Physics Questions And answers for competitive exams || General Knowledge In Bangla - Psycho Principal

Fresh Topics

Friday, 3 June 2022

Physics Questions And answers for competitive exams || General Knowledge In Bangla

 



 

📕🖋️পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্ততর🖋️📕

                  

1 . বাস্তুতন্ত্রে সমস্ত উদ্ভিদগােষ্ঠীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
 Ans . ফ্লোরা ,

2 . Ecosystem ' - কথাটি প্রথম কে বলেন?
Ans . এ . জি . ট্রান্সলে (1935),

 3 . “ Ecology ' - কথাটি প্রথম কে ব্যবহার করে ?
 Ans . আর্নেস্ট হেকেল ,

 4 . ‘ Ecology ' - কথাটি এসেছে ‘ oikos ' শব্দ থেকে , ‘ oikos ’ শব্দটি হলাে একটি? 
Ans . গ্রীক শব্দ ,

5 . জীবমন্ডলের বিস্তার কত km পর্যন্ত ?
 Ans . 13 km পর্যন্ত।

6 . একটি প্রাথমিক খাদকের উদাহরন হলাে ?
 Ans . হরিণ ,

7 , পরিবেশ বিজ্ঞানে জীবনের ভিত্তি বলা হয় কাকে ?
Ans . সূর্যকে ,

 8 . Ecology বা বাস্তুবিদ্যা কিসের শাখা ?
 Ans . জীব বিজ্ঞানের ,

 9 . একটি উভয়ভােজী প্রাণীর নাম বলাে ?
 Ans . বেবুন ,

10 . প্রকৃতিতে মােট প্রজাতির সংখ্যা কত ?
 Ans .প্রায় 10 মিলিয়ন 

12 .পশ্চিমবঙ্গে আর্সেনিক আক্রান্ত জেলার সংখ্যা কয়টি ?
Ans . 12 টি ,

 13 . পেট্রোলে কোন ধাতু মেশানাে হয় ?
Ans . সীসা

14. PAN - এর পুরাে নাম কি ?
 Ans . Peroxy Acetyl Nitrate,

 15 . ভারতে কত শতাংশ বনভূমি আছে ?
 Ans . 19.47 %

16 . একটি ছত্রাক নাশক হলাে-
Ans . কার্বন - বাই - সালফাইড ,

 17. খাদ্যশৃঙ্খলের আকৃতি কেমন ?
 Ans . সরলরেখার মতাে ,

 18 . পরিবেশ বিষয়ক হিসেব - নিকেশকে কি বলা হয়ে থাকে ?
 Ans . Green Accounting .

19 . বাস্তুতন্ত্রে সমস্ত প্রানীগােষ্টীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
 Ans . ফনা ,

20. বাস্তুতান্ত্রিক বিশৃঙ্খলাকে কি বলা হয়ে থাকে ?
 Ans . এনট্রপি ,

 21 . উদ্ভিদের শূন্য স্থান তৈরীর কারন কি ?
 Ans . অগ্যুৎপাত ,

22. হাসপাতালের আর্বজনা পােড়ানাের যন্ত্রটির নাম কি ?
 Ans . ইনস্যানিটর ,

23 . ভারতে ফ্যাক্টরি আইন চালু হয়েছিল ?
 Ans . 1948 সালে ,

24 . National Wasteland Development «বোর্ড কবে গঠিত হয় ?
Ans . 1945 সালে ,

25. আর্সেনিক ঘটিত কয়েকটি রােগ হলাে ?
 Ans . কার্সেনােমা ও মেলানােসিস ,

26. এক লিটার জলে আর্সেনিকের মাত্রা হওয়া উচিত ?
Ans . 0 .05 ml .

 27 . ফ্লাই অ্যাশ নির্গত হয় -
 Ans . তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ,

28 . হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় ?
 Ans . অ্যামােনিয়া ,

 29 . ভূগর্ভস্থ জলদূষন ঘটায় দুটি মৌলের নাম হলাে-
Ans . আর্সেনিক ও ফ্লুরাইড ,

 30 . উদ্ভিদের পাতা ঝরার রােগটির নাম ?
 Ans . অবসিমন ,

31 . ধোঁয়াশা সৃষ্টির কারন হলাে-
 Ans . CO .

32 . দেশের আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন ?
 Ans . 33 %

33 . ভূমির উপর 1cm মাটি সৃষ্টিতে কত সময় লাগে ?
 Ans . 500 বছর ,

34 . প্রাকৃতিক গ্যাসে মিথেন গ্যাসের পরিমান কত ?
Ans . 60 - 95 %

 35 . পৃথিবীর গড় তাপমাত্রা কত ?
 Ans . 15 ডিগ্রী সেলসিয়াস ,

 36 . মুত্তিকা ক্ষয়ের একটি কারন হলো:-
 Ans . ঝুম চাষ ,

 37 . আলােক দূষণে ক্ষতিগ্রস্থ একটি প্রানীর নাম হলো-
 Ans . পেঁচা ,

38. আর্বজনা কয় প্রকারের ?
Ans . তিন প্রকারের ,

39. দূষিত জলে ফ্লুরাইডের মাত্রা কত ?
 Ans . 1 মিলিগ্রাম / লিটার ,

 40 . কেরাটিন প্রোটিনের অধিক উৎপাদনের ফলে কি রােগ হয় ?
 Ans . কেরাটোসিস ,

 41 . জুয়েলারী দোকানের আবর্জনা কী প্রকৃতির ?
Ans . গ্যাসীয় প্রকৃতির ,

42 . একটি জৈব কীটনাশকের নাম বলাে ?
 Ans . নিমের নির্যাস ,

 43 . ভারতে কার্বন - ডাই - অক্সাইড, বায়ুমন্ডলে ত্যাগ করার পরিমাণ?
 Ans .৩- ৪ % ,

 44 . সিসাঘটিত একটি রােগের নাম হলাে ?
Ans . রক্তাল্পতা ,

 45 . একটি সজীব বায়ুদূষকের নাম হলাে ?
 Ans . ব্যাকটেরিয়া ,

 46. কোন স্তরকে সঞ্চয়ন স্তর বলা হয়ে থাকে ?
 Ans . B স্তর ,

47 . মৃত্তিকায় খনিজ পদার্থের পরিমান কত ?
 Ans . 45 %

48. পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু -
Ans .ক্যালিফোর্নিয়াম।

49.  রক্তের সার্বজনীন গ্রহীতা -
And . ‘AB’ গ্রুপ

50. রক্তের সার্বজনীন দাতা
Ans .‘O’ গ্রুপ

51. রেল ইঞ্জিনের অাবিষ্কারক-
Ans .স্টিফেনসন।

52. শিশুদের চিকিৎসা বিদ্যাকে বলে -
Ans . পেডিয়াট্রিক্স।

53. ভ্রুণ সম্পর্কিত বিদ্যাকে বলে -
Ans .এমব্রায়োলজি।

54. অনুজীব বিষয়ক বিদ্যাকে বলে -
Ans .মাইক্রোবায়োলজি।

55.প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে -
Ans .অার্কিওলজি।

56. উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে বলে -
Ans .হারপেটোলজি।

57.রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় -
Ans . কার্বন ও ফ্রেয়ন।

58.বাদুড় পথ চলার জন্য ব্যবহার করে -
Ans . আল্ট্রাসনিক তরঙ্গ।

59.পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে -
Ans . প্রায় ৪৫০ বছর।

60.কাচ মাটির সাথে মিশতে সময় লাগে -
Ans .প্রায় ২০০ বছর।

61.শব্দের গতি সবচেয়ে কম -
Ans .বায়বীয় পদার্থে।

62.সূর্য থেকে পৃথিবীর দূরত্ব-
Ans . ১৫ কোটি কিলোমিটার।

63.লেজার রশ্মি আবিষ্কার করেন -
Ans .মাইম্যান।

64.আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা-
Ans .ম্যাক্স প্ল্যাঙ্ক।

65.লেন্সের ক্ষমতার একক -
Ans .ডায়প্টার।

66.হীরক দেখার কারন -
Ans .পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।

67.সর্বাপেক্ষা হালকা ধাতু -
Ans . লিথিয়াম।

68.সর্বোত্তম তড়িৎ বাহক -
Ans . তামা (Cu) ।

69.তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় -
Ans . ব্রোঞ্জ।

70.সবচেয়ে মূল্যবান ধাতু -
Ans . প্লাটিনাম।

71.জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন -
Ans . লুই প্রাস্তুর।

72.পোলিও টিকার আবিষ্কারক -
Ans . জোনাস সল্ক।

73.যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন -
Ans .রর্বাট কচ।

74.পেনিসিলিন আবিষ্কার করেন -
Ans . আলেকজান্ডার ফ্লেমিং।

75. ওজোন এর রং-
Asn .গাঢ় নীল।

76. সাবানের রাসায়নিক নাম -
Ans.  সোডিয়াম স্টিয়ারেট।

77. ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস -
Ans .ক্লোরিন।

78. ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় -
Ans .অ্যালুমিনিয়াম (৭%)।

79.যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
তাকে বলে -
Ans . দর্পন।

80.সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় -
Ans .অবতল লেন্স।

81.আকাশে রংধনু সৃষ্টির কারণ -
Ans .বৃষ্টির কণা।

82.আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি -
Ans .বেগুনি রঙ্গের।

83.আলোর বিচ্যুতি সবচেয়ে কম -
Ans .লাল রঙ্গের।

84.লাল আলোতে নীল রঙ্গের ফুল দেখাবে -
Ans .কালো।

85.চা তাড়াতাড়ি ঠান্ডা হয় -
Ans . কালো রঙ্গের কাপে।

86.বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি -
Ans .রুপার।

87.বাংলাদেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের
ফ্রিকুয়েন্সি -
Ans . ৫০ হার্জ।

88.লোহার উপর টিনের প্রলেপ দেয়াকে বলে -
Ans .গ্যালভানাইজিং।

89.বৈদ্যুতিক বাল্বের ভিতরে সরু তারটি তৈরি হয় -
Ans . টাংস্টেন দ্বারা।

90.বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় -
Ans . নাইক্রোম তার।

92.ট্রানজিস্টার আবিষ্কার হয় -
Ans . ১৯৪৮ সালে।

92.এক্সরে আবিষ্কার করেন -
Ans .রন্টজেন।

93.টিউমার, ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় -
Ans . গামা রশ্মি।

94.রঙ্গিন টেলিভিশন থেকে বের হয় -
Ans .মৃদু রঞ্জনরশ্মি।

95.ইলেকট্রন আবিষ্কার করেন -
Ans .থমসন।

96.প্রোটন আবিষ্কার করেন -
Ans . রাদারফোর্ড।

97.নিউটন আবিষ্কার করেন -
Ans .স্যাডউইক।

98.এটম বোমা তৈরি হয় -
Ans .ফিশন প্রক্রিয়ায়।

99.পারমাণবিক বোমার আবিষ্কার করেন -
Ans . ওপেন হাইমার।

100.ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় -
Ans . বিমানে।

101.নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা –
Ans .৭ ।

102.সিলিকনের পারমাণবিক সংখ্যা-
Ans . ১৪।

103.ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা -
Ans .৯২।

104.আর্সেনিকের পারমাণবিক সংখ্যা -
Ans . ৩৩।

105.কমলা লেবুতে থাকে -
Ans . এসকরবিক এসিড।

106.পলিথিন পোড়ালে উৎপন্ন হয় -
Ans .কার্বনমনোক্সাইড।

107.ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল-
Ans .প্রাকৃতিক গ্যাস।

108.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান-
Ans .মিথেন।

108.বায়োগ্যাসের প্রধান উপাদান -
Ans .মিথেন।

109.সেভিং সাবানের উপাদান -
Ans .কস্টিক পটাশ।

110.কাঁদুনে গ্যাসের অপর নাম -
Ans . ক্লোরোপিকরিন।

111.নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় -
Ans .ইউরিয়া।

112.কাঁচ তৈরির প্রধান উপাদান -
Ans . সিলিকা বা বালি।

113.প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ -
Ans .হীরক

No comments:

Post a Comment