দ্বিতীয় পর্ব পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করো
👉 ( দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর )
সেট-১....
১.প্রাচীন সাম্রাজ্যবাদ বলতে কী বােঝায় ?
উত্তরঃ অধিকৃত দেশটির ওপর ভৌগােলিক আধিপত্য স্থাপন করাকে প্রাচীন সাম্রাজ্যবাদ বলে ।
২.কয়েকজন প্রাচীন সাম্রাজ্যবাদী শাসকের নাম লেখাে ।
উত্তরঃ কয়েকজন প্রাচীন সাম্রাজ্যবাদীশাসকহলেন কনস্টানটাইন , নেপােলিয়ন বােনাপার্ট , গ্রিক বীর আলেকজান্ডার , সম্রাট শার্লাম্যান , আকবর , আলাউদ্দিন খলজি , চেঙ্গিজ খাঁ প্রমুখ ।
৩.নব সাম্রাজ্যবাদ বলতে কী বােঝাে ?
উত্তরঃ অধিকৃত দেশটির ওপর ভৌগােলিক , রাজনৈতিক , অর্থনৈতিক আধিপত্য স্থাপন করাকে নব সাম্রাজ্যবাদ বলে ।
৪.নব সাম্রাজ্যবাদের কখন উদ্ভব হয় ?
উত্তরঃ নব সাম্রাজ্যবাদের উদ্ভব হয় উনিশ শতকের দ্বিতীয় ভাগে ।
৫.উপনিবেশবাদ বলতে কী বােঝাে ?
উত্তরঃ একটি স্থানে সাম্রাজ্য স্থাপন করার পর অনুকূল ভৌগােলিক পরিবেশের জন্য ওই স্থানে সাম্রাজ্যবাদী দেশের জনগণ স্থায়ীভাবে বসবাস করে । তখন তাকে উপনিবেশ বলে । অর্থাৎ , সকল উপনিবেশ সাম্রাজ্য কিন্তু সকল সাম্রাজ্য উপনিবেশ নয় ।
৬.ভারত ইংরেজদের উপনিবেশ না সাম্রাজ্য ছিল ?
উত্তরঃ ভারত ইংরেজদের সাম্রাজ্য ছিল । কারণ , ভারতে ইংরেজরা আমেরিকা , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়ার মতাে বসতি স্থাপন করেনি । ‘
৭.New World ' বা নতুন বিশ্ব ’ কাকে বলা হয় ?
উত্তরঃ আমেরিকাকে ' New World ' বা নতুন বিশ্ব ’ বলা হয় ।
৮.Street Corner of Europe ' কাকে বলা হয় ?
উত্তরঃ পাের্তুগালকে ' Street Corner of Europe ' বলা হয় ।
৯. কে , কেন পাের্তুগালকে ‘ Street Corner of Europe বলেছেন ?
উত্তরঃ কমােডাের পেরি পাের্তুগালের আটলান্টিক মহাসাগরের তীরে ইউরােপের মূল বিন্দু থেকে প্রান্তিক অবস্থানের জন্য এ কথা বলেছেন ।
১০.ইউরােপ থেকে ভারতে আসার জলপথ কে , কবে আবিষ্কার করেন ?
উত্তরঃ 1498 খ্রিস্টাব্দে পাের্তুগিজ নাবিক ভাস্কো - দা - গামা ইউরােপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ।
১১.Blue Water Policy ?
উত্তরঃ পাের্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবিস্তার নীতিকে Blue Water Policy বলা হয় ।
১২.দক্ষিণ আফ্রিকার দুটি প্রাচীন সভ্যতার নাম লেখাে ।
উত্তরঃ দক্ষিণ আমেরিকার দুটি প্রাচীন সভ্যতা হল আজটেক সভ্যতা ও ইনকা সভ্যতা ।
১৩.আজটেক ও ইনকা সভ্যতা কারা ধ্বংস করে ?
উত্তরঃ স্পেনীয়রা আজটেক ও ইনকা সভ্যতা ধ্বংস করে ।
১৪.মশলা দ্বীপ ’ কাকে বলে ?
উত্তরঃ ইন্দোনেশিয়াকে ‘ মশলা দ্বীপ ’ বলা হয় ।
১৫.আমেরিকা কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ আমেরিকা ইংরেজদের উপনিবেশ ছিল ।
১৬.ম্পেনীয় আর্মাড়া কী ?
উত্তরঃ স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাড়া বলা হত ।
১৭.কারা , কবে স্পেনীয় আর্মাডা ধ্বংস করে ?
উত্তরঃ ইংল্যান্ড , 158৪ খ্রিস্টাব্দে স্পেনীয় আর্মাডা ধ্বংস করে ।
১৮.সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উত্তরঃ 1756-63 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয় ।
১৯.সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কারা পরাজিত হয় ?
উত্তরঃ সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিরা পরাজিত হয় ।
১৯.আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় ।
২০.আমেরিকাবাসীর স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দেন ?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন আমেরিকাবাসীর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন ।
২১.আমেরিকাবাসীর স্বাধীনতার ঘােষণাপত্র কে রচনা করেন ?
উত্তরঃ টমাস জেফারসন আমেরিকাবাসীর স্বাধীনতার ঘােষণাপত্র রচনা করেন ।
২২.আমেরিকা কবে , কোন্ সন্ধির দ্বারা স্বাধীনতা লাভ করে ?
উত্তরঃ 1783 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির দ্বারা আমেরিকা স্বাধীনতা লাভ করে ।
২৩. ভিয়েনা সম্মেলন কখন হয় ? এর সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন হয় । প্রিন্স মেটারনিখ ছিলেন এই সম্মেলনের সভাপতি ।
২৩.সাইমন বলিভার কে ছিলেন ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার মুক্তি সংগ্রামের নেতা ছিলেন সাইমন বলিভার ।
২৪.কার নেতৃত্বে আর্জেন্টিনা স্বাধীন হয় ?
উত্তরঃ 1816 খ্রিস্টাব্দে জোস সান মার্টিনের নেতৃত্বে আর্জেন্টিনা স্বাধীন হয় ।
২৫.পেরুর নাম কেন বলিভিয়া হয় ?
উত্তরঃ 1825 খ্রিস্টাব্দে পেরুকে স্বাধীন করেন সাইমন বলিভার । তার নেতৃত্বে পেরুসহ দক্ষিণ আমেরিকার একাধিক দেশ স্বাধীনতা অর্জন করে । দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সাইমন বলিভারের অবদান স্মরণীয় করে রাখার জন্য তার নাম অনুসারে পেরুর নাম হয় বলিভিয়া ।
২৬.কোন্ শব্দ থেকে Imperialism শব্দটির উৎপত্তি হয় ?
উত্তরঃ Imperium শব্দ থেকে Imperialism শব্দটির উৎপত্তি হয় ।
২৭. Imperialism শব্দটি কবে প্রথম ব্যবহার হয় ?
উত্তরঃ 1890 খ্রিস্টাব্দে প্রথম শব্দটির ব্যবহার হয় ।
২৮.কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় এবং কেন ?
উত্তরঃ 1870-1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘ সাম্রাজ্যবাদের যুগ ’ বলা হয় । কারণ এই সময়ে ইউরােপীয় দেশগুলি এশিয়া , আফ্রিকাতে সাম্রাজ্য স্থাপন করে এবং সাম্রাজ্য স্থাপন করার জন্য প্রতিযােগিতায় লিপ্ত হয় ।
২৯.নব সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা কে দিয়েছেন ?
উত্তরঃ নব সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন ঐতিহাসিক হবসন ও লেনিন ।
৩০.নব সাম্রাজ্যবাদের রাষ্ট্রদর্শন কী ছিল ?
উত্তরঃ অসভ্য ও অনুন্নত জাতিগুলিকে সভ্য ও উন্নত করা । শ্বেতাঙ্গ ইউরােপীয় জাতিগুলির দায়িত্ব ছিল । এই মতবাদ প্রচার করেন ইংরেজ লেখক রুডইয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুল কেরি ।
৩১.কার নেতৃত্বে ইংরেজরা মিশরে আধিপত্য স্থাপন করে ?
উত্তরঃ লর্ড ক্রেমারের নেতৃত্বে ইংরেজরা মিশরে আধিপত্য স্থাপন করে ।
৩২.কার্ল পিটার্স কে ছিলেন ?
উত্তরঃ জার্মান পূর্ব আফ্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন কার্ল পিটার্স ।
৩৩.ওয়েল্ট পলিটিক ’ নীতির প্রবক্তা কে ?
উত্তরঃ ওয়েল্ট পলিটিক ’ নীতির প্রবক্তা হলেন জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম । ‘
৩৪.ওয়েল্ট পলিটিক ’ কী ?
উত্তরঃ কাইজার দ্বিতীয় উইলিয়াম ঘােষণা করেন জার্মানির অনন্ত বিস্তৃতির সম্ভাবনা আছে । তিনি জার্মানির সাম্রাজ্য বিস্তারের জন্য যে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন তা ‘ ওয়েল্ট পলিটিক ’ নামে পরিচিত ।
৩৫.মার্কেন্টাইল মতবাদ কী ?
উত্তরঃ 1600-1800 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম ইউরােপের সংরক্ষিত বাণিজ্যিক মনােবৃত্তিকে মার্কেন্টাইল মতবাদ বলা হয় ।
৩৬.ফ্রান্সে মার্কেন্টাইলিজম কে প্রবর্তন করেন ?
উত্তরঃ জা ব্যাপ্তিস্ত কোলবের্ত ফ্রান্সে মার্কেন্টাইলিজম প্রবর্তন করেন ।
৩৭.ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জা ব্যাপ্তিস্ত কোলবার্ট ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন ।
৩৮. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।
৩৯.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ।
৪০.'নিউ নেদারল্যান্ড আলবানি ’ - তে কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ হল্যান্ড - এর উপনিবেশ ছিল নিউ নেদারল্যান্ড আলবানি ।
৪১.নির্জোট আন্দোলন কাকে বলে ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি ন- আমেরিকা - রাশিয়া জোটের বাইরে থেকে নিজেদের স্বার্থরক্ষার জন্য যে আন্দোলন গড়ে তােলে , তাকে নির্জোট আন্দোলন বলা হয় ।
৪২. হিবসনের মতে , সাম্রাজ্যবাদ কী ?
উত্তরঃ হবসনের মতে , পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্য যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটে , তাকেই সাম্রাজ্যবাদ বলে ।
৪৩.বিশ্বে শিল্পবিপ্লব প্রথম কোথায় ঘটে ?
উত্তরঃ বিশ্বে শিল্পবিপ্লব প্রথমে ইংল্যান্ডে গড়ে উঠেছিল ।
৪৪.নেলসন ম্যান্ডেলা কে ছিলেন ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরােধী নেতা ও সেখানকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি ।
৪৫.দাস ক্যাপিটাল ’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ কার্ল মার্কস ‘ দাস ক্যাপিটাল ’ গ্রন্থটি রচনা করেন ।
৪৬.ত্রয়ােদশ উপনিবেশ ’ কী ?
উত্তরঃ ইংল্যান্ড থেকে আগত অধিবাসীরা যখন ইংল্যান্ডের উপনিবেশ আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে , তখন তার মােট সংখ্যা ছিল তেরােটি । এই উপনিবেশগুলিকে একত্রে ত্রয়ােদশ উপনিবেশ ’ বলে ।
৪৭.ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ কে প্রচার করেন ?
উত্তরঃ টমাস মান ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ প্রচার করেন ।
৪৮.মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য হল বুলিয়ান কেন্দ্রিক অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে আমদানি হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করা ।
৪৯. মার্কেন্টাইল মতবাদে রাজার সঙ্গে কাদের যােগসাজস গড়ে ওঠে ?
উত্তরঃ মার্কেন্টাইল মতবাদে রাজার সঙ্গে বণিক শ্রেণির যােগসাজস গড়ে ওঠে ।
৫০.মার্কেন্টাইল মতবাদের ত্রুটিগুলি কী কী ?
উত্তরঃ সােনা বা রুপা সম্পদের একমাত্র উৎস নয় , রাষ্ট্র ও বণিক ষড়যন্ত্র এবং দ্রব্য মূল্যবৃদ্ধি । মার্কেন্টাইল প্রথার সুফলগুলি লেখাে । সুফল : ( i ) শক্তিশালী জাতীয় রাষ্ট্রের উদ্ভব , ( i ) বাণিজ্যের উন্নতি , ( ii ) কৃষি ব্যবস্থার উন্নয়ন , ( iv ) দাস প্রথার অবসান ।
৫১.মুক্ত বাণিজ্য নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ মুক্ত বাণিজ্য নীতি প্রবর্তন করেন ।
৫২.Wealth of Nations ' কার লেখা ?
উত্তরঃ Wealth of Nations ' গ্রন্থটি অ্যাডাম স্মিথের লেখা ।
৫৩.Imperialism - A Study ' গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ Imperialism - A Study ' গ্রন্থটি জে এ হবসনের লেখা ।
৫৪.Imperialism : The Highest Stage of Capitalism ' গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ Imperialism : The Highest Stage of Capitalism গ্রন্থটি রুশ কমিউনিস্ট নেতা লেনিন - এর লেখা ।
৫৫.লিভিংস্টোন কে ছিলেন ?
উত্তরঃ লিভিংস্টোন ছিলেন লন্ডন মিশনারি সােসাইটির সমাজসেবী চিকিৎসক ও আফ্রিকা মহাদেশের অন্যতম আবিষ্কারক অভিযাত্রী ।
৫৬. কৰে মনৱো নীতি ঘােষণা করেন ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি মনরাে 1823 খ্রিস্টাব্দে মনরাে নীতি ঘোষণা করেন ।
৫৭.মনরো ঘােষণায় কী বলা হয় ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি মনরাে ঘােষণা করেন যে , “ আমেরিকা আমেরিকাবাসীর জন্য , ইউরােপীয়দের হস্তক্ষেপ আমেরিকা বরদাস্ত করবে না । ” তার নাম অনুসারে এই ঘােষণা মনরে ঘােষণা নামে পরিচিত ।
৫৮.কে কবে ব্রাসেলস সম্মেলন আহবান করেন ?
উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড ব্রাসেলস্ সম্মেলন আহ্বান করেন ।
৫৯.কে কবে কঙ্গে ফ্রি স্টেট ' প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ 1884-85 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড ‘ কঙ্গে ফ্রি স্টেট প্রতিষ্ঠা করেন ।
৬০.আন্তর্জাতিক আফ্রিকা সংঘ কে , কখন স্থাপন করেন ?
উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপােল্ড আন্তর্জাতিক আফ্রিকা সংঘ স্থাপন করেন ।
No comments:
Post a Comment