General Knowledge for Quiz and competitive exams
১. পানিপথের প্রথম যুদ্ধ কাদেরমধ্যে হয়?
উ: বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।
২. কমলালেবুর শহর বলে কোনজায়গা পরিচিত?
উ: নাগপুর।
৩. প্রথম প্রতিশ্রুতি কার লেখা?
উ: আশাপূর্ণা দেবী।
৪. রণ কাকে বলা হয়?
উ:গুজরাতের অগভীর জলাভূমিকে।
৫. আধুনিক ভারতের প্রবক্তাকাকে বলা হয় ?
উ: রাজা রামমোহন রায়।
৬. Relationship Beyond Banking- কাদেরকথা ?
উ:ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
৭. Bacterial Blight রোগটিসাধারণভাবে কোন ফসলে দেখাযায় ?
উ:ধানে।
৮. ভিটামিন সি এরবৈজ্ঞানিক নাম কী ?
উ: Ascorbic Acid
৯. ভারতের প্রথম পেপার মিলকোথায় স্থাপিত হয় ?
উ:শ্রীরামপুরে।গঙ্গাধর তিলক।
১০. Granary of India কাকে বলা হয় ?
উ: পঞ্জাবকে।
১১. কার রাজত্বকালে ভারতেআসেন মেগাস্থিনিস?
উ:চন্দ্রগুপ্ত মৌর্য।
১২. অকপট চন্দ্র ভাস্কর কার ছদ্মনাম ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. লোহরি কী ?
উ: পঞ্জাবি লোক উৎসব।
১৪. রামচরিত কার রচনা ?
উ: সন্ধ্যাকর নন্দী।
১৫. ছত্তিশগড় রাজ্য কত সালেতৈরি হয় ?
উ: ২০০০।
১৬. সবথেকে দীর্ঘ তটরেখা কোনদেশের ?
উ: ক্যানাডা।
১৭. মন (MON) জেলা কোথায় ?
উ: নাগাল্যান্ডে।
১৮."বর্তমান ভারত "কার রচনা ?
উ:স্বামী বিবেকানন্দ
১৯.নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ?
উ:ওয়াটালুর যুদ্ধ
২০.কোন ফরাসি সম্রাট বলেছিলেন "আমিই রাষ্ট্র"
উ: সম্রাট চতুর্দশ লুই
২১.বঙ্গভঙ্গ কবে কার্যকারি হয়েছিল?
উ: 1905খ্রিঃ
২২.আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ?
উ: জর্জ ওয়াশিংটন
২৩.ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উ: সমুদ্রগুপ্ত
২৪.কোন রাজা শিলাদিত্য উপাধি নেন?
উ: হর্ষবর্ধন
২৫.হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
উ: বাণভট্ট
২৬.কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ?
উ: নানা ফড়নবিশ
২৭.কাকে 'মহীশূর শার্দুল' বলা হয় ?
উ: টিপু সুলতান
২৮.চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উ: লর্ড কর্নওয়ালিস
২৯.তিতুমীরের প্রকৃত নাম কি ?
উ: মীর নিশার আলি
৩০.কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উ: 1784খ্রিঃ
৩১.কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উ:1793খ্রিঃ
৩২.কবে মহাবিদ্রোহ শুরু হয়?
উ: 1857খ্রিঃ
৩৩.ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?
উ: সাঁওতাল বিদ্রোহ
৩৪.ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উ: হাজী শরিয়ত উল্লাহ
৩৫.বারাসাত বিদ্রোহ এর নেতা কে?
উ: তিতুমির
৩৬.আমিনি কমিশন কে গঠন করে?
উ: ওয়ারেন হেস্টিং
৩৭.সাঁওতাল বিদ্রোহের নেতা কে?
উ: সিধু , কানু ইত্যাদি
৩৮.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উ: রাজা রামমোহন রায়
৩৯.লোকহিতবাদী কে ছিলেন ?
উ: গোপালহরি দেশমুখ
৪০.শুদ্ধিপ্রথা কে প্রবর্তন করেন ?
উ: স্বামী দয়ানন্দ সরস্বতী
৪১.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উ: আত্মরাম পান্ডুরঙ্গ
৪২.আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উ: দয়ানন্দ সরস্বতী
৪৩.শকাব্দ কে প্রচলন করেন ?
উ: কনিষ্ক
৪৪.কনিষ্কের রাজ্যের রাজধানীর নাম কি ?
উ: পুরুষপুর
৪৫.ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে ?
উ: পালি ভাষা
৪৬.জৈনদের দুই সম্প্রদায়ের নাম কি ?
উ: দিগম্বর ও শ্বেতাম্বর
৪৭. রক্তচাপ মাপক যন্ত্রের নামকী ?
উ: স্ফিগমোম্যানোমিটার।
৪৮. Long Walk to Freedom কারলেখা ?
উ: নেলসন ম্যান্ডেলা।
৪৯. FERA পুরো কথা কী ?
উ: ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট।
৫০ হরপ্পা লিপিতে মোট কটিচিহ্ন আছে ?
উ: ৮৫৫ টি।
৫১. ভারতে প্রযোজিত প্রথম রঙিনচলচ্চিত্র কোনটি ?
উ:কিষাণ কন্যা।
No comments:
Post a Comment