বিভিন্ন মনীষীদের আত্মজীবনীমূলক গ্রন্থ || Bangla GK - Psycho Principal

Fresh Topics

Saturday, 11 June 2022

বিভিন্ন মনীষীদের আত্মজীবনীমূলক গ্রন্থ || Bangla GK

 



আত্মজীবনীমূলক গ্রন্থ


1.কপিলদেব আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
 উ: By God's Decree
2.সুনীল গাভাস্কার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Runs in Ruins/Sunny days

3.সচিন তেন্ডুলকার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ:  Playing it My Way

4.যুবরাজ সিং আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: দ্য টেস্ট অফ মাই লাইফ।

5.অ্যাডাম গিলক্রিস্ট আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: True Colours

6.শেন ওয়ার্ন-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: My Illustrated Career/No Spin

7.জাভেদ মিয়াদাদ আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: -Cutting Edge

8.ক্লাইভ লয়েড-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Living for Cricket

9.বিয়ন বর্গ-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: My life and game

10.অভিনব বিন্দ্রা-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: A Shot at History

11.মিলখা সিং-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: The Race of My Life

12.সানিয়া মির্জা-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: ACE Against Odds

13.উইসেন্ট বোল্ট-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Faster Than Lightning My Autobiography

14.সাইনা নেওয়াল-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Playing to win

15.ধ্যানচাঁদ-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Goal

16.মহম্মদ আলি-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Greatest of All Time 

17.দিয়েগো মারাদোনা-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: I am Maradona.

18.ডেভিড বেকহ্যাম-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: My Side

19.️পি টি উষা-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Golden Girl

20.মেরি কম-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Unbreakable: An Autobiography

21.শহীদ আফ্রিদি-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: Game Changer

22.সৌরভ গাঙ্গুলী-আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উ: অ্যা "সেঞ্চুরি ইস'নট এনাফ"


appellation Questions Answers For Quiz And Competitive Exams


23. গান্ধীকে মহাত্মা বলেন-
উ: রবীন্দ্রনাথ ঠাকুর

24. গান্ধীকে জাতীর জনক বলেন--
উ: সুভাষচন্দ্র

25. গান্ধিকে মিকিমাউস বলেন-
উ: সরোজিনী নাইডু

26. গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছেন-
উ: চার্চিল

27. গান্ধিজি অভয় সাধক বলতেন --
উ: বাবা আমতে কে

28. রবীন্দ্রনাথ কে বিশ্বকবি বলেছেন-
উ: ব্রহ্মবান্ধব উপাধ্যায়

29. সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন-
উ: ভিনসেন স্মিয়

30. সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে দেশনায়ক বলেছেন-
উ: রবীন্দ্র নাথ ঠাকুর

31. হর্ষবর্ধন কে 'সকলোত্তরপথনাথ'উপাধি দেন-
উ: দ্বিতীয় পুলকেশী

32. মহম্মদ বিন তুঘলক কে PRINCE OF MONEY বলেছেন-
উ: এডওয়ার্ড থমাস

33. মালাধর বসুকে গুনরাজ খাঁ উপাধি দেন-
উ: বরবক শাহ

34. জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক বলেছিলেন-
উ: সরোজিনি নাইডু

35. বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন-
উ: বারদৌলির কৃষকরমনীরা

36. রামমোহন রায়কে রাজা উপাধি দেন-
উ: দ্বিতীয় আকবর

37. অরবিন্দ ঘোষ কে " Profet of nationalism "& "Poet of Patriotism" বলেছেন-
উ: চিত্তরঞ্জন দাশ

38. জাতীয় কংগ্রেসকে 'তিনদিনের তামাশা"বলেছিলেন-
উ: অশ্বিনীকুমার দত্ত

39. সি এফ অ্যান্ড্রুজ কে "দীনবন্ধু"আখ্যা দিয়েছিলেন-
উ: গান্ধিজী

40. তিলক কে "Father of Indian Unrest "বলেন--
উ: Vallentin Chirol

41. রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন-
উ: গান্ধিজী

42. মদন মোহন মালব্যকে 'মহামান্য'উপাধি দিয়েছিলেন-
উ: রবীন্দ্র নাথ ঠাকুর & Mahatma Gandhi called him a “Pratah Smaraniyah” and “Devata Purush”.

43. ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নাম রেখেছিলেন-
উ: রবীন্দ্রনাথ ঠাকুর

44. বিবেকানন্দকে স্বামী উপাধি দেন -
উ: ক্ষেত্রীর রাজা অজিত সিং


No comments:

Post a Comment