1. অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?
উ: 776 খ্রীস্টপূর্বাব্দে
2. আধুনিক অলিম্পিক প্রথম কত স অনুষ্ঠিত হয়?
উ: 1896 সালে (গ্ৰিসের এথেন্স)
3. কত সালে এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্টিত হয়?
উ: 1964 সালে (জাপানে)
4. এখনো পর্যন্ত কোন মহাদেশে অলিম্পিক গেম অনুষ্টিত হয়নি?
উ: আফ্রিকা মহাদেশে
5. আধুনিক অলিম্পিকের রূপকার কে?
উ: ব্যারন পিয়ের দ্যা কুবর্তিন
6. ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?
উ: শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন ,(1986 সালে)
7. রাজিব গান্ধী জাতীয় সম্ভরনা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উ: সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং সুনাম
8. মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?
উ: শান্তি ও সমন্ধয়সাধন (1995 সালে)
9. টেগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?
উ: কলা এবং সাহিত্যে জগতে সাম্প্রদায়িক সম্প্রীতি (2011 সালে)
10. প্রথম কোন ভারতীয় মিস ওয়াল্ড পুরস্কারটি পেয়েছেন?
উ: রিতা ফারিয়া 1966 (সালে)
10. বিশ্বে প্রথম নোবেল প্রাইজ কে এবং কোন বিষয়ে পান ?
উ: ভিলহেল্ম কনরাড রন্টগেন (1901 সালে, পদার্থ বিজ্ঞানে)
11. প্রথম কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পান?
উ: মাদার টেরিজা (1979 সালে)
12. প্রথম কোন ভারতীয় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
উ: সি ভি রমন (1983 সালে)
13. প্রথম কোন ভারতীয় রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন?
উ: ভেক্টর রামন রমাকৃষ্ণন (2009 সালে)
14. কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্ৰ্যান্ডমাস্টার হন?
উ: বিশ্বনাথন আনন্দ
15. অস্টেলিয়ান ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?
উ: মেলর্বোন Heard Court
16. ফ্রেঞ্চ ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?
উ: প্যারিস, ফ্রান্স ( Clay Court)
17. উইম্বলন ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?
উ: লন্ডন (Grass Court)
18. ইউ এস ওপেন কোথায় এবং কোন কোর্টে হয়?
উ: নিউইয়র্ক (Hard Court)
19. সবচেয়ে বেশি গ্ৰ্যান্ড স্ল্যাম (পুরুষ) খেতাব কে জিতেছে?
উ: রজার ফেডেরার (20 বার)
20. অলিম্পিকে অংশগ্ৰহনকারী প্রথম ভারতীয় কে?
উ: নরম্যান পিচার্ড (1900 সালে)
21. অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে?
উ: কে. ডি যাদব (1952সালে)
22. অলিম্পিকে সবুজ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?
উ: অস্ট্রেলিয়া
23. অলিম্পিকে হলুদ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?
উ: এশিয়া
24. অলিম্পিকে কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?
উ: আফ্রিকা
25. অলিম্পিকে নীল বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?
উ: ইউরোপ
26. অলিম্পিকে লাল বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?
উ: আমেরিকা
27. অলিম্পিকে স্বর্নপদক জয়ী প্রথম ভারতীয় কে?
উ: অভিনব বিন্দ্রা
28. প্রথম কোন ভারতীয় ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান?
উ: অর্পনা ঘোষ
29. প্রথম ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান?
উ: দেবিকা রানি (1969 সাল)
30. প্রথম কোন ভারতীয় অশোক চক্র পান?
উ: ডি. কে জাটার
31. প্রথম কোন ভারতীয় ম্যাগাসাইসাই পুরস্কার পান?
উ: বিনোবা ভাবে (1958 সালে)
32. প্রথম কোন ভারতীয় নিশান-ই- পাকিস্তান পুরস্কার পেয়েছেন?
উ: মোরারোজী দেশাই
33. রাজিব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?
উ: খেলাধুলায় বিশেষ অবদান (1991 সালে)
34. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?
উ: খেলাধুলায় (1961 সালে)
35. শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয়?
উ: বিঞ্জানে গবেষনা (1958 সালে)
36. ধন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?
উ: চিকিৎসা বিঞ্জানে (1971 সালে)
37. প্রথম কোন ভারতীয় জ্ঞানপীট পুরস্কার পেয়েছেন?
উ: জি শংকর কুরুপ
38. প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন?
উ: গোবিন্দ বিহারি লাল
39. প্রথম কোন ভারতীয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান?
উ: বিশ্বনাথন আনন্দ।
40. প্রথম কোন মহিলা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান?
উ: কর্নম মালেশ্বরী
41. অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়?
উ: 1969সাল থেকে
42. কনিষ্টতম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি?
উ: মালালা ইউসুফজাই
43. ভারতরত্ন পুরস্কারটি কি দ্বারা নির্মিত?
উ: তামা দ্বারা
44. ভারতরত্ন পুরস্কারটি কি আকৃতি?
উ: পিপুল গাছের পাতার আকৃতি
45. ভারতরত্ন পুরস্কারটি কোন রঙের ফিতে দিয়ে দেওয়া হয়?
উ: সাদা রঙের ফিতে দিয়ে
46. ভারতরত্ন পুরস্কারটি কে প্রদান করেন?
উ: রাষ্ট্রপতি
47. নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উ: অর্থনীতিতে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা
48. অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয়?
উ: চলচ্চিত্রে (1929 সাল)
49. ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় ?
উ: ইংরেজি উপন্যাস (1969 সাল)।
50.কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উ: 1784খ্রিঃ
51.কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উ: 1793খ্রিঃ
52.কবে মহাবিদ্রোহ শুরু হয়?
উ: 1857খ্রিঃ
53.ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?
উ: সাঁওতাল বিদ্রোহ
54.ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উ: হাজী শরিয়ত উল্লাহ
55.বারাসাত বিদ্রোহ এর নেতা কে?
উ: তিতুমির
56.আমিনি কমিশন কে গঠন করে?
উ: ওয়ারেন হেস্টিং
57.সাঁওতাল বিদ্রোহের নেতা কে?
উ: সিধু , কানু ইত্যাদি
58.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উ: রাজা রামমোহন রায়
59.লোকহিতবাদী কে ছিলেন ?
উ: গোপালহরি দেশমুখ
60.শুদ্ধিপ্রথা কে প্রবর্তন করেন ?
উ: স্বামী দয়ানন্দ সরস্বতী
61.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উ: আত্মরাম পান্ডুরঙ্গ
62.আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উ: দয়ানন্দ সরস্বতী
63.শকাব্দ কে প্রচলন করেন ?
উ: কনিষ্ক
64.কনিষ্কের রাজ্যের রাজধানীর নাম কি ?
উ: পুরুষপুর
65.ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে ?
উ: পালি ভাষা
66.জৈনদের দুই সম্প্রদায়ের নাম কি ?
উ: দিগম্বর ও শ্বেতাম্বর
67.ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উ: সমুদ্রগুপ্ত
68.কোন রাজা শিলাদিত্য উপাধি নেন?
উ: হর্ষবর্ধন
69.হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
উ: বাণভট্ট
70.কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ?
উ: নানা ফড়নবিশ
71.কাকে 'মহীশূর শার্দুল' বলা হয় ?
উ: টিপু সুলতান
72.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উ: লর্ড কর্নওয়ালিস
73.তিতুমীরের প্রকৃত নাম কি ?
উ: মীর নিশার আলি
74."বর্তমান ভারত "কার রচনা ?
উ: স্বামী বিবেকানন্দ
75.নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ?
উ: ওয়াটালুর যুদ্ধ
76.কোন ফরাসি সম্রাট বলেছিলেন "আমিই রাষ্ট্র"
উ: সম্রাট চতুর্দশ লুই
77.বঙ্গভঙ্গ কবে কার্যকারি হয়েছিল?
উ: 1905খ্রিঃ
78.আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ?
উ: জর্জ ওয়াশিংটন
No comments:
Post a Comment