Class 12th bengoli suggestions chapter - Bharatbarsha (2023) | দ্বাদশ শ্রেণী বাংলা সাজেশন ভারতবর্ষ (60+MCQ) WBCHSE - Psycho Principal

Fresh Topics

Monday, 3 October 2022

Class 12th bengoli suggestions chapter - Bharatbarsha (2023) | দ্বাদশ শ্রেণী বাংলা সাজেশন ভারতবর্ষ (60+MCQ) WBCHSE

 

প্রশ্ন উত্তর
ভারতবর্ষ


ভারতবর্ষ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করো
👉( SAQ প্রশ্ন উত্তর)


১. বাজারে চায়ের দোকান ছিল—
ক. একটা
খ. দুটো
গ. তিনটে 
ঘ. চারটে


২. বাজারের উত্তরদিকে ছিল-
ক. গ্রাম
খ. ইটভাটা
গ. বাঁশবন
ঘ. মাঠ


৩.  বাজারে জমাটিভাব থাকে-
ক. সন্ধ্যা সাতটা অবধি 
খ. রাত আটটা অবধি
গ.  রাত নটা অবধি
ঘ. রাত দশটা অবধি


৪.  শীতের বৃষ্টিকে ভদ্রলােকে বলে-
ক.  ডাওর
খ. ডাক
গ. ফাপি
ঘ. পউষে বাদলা


৫ . “ এমনিতেই খুব জাঁকানাে ” —যার কথা বলা হয়েছে— 
ক. রাঢ়বাংলার গরম
খ. রাঢ়বাংলার বর্ষা
গ.  রাঢ়বাংলার শীত
ঘ. রাঢ়বাংলার কুয়াশা


৬. রাঢ় বাংলার শীতে ধারালাে বৃষ্টিপাতকে ছােটোলােকে বলে–
ক. শীতবৃষ্টি
খ. ডাওর
গ. বৃষ্টির ধারাপাত
ঘ. পউষে বাদলা


৭ “ ... বৃষ্টির সঙ্গে বাতাস জোরালাে হলে তারা বলে ”-
ক. পউষে বাদলা
খ. ডাওর
গ.  ফাপি
ঘ.  ঝড়বৃষ্টি


৮. থুথুড়ে বুড়ির গায়ে জড়ানাে ছিল —
ক.  কাপড়
খ.  কথা
গ.  তুলাের কম্বল
ঘ. কাশ্মীরি শাল ।

৯.চাষাভুষাে মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল—
ক. গরম চায়ের
খ. রােদ ঝলমল একটা দিনের
গ. নীল উর্দিপরা চৌকিদারের
ঘ. শহরে যাওয়ার বাসের


১০. চায়ের দোকানের আড্ডাবাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল-
ক. ঘােড়ার
খ. টাটুর
গ. হরিণের
ঘ. খরগােশের


১১. ডাস্ত্রে মতে পৌষমাসে শনিবার বৃষ্টি শুরু হলে তা থাকবে ।
ক. একদিন
খ. তিনদিন
গ. পাঁচদিন
ঘ. সাতদিন


১২. ডাকপুরুষের বচন অনুযায়ী পৌষমাসে মঙ্গলবার বৃষ্টি শুরু হলে থাকবে—
ক. একদিন
খ. তিনদিন
গ. পাঁচদিন
ঘ. সাতদিন


১৩. ডাক তার বচনে বলেছেন যে , পৌষমাসে বুধবার বৃষ্টি শুরু হলে থাকবে —
ক. একদিন
খ. তিনদিন
গ. পাঁচদিন
ঘ. সাতদিন


১৪. ডাক তার বচনে বলেছেন যে , পৌষমাসে বৃহস্পতিবার বৃষ্টি শুরু হলে থাকবে-
ক. একদিন
খ. তিনদিন
গ. পাঁচদিন
ঘ. সাতদিন


১৫. ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল —
ক. সােমবার
খ.  মঙ্গলবার
গ.  বুধবার
ঘ.  বৃহস্পতিবার


১৬. ভারতবর্য গল্পের বৃক্ষবাসিনী বুড়ি কোথায় আশ্রয় নিলে ভালাে করত বলে কয়েকজন গ্রামবাসী মনে করেছিল ?
ক.  বটতলায়
খ. চায়ের দোকানে
গ.  বারােয়ারিতলায়
ঘ.  আড়তে


১৭. চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির হাতে ছিল-
ক. মােটা লাঠি
খ. বেঁটে লাঠি
গ. ন্যাকড়ার থলে
ঘ. তুলাের কম্বল


১৮. বাজারে মুদিখানার সংখ্যা-
ক. এক
খ. দুই
গ.  তিন
ঘ.  চার


১৯. , বাজারে স্কিং মেশিনের পিছনে কী ছিল ?
ক. মন্দির
খ. ইটভাটা
গ. জলের কল
ঘ. স্কুল 


২০. , রাঢ়বাংলা ' বলতে বােঝায়—
ক. গার পূর্ববর্তী অঞ্চল
খ. গঙ্গার পশ্চিম তীরবর্তী অশল
গ. দামােদরের দক্ষিণ অঞ্চল
ঘ. অজয় নদের উত্তর


২১. আমেদাবাদ শহরটি যে রাজ্যে অবস্থিত
ক. পশ্চিমবঞ্চণ
খ. গুজরাট |
গ. রাজস্থান
ঘ.  মহারাষ্ট্র ।


২২. , ... শনিতে সাত , মঙ্গলে পাঁচ , বুধে তিন — বাকি সব দিন দিন । " — এটি হল
ক. একটি বচন
খ.  গান
গ.  উক্তি
ঘ. ছড়া


২৩ , ‘ ভারতবর্ষ ' গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন— ক.  তরজার সঙ্গে
খ.  আলকাপের সঙ্গে
গ. রামযাত্রার সঙ্কেণ
ঘ.  থিয়েটারের সঙ্গে ।


২৪. , যে গ্রন্থটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নয়—
ক. অলীক মানুষ
খ. রণভূমি
গ. উত্তর জাহ্নবী
ঘ.  চোখের বালি ।


২৫.  হাস্কিং মেশিন থেকে কী বের হয় ?
ক. তেল
খ.  রস
গ.  চাল
ঘ.  গম


২৬. , সাবেককাল ’ বলতে বােঝায় —
ক. আদ্যিকাল
খ.  মধ্যকাল
গ.  আধুনিক কাল
ঘ.  অতি আধুনিক কাল


২৭. , ভারতবর্ষ ' গল্পটি যে ঋতুর পটভূমিতে রচিত , তা হল—
ক.  গ্রীষ 
খ. বসন্ত
গ. হেমন্ত
ঘ. শীত


২৮. “ .. একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে । ” — তাদের মধ্যে একটি হল—
ক. বলিউডের অভিনেতা - অভিনেত্রী
খ. টলিউডের অভিনেতা অভিনেত্রী ।
গ. কলকাতার অভিনেতা - অভিনেত্রী
ঘ.  বােম্বাইয়ের অভিনেতা - অভিনেত্রী


২৯.“ .. সেখানেই গড়ে উঠেছে একটা ছােট্ট বাজার । ” — বাজারটি গড়ে উঠেছে —
ক.  পিচের রাস্তা যেখানে শেষ হয়েছে
খ.  বড়াে সড়কটি যেখানে একটি ছােটো সড়কের সঙ্গে মিশেছে
গ.  পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে
ঘ. ইটপাতা রাস্তার ধারে


৩০ , “ মাঝে - মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে ...। ” — কারণ —
ক. গ্রামটিতে ভাঙা মন্দিরের ছড়াছড়ি
খ. গ্রামে বিদ্যুৎ নেই
গ. গ্রামের চারপাশে ছড়িয়ে আছে ভাঙা ইটের স্তুপ
ঘ.  গ্রামে সভ্য মানুষের বসবাস খুবই কম ।


৩১. “ চারপাশের গ্রাম থেকে লােকেরা আসে । ” –লােকেরা আসে—
ক. তাই রাত নটা অবধি জোর জমাটিভাব থাকে
খ. তাই জায়গাটিতে মেলা বসে যায়
গ.  তাই লােকেরা সবাই সবাইকে চেনে
ঘ. তাই বাজারে বেচাকেনা হয় খুব


৩২. , “ আবার সব চুপচাপ । ” — সেই স্তব্ধতার অন্তর্গত—
ক. শেয়ালের ডাক ।
খ. প্যাচার ডাক
গ. শকুনের ডাক
ঘ. ঝিঝির ডাক

৩৩. , “ ... লােকের মেজাজ গেল বিগড়ে । ” — লােকের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ-
ক. অকালবর্ষণে বাড়িঘর ডুবে যাবে
খ.  প্রচণ্ড শীতে ছেলেপিলেরা ঠান্ডায় কাঁপবে
গ. অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হবে
ঘ. গরমের দাবদাহে চাষের খেত ফুটিফাটা হবে


৩৪ , “ ... মুণ্ডুপাত করতে থাকল আল্লা - ভগবানের । ” — আল্লা - ভগবানের মুণ্ডুপাত করতে থাকার কারণ —
ক. পউষে বাদলা হয়েছিল
খ. অকাল দুর্যোগের ফলে ধানের প্রচণ্ড ক্ষতি হবে
গ. কৃষকরা ফাপির কবলে পড়েছিল
ঘ.  ( খ ) ও গ ) দুটিই ঠিক


৩৫. “ ... মাথার ওপর আর কোনাে শালা নেই রে — কেউ নাই । ” — কথাটি বলেছিল-
ক. গ্রামের কোনাে যুবক চাষি
খ. গ্রামের মােড়লেরা
গ. ভবঘুরে
ঘ. গ্রামের এক গণ্যমান্য চাষি


৩৬. “ ... তখন যা খুশি করা যায় । ” — যা খুশি করা যায় , তখন , যখন কিনা —
ক. মাথার ঠিক থাকে না
খ. মাথার যখন ব্যথা থাকে না
গ. মাথা ঘামানাের কিছু থাকে না
ঘ.  মাথার উপর কেউ থাকে না


৩৭. “ সবাই চলে আসে ” —সবাই আসে , কারণ—
ক. একলা ঘরে বসে থাকার জো নেই
খ. গ্রামের ঘরে বসে কারও সময় কাটে না
গ. সবাইকেই এখানে আমন্ত্রণ জানানাে হয়
ঘ. বাজারে ভালােমন্দ খাবার পাওয়া যায় ।


৩৮ , “ ..ধারের অঙ্ক বেড়ে চলে । ” — কেননা—
ক. লােকের হাতে পয়সা নেই
খ. অকাল দুর্যোগে সব ধান নষ্ট হয়ে গেছে
গ.  আজ না - হােক , কাল পয়সা পাবেই
ঘ. চাওয়ালা খুব দিলদরিয়া লােক ছিল


৩৯ , “ ... সেটাই সবাইকে অবাক করেছিল । ” — সবাই অবাক হল কারণ —

ক.  এই প্রবল ঝড়ে চায়ের দোকানটা কীভাবে টিকে রইল
খ. এই শুখা মরশুমে বাউরিরা নতুন বাড়ি বানাল কী করে
গ. এই দুর্যোগে কীভাবে ভিখিরি বুড়িটা হেঁটে চায়ের দোকানে এল
ঘ. এই অকালবর্ষণে জমির ধানগুলাে অক্ষত রইল কীভাবে


৪০ , “ সেকথায় তােমাদের কাজ কী বাছারা ? ” — কথাটি হল —
ক. সে কোথা থেকে এসেছে
খ. সে কোথায় যাবে
গ. তার সঙ্গে আর কে আছে
ঘ. সে কেন এখানে এসেছে


৪১ , “ মরবে রে , নির্ঘাত মরবে বুড়িটা ! ” — লােকেদের এমন কথা বলে চিৎকার করে ওঠার কারণ —
ক. হঠাৎ একটা ট্রাক এসে পড়েছিল
খ. বুড়িটা হাত পা সেঁকার জন্য আগুনের খুব কাছে চলে গিয়েছিল
গ. তাড়াহুড়ােয় চা খেতে গিয়ে বুড়িটির বিষম লেগেছিল
ঘ. দুর্যোগের মধ্যে বুড়ি আবার রাস্তায় । গিয়ে নেমেছিল


৪২• বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে । ” — এখানে বুড়ির যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে , তা হল —
ক . লােকের টিটকিরি সহ্য করা
খ.  না খেয়ে থাকা
গ. গাছতলায় থাকা
ঘ. ফুটপাথে থাকা


৪৩. “ কেউ কেউ বলল ...। ” — কেউ কেউ কী বলল ?
ক. বৃষ্টির মধ্যে বুড়ির রাস্তায় নামা উচিত হয়নি
খ. বুড়ি বারােয়ারিতলায় গেলেই ভালাে করত
গ. বুড়ির নিশ্চয় কোনাে কুমতলব আছে
ঘ. বুড়ির পুঁটলিতে অনেক টাকাপয়সা আছে ।


৪৪. , “ আবার জমে গেল ...। ” — এক্ষেত্রে আড়া আবার জমে যাওয়ার কারণ-
ক. বৃষ্টি থেমে গেল
খ. বাজারে নতুন নতুন লােক এল
গ. বুড়ির প্রসঙ্গে |
ঘ. বাউরিবাড়ির মেয়েটির প্রসঙ্গ এল


৪৫. “ অন্যদিনে লাগলে একদিনের ব্যাপার । ” — পউষে বাদলা ' প্রসঙ্গে ডাকপুরুষের বচনে না থাকা দিনগুলি হল —
ক.  শনি , মঙ্গল , বুধ , বৃহস্পতি
খ. সােম , মঙ্গল , শুক্র , শনি
গ.  রবি , সােম , বুধ , শনি
ঘ.  রবি , সােম , বৃহস্পতি , শুক্র


৪৬. “ ..সবাই আবিষ্কার করল ..। ” — সবার করা আবিষ্কারটি হল —
ক. রাস্তায় বুড়িটি অজ্ঞান হয়ে পড়ে আছে
খ. বুড়িটি বটতলায় নিঃসাড়ে পড়ে আছে
গ. বটতলায় একজন সন্ন্যাসী বাবা এসেছেন
ঘ. বুড়িটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ।


৪৭. , বৃষ্টির সঙ্গে বাতাস জোরালাে হলে বলা হয় —
ক.  পউষে বাদলা
খ.  ডাওর
গ. কালবৈশাখী
ঘ.  কপি


৪৮. , “ পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে , সেখানেই গড়ে উঠেছে ” এক
ক. একটি মিষ্টির দোকান
খ.  একটি ছােট্ট বাজার
গ. একটি শনি মন্দির ।
ঘ. চায়ের দোকান


৪১. থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানাে-
ক. চিটচিটে তুলাের কম্বল
খ. ছেড়া কাপড়
গ. নােংরা চাদর
ঘ. দামি শাল


৫০ , “ এইটুকুই যা সুখ তখন । ” — সুখটা হল—
ক. কম্বল মুড়ি দেওয়া
খ.  উনুনের ধারে বসা
গ. সভ্যতার উনুনে হাত - পা সেঁকা
ঘ. লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা


৫১. “ তাকে দেখে সবাই তর্ক থামাল । ” কাকে দেখে ?
ক. চৌকিদারসাহেব
খ.  ভটচাজমশাই
গ. মােগ্লাসাহেব
ঘ. থুথুড়ে বুড়ি


৫২. চায়ের দোকানে বসে থাকা লােকটি বুড়িকে বলেছিল —
ক. ভারি তেজি
খ.  খুব মেজাজি
গ. বদরাগি
ঘ.  বড়াে মুখা


৫৩. বৃষ্টি সম্বন্ধে ডাকপুরুষের পুরােনাে বচন হল —
ক. শনিতে সাত , মঙ্গলে পাঁচ , বুধে তিন বাকি সব দিন - দিন
খ. শনিতে পাঁচ , মঙ্গলে সাত , শুহে তিনবাকি সব দিন - দিন
গ. শনিতে পাঁচ , মঙ্গলে সাত , বুধে তিন বাকি সব দিন দিন
ঘ.  বুধে সাত , মঙ্গলে পাঁচ , শনিতে তিনবাকি সব দিন দিন


৫৪. , ফাপি হল—
ক. প্রবল বৃষ্টি
খ.  মেঘলা আকাশ
গ.  জোরালাে বাতাস ও বৃষ্টি
ঘ. প্রবল ঝড় - বৃষ্টি


৫৫. “ ..কাচা রাস্তা ধরে সবুজ ঝােপের ফঁাকে এগিয়ে আসে কোনাে যুবক বা যুবতী ; ...। ” — তাদের পােশাক তৈরি-
ক. আমেদাবাদে
খ. জয়পুর
গ. সুরাটে
ঘ. বােম্বাইয়ে


৫৬. ‘ বৃষ্টিতে তা হল ধারালাে । ” বৃষ্টিতে যা ধারালাে হল —
ক. লােকের মেজাজ
খ. রাঢ়বাংলার শীত
গ.  বাতাসের গতি
ঘ. নদীর স্রোত


৫৭.“ ..আজ না - হােক , কাল পয়সা পাবেই ...। ” — কারণ —
ক. গ্রামের লােকজন সৎ
খ. গ্রামের লােকের অবস্থা ভালাে
গ. ধানের মরশুম চলছে
ঘ. পয়সা না দিয়ে যাবে কোথায়


৫৮. , “ ও বুড়ি , তুমি থাকো কোথায় ... ” বুড়ির উত্তর কী ছিল ?
ক. তােমাদের মাথায়
খ.  তােমাদের চুলােয়
গ. তােমাদের দুয়ারে
ঘ. জাহান্নামে


৫৯. , কোথা থেকে পয়সা নিয়ে ভারতবর্ষ গল্পের বুড়ি চায়ের দাম মেটায় ?
ক. পয়সার ব্যাগ থেকে
খ.  কম্বলের ভিতরে রাখা ন্যাকড়া থেকে থেকে
গ. বাক্স থেকে
ঘ. পেটের কাপড় থেকে


৬০. , “ মরবে রে , নির্ঘাত মরবে বুড়িটা ! ” — এ কথার উত্তরে বুড়ি বলেছিল
ক. তােদের বাপ - মা মরুক
খ.  তােদের ছেলেপিলে মরুক
গ. তােদের শতগুটি মরুক
ঘ.  তােরা মর


৬১. , বুড়ি চায়ের দোকান থেকে চা খেয়ে কোথায় গিয়েছিল ?
ক. বাকের মুখের বটগাছতলায়
খ. নদীর চড়ায়
গ. পাশের জঙ্গলে
ঘ.  পাশের মাঠে

উত্তরঃ

১.গ   ২.ঘ  ৩.গ  ৪.ঘ  ৫.গ  ৬.খ  ৭.গ  ৮.গ  ৯.খ   ১০.খ  ১১.ঘ  ১২.গ  ১৩.খ  ১৪.ক  ১৫.খ  ১৬.গ   ১৭.খ  ১৮.খ  ১৯.খ  ২০.খ  ২১.খ  ২২.ক  ২৩.খ  ২৪.ঘ  ২৫.গ  ২৬.ক  ২৭.ঘ  ২৮.ঘ  ২৯.গ  ৩০.খ  ৩১.ক  ৩২.খ  ৩৩.গ  ৩৪.ঘ  ৩৫.ক  ৩৬.ঘ  ৩৭.খ  ৩৮.গ  ৩৯.গ  ৪০.ক  ৪১.ঘ  ৪২.গ  ৪৩.খ  ৪৪.গ  ৪৫.ঘ  ৪৬.খ  ২৭.ঘ  ৪৮.খ  ৪৯.ক  ৫০.গ  ৫১.ঘ  ৫২.ক  ৫৩.ক  ৫৪.গ  ৫৫.ক  ৫৬.খ  ৫৭.গ  ৫৮.ক  ৫৯.ক  ৬০.গ  ৬১.


No comments:

Post a Comment