Modern Geography questions and answers for competitive exams 2023
1. ভূমিকম্পের দেশ কাকে বলা হয়?
উ: জাপান।
2.ভূমিকম্পের শহর কাকে বলা হয়?
উ:ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.নিষিদ্ধ শহর নামে পরিচিত --
উ:লাসা
4.নিষিদ্ধ দেশ কাকে বলা হয়?
উ: তিব্বত
5.মুক্তার দ্বীপ কাকে বলা হয়?
উ: বাহরাইন।
6.মুক্তার দেশ কাকে বলা হয়?
উ:কিউবা।
7.পান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
উ: আয়ারল্যান্ড।
8.পবিত্র পাহাড় কাকে বলা হয়? ও কোথায় অবস্থিত?
উ:ফুজিয়ামা, জাপান।
9.পবিত্র ভূমি কাকে বলা হয়?
উ:জেরুজালেম।
10.পবিত্র দেশ নামে পরিচিত?
উ: ফিলিস্তিন।
11.সূর্যোদয়ের দেশ বলা হয় -
উ:জাপান।
12.নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
উ:নরওয়ে।
13.হাজার দ্বীপের দেশ বলা হয়-
উ:আইসল্যান্ড
14.হাজার হ্রদের দেশ নামে পরিচিত-
উ:ফিনল্যান্ড।
15.দ্বীপের মহাদেশ বলা হয়-
উ:ওশেনিয়া।
16.দ্বীপের নগরী বলা হয়-
উ:ভেনিস।
17.সোনালী তোরণের দেশ বলা হয়-
উ:সানফ্রান্সিসকো।
18.সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
উ:মায়ানমার।
19.দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়-
উ:নিউজিল্যান্ড কে।
20.প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় -
উ:জাপান।
21.প্রাচ্যেও ম্যানচেস্টার নামে পরিচিত-
উ:ওসাকা, জাপান।
22.ধীবরের দেশ বলা হয়-
উ:নরওয়ে
23.আগুনের দ্বীপ নামে পরিচিত-
উ:আইসল্যান্ড।
24.ইউরোপের প্রবেশদ্বার বলা হয় --
উ:ভিয়েনা
25.ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত-
উ:তুরস্ক।
26.ইউরোপের ক্রীড়াঙ্গন নামে পরিচিত-
উ:সুইজারল্যান্ড।
27.ইউরোপের রণক্ষেত্র বলা হয় -
উ: বেলজিয়াম।
28.ইউরোপের ককপিট নামে পরিচিত-
উ:বেলজিয়াম।
29.ইংল্যান্ডের বাগান -
উ:কেন্ট।
30.উত্তরের ভেনিস বলা হয়-
উ:স্টকহোম।
31.উদ্যানের শহর নামে পরিচিত-
উ:শিকাগো।
32.গগণচুম্বী অট্টালিকার দেশ-
উ:নিউইয়র্ক।
33.জাঁকজমকের নগরী হলো-
উ:নিউইয়র্ক।
34.বিশ্বের রাজধানী বলো হয় -
উ: নিউইয়র্ক কে।
35.বিগ আপেল নামে পরিচিত--
উ:নিউইয়র্ক
36.চির বসন্তের নগরী-
উ:কিটো, ইকুয়েডর।
37.চির শান্তির শহর নামে পরিচিত-
উ:রোম, ইতালি।
38.চির সবুজের দেশ হলো-
হয়:নাটাল।
39.চীনের নীল নদ -
উ:ইয়াং সি কিয়াং।
40.চীনের দুঃখ বলা হয়-
উ:হোয়াংহো নদী
41.প্রাচীরের দেশ হলো-
উ:চীন।
42.বাংলার দুঃখ নামে পরিচিত-
উ:দামোদর নদী
43.হলদে চীন -
উ:হোয়াংহো
44.দক্ষিণ ভারতের উদ্যান-
উ:তাঞ্জোর।
45.দক্ষিণের রানী বলা হয়-
উ:সিডনী, অস্ট্রেলিয়া।
46.পশমের দেশ বলা হয়-
উ:অস্ট্রেলিয়া
47.ক্যাঙারুর দেশ বলা হয়-
উ: অস্ট্রেলিয়া
48.নিশ্চুপ সড়কের শহর হলো-
উ:ভেনিস।
48.নীল নদের দান বলা হয়-
উ:মিশর।
49.নীল নদের দেশ বলা হয়-
উ:মিশর।
50.পিরামিডেরদেশ- নামে পরিচিত-
উ:মিশর।
51.বাজারের শহর বলা হয়-
উ:কায়রো, মিশর।
52.নীরব শহর বলা হয়-
উ:রোম।
53.পঞ্চম ড্রাগনের দেশ নামে -
উ: তাইওয়ান
54.পশু পালনের দেশ বলা হয়-
উ:তুর্কিস্তান কে।
55.পশ্চিমের জিব্রাল্টার বলা হয়-
উ:কুইবেক।
56.পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয়-
উ:করাচীকে
57.সাত পাহাড়ের শহর নামে পরিচিত -
উ:রোম।
58.হাজার-পাহাড়ের দেশ নামে পরিচিত -
উ:রুয়ান্ডা।
59.পোপের শহর নামে পরিচিত-
উ:রোম।
59.প্রাচ্যের ভেনিস নামে পরিচিত-
উ:ব্যাংকক।
60.নিমজ্জমান নগরী হলো --
উ:হেগ
61.পৃথিবীর ছাদ নামে পরিচিত-
উ:পামির মালভূমি।
62.পৃথিবীর চিনির আধার বলা হয় -
উ: কিউবাকে।
63.বজ্রপাতের দেশ নামে পরিচিত-
উ:ভূটান।
64.বাতাসের শহর নামে পরিচিত -
উ: শিকাগো।
65.সিল্ক রুটের দেশ -
উ:ইরান
66.ঝর্ণার শহর বলা হয়-
উ:তাসখন্দকে।
67.বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়-
উ:প্রেইরি, উত্তর আমেরিকা।
68.পৃথিবীর মুক্তভূমি বলা হয়--
উ:থাইল্যান্ড
69.মটর গাড়ির শহর বলা হয়-
উ:ডেট্রয়েটকে।
70.মসজিদের শহর বলা হয়-
উ:ঢাকা ও ইস্তাম্বুল।
71.মন্দিরের শহর বলা হয়-
উ:বেনারসকে ।
72.মরুভূমির দেশ বলা হয়-
উ:আফ্রিকাকে।
73.মার্বেলের দেশ বলা হয়-
উ:ইটালীকে।
74.লিলি ফুলের দেশ বলা হয়-
উ:কানাডাকে।
75.ম্যাপল পাতার দেশ বলা হয় -
উ: কানাডাকে।
76.স্বর্ণ নগরী নামে পরিচিত-
উ:জোহান্সবার্গ।
77.রৌপের শহর বলা হয়-
উ:আলজিয়ার্সকে।
78.লবঙ্গ দ্বীপ নামে পরিচিত-
উ:জাঞ্জিবার।
79.সকাল বেলার প্রশান্তি -
উ:কোরিয়া।
80.শান্ত সকালের দেশ বলা হয়-
উ:কোরিয়াকে।
81.শ্বেত হস্তির দেখা যায় কোথায়?
উ:থাইল্যান্ড।
82.শ্বেতাঙ্গদের কবরস্থান-
উ:গিনি কোস্ট।
83.সাদা শহর বলা হয়-
উ:বেলগ্রেড(সার্বিয়া)।
84.সম্মেলনের শহর হল-
উ:জেনেভা( সুইজারল্যান্ড)।
85.সমুদ্রের বধু বলা হয়-
উ:গ্রেট ব্রিটেনকে।
86.হর্ণ অফ আফ্রিকা নামে পরিচিত-
উ:দক্ষিণ আফ্রিকা।
87.বৃহদাকার চিড়িয়াখানা বাল হয়--
উ:আফ্রিকাকে।
88.আফ্রিকার হ্রদয়--
উ:সুদান।
89.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হলো-
উ:আফ্রিকা।
90.প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত --
উ:মারিয়ানা ট্রেঞ্চ।
91.হারকিউলিসের স্তম্ভ বলা হয় -
উ:জিব্রাল্টার মালভূমি।
92.ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় -
উ:জিব্রাল্টারকে।
93.সিটি অব কালচার নামে পরিচিত-
উ:প্যারিস (ফ্রান্স)
94.সিটি অফ লাইট নামে পরিচিত-
উ:প্যারিস(ফ্রান্স)
95.ট্যাক্সির নগরী বলা হয় -
উ:মেক্সিকো সিটিকে।
96.পৃথিবীর গুদামঘর নামে পরিচিত-
উ:মেক্সিকো ।
97.সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার -
উ:ইউক্রেন।
98.সোনার অন্তঃপুর নামে পরিচিত–
উ: ইস্তাম্বুল (তুরস্ক)।
99.চির সবুজের শহর/দেশ হলো –
উ:নাটাল(দঃ আফ্রিকা) ।
100.গ্রানাইটের শহর বলা হয়–
উ:অ্যাবারদিন(স্কটল্যান্ড)।
101.তাজমহলের নগরী হলো –
উ:আগ্রা
102.উত্তরের ভেনিস বলা হয় –
উ:স্টকহোমকে।
103.পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত –
উ:কুইবেক(কানাডা)।
General Knowledge In Bangla
History Questions And Answers
১. খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উ:জালালউদ্দিন খলজি
২. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উ:নাসিরউদ্দিন মামুদ
৩.আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ:আলাউদ্দিন খলজির
৪. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উ:আমির খসরু কে
৫. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উ:১৩৯৮ সালে
৬. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধি কে গ্রহণ করেন?
উ:আলাউদ্দিন খলজী
৭. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উ:আলাউদ্দিন খলজী
৮. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? উ:আলাউদ্দিন খলজী
৯. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উ:১৫৬৫ খ্রিস্টাব্দে
১০. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:গিয়াসউদ্দিন তুঘলক
১১. ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? উ:মোহম্মদ বিন তুঘলক
১২. কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উ:মোহম্মদ বিন তুঘলক
১৩. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ:নাসিরুদ্দিন মাহমুদ শাহ
১৪. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:খিজির খাঁ সৈয়দ
১৫. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ:আলাউদ্দিন আলম শাহ
১৬. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:বহলুল লোদী
১৭. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উ:বহলুল লোদী
১৮. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ:ইব্রাহিম লোদী
১৯. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উ:শামসুদ্দিন ইলিয়াস শাহ
২০. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? উ:জালালউদ্দিন ফতেশাহ
২১. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? উ:আলাউদ্দিন হোসেন শাহ কে
২২. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:জাফর খাঁ
২৩. বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ:কলিমউল্লাহ শাহ
২৪. আদিনা মসজিদ কে নির্মান করেন?
উ:সিকান্দার শাহ
২৫. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে?
উ:নসরৎ শাহ
২৬. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান?
উ:মালাধর বসু
২৭. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উ:মালাধর বসু
২৮. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উ:জয়নাল আবেদীন
২৯. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন?
উ: ইলিয়াস শাহী যুগে
৩০. পদ্মপুরাণ কে রচনা করেন?
উ:বিজয় গুপ্ত
৩১. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উ:কৃষ্ণদেব রায়
৩২. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উ:কৃষ্ণদেব রায়
৩৩. ‘হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন? উ:কৃষ্ণদেব রায়
৩৪. হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে ছিলেন?
উ:জীমৃত বাহন
৩৫. কাকে ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয়?
উ:তেলেগু কবি পেদ্দন কে
৩৬. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি?
উ:রেহলা
৩৭. সমরখন্দে ‘জুম্মা মসজিদ’ কে নির্মান করেন?
উ:তৈমুর লং
৩৮. ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু উ:রামানন্দ
৩৯. নানক কোথায় জন্মগ্রহণ করেন?
উ:লাহোরে
৪০. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উ:কবীর
৪১. শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উ:গ্রন্থসাহেব
৪২. গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন?
উ:গুরু অর্জুন
৪৩. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন?
উ:গুরু রামদাস
৪৪. কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয়? উ:ইলতুৎমিস
৪৫. মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? উ:বিজ্ঞানেশ্বর
৪৬. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:বাবর
৪৭. মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন?
উ:বাবর
৪৮. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে?
উ:বিল্বগ্রামের যুদ্ধ
৪৯. খানুয়ার যুদ্ধ হয় কত সালে?
উ:১৫২৭ খ্রিস্টাব্দে
৫০. ‘তুজক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন?
উ:বাবর
৫১. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন?
উ:তুর্কি
৫২. হুমায়ুননামা র রচয়িতা কে?
উ:বাবর কন্যা গুলবদন বেগম
৫৩. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?
উ:বৈরাম খাঁ
৫৪. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন?
উ: হুমায়ূনকে
৫৫. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে?
উ:আদিল শাহ
৫৬. শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু তার নাম কি?
উ:ব্রহ্মজিৎ গৌড়
৫৭. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন?
উ:শেরশাহ
৫৮. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? উ:শেরশাহ
৫৯. শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত?
উ:সাসারামে
৬০. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন?
উ:হিমু
৬১. হলদিঘাটের যুদ্ধ আকবর সাথে কার হয়েছিল?
উ:রানা প্রতাপ সিংহ
৬২. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন?
উ:মানসিংহ
৬৩. দ্বীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন?
উ:আকবর
৬৪. ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন? উ:আবুল ফজল
৬৫. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উ:বৈরাম খাঁ এবং হিমু
৬৬. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন?
উ:বৈরাম খাঁ
৬৭. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়?
উ:আকবর
৬৮. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন?
উ: আকবর
৬৯. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন?
উ: আকবর
৭০. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উ:শেখ মুবারক
৭১. সুর সাগর এর রচয়িতা কে?
উ: সুরদাস
৭২. আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিলেন?
উ:বীর সিং বুন্দেলা
৭৩. নুরজাহানের পূর্ব নাম কি ছিল?
উ:মেহেরুন্নেসা
৭৪. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেন?
উ:অর্জুন
৭৫. জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন?
উ:খুররম কে
৭৬. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন?
উ:১৬২৮ খ্রিস্টাব্দে
৭৭. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল?
উ:রাজমহল
৭৮. শাহজাহানের শাসন কালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি?
উ:উইলিয়াম হকিন্স
৭৯. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি?
উ:ময়ূর সিংহাসন
৮০. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি?
উ: তাজমহল
৮১. কার রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়?
উ:শাহজাহান
৮২. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লাল কেল্লা নির্মাণ করেন?
উ:যমুনা
৮৩. ময়ূর সিংহাসন লুন্ঠন করে নিয়ে যান কে?
উ: নাদির শাহ
৮৪. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন?
উ:ঔরঙ্গজেব
৮৫. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন?
উ:ওরঙ্গজেব
৮৬. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেন?
উ: গুরু তেগ বাহাদুর
৮৭. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো?
উ:ঔরঙ্গজেব
৮৮. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উ:ওরঙ্গজেব ও শিবাজীর মধ্যে
৮৯. ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন?
উ: শিবাজী কে
৯০. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর উ:আরোপ করেন? ১৬৭৯ খ্রিস্টাব্দে
No comments:
Post a Comment