👉সাধারণ জ্ঞানের কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর👈
১. পানিপথের প্রথম যুদ্ধ কাদেরমধ্যে হয়?
উ: বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।
২. কমলালেবুর শহর বলে কোনজায়গা পরিচিত?
উ: নাগপুর।
৩. প্রথম প্রতিশ্রুতি কার লেখা?
উ: আশাপূর্ণা দেবী।
৪. রণ কাকে বলা হয়?
উ:গুজরাতের অগভীর জলাভূমিকে।
৫. আধুনিক ভারতের প্রবক্তাকাকে বলা হয় ?
উ: রাজা রামমোহন রায়।
৬. Relationship Beyond Banking- কাদেরকথা ?
উ:ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
৭. Bacterial Blight রোগটিসাধারণভাবে কোন ফসলে দেখাযায় ?
উ:ধানে।
৮. ভিটামিন সি এরবৈজ্ঞানিক নাম কী ?
উ: Ascorbic Acid
৯. ভারতের প্রথম পেপার মিলকোথায় স্থাপিত হয় ?
উ:শ্রীরামপুরে।গঙ্গাধর তিলক।
১০.Granary of India কাকে বলা হয় ?
উ: পঞ্জাবকে।
১১. কার রাজত্বকালে ভারতেআসেন মেগাস্থিনিস?
উ:চন্দ্রগুপ্ত মৌর্য।
১২.অকপট চন্দ্র ভাস্কর কার ছদ্মনাম ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. লোহরি কী ?
উ: পঞ্জাবি লোক উৎসব।
১৪. রামচরিত কার রচনা ?
উ: সন্ধ্যাকর নন্দী।
১৫.ছত্তিশগড় রাজ্য কত সালেতৈরি হয় ?
উ: ২০০০।
১৬. সবথেকে দীর্ঘ তটরেখা কোনদেশের ?
উ: ক্যানাডা।
১৭. মন (MON) জেলা কোথায় ?
উ: নাগাল্যান্ডে।
১৮. রক্তচাপ মাপক যন্ত্রের নামকী ?
উ: স্ফিগমোম্যানোমিটার।
১৯. Long Walk to Freedom কারলেখা ?
উ: নেলসন ম্যান্ডেলা।
২০. FERA পুরো কথা কী ?
উ: ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট।
২১. হরপ্পা লিপিতে মোট কটিচিহ্ন আছে ?
উ: ৮৫৫ টি।
২২. ভারতে প্রযোজিত প্রথম রঙিনচলচ্চিত্র কোনটি ?
উ:কিষাণ কন্যা।
২৩.কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে?
উ: দাদাভাই নৌরজি
২৪. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
উ: ১৯১১ খ্রিঃ।
২৫. কত খ্রিষ্টাব্দে ‘অসম এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯০৫
২৬. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উ: ১৮৩৫ খ্রিঃ।
২৭. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
উ: ১৯৭২ খ্রিঃ।
২৮. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়?
উ: ১৯৫১-৫২ খ্রি।
২৯. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল?
উ: ১৯১৮খ্রিঃ।
৩০. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমস্ফোর্ট সংস্কার আইন পাশ হয়?
উ: ১৯১৯ খ্রিঃ।
৩১. কত খ্রিষ্টাব্দে মনিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে?
উ: ১৯৭২ খ্রিঃ।
৩২. কত খ্রিষ্টাব্দে রিফরম্ অ্যাক্ট চালু হয়?
উ: ১৮৩২ খ্রিঃ।
৩৩. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?
উ: ১৮২৯ খ্রিঃ।
৩৪. কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
উ: ১৮৮২ খ্রিঃ
৩৫. কত খ্রিস্টাব্দে মণ্টেগো চেমসফোর্ট্ সংস্কার আইন পাশ হয়?
উ: ১৯১৯খ্রিঃ।
৩৬. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯১৩ খ্রিঃ।
৩৭. কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
উ: ১৯৪৬ খ্রিঃ।
৩৮. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?
উ: ১৯১৪-১৯১৮ খ্রিঃ
৩৯. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
উ: ১৯০৫ খ্রিঃ
৪০. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।
৪১. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়?
উ: মুসোলিনির উদ্যোগে এংলান্দ-ফ্রান্স-জার্মানির মধ্যে।
৪২. কবে কার সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ: বদরুদ্দিন তায়েবজি, ১৮৮৭খ্রিঃ।
৪৩. কবে খিলাফত দিবস পালিত হয়?
উ: ১৯১৯ খ্রিঃ ১৭ অক্টোবর।
৪৪. কবে প্রতক্ষ্য সংগ্রামের ডাক দেওয়া হয়?
উ: ১৯৪৬ খ্রিঃ ১৬ ই আগস্ট।
৪৫. কবে পাকিস্তানের জন্ম হয়?
উ: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
৪৬. কবে ভগৎ সিং এর ফাঁসি হয়?
উ: ১৯৩১
৪৭. কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়?
উ: ১৯৪৭ খ্রিঃ, ৪ ঠা জুলাই
No comments:
Post a Comment