দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর পার্ট -১ )
পার্ট -৩
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
37. ফরাসি বিপ্লবের আদর্শ বা নীতি কী ছিল ?
উঃ ফরাসি বিপ্লবের আদর্শ ছিল— স্বাধীনতা, সাম্য ও মৈত্রী।
38. ‘পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা' কাকে বলা হয় ?
উঃ ফরাসি সংবিধানসভা কর্তৃক প্রকাশিত ‘ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রটিকে পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলা হয় ।
39. কে, কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার' ঘোষণা করে ?
উঃ ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার' ঘোষণা করেন।
40. কে, কোন্ ঘটনাকে 'পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা' বলে অভিহিত করেছেন ?
উঃ ঐতিহাসিক ওলার 'ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র'-কে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা' বলে অভিহিত করেছেন।
41. সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম হল হিবার্ট, দাঁতো, রোবসপিয়ার প্রমুখ।
42. রোবসপিয়ার কে ছিলেন?
উঃ রোবসপিয়ার ছিলেন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক।
43. রোবসপিয়ার কোন্ দলের নেতা ছিলেন ?
উঃ রোবসপিয়ার জ্যাকোবিন দলের নেতা ছিলেন।
44. নতুন ফরাসি সংবিধানের যে-কোনো একজন অর্থমন্ত্রীর নাম লেখো।
উঃ নতুন ফরাসি সংবিধানের একজন অর্থমন্ত্রীর নাম নেকার।
45. ফরাসি বিপ্লবকালে দুজন নেত্রীর নাম লেখো।
উঃ ফরাসি বিপ্লবকালে দুজন নেত্রীর নাম হল মাদাম রোঁলা ও এত্তাপালম।
46. জাতীয় সভার নতুন নাম কী ?
উঃ ফরাসি জাতীয় সভার নতুন নাম হয় সংবিধান সভা।
47. ফ্রান্সে বিপ্লবের প্রতীক' কাকে বলা হয়েছে?
উঃ ফুল সমন্বিত বিশেষ টুপিকে ফ্রান্সে বিপ্লবের প্রতীক বলা হয়েছে।
48. ফ্রান্সে কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার' ঘোষিত হয় ?
উঃ ফ্রান্সে ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট 'ব্যক্তি ও নাগরিকের অধিকার' ঘোষিত হয়।
49. ফরাসি সংবিধান সভা কবে সামস্তপ্রথার বিলোপ ঘোষণা করে ?
উঃ ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট সামন্তপ্রথার বিলোপ ঘোষণা করে।
50. ম্যালেট কে এবং তিনি কোন ঘটনার সঙ্গে যুক্ত ?
উঃ ম্যালেট ছিলেন ফরাসি বিপ্লবের যুগের একজন সাংবাদিক। তিনি ছিলেন বিপ্লবের বিরোধী এবং রাজতন্ত্রের সমর্থক।
51. মিরাবো কে ছিলেন?
উঃ মিরাবো ছিলেন ফরাসি বিপ্লবের যুগের একজন নেতা এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। তিনি ছিলেন ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধানের অন্যতম রচয়িতা।
52. 'পাদ্রীদের নাগরিক সংবিধান এম
উঃ 'Civil Constitution of the Clergy' হল ফরাসি সংবিধান সভা (১৭৮৯-৯১ খ্রি.) কর্তৃক গৃহীত একটি পদক্ষেপ যার দ্বারা গির্জার ওপর থেকে পোপের আধিপত্যের বিলোপ ঘটানো হয়।
53. 'সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি' নামে আইনটি করে বিধিবদ্ধ হয় ?
উঃ সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি' নামে আইনটি ১৭৯১ খ্রিস্টাব্দে বিধিবদ্ধ হয়।
54. জিরন্ডিস্ট' দলের একজন নেত্রীর নাম লেখো।
উঃ ‘জিরন্ডিস্ট' দলের একজন নেত্রী ছিলেন মাদাম রোঁলা।
55. কোন ঘটনার মধ্য দিয়ে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ?
উঃ সন্ত্রাসের শাসনের প্রধান নেতা রোবসপিয়ারের প্রাণদণ্ডের (২৮ জুলাই, ১৭৯৪ খ্রি.) মধ্য দিয়ে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।
56. ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন ?
উঃ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন।
57. লিওপোল্ড কে ছিলেন?
উঃলিওপোল্ড ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের শ্যালক এবং অস্ট্রিয়ার রাজা।
58. 'পাদুয়ার ঘোষণা' কে করেন?
উঃ 'পাদুয়ার ঘোষণা' করেন অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড।
59. ডিউক অব ব্রান্সউইক কে ছিলেন?
উঃ ডিউক অব ব্রান্সউইক ছিলেন প্রাশিয়ার সেনাপ্রধান।
60. সন্ত্রাসের রাজত্বের অবসান কী নামে পরিচিত ?
উঃ সন্ত্রাসের রাজত্বের অবসান 'থার্মিডোরীয় প্রতিক্রিয়া' নামে পরিচিত।
61. 'Law of Maximum' কী?
উঃ ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে দ্রব্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয় যা ‘Law of Maximum' নামে পরিচিত।
62. 'কমিটি অব পাবলিক সেফটি' কী?
উঃ 'কমিটি অব পাবলিক সেফটি' বা 'জননিরাপত্তা সমিতি' হল ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনার উদ্দেশ্যে গঠিত একটি প্রধান সংগঠন যার হাতে দেশের মূল শাসন পরিচালনার দায়িত্ব ছিল।
63. কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয়?
উঃ ১৭৯২ খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয়।
64. জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন?
উঃ জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার।
65. কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষীবাহিনী গড়ে ওঠে?
উঃ লাফায়েৎ-এর নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষীবাহিনী গড়ে ওঠে।
66. রোবসপিয়ার কবে ক্ষমতা হারান?
উঃ রোবসপিয়ার ১৭৯৪ খ্রিস্টাব্দে ক্ষমতা হারান।
67. ফ্রান্সের জাতীয় সভা কৰে ব্যক্তি ও নাগরিকের অধিকার-এর ঘোষণা করে ?
উঃ ফ্রান্সের জাতীয় সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্টে ব্যক্তি ও নাগরিকের অধিকার'-এর ঘোষণা করে।
68. ফরাসি বিপ্লবের সময় শিরোশ্ছেদ করার যন্ত্রটির নাম কী?
উঃ ‘গিলোটিন'।
69. কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন?
উঃ গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ড. যোসেফ ইগনেস গিলোটিন।
70. রাজা ষোড়শ লুইকে কীভাবে হত্যা করা হয় ?
উঃ গিলোটিন নামক যন্ত্রে রাজা ষোড়শ লুইকে হত্যা করা হয়।
71. কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় ?
উঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় ।
72. রাজা ষোড়শ লুইকে কোন্ দিন গিলোটিনে হত্যা করা হয়?
উঃ রাজা ষোড়শ লুইকে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় ।
73. প্রথম ফরাসি প্রজাতন্ত্রের সূচনা কবে হয় ?
উঃ ১৭৯২ খ্রিস্টব্দে প্রথম ফরাসি প্রজাতন্ত্রের সূচনা হয়।
74. কোন দিনটি ফ্রান্সের 'জাতীয় দিবস' হিসেবে পালন করা হয় ?
উঃ ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।
75. ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী ?
উঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল— [1] সাম্য, [2] মৈত্রী ও [3] স্বাধীনতা।
76. কে প্রথম 'সাম্য, মৈত্রী ও স্বাধীনতা'- এর আদর্শের কথা বলেন?
উঃ ফরাসি দার্শনিক রুশো প্রথম 'সাম্য, মৈত্রী ও স্বাধীনতা'র আদর্শের কথা বলেন।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
28. ‘অ্যাসাইনেট' কী ?
উঃ অ্যাসাইনেট হল ১৭৯১ খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত একধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থসংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূসম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করে।
29. ‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি' কী ?
উঃ ফরাসি সংবিধান সভা ১৭৯০ খ্রিস্টাব্দে 'সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি’ বা ‘ধর্মযাজকদের সংবিধান' নামে এক আইন পাস করে। এর দ্বারা—[1] গির্জার ওপর পোপের যাবতীয় কর্তৃত্বের অবসান ঘটানো হয়। [2] গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। [3] যাজকদের নিয়োগ ও পদচ্যুতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। [4] সরকার যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করে।
30. 'সাসপেনসিভ ভিটো' কী ?
উঃ ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও তিনি তা সাময়িকভাবে স্থগিত রাখতে পারতেন। রাজার এই ক্ষমতা ‘সাসপেনসিভ ভিটো' নামে পরিচিত।
31. 'সন্দেহের আইন' কী ?
উঃ ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে এক বিশেষ আইনের দ্বারা — [1] বিপ্লব- বিরোধী সন্দেহে যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত এবং [2] বিপ্লবী আদালতে তাদের বিচার হত। এই বিশেষ আইন 'সন্দেহের আইন' নামে পরিচিত।
32. ফরাসি রাজার পলায়নের চেষ্টা সম্পর্কে কী জান?
উঃ ফরাসি রাজা ষোড়শ লুই ১৭৯১ খ্রিস্টাব্দের ২০ জুন সপরিবারে ছদ্মবেশে টুইলারিজ রাজপ্রাসাদ ছেড়ে গোপনে অস্ট্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা সীমান্তের কাছে ভেরেন্নে গ্রামে জনতার হয়। হাতে ধরা পড়লে চরম লাঞ্ছনা সহকারে তাদের প্যারিসে ফিরিয়ে আনা
33. ফ্রান্সের নতুন আইনসভায় (১৭৯১ খ্রি.) কোন্ রাজনৈতিক দল ছিল ?
উঃ ৭৪৫ জন সদস্যবিশিষ্ট ফ্রান্সের নতুন আইনসভায় প্রধানত চারটি রাজনৈতিক দল ছিল। যথা — [1] দক্ষিণপন্থী শাসনতান্ত্রিক দল, [2] বামপন্থী জিরন্ডিস্ট দল, [3] চরম বামপন্থী জ্যাকোবিন দল এবং [4] মধ্যপন্থী নিরপেক্ষ দল ।
34. ১৭৯১ খ্রিস্টাব্দে সংবিধানের গুরুত্ব কী?
উঃ ১৭৯১ খ্রিস্টাব্দে সংবিধানের প্রদান গুরুত্বগুলি ছিল—[1] এই সংবিধানের দ্বারা ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘোষিত হয়। [2] ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়। [3] আইনের চোখে সাম্যনীতি চালু হয়। [4] সংবিধান ঘোষণা করে যে, মাতৃভূমি হল ‘এক ও অবিভাজ্য’।
35. সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী ?
উঃ ফ্রান্সে রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দি ছিল। ফ্রান্সের রাজতন্ত্র-বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে (২-৫ সেপ্টেম্বর, ১৭৯২ খ্রি.)। এই ঘটনা ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড' নামে পরিচিত।
36. কোন্ দলের নেতৃত্বে কোন্ সময় পর্যন্ত ফ্রান্সে শাসন চলে ?
উঃ সন্ত্রাসের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের নেতৃত্বে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত সন্ত্রাসের শাসন চলে।
37. সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করো ।
উঃ ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ ছিল— [1] দেশের বিভিন্ন স্থানে প্রতিবিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করছিল। [2] বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিল।
39. সন্ত্রাসের শাসনের অঙ্গগুলির নাম লেখো।
উঃ সন্ত্রাসের শাসনের অঙ্গগুলি ছিল—[1] জননিরাপত্তা সমিতি, [2] সাধারণ নিরাপত্তা সমিতি, [3] সন্দেহের আইন, [4] বিপ্লবী আদালত ও [5] বিপ্লবের বধ্যভূমি অর্থাৎ গিলোটিন ।
40. জননিরাপত্তা সমিতি কী? এর দায়িত্ব কী ছিল ?
উঃ জাতীয় মহাসভার শাসনকালে (১৭৯২-৯৫ খ্রি.) ফ্রান্সে সন্ত্রাসের শাসন নামে যে আপৎকালীন শাসন চালু হয় তার একটি অন্যতম অঙ্গ ছিল জননিরাপত্তা সমিতি । ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগ ও বৈদেশিক আক্রমণের সম্ভাবনা দূর করে বৈপ্লবিক আদর্শ রক্ষা করার উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে জননিরাপত্তা সমিতি গঠিত হয় ।
41. গিলোটিন কী ?
উঃ গিলোটিন হল একটি যন্ত্রবিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ড. জোসেফ ইগনিস গিলোটিন। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরশ্ছেদ করে হত্যা করা হয় ৷
42. 'সন্ত্রাসের রাজত্ব' কী ?
উঃ বিপ্লবকালে ফরাসি রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের পর ফ্রান্সে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ফ্রান্সের বিপ্লবী নেতারা দেশে এক আপৎকালীন জরুরি শাসন চালু করে—যেখানে নির্বিচারে বহু নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা করা হতে থাকে। এই আপৎকালীন শাসনব্যবস্থাই সন্ত্রাসের শাসন বা ‘সন্ত্রাসের রাজত্ব' (১৭৯৩-১৭৯৪) নামে পরিচিত।
43. থামিডোরীয় প্রতিক্রিয়া' কী ?
উঃ রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল রোবসপিয়ার ও তাঁর অনুগামীদের বন্দি করে পরদিন তাঁদের গিলোটিনে হত্যা করে। এই ঘটনা ‘থামিডোরীয় প্রতিক্রিয়া' নামে পরিচিত।
44. লাল সন্ত্রাস কী ?
উঃ ফ্রান্সে ১৩ এপ্রিল থেকে ২৭ জুলাই (১৭৯৪ খ্রি.) পর্যন্ত রোবসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এইসময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা ‘লাল সন্ত্রাস' নামে পরিচিত।
45. ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলার নাম লেখো।
উঃ ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলা হলেন— [1] মাঁদাম রোনাল্ড (জ্যাকোবিন দলের নেত্রী) ও [2] ডি-আর্জন্ট (জিরভিন দলের নেত্রী)।
46. দ্বিতীয় ফরাসি বিপ্লব' কী ?
উঃ জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা ১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষীদের হত্যা করে। আতঙ্কিত রাজা ও রানি নিকটবর্তী আইনসভায় আশ্রয় নিলে জনতা আইনসভা ঘিরে ফেলে। জনতার দাবিতে রাজাকে ক্ষমতাচ্যুত করে তাঁকে টেম্পল দুর্গে বন্দি করা হয়। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভর ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব' বলে অভিহিত করেন।
47. ফরাসি বিপ্লবের তিনটি মূলনীতি বা আদর্শ কী ছিল ?
উঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল নীতি বা আদর্শ ছিল— [1] সাম্য, [2] মৈত্রী ও [3] স্বাধীনতা।
48. অ্যাসাইনেট প্রবর্তনের ফলে কী হয়েছিল ?
উঃ বিপ্লবী ফ্রান্সের সংবিধান সভা অ্যাসাইনেট নামে বিপুল পরিমাণ কাগজের নোট বাজারে ছাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ফলে দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং দরিদ্র জনগণ পণ্য ক্রয়ে অক্ষম হয়ে পড়ে।
49. ফরাসি সংবিধান সভার মূল কাজ কী ছিল?
উঃ ফরাসি সংবিধান সভার মূল কাজ ছিল দেশ থেকে সামন্ততন্ত্রের বিলোপ ঘটানো, বক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা, রাজার ক্ষমতা। হ্রাস করা, ধর্ম, অর্থনীতি ও বিচারবিভাগীয় ক্ষেত্রে সংস্কার সাধন করা প্রভৃতি।
50. 'মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা' বলতে কী বোঝ ?
উঃ ‘মানুষ ও নাগরিকের অধিকারে ঘোষণা' বলতে বোঝায় ফরাসি বিপ্লবেরকালে ফরাসি সংবিধান সভা কর্তৃক ফ্রান্সের সাধারণ মানুষের জন্য ১৭৮৯ খ্রিস্টাব্দে ঘোষিত বিভিন্ন আইনগত অধিকার।
51. ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার' পত্রের মূল লক্ষ্য কী ছিল ?
উঃ ব্যক্তি ও নাগরিকের অধিকার' পত্রের মূল লক্ষ্য ছিল— [1] নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা প্রদান করা, [2] আইনের চোখে সাম্য প্রতিষ্ঠা করা, [3] বাক্ স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা প্রভৃতি স্বীকার করা, [4] জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে তুলে ধরা।
52. কীভাবে ফরাসি সংবিধান নাগরিকদের একটি বড়ো অংশকে নির্বাচনে অংশগ্রহণে বর্ণিত করেছিল?
উঃ ফরাসি সংবিধান সভা সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে ‘সক্রিয়’ ও নিষ্ক্রিয়’-দুইভাগে বিভক্ত করে এবং ‘নিষ্ক্রিয়’ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে।
53. সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝ ?
উঃ বিপ্লবেরকালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব-বিরোধী শক্তি মাথাচারা দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন (২ জুন, ১৭৯৩ থেকে ২৭ জুলাই, ১৭৯৪ খ্রি.) নামে পরিচিত।
54. “কনট্রাক্ট অব পোইসি' কী ?
উঃ বিপ্লবের (১৭৮৯ খ্রি.) আগে ফ্রান্সে যাজক সম্প্রদায়ের অধীনস্থ গির্জার কাছে দেশের % অংশ কৃষিজমি ছিল। এই জমির জন্য যাজকরা রাজাকে কোনো বাধ্যতামূলক কর দিত না। তবে ‘কনট্রাক্ট অব পোইসি' নামে একটি চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছাকর দিত।
55. ‘থার্ড এস্টেট' কী ?
উঃ ফরাসি বিপ্লবের আগে শ্রেণিবিভক্ত ফরাসি সমাজব্যবস্থায় যে তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট (Third Estate) বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলোত্ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি।
56. ফরাসি বুর্জোয়া শ্রেণি সম্পর্কে কী জান?
উঃ ফ্রান্সের বৈষম্যমূলক সমাজব্যবস্থার তৃতীয় শ্রেণির অন্যতম অংশ ছিল বুর্জোয়া শ্রেণি। বুর্জোয়ারা ছিল বিপ্লবের অগ্রদূত। এরা তিনটি ভাগে বিভক্ত ছিল—[1] ধনী ব্যবসায়ী,ব্যাংক মালিক, শিল্পপতি প্রমুখ ছিল উচ্চ বুর্জোয়া, [2] শিক্ষক, চিকিৎসক, আইনজীবী প্রমুখ ছিল মধ্য বুর্জোয়া, [3] সাধারণ দোকানদার, কৃষক, শ্রমিক প্রমুখ ছিল নিম্ন বুর্জোয়া ৷
57. ফ্রান্সে অভিজাত বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল ?
উঃ ফরাসি রাজা ষোড়শ লুই-এর অর্থমন্ত্রী ব্রিয়া অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে অভিজাতদের ওপরও কর আরোপের প্রস্তাব দিলে ক্ষুব্ধ অভিজাতরা দাবি করে যে, কর আরোপের অধিকার রয়েছে একমাত্র স্টেটস জেনারেলের। এই অবস্থায় পার্লামেন্টে কিছু অপ্রীতিকর অবস্থা ও অভিজাতদের বিক্ষোভের ফলে রাজা পার্লামেন্ট মুলতুবি করে দেন। এর ফলে অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়।
58. বিপ্লবের আগে ফ্রান্সে কারা ‘প্যাট্রিশিয়ান এবং কারা ‘প্লেবিয়ান' নামে পরিচিত ছিল?
উঃ ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা 'প্যাট্রিশিয়ান' এবং তৃতীয় শ্রেণির মানুষ ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।
59. ফরাসি বিপ্লবের সময় মধ্য বুর্জোয়া বলতে কাদের বোঝায় ?
উঃ ফরাসি বিপ্লবের সময় মধ্য বুর্জোয়া বলতে বোঝাত আইনজীবী, চিকিৎসক এবং শিক্ষকদের। এরা আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য ছিল। কিন্তু বংশ কৌলিন্য না থাকায় এরা সমাজের সবরকম সুযোগসুবিধা থেকে বঞ্চিত হত।
No comments:
Post a Comment