-
উ:আইসল্যান্ড
14.হাজার হ্রদের দেশ নামে পরিচিত-
উ:ফিনল্যান্ড।
15.দ্বীপের মহাদেশ বলা হয়-
উ:ওশেনিয়া।
16.দ্বীপের নগরী বলা হয়-
উ:ভেনিস।
17.সোনালী তোরণের দেশ বলা হয়-
উ:সানফ্রান্সিসকো।
18.সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
উ:মায়ানমার।
19.দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়-
উ:নিউজিল্যান্ড কে।
20.প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় -
উ:জাপান।
21.প্রাচ্যেও ম্যানচেস্টার নামে পরিচিত-
উ:ওসাকা, জাপান।
22.ধীবরের দেশ বলা হয়-
উ:নরওয়ে
23.আগুনের দ্বীপ নামে পরিচিত-
উ:আইসল্যান্ড।
24.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় --
উ:ভিয়েনা
25.ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত-
উ:তুরস্ক।
26.ইউরোপের ক্রীড়াঙ্গন নামে পরিচিত-
উ:সুইজারল্যান্ড।
27.ইউরোপের রণক্ষেত্র বলা হয় -
উ: বেলজিয়াম।
28.ইউরোপের ককপিট নামে পরিচিত-
উ:বেলজিয়াম।
29.ইংল্যান্ডের বাগান -
উ:কেন্ট।
30.উত্তরের ভেনিস বলা হয়-
উ:স্টকহোম।
31.উদ্যানের শহর নামে পরিচিত-
উ:শিকাগো।
32.গগণচুম্বী অট্টালিকার দেশ-
উ:নিউইয়র্ক।
33.জাঁকজমকের নগরী হলো-
উ:নিউইয়র্ক।
34.বিশ্বের রাজধানী বলো হয় -
উ: নিউইয়র্ক কে।
35.বিগ আপেল নামে পরিচিত--
উ:নিউইয়র্ক
36.চির বসন্তের নগরী-
উ:কিটো, ইকুয়েডর।
37.চির শান্তির শহর নামে পরিচিত-
উ:রোম, ইতালি।
38.চির সবুজের দেশ হলো-
হয়:নাটাল।
39.চীনের নীল নদ -
উ:ইয়াং সি কিয়াং।
40.চীনের দুঃখ বলা হয়-
উ:হোয়াংহো নদী
41.প্রাচীরের দেশ হলো-
উ:চীন।
42.বাংলার দুঃখ নামে পরিচিত-
উ:দামোদর নদী
43.হলদে চীন -
উ:হোয়াংহো
44.দক্ষিণ ভারতের উদ্যান-
উ:তাঞ্জোর।
45.দক্ষিণের রানী বলা হয়-
উ:সিডনী, অস্ট্রেলিয়া।
46.পশমের দেশ বলা হয়-
উ:অস্ট্রেলিয়া
47.ক্যাঙারুর দেশ বলা হয়-
উ: অস্ট্রেলিয়া
48.নিশ্চুপ সড়কের শহর হলো-
উ:ভেনিস।
48.নীল নদের দান বলা হয়-
উ:মিশর।
49.নীল নদের দেশ বলা হয়-
উ:মিশর।
50.পিরামিডেরদেশ- নামে পরিচিত-
উ:মিশর।
51.বাজারের শহর বলা হয়-
উ:কায়রো, মিশর।
52.নীরব শহর বলা হয়-
উ:রোম।
53.পঞ্চম ড্রাগনের দেশ নামে -
উ: তাইওয়ান
54.পশু পালনের দেশ বলা হয়-
উ:তুর্কিস্তান কে।
55.পশ্চিমের জিব্রাল্টার বলা হয়-
উ:কুইবেক।
56.পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয়-
উ:করাচীকে
57.সাত পাহাড়ের শহর নামে পরিচিত -
উ:রোম।
58.হাজার-পাহাড়ের দেশ নামে পরিচিত -
উ:রুয়ান্ডা।
59.পোপের শহর নামে পরিচিত-
উ:রোম।
59.প্রাচ্যের ভেনিস নামে পরিচিত-
উ:ব্যাংকক।
60.নিমজ্জমান নগরী হলো --
উ:হেগ
61.পৃথিবীর ছাদ নামে পরিচিত-
উ:পামির মালভূমি।
62.পৃথিবীর চিনির আধার বলা হয় -
উ: কিউবাকে।
63.বজ্রপাতের দেশ নামে পরিচিত-
উ:ভূটান।
64.বাতাসের শহর নামে পরিচিত -
উ: শিকাগো।
65.সিল্ক রুটের দেশ -
উ:ইরান
66.ঝর্ণার শহর বলা হয়-
উ:তাসখন্দকে।
67.বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়-
উ:প্রেইরি, উত্তর আমেরিকা।
68.পৃথিবীর মুক্তভূমি বলা হয়--
উ:থাইল্যান্ড
69.মটর গাড়ির শহর বলা হয়-
উ:ডেট্রয়েটকে।
70.মসজিদের শহর বলা হয়-
উ:ঢাকা ও ইস্তাম্বুল।
71.মন্দিরের শহর বলা হয়-
উ:বেনারসকে ।
72.মরুভূমির দেশ বলা হয়-
উ:আফ্রিকাকে।
73.মার্বেলের দেশ বলা হয়-
উ:ইটালীকে।
74.লিলি ফুলের দেশ বলা হয়-
উ:কানাডাকে।
75.ম্যাপল পাতার দেশ বলা হয় -
উ: কানাডাকে।
76.স্বর্ণ নগরী নামে পরিচিত-
উ:জোহান্সবার্গ।
77.রৌপের শহর বলা হয়-
উ:আলজিয়ার্সকে।
78.লবঙ্গ দ্বীপ নামে পরিচিত-
উ:জাঞ্জিবার।
79.সকাল বেলার প্রশান্তি -
উ:কোরিয়া।
80.শান্ত সকালের দেশ বলা হয়-
উ:কোরিয়াকে।
81.শ্বেত হস্তির দেখা যায় কোথায়?
উ:থাইল্যান্ড।
82.শ্বেতাঙ্গদের কবরস্থান-
উ:গিনি কোস্ট।
83.সাদা শহর বলা হয়-
উ:বেলগ্রেড(সার্বিয়া)।
84.সম্মেলনের শহর হল-
উ:জেনেভা( সুইজারল্যান্ড)।
85.সমুদ্রের বধু বলা হয়-
উ:গ্রেট ব্রিটেনকে।
86.হর্ণ অফ আফ্রিকা নামে পরিচিত-
উ:দক্ষিণ আফ্রিকা।
87.বৃহদাকার চিড়িয়াখানা বাল হয়--
উ:আফ্রিকাকে।
88.আফ্রিকার হ্রদয়--
উ:সুদান।
89.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হলো-
উ:আফ্রিকা।
90.প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত --
উ:মারিয়ানা ট্রেঞ্চ।
91.হারকিউলিসের স্তম্ভ বলা হয় -
উ:জিব্রাল্টার মালভূমি।
92.ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় -
উ:জিব্রাল্টারকে।
93.সিটি অব কালচার নামে পরিচিত-
উ:প্যারিস (ফ্রান্স)
94.সিটি অফ লাইট নামে পরিচিত-
উ:প্যারিস(ফ্রান্স)
95.ট্যাক্সির নগরী বলা হয় -
উ:মেক্সিকো সিটিকে।
96.পৃথিবীর গুদামঘর নামে পরিচিত-
উ:মেক্সিকো ।
97.সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার -
উ:ইউক্রেন।
98.সোনার অন্তঃপুর নামে পরিচিত–
উ: ইস্তাম্বুল (তুরস্ক)।
99.চির সবুজের শহর/দেশ হলো –
উ:নাটাল(দঃ আফ্রিকা) ।
100.গ্রানাইটের শহর বলা হয়–
উ:অ্যাবারদিন(স্কটল্যান্ড)।
101.তাজমহলের নগরী হলো –
উ:আগ্রা
102.উত্তরের ভেনিস বলা হয় –
উ:স্টকহোমকে।
103.পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত –
উ:কুইবেক(কানাডা)।
104.কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে?
উত্তর: ডানকান প্রণালী।
105. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ।
106.গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
উত্তর: 1987 খ্রিস্টাব্দে।
107. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
উত্তর: গোদাবরী।
108. অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়?
উত্তর: 2014 খ্রিস্টাব্দের 2রা জুন।
109. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইরাবতী।
110.মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি?
উত্তর: শিলং।
111. দক্ষীন ভারতের পবিত্র নদী কোনটি?
উত্তর: কাবেরী নদ
112.পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে?
উত্তর: নীলগিরি পর্বত।
113. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইয়াং সি কিয়াং।
114. মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্রিশগড় গঠিত হয়?
উত্তর: 2000 সালের 1লা নভেম্বর।
115. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মানস।
116.উত্তর প্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয়?
উত্তর: 2000 সালের 9ই নভেম্বর।
117. কোন নদীকে বাংলার দুঃখ বলে?
উত্তর: দামোদর নদ।
118.বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
উত্তর: 2000 সালের 15 ই নভেম্বর।
119.ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম লিখো।
উত্তর: পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
120. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা।
121.কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর: তামিলনাড়ুর পালানি হিল।
122. ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা।
123.ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।
124. কারাকোরাম পর্বতের অপর নাম কি?
উত্তর: কৃষ্ণগিরি।
125. ইউরোপর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভল্গা।
126.ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।
127.ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
উত্তর: কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।
128. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।
129. ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
উত্তর: লাদাখ।
130. ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে?
উত্তর: গঙ্গা।
131. ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি।
132. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
উত্তর: রাজস্থানের সম্বর হ্রদ।
133. ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
উত্তর: প্যাংগং হ্রদ।
134. আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: হেলমন্দ।
135.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: আনাইমুদি।
136. কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?
উত্তর: কারেওয়া।
137. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
উত্তর: অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।
138. পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: সিন্ধু।
139. ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
উত্তর: তেলেঙ্গানা।
140. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
141. পৃথিবীর বৃহত্তম নদী(জলবহনে) কোনটি?
উত্তর: আমাজন।
142. অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
উত্তর: অমরাবতী।
143. তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
উত্তর: হায়দ্রাবাদ।
144. সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
উত্তর: 1975 খ্রিস্টাব্দে।
145. নেপালের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: কালিগন্ডক।
146. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর: 10 ডিগ্রি চ্যানেল।
147. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
উত্তর: যমুনা।
148. কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
উত্তর: 9 ডিগ্রি চ্যানেল।
149. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: যমুনোত্রী হিমবাহ।
150. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
উত্তর: 8 ডিগ্রি চ্যানেল।
151. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আন্দামান।
152. মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উত্তর: ছোটনাগপুর মালভূমি।
153. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: কাংটো।
154. গঙ্গার প্রধান শাখানদী কোনটি?
উত্তর: ভাগীরথী।
155. কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: সিঙ্গালিলা শৈলশিরা।
156. ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি?
উত্তর: লুনী নদী।
157.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: সান্দাকফু।
158.ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।
159. শ্রীলংকারর প্রধান নদী কোনটি?
উত্তর: মহাবলি গঙ্গা।
160. কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
উত্তর: তাল।
161. ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সর্বাধিক?
উত্তর: কেরালা।
162.কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
উত্তর: শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।
163. ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
উত্তর: দেরাদুন।
164. গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর: বঙ্গোপসাগর।
165. ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
167. কোন নদীকে বিহারের দুঃখ বলে?
উত্তর: কোশী নদী।
168. ভূস্বর্গ কাকে বলা হয়?
উত্তর: কাশ্মীর উপত্যকাকে।
No comments:
Post a Comment