Indian History questions and answers for competitive exams 2023 || GK Bangla - Psycho Principal

Fresh Topics

Sunday, 1 May 2022

Indian History questions and answers for competitive exams 2023 || GK Bangla

 

 



মধ্য যুগ....

১.মধ্যযুগে মুসলিমদের প্রাথমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান -গুলির নাম লেখাে  -
উত্তর: মধ্যযুগের মুসলিমদের প্রাথমিক শিক্ষা হত মক্তবে এবং উচ্চশিক্ষা হত মাদ্রাসাতে ।

২. মুসলিমদের শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম কেমন ছিল ?
উত্তর: আরবি , ফারসি , কোরান , হাদিস প্রভৃতি ছিল মুসলিমদের শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ।

৩. কে , কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ।

৪. এশিয়াটিক সােসাইটি কে , কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:এশিয়াটিক সােসাইটি 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স , প্রতিষ্ঠা করেন ।

৫. বারাণসী সংস্কৃত কলেজ কে , কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে জোনাথান । ডানকান প্রতিষ্ঠা করেন ।

৬. কে , কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ।

৭. ইংল্যান্ডে ফোর্ট উইলিয়াম কলেজের অনুরূপ কোন্ কলেজ স্থাপিত হয় ?
উত্তর: ইংল্যান্ডে ফোর্ট উইলিয়াম কলেজের অনুরূপ হেইলেবেরি কলেজ স্থাপিত হয় ।

৮. ফোর্ট উইলিয়াম ও হেইলেবেরি কলেজ স্থাপনের < উদ্দেশ্য কী ছিল ?
উত্তর: ফোর্ট উইলিয়াম ও হেইলেবরি কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসকদের প্রশিক্ষণ দেওয়া ।

৯. কারা , কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন ?
উত্তর: 1800 খ্রিস্টাব্দে মার্শম্যান , ওয়ার্ড এবং উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন ।

১০. শ্রীরামপুর কলেজ কে , কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:1818 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন ।

১১.আলেকজান্ডার ডাফ কে ছিলেন ?
উত্তর: আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি । তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন।

১২. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ? এর বর্তমান নাম কী ?
উত্তর: 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন । এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ ।

১৩. কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কারা প্রতিষ্ঠা করেন ?
উত্তর: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ বেলজিয়ামের জেসুইট মিশনারিরা প্রতিষ্ঠা করেন ।

১৪. মাদ্রাজ খ্রিস্টান কলেজ কবে স্থাপিত হয় ?
উত্তর: মাদ্রাজ খ্রিস্টান কলেজ 1837 খ্রিস্টাব্দে স্থাপিত হয় ।

১৫. কে , কবে অ্যাংলাে হিন্দু স্কুল স্থাপন করেন ?
উত্তর: 1815 খ্রিস্টাব্দে রাজা রামমােহন রায় অ্যাংলাে হিন্দু স্কুল স্থাপন করেন ।

১৬. কারা , কখন হিন্দু কলেজ স্থাপন করেন ?
উত্তর: 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার , বৈদ্যনাথ মুখােপাধ্যায় প্রমুখ হিন্দু কলেজ স্থাপন করেন ।

১৭. হেয়ার স্কুল ( পটলডাঙ্গা একাডেমি ) কে , কবে প্রতিষ্ঠা করেন ? উত্তর: হেয়ার স্কুল 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন ।

১৮. কলকাতা স্কুল বুক সােসাইটি ’ ও ‘ কলকাতা স্কুল সােসাইটি ’ কে , কবে স্থাপনা করেন ?
উত্তর: ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি ’ ও ‘ কলকাতা স্কুল সােসাইটি ' স্থাপন করেন ।

১৯. কলকাতা স্কুল বুক সােসাইটি ’ ও ‘ কলকাতা স্কুল সােসাইটি ’ কেন স্থাপিত হয় ?
উত্তর: ডেভিড হেয়ার ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা ও বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে কলকাতা স্কুল বুক সােসাইটি এবং বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় স্থাপনের জন্য কলকাতা স্কুল সােসাইটি স্থাপন করেন ।

২০. কোন্ কোন বিদেশি কলকাতাতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন ?
উত্তর: শেরবাের্ন , মার্টিন বােল , আরটুন পিটার্স , ডেভিড ড্রামন্ড প্রমুখ বিদেশি কলকাতাতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন ।

২১.রামমােহন রায় কোন্ কোন্ উপনিষদের বাংলা অনুবাদ করেন ? উত্তর:রামমােহন রায় ঈশ , কেন , কঠ , মাণ্ডুক্য ও মণ্ডুক - এর বাংলা অনুবাদ করেন ।

২২.কে , কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1815 খ্রিস্টাব্দে রাজা রামমােহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ।

২৩.রামমােহন আত্মীয় সভা কেন প্রতিষ্ঠা করেন ?
উত্তর: একেশ্বরবাদ আলােচনার জন্য তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন । |

২৪.কে , কবে , কেন ব্রাত্মসভা প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1828 খ্রিস্টাব্দে রাজা রামমােহন রায় একেশ্বরবাদ প্রচার করার জন্য ব্রাত্মসভা প্রতিষ্ঠা করেন ।

২৫. রামমােহন রায় কোন্ কোন্ কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তােলে ?
উত্তর: সতীদাহ প্রথা , বাল্যবিবাহ , বহুবিবাহ , কন্যাপণ , জাতিভেদ প্রথা , অস্পৃশ্যতার বিরুদ্ধে রামমােহন রায় আন্দোলন গড়ে তােলেন ।

২৬.কে , কবে সংবাদ কৌমুদী ’ পত্রিকা প্রকাশ করেন ?
উত্তর: 1821 খ্রিস্টাব্দে রাজা রামমােহন ‘ সংবাদ কৌমুদী ’ পত্রিকা প্রকাশ করেন ।

২৭.কে , কবে , সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উত্তর: 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।

২৮. রামমােহন ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য কবে , কাকে চিঠি লেখেন ?
উত্তর:  রামমােহন ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য লর্ড আমহার্স্টকে  1823  খ্রিস্টাব্দে চিঠি লেখেন । 

২৯.ফারসি সংবাদপত্র ‘ মিরাৎ - উল - আখবর ’ কে প্রকাশ করেন ?
উত্তর: রামমােহন রায় 1822 খ্রিস্টাব্দে ‘ মিরাৎ - উল - আখবর ’ সংবাদপত্রটি প্রকাশ করেন ।

৩০.বেদান্ত গ্রন্থ ’ , ‘ গৌড়ীয় ব্যাকরণ ’ কে রচনা করেন ?
উত্তর: রামমােহন রায় ‘ বেদান্ত গ্রন্থ ’ , ‘ গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন ।

৩১.বাংলা গদ্য সাহিত্যের জনক ' কাকে বলা হয় ?
উত্তর: রামমােহন রায়কে ' বাংলা গদ্য সাহিত্যের জনক ' বলে।

৩২.ভারতের সাংবাদিকতার অগ্রদূত কাকে বলা হয় ?
উত্তর: রামমােহন রায়কে ভারতের সাংবাদিকতার অগ্রদূত ’ বল্লা হয় ।

৩৩. ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক কাকে বলা হয় ?
উত্তর: রামমােহন রায়কে ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক বলা হয় ।

৩৪. রামমােহন রায়কে ভারত পথিক ’ ও ‘ ভারতীয় জাতীয়তাবাদের জনক ’ উপাধি কারা দিয়েছিলেন ?
উত্তর: রামমােহন রায়কে ‘ ভারত পথিক ’ উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতীয় জাতীয়তাবাদের জনক ’ উপাধি দেন জওহরলাল নেহরু ।

৩৫. দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ ব্ৰহ্বানন্দ ’ উপাধি দেন ?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ‘ ব্ৰহ্বানন্দ ’ উপাধি দেন ।     

৩৬. কেশবচন্দ্র সেন কোন্ কোন্ পত্রিকা প্রকাশ করেন ?
উত্তর: কেশবচন্দ্র সেন ‘ ইন্ডিয়ান মিরর ’ ( 1862 খ্রিস্টাব্দে ) ও ‘ বামাবােধিনী পত্রিকা ( 1863 খ্রিস্টাব্দে ) প্রকাশ করেন ।

৩৭. কে , কবে আদি ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রায়সমাজ প্রতিষ্ঠা করেন ।

৩৮. কে , কবে ভারতবর্ষীয় ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন ।

৩৯. কার উদ্যোগে বাংলার বাইরে বােম্বাই ও মাদ্রাজে ব্রাহ্বসমাজের শাখা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: কেশবচন্দ্র সেনের উদ্যোগে বাংলার বাইরে বােম্বাই ও মাদ্রাজে ব্রাম্মসমাজেরর শাখা প্রতিষ্ঠিত হয় ।

৪০. কে , কবে নববিধান প্রতিষ্ঠা করেন ?
উত্তর: 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন নববিধান প্রতিষ্ঠা করেন ।

গুগলি প্রশ্ন উত্তরঃ

১.রসিদ আলি দিবস কবে পালন করা হয়?
উ:1946 খ্রী: 12ই ফেব্রুয়ারি

২. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?
উ: টোকিও, জাপান।

৩.স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?
উ:ভি.পি.মেনন।

৪. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?
উ: ১১২নং ধারা।

৫.সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উ:লর্ড ক্যানিং।

৬. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উ: হিরাকুঁদ।

৭.রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উ:নুরুলউদ্দিন।

৮. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উ: ভেগাস।

৯.বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয়?
উ:1885 খ্রীঃ।

১০. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
উ: ছয় বছর।

১১.বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?
উঃআবুল কাশেম ফজলুল হক।

১২. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ? 
উ: লালা হরদয়াল।

১৩.সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?
উ:দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

১৪. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উ: ৬১তম সংশোধনী।

১৫.মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?
উ:1929খ্রীঃ

১৬. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উ: হিমালয়।

১৭.জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উ:রাধাকান্ত দেব।

১৮. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উ: চক্রবর্তী রাজা গোপালাচারী। 

১৯."সত্যার্থ প্রকাশ" গ্রন্থটি কার লেখা?
উ:স্বামী দয়ানন্দ সরস্বতী।
২০. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উ: ভিটামিন A এর অভাবে।

২১.বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উ:রাজা রামমোহন রায়।

২৬. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ? 
উ: ২০১১ সালে।

২৭."মহারাণীর ঘোষণাপত্র" কবে পেশ করা হয়?
উ:1858:খ্রীঃ 1লা নভেম্বর (এলাহবাদে, লর্ড ক্যানিং)

২৮. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উ: কর্ণাটক।

২৯.বেঙ্গল ভলান্টিয়ার্স' দল কে প্রতিষ্ঠা করেন?
উ:হেমচন্দ্র ঘোষ।

৩০. URL এর পুরো নাম কি ?
উ: ইউনিফর্ম রিসোর্স লোকেটর।

৩১.কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয়?
উ:লর্ড লিটন।

৩২. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উ: উমেশ চন্দ্র ব্যানার্জি।

৩৩.ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?
উ:1883 খ্রীঃ

৩৪. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উ: ১৯২৮ সালে।

৩৫.কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কে 'তিনদিনের তামাশা' বলে অভিহিত করেছেন?
উ:অশ্বিনী কুমার দত্ত।

৩৬. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
উ: চম্পারণে।

৩৭."সঞ্জীবনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ:কৃষ্ণ কুমার মিত্র

৩৮. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
উ: ১৮৫৬ সালে।  

৩৯."বঙ্গদর্শন" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ:বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

৪০. কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪১."সত্তর বছর" কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী?
উ:বিপিন চন্দ্র পাল।

৪২. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উ: টেকচাঁদ ঠাকুর।

৪৩."কলকাতা মেডিক্যাল কলেজ" কবে প্রতিষ্ঠিত হয়?
উ:1835 খ্রীঃ।

৪৪. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ: জুডো।

৪৫.জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গৃহীত হয়?
উ:1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।

৪৬. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উ: ইউরেনাসকে।

৪৭.'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উ:শচীন্দ্র প্রসাদ বসু(1905 খ্রীঃ)।

৪৮. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উ: ভিটামিন C এর অভাবে।

৪৯.ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উ:অ্যালান অক্টোভিয়ান হিউম।(1885 খ্রীঃ)

৫০. কফিতে কোন উপাদান থাকে ?
উ: ক্যাফেইন। 

৫১কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উ:লর্ড ডাফরিন।

৫২. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উ: ১৭নং ধারা।

৫৩.কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উ:1911 খ্রীঃ।

৫৪. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উ: পাকস্থলী। 

৫৫."Young India" গ্রন্থের রচয়িতা কে?
উ:লালা লাজপৎ রায়।

৫৬. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উ: মধ্যপ্রদেশ।

৫৭.স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী?
উ:মূলাশঙ্কর।

৫৮. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উ: ৩৫৬নং ধারা। 

৫৯.'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ' কাকে বলা হয়?
উ:বিরসা লিঙ্গম পান্ডালু।

৬০. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ: ব্যাডমিন্টন।

৬১.ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?
উ:মনুস্মৃতি।

৬২. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উ: ঢোল গোবিন্দ।

৬৩.AITUC কবে গঠিত হয়?
উ:1920 খ্রীঃ।

৬৪. সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উ: গিয়াস উদ্দিন বলবন

৬৫.ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?
উ:ভারত ছাড়ো আন্দোলন।

৬৬. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উ: মাউন্ট এভারেস্ট।

৬৭.'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উ:সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

৬৮. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ: হকি।

৬৯.জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
উ:1906 খ্রীঃ।

৭০. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উ: ইন্দিরা গান্ধী ক্যানেল।

৭১.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
উ:শ্যামজী কৃষ্ণবর্মা।

৭২. সাবানের রাসায়নিক নাম কি?
উ: সোডিয়াম স্টিয়ারেট। 

৭৩.ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?
উ:পুলিন বিহারি দাশ।

৭৪. PVC পুরো নাম কি ?
উ: পলিভিনাইল ক্লোরাইড।

৭৫."A Nation in Making"  গ্রন্থটি কে রচনা করেন?
উ:সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৭৬. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উ: আলাউদ্দিন খিলজি।

৭৭.'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ:বাল গঙ্গাধর তিলক।

৮. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উ: ঢাকাতে।

৭৯.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?
উ:চৌরিচৌরা ঘটনা।

৮০. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উ: তবলা।

৮১."নারী সত্যাগ্রহ সমিতি" কে প্রতিষ্ঠা করেন?
উ:বাসন্তী দেবী।

৮২. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ: হকি।

৮৩."গুলামগিরি" গ্রন্থটি কার লেখা?
উ:জ্যোতিবা ফুলে।

৮৪. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উ: গঙ্গা।

৮৫."ভারতী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ:সরলাদেবী চৌধুরানী।






No comments:

Post a Comment