Class 12th history suggestions (50+SAQ) chapter -2 2023 | দ্বাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় (SAQ) WBCHSE - Psycho Principal

Fresh Topics

Wednesday, 5 October 2022

Class 12th history suggestions (50+SAQ) chapter -2 2023 | দ্বাদশ শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় (SAQ) WBCHSE


দ্বিতীয় অধ্যায়
উনবিংশ ও বিংশ শতকের 
উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ



সেট-২......

১.কে , কত খ্রিস্টাব্দে কঙ্গো উপত্যকা আবিষ্কার করেন ?
উত্তরঃ অভিযাত্রী স্ট্যানলি 1876 খ্রিস্টাব্দে কঙ্গো উপত্যকা আবিষ্কার করেন ।


২.আলজিরিয়া কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ আলজিরিয়া ফরাসিদের উপনিবেশ ছিল ।


৩. বার্লিন কংগ্রেস ( 1885 খ্রিস্টাব্দ ) কেন আহ্বান করা হয় ?
উত্তরঃ বিনা রক্তপাতে ও বিনা বিবাদে আফ্রিকা মহাদেশকে ইউরােপীয়দের মধ্যে বণ্টন করে নেওয়ার জন্য বার্লিন কংগ্রেস আহ্বান করা হয় ।


৪.ফ্লোটেন ভােরাই কী ?
উত্তরঃ ফ্লোটেন ভােরাইন হল জার্মান বণিক ও পুঁজিপতিদের একটি সংগঠন , যাদের প্রধান উদ্দেশ্য ছিল জার্মানির জন্য উপনিবেশ বিস্তার করা ।


৫. আফ্রিকাতে ফ্রান্সের অধিকৃত কয়েকটি স্থানের নাম লেখো ।  উত্তরঃ আফ্রিকাতে ফ্রান্সের অধিকৃত স্থানগুলি হল আলজিরিয়া , চাদ , সেনেগাল , টিউনিস প্রভৃতি ।


৬.আফ্রিকার ইংরেজ উপনিবেশগুলির নাম লেখাে ।
উত্তরঃ আফ্রিকার ইংরেজ উপনিবেশগুলি হল দক্ষিণ আফ্রিকা ,উগান্ডা , রােডেশিয়া , গােল্ডকোস্ট ( বর্তমানে ঘানা ) , নাইজিরিয়া প্রভৃতি ।


৭.আফ্রিকায় অবস্থিত কয়েকটি পাের্তুগিজ উপনিবেশের নাম লেখাে ।
উত্তরঃ আফ্রিকায় অবস্থিত পাের্তুগিজ উপনিবেশগুলি হল অ্যাঙ্গোলা , মােজাম্বিক ।


৮.আফ্রিকায় অবস্থিত জার্মান উপনিবেশগুলির নাম লেখাে । উত্তরঃ আফ্রিকায় অবস্থিত জার্মান উপনিবেশগুলি হল ক্যামেরুন , টোগােল্যান্ড ।


৯.অ্যাভােয়ার যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1896 খ্রিস্টাব্দে ইটালি ও আবিসিনিয়ার মধ্যে অ্যাভােয়ার যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে ইটালি পরাজিত হয় ।


১০.প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার কয়েকটি স্বাধীন দেশের নাম লেখাে ।
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার কয়েকটি স্বাধীন দেশ হল আবিসিনিয়া , লিবিয়া , ট্রান্সভাল প্রজাতন্ত্র ।


১১.দূর প্রাচ্য কোন্ অঞ্চলকে বলা হয় ?
উত্তরঃ সে চিন ও জাপানকে দূর প্রাচ্য অঞ্চল বলা হয় ।


১২.অহিফেন - এর প্রথম যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1839-42 খ্রিস্টাব্দে চিন ও ইংল্যান্ডের মধ্যে অহিফেন - এর প্রথম যুদ্ধ সংগঠিত হয় ।


১৩.কোন্ সন্ধির দ্বারা প্রথম অহিফেন যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 1842 খ্রিস্টাব্দে নানকিং - এর সন্ধির দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে ।


১৪.দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1856-61 খ্রিস্টাব্দে চিন ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধ হয় ।


১৫.কোন সন্ধির দ্বারা দ্বিতীয় অহিফেন - এর যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ  1861 খ্রিস্টাব্দে তিয়েনমিনের চুক্তির দ্বারা দ্বিতীয় অহিফেন যুদ্ধের সমাপ্তি ঘটে ।


১৬.প্রাচীন চিন কী কী আবিষ্কার করেছিল ?
উত্তরঃ প্রাচীন চিন কাগজ , কম্পাস , চিনা মাটি , সিল্ক , বারুদ , ছাপাখানা প্রভৃতি আবিষ্কার করেছিল ।


১৭.কোন চুক্তি অনুসারে ইউরােপীয়গণ চিনে চার্চ স্থাপন ও দূতাবাস তৈরির অধিকার পায় ?
উত্তরঃ তিয়েনমিনের চুক্তি ( 1861 ) অনুসারে ইউরােপীয়গণ । চিনে চার্চ ও দূতাবাস তৈরির অধিকার পায় ।


১৮.বিদেশিদের সম্পর্কে চিনা ধারণা কী ছিল ?
উত্তরঃ চিনারা মনে করত বিদেশিদের প্রয়ােজনে বিদেশিরা চিনে আসে , চিনের বিদেশিদের কোনাে প্রয়ােজন নেই ।


১৯.ইউরােপীয়রা চিনে প্রথমে কোন্ বন্দরে বাণিজ্য করত ?
উত্তরঃ ইউরােপীয়রা চিনে প্রথমে ক্যান্টন বন্দরে বাণিজ্য করত ।


২০.জাপানের সঙ্গে বহির্বিশ্বের প্রথম কে পরিচয় ঘটায় ?
উত্তরঃ মার্কিন সেনাপতি পেরি প্রথম জাপানের সঙ্গে বহির্বিশ্বের পরিচয় ঘটায় ।


২১.জাপানের অবগুণ্ঠন কে মােচন করেন ?
উত্তরঃ কমােডাের পেরি জাপানের অবগুণ্ঠন মােচন করেন ।


২২.প্রথম চিন - জাপান যুদ্ধ কখন হয় ? কে পরাজিত হয় ?
উত্তরঃ 1894 খ্রিস্টাব্দে প্রথম চিন - জাপান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে চিন পরাজিত হয় ।


২৩.কোন্ সন্ধির দ্বারা প্রথম চিন - জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 1895 খ্রিস্টাব্দে শিমনােসিকির চুক্তির দ্বারা প্রথম চিনি - জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে ।


২৪.শিমলােসিকির চুক্তি কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1895 খ্রিস্টাব্দে চিন ও জাপানের মধ্যে শিমনেসিকির চুক্তি হয় ।


২৫. রুশ - জাপান যুদ্ধ কখন হয় এবং কে পরাজিত হয় ?
উত্তরঃ 1904 খ্রিস্টাব্দে রুশ - জাপান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় ।


২৬.পাের্টসমাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পাের্টসমাউথের সন্ধি হয় ।


২৭. বক্সার বিদ্রোহ কখন কোথায় হয় ?
উত্তরঃ 1899-1900 খ্রিস্টাব্দে চিনে বক্সার বিদ্রোহ হয় ।


২৮.কে , কবে মুক্তদ্বার নীতি ঘােষণা করেন ?
উত্তরঃ 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্রসচিব জন হে মুক্তদ্বার নীতি ঘােষণা করেন ।


২৯.কে , কবে , কার কাছে 21 দফা দাবি পেশ করে ?
উত্তরঃ জাপান চিনের কাছে 1915 খ্রিস্টাব্দে 21 দফা দাবি পেশ করে ।


৩০.প্রথম বিশ্বযুদ্ধের পর শানটুং - এ কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের পর শানটুং - এ জাপানের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ।


৩১. জাপান কখন কোরিয়া দখল করে ?
উত্তরঃ 1912 খ্রিস্টাব্দে জাপান কোরিয়া দখল করে ।


৩২.ভারতে কারা সাম্রাজ্য স্থাপন করে ?
উত্তরঃ ভারতে ইংরেজরা সাম্রাজ্য স্থাপন করে ।


৩৩.ভারতে সাম্রাজ্য স্থাপনকে কেন্দ্র করে কোন কোন ইউরােপীয় শক্তি জড়িয়ে পড়ে ?
উত্তরঃ ভারতে সাম্রাজ্য স্থাপনকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিরা জড়িয়ে পড়ে ।


৩৪.ব্ৰহ্লাদেশের বর্তমান নাম কী ?
উত্তরঃ  ব্ৰহ্লাদেশের বর্তমান নাম মায়ানমার ।


৩৫. প্রথম ইঙা - ব্রয় যুদ্ধ কখন , কার আমলে হয় ?
উত্তরঃ 1824-26 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - ব্রয় যুদ্ধ হয় । ওই সময়ে ব্রদেশের রাজা ছিলেন বােদাপায়া ।


৩৬.কোন্ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গা - ব্রক্স যুদ্ধের অবসান ঘটে ?
উত্তরঃ  1826 খ্রিস্টাব্দে ইয়াকুরের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ - ব্ৰহ্ যুদ্ধের অবসান ঘটে ।


৩৭. দ্বিতীয় ইঙ্গ - ব্ৰত্ম যুদ্ধ কখন হয় ?
উত্তরঃ 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধ হয় ।


৩৮.তৃতীয় ইঙ্গ - ব্রক্স যুদ্ধ কখন হয় ?

উত্তরঃ 1885 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - ব্ৰষ্ম যুদ্ধ হয় ।


৩৯.কোন যুদ্ধের পর ইংরেজরা সমগ্র দেশ দখল করে ?
উত্তরঃ 1885 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধের পর ইংরেজরা সমগ্র ব্রহ্লাদেশ দখল করে ।


৪০.দ্বিতীয় ই - ব্র যুদ্ধের সময়ে ভারতের বড়ােলাট কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় ইঙ্গ - ব্ৰত্ম যুদ্ধের সময়ে ভারতের বড়ােলাট ছিলেন লর্ড ডালহৌসি ।


৪১.তৃতীয় ইঙ্গ - ব্রয় যুদ্ধের সময়ে ভারতের বড়ােলট কে ছিলেন ?
উত্তরঃ তৃতীয় ইঙ্গ - ব্ৰষ্ম যুদ্ধের সময়ে ভারতের বডোেলাট ছিলেন লর্ড ডাফরিন ।


৪২.কোন যুদ্ধে ইংরেজরা ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করে ?
উত্তরঃ  1763 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা ফরাসিদের পরাজিত করে ।


৪৩.প্রথম ইঙ্গ - আফগান যুদ্ধ কখন হয় ? কারা জয়ী হয় ?
উত্তরঃ  1839-42 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - আফগান যুদ্ধে ইংরেজরা জয়ী হয় ।


৪৪.দ্বিতীয় ইঙ্গ - আফগান যুদ্ধ কখন হয় এবং কারা জয়ী হয় ?
উত্তরঃ  1878-80 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ - আফগান যুদ্ধে ইংরেজরা জয়ী হয় ।


৪৫.ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপের নাম লেখাে ।
উত্তরঃ জাভা , সুমাত্রা , বােনিও প্রভৃতি হল ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপ । 


৪৬.শ্রীলঙ্কার পূর্ব নাম কী ?
উত্তরঃ শ্রীলঙ্কার পূর্ব নাম সিংহল ( Ceylone ) ।


৪৭.মালয়ের বর্তমান নাম কী ?
উত্তরঃ মালয়ের বর্তমান নাম মালয়েশিয়া ।


৪৮.মালয় ও সিঙ্গাপুর কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ মালয় ও সিঙ্গাপুর ইংরেজদের উপনিবেশ ছিল ।


৪৯.শ্যামদেশ কোথায় অবস্থিত ?
উত্তরঃ শ্যামদেশ ইন্দোচিন ও ব্রহ্লাদেশের মাঝখানে অবস্থিত ।


৫০. ফিলিপাইন দ্বীপপুঞ্জ কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রথমে স্পেনের , পরবর্তীকালে আমেরিকার উপনিবেশ ছিল ।


৫১.হাওয়াই দ্বীপপুঞ্জ কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জ অধিকার করে ।


৫২. বলকান শব্দের অর্থ কী ?
উত্তরঃ বলকান শব্দের অর্থ হল পর্বত ।


৫৩.পূর্বাঞ্চল বা বলকান অঞল বলতে কোন স্থানকে বােঝায় ? উত্তরঃ ইউরােপের পূর্বদিকের অঞ্চল , যার পূর্বদিকে ইজিয়ান সাগর ; পশ্চিম দিকে অ্যাড্রিয়াটিক সাগর ; দক্ষিণ দিকে ভূমধ্যসাগর ; উত্তরে হাঙ্গেরি অঞ্চলটি বলকান অঞ্চল ।

No comments:

Post a Comment