History Questions and Answers for competitive exams
১. ইতিহাসের জনক বলা হয়-
ক) ইবন খালদুনকে
খ) হেরোডোটাসকে
গ) ভিন্সেন্ট স্মিথ
ঘ) থুকিডিডিসকে
২. ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন-
ক) রণজিৎ গুহ
খ) দাদাভাই নওরোজি
গ) এ এল রাউজ
ঘ) সি এম জোসি
৩. ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি?
ক) হর্স চরিত্র
খ) রাজতরঙ্গিনী
গ) রাম চরিত্
ঘ) অর্থশাস্ত্র
৪. সংবাদপত্রে সেকালের কথা গ্রন্থটি কে লিখেছেন?
ক) বিনয় ঘোষ
খ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) রফিউদ্দিন আহম্মেদ
ঘ) অতুল সুর
৫. জীবনস্মৃতি কে লিখেছেন-
ক) বিপিনচন্দ্র পাল
খ) রাজবিহারী বসু
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রামমোহন রায়
৬. হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচিয়তা-
ক) জগদীশচন্দ্র বসু
খ) আর্যভট্ট
গ) বরাহমিহির
ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
৭. বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হল-
ক) সত্তর বছর
খ) জীবনের ঝরাপাতা
গ) জীবনস্মৃতি
ঘ) বর্তমান ভারত
৮. জহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন-
ক) ৩০টি
খ) ৪০টি
গ) ৫০টি
ঘ) ৬০টি
৯. ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কি হলো-
ক) জামাইষষ্ঠী
খ) সাড়ে চুয়াত্তর
গ) মেলোডি অফ লাভ
ঘ) পথের পাঁচালী
১০. উত্তর ভারতে প্রচলিত নৃত্যশৈলীটি হলো-
ক) ভরতনাট্যম
খ) তবলা
গ) কুচিপুড়ি
ঘ) কথক
১১. হিস্টোরিয়া শব্দটি হল-
ক) গ্রিক শব্দ
খ) রোমান শব্দ
গ) ইতালিয় শব্দ
ঘ) পারসিক শব্দ
১২. এদেশে ইতিহাস রচনা প্রকৃত সূত্রপাত হলো-
ক) প্রাচীনকালে
খ) মুসলমান শাসন প্রতিষ্ঠার পর
গ) ব্রিটিশ শাসনকালে
ঘ) ব্রিটিশ শাসনের পর
১৩. জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার আত্মজীবনী?
ক) ভগিনী নিবেদিতা
খ) প্রীতীলতা ওয়াদ্দেদার
গ) সরলাদেবী চৌধুরানী
ঘ) অবলা দেবী
১৪. মোহনবাগান আই এফ এ শিল্ড যেতে-
ক) ১৯১০ খ্রিস্টাব্দে
খ) ১৯১১ খ্রিস্টাব্দে
গ) ১৯২১ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
১৫. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ)নবগোপাল মিত্র
১৬. হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত হয়-
ক) ১৮০০ খ্রিস্টাব্দে
খ) ১৮০৮খ্রিস্টাব্দে
গ) ১৮১৩খ্রিস্টাব্দে
ঘ) ১৮১৭খ্রিস্টাব্দে
১৭. বর্তমানে কোন মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতি শাড়ি পরে?
ক) বাঙালি মেয়েরা
খ) বিহারী মেয়েরা
গ) সূরাটি মেয়েরা
ঘ) গুজরাটি মেয়েরা
১৮. রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
ক) ঋত্বিক ঘটক
খ) দাদাসাহেব ফালকে
গ) সত্যজিৎ রায়
ঘ) মৃণাল সেন
১৯. "লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার" শিরোনামে প্রকাশিত চিঠিগুলি লিখেছিলেন-
ক) মহতমা গান্ধী
খ) নেতাজী সুভাষ চন্দ্র বসু
গ) জহরলাল নেহেরু
ঘ) বিপিন চন্দ্র
২০. ইতিহাস হল-
ক) অতীতের গল্প
খ) মানব সভ্যতার বিবর্তন এর কাহিনী
গ) কল্পকাহিনী
ঘ) সাম্রাজ্যের ঘটনা
২১. "রাজনীতির ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস" একথা বলেছেন-
ক) ই এইচ কার
খ) বিউরি
গ) ট্রাভেলিইয়ান
ঘ) ব্যাংকের
২২. কবে থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়?
ক) ১৯৬০ এর দশক থেকে
খ) ১৯৭০ এর দশক থেকে
গ) ১৯৮০ এর দশক থেকে
ঘ) ১৯৯০ এর দশক থেকে
২৩. কোন দলকে পরাজিত করে মোহনবাগান প্রথম আই এফ এ শিল্ড যেতে?
ক) ওয়েস্ট ইয়র্কশায়ার
খ) সাউথ ইয়র্কশায়ার
গ) ইস্ট ইয়র্কশায়ার
ঘ) নর্থ ইয়র্কশায়ার
২৪. বিক্রমপুরের ইতিহাস কে লিখেছিলেন?
ক) অম্বিকাচরণ ঘোষ
খ) যোগেন্দ্র নাথ গুপ্ত
গ) নিখিলনাথ রায়
ঘ) সতীশ চন্দ্র মিত্র
২৫. ডিফেন্স অফ হিস্ট্রি বইটি কার লেখা?
ক) উইলিয়াম আরভিন
খ) রাশব্রুক উইলিয়াম
গ) ক্যাপ্টেন স্টিংর্লোরেন্স
ঘ) রিচার্ড জে ইভানস
২৬. সোমপ্রকাশ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
২৭.বরিয়া মজুমদার এর ইতিহাস চর্চার বিষয়বস্তু হলো-
ক) খাদ্যাভাস
খ) খেলা
গ) শিল্পচর্চা
ঘ) যুদ্ধ বিগ্রহ
২৮. নাট্যশাস্ত্র কে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন-
ক) কালিদাস
খ) বাসুদেব
গ) ভরত মুনি
ঘ) বিলহন
২৯. ভারতের মার্গারেট থ্যাচার কাকে বলা হয়?
ক) প্রীতিলতা ওয়াদ্দেদার কে
খ) সরলতাদেবী চৌধুরানী কে
গ) ইন্দিরাগান্ধ কে
ঘ) অ্যানি বেসান্ত কে
History Questions and answers SAQ
1.কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)
উঃ-রাজা রামমোহন রায়
2.কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)
উঃ-বিন্দুসার
3.”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)
উঃ-বিদ্যাসাগর
4.”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)
উঃ-মাদাম কামা
5.ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
6.”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)
উঃ – আমির খসরু
7.”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)
উঃ-আব্দুল গফফর খাঁন
8.মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)
উঃ-ঔরঙ্গজেব
9.”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)
উঃ-পেদ্দন
10.সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)
*উঃ-ইলতুৎমিস*
11.”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)
উঃ- জি ভি জোশি
12.কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)
উঃ-লর্ড লিটন
13.”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)
উঃ- রাজা রামমোহন রায়
14.”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)
উঃ-দাদাভাই নৌরজী
15.”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)
উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী
16.কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(WBCS-2015)
17.লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
18.কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
19.তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)
উঃ-দেবনামপ্রিয়প্রিয়দর্শি
20.গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র” নামে পরিচিত ?(WBCS-2012)
উঃ-সমুদ্রগুপ্ত
No comments:
Post a Comment