Political Science GK for wbcs in bangla
💊 কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে -
☞368 নং ধারা।
💊 প্রথম সংবিধান সংশোধন করা হয় -
☞1951 সালে
💊 জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় -
☞1957 সালের 26 জানুয়ারী।
💊 কাশ্মীর চুক্তি হয়েছিল -
☞ 1975 সালে।
💊 370 ধারা প্রযোয্য -
☞ জম্মু ও কাশ্মীরে।
💊 জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় -
☞1947 সালের 26 অক্টবর।
💊 জম্মু ও কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় -
☞1952 সালের 26 জানুয়ারী।
💊 ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ্যা -
☞12 টি।
💊 ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে? -
☞ একবার।
💊 সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যাক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন -
☞পাঁচ বছর।
💊 ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি -
☞6 টি।
💊 কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে -
☞32 ধারা।
💊 ব্যাক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন -
☞সুর্পীমকোর্ট।
💊 কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় -
☞1978সালে।
💊 কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তরভুক্ত হয় -
☞1976 সালে।
💊 সংবিধানের কোন অংশে কল্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ আছে -
☞নির্দেশমুলক নীতিতে।
💊 কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হওয়া যায় -
☞35 বছর।
💊 জরুরী অবস্থা জারি করতে পারেন -
☞রাস্ট্রপতি।
💊 অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন -
☞2 জন।
💊 সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে -
☞তিন ধরনের।
💊 এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে -
☞তিন বার।
💊 এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে -
☞একবার ও না।
💊 সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় -
☞ 61 ধারা।
💊 কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন -
☞352 ধারা।
💊 রাস্ট্রপতির কার্যকাল কতদিনের -
☞পাঁচ বছর।
💊 রাস্ট্রপতির মৃত্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন করেন -
☞উপরাস্ট্রপতি
💊 রাজ্যসভার চেয়ারম্যান -
☞ উপরাস্ট্রপতি।
💊 কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল -
☞ 1965 সালে।
💊 কোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য -
☞ছয় মাস।
💊 কোন প্রধান মন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেন নি -
☞চৌধুরী চরন সিং।
💊 রাজ্যসভার সর্বচ্চ সদস্য সংখ্যা -
☞ 250 জন।
💊 রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন -
☞6 বছর।
💊 কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন - ☞রাস্ট্রপতি।
💊 কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন -
☞লোকসভার স্পিকার
💊 কোন বিলটি সংসদে পেশের আগে রাস্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয় -
☞অর্থবিল।
💊 লোকসভার প্রথম স্পিকার -
☞জি ভি মাভালাঙ্কার।
💊 কে লোকসভা পরিচালনা করেন -
☞ লোকসভার স্পিকার।
💊 সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন -
☞ 65 বছর।
💊 কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান -
☞রাজ্যপাল।
💊 রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন- ☞রাস্ট্রপতি।
💊 ভারতের নির্বাচন ব্যাবস্থা মুলত কোন দেশের নির্বাচন ব্যাবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে -
☞ব্রিটেন।
💊 ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহনের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয় -
☞48 ঘন্টা।
💊 পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট কে ঠিক করেন -
☞রাজ্য সরকার
💊 ভারতের প্রথম প্রধান বিচারপতি -
☞হিরালাল জে কানিয়া।
💊 ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন -
☞গভর্নর জেনারেল।
💊 কোন রাজ্যে প্রথম রাস্ট্রপতি শাসন জারি করা হয় -
☞পাঞ্জাব।
💊 প্রথম লোকসভা নির্বাচন হয় -
☞1952 সালে।
💊 কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় -
☞1964 সালে।
💊 Right to Information Act চালু হয় -
☞2005 সালে।
💊 ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি -
☞সচ্চিদানন্দ সিনহা।
আসন্ন সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ📕
💊 পৃথিবী একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
উ: চাঁদ
💊গান্ধীর ছবিতে গান্ধী কে অভিনয় করেছিলেন?
উ:বেন কিংসলি
💊 শিক্ষক দিবস পালিত হয়?
উ: 5 সেপ্টেম্বর
💊 জাপানে পরমাণু বোমা কমে গেলে?
উ:1945 সালে
💊 কোন নদীর উপর ভংকর নংগল বাঁধ?
উ: সুলতজ
💊 ভারতের জাতীয় ফুল?
উ: কমল
💊জাতিসংঘ সংগঠন ইউএনও। নিরাপত্তা পরিষদে কত স্থায়ী সদস্য আছেন?
উ:5
💊 বর্তমানে সিন্ধু সভ্যতা কোন পাকিস্তানে?
উ:হার্পা
💊 চাউহান নামে কর আদায় করা কি ছিল?
উ: মারাঠা
💊 বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
৬: টমাস এডিসন
💊 চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে ?
উ: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে
💊 টেলিফোনের আবিষ্কারক কে ?
উ: আলেকজান্ডার গ্রাহাম বেল
💊 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?
উ:746 ওয়াট
💊 'থিউরি অব রিলেটিভিটি' এর উদ্ভাবক কে ?
উ:আলবার্ট আইনস্টাইন
💊 বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উ: টাংস্টেন
💊 একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?
উ:একই হয়
💊 রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
উ: গামা রশ্মি
💊 জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয় ?
উ: বাড়ে
💊 পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী ?
উ: হীরক
💊 কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
উ: কালো দেখায়
💊 ভারতবর্ষের পূর্বতম স্থান কী?
উ:কিবুথু
💊 ভারতবর্ষের নিম্নতম(lowest) স্থান কোনটি?
উ:কুট্টানাড
💊 কোডার্মা কোন খনিজের জন্য বিখ্যাত??
উ:অভ্র
💊 বিবি কা মকবারা কোথায় অবস্থিত?
উ:ঔরঙ্গাবাদ
💊 অটল টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
উ:রোটাং পাস
💊 তামিলনাডুর নেভেলিতে কোন খনিজ পাওয়া যায?
উ:লিগনাইট কয়লা
💊 শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
উ:সাসারাম,বিহার
💊 ইলোরার কৈলাসনাথ মন্দির কাদের সময়ে তৈরি?
উ:রাষ্ট্রকূট
💊 ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ:গডউইন অস্টিন(K2)
💊 শাহাজান কোথায় মোতি মসজিদ তৈরি করেন?
উ:আগ্রা
💊 বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? স্থাপত্যবিদ কে?
উ:চন্ডিগড়,নেক চাঁদ
💊 মোনাজাইট কীসের আকরিক?
উ:থোরিয়াম
💊নন্দাদেবী শৃঙ্গ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
উ:কুমায়ুন হিমালয়
💊 গনগনি পশ্চিম বঙ্গের কোন জেলায় অবস্থিত?
উ:পশ্চিম মেদিনীপুর
💊 Arakan Yoma হল হিমালয়ের অংশ কোন দেশে অবস্থিত?
উ:মায়ানমার
💊কয়লা ও খনিজ তেল কোন শীলায় পাওয়া যায়?
উ:পাললিক শীলা(sedimentary rock)
💊জোজিলা পাস কোন কোন স্থানকে যুক্ত করে?
উ:শ্রীনগর থেকে লে
💊 চিতোরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন?
উ:রানা কুম্ভ
💊মুম্বাই- পুনেকে যুক্ত করেছে কোন গিরিপথ?
উ:ভোরঘাট
💊 শিপকিলা পাস কোন উপত্যকায় রয়েছে?
উ:শতুদ্র উপত্যকা (Sutlej Valley)
💊মোনপা,অভর,মুশমি,নিশি উপজাতি কোন রাজ্যে দেখা যায়?
উ:অরুনাচল প্রদেশ
💊 সাউথ তালপট্টি দ্বীপ নিয়ে কোন দুই দেশের বিবাদ রয়েছে?
উ:ভারত ও বাংলাদেশ
💊জওহর টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
উ:বানিহাল পাস
💊 ভিমবেকতা রক শেল্টার কোন রাজ্যে অবস্থিত?
উ:মধ্যপ্রদেশ
💊বিজাপুরের গোলগম্বুজ কার সমাধিক্ষেত্র?
উ:মহম্মদ আদিল শাহ
💊জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ:কামেট
💊গোলকোন্ডা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?
উ:হায়দ্রাবাদ,তেলেঙ্গানা
💊হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি?
উ:নামচাবারোয়া
💊 ভারতে বর্তমানে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ UNESCO ওয়ার্ল্ড নেটওয়ার্ক এর মধ্যে স্থান করে নিয়েছে?
উ:১২টি
💊মেঘমালাই ব্যাঘ্র স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?
উ:তামিলনাডু(৫১তম)
No comments:
Post a Comment