⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. কে প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে 'রাজনৈতিক কারাগার' বলে অভিহিত করেছেন ?
উঃ দার্শনিক ভলতেয়ার প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলে অভিহিত করেছেন।
2. কারা বিশ্বকোশ-এর সংকলন করেন ?
উঃ 'বিশ্বকোশ-এর সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি' এলেমবার্ট।
3. কাঁদিদ গ্রন্থের লেখক কে? অথবা, 'কাঁদিদ' বইটি কার লেখা?
উঃ কাঁদিদ গ্রন্থের লেখক হলেন ভলতেয়ার।
4. কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল?
উঃ টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।
5. 'অবাধ বাণিজ্যের' পক্ষে কে বক্তব্য রাখেন ?
উঃ বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাঁর 'দি ওয়েলথ অব নেশনস' গ্রন্থে ‘অবাধ বাণিজ্যের' পক্ষে বক্তব্য রাখেন।
6. টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো।
উঃ টেনিস কোর্টের শপথের প্রধান দুটি গুরুত্ব ছিল, যথা— [1] তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। [2] বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়।
7. 'ডিয়াবলো ইকনমিক' গ্রন্থটি কার রচনা?
উঃ 'ডিয়াবলো ইকনমিক' গ্রন্থটি ফ্রাঁসোয়া কেনে-র রচনা।
৪. 'ওয়েলথ অব নেশনস' গ্রন্থটি কার লেখা?
উঃ 'ওয়েলথ অব নেশনস' গ্রন্থটি বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ-এর লেখা।
9. বিশ্বকোশ কী?
উঃ ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকগণ ফ্রান্সে রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেন এবং ১৭৫১ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যে সমসাময়িক পণ্ডিতদের সহায়তায় ফ্রান্সের সামাজিক অসাম্য, ক্রীতদাস প্রথার অবলুপ্তি, বৈষম্যমূলক করব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে সতেরো খণ্ডে একটি গ্রন্থ প্রকাশ করেন। এর নাম ছিল 'বিশ্বকোশ' বা 'Encyclopedia'।
10. ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন ?
উঃ ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা।
11. 'বুর্জোয়া' কারা ?
উঃ ‘বার্গার' শব্দ থেকে ‘বুর্জোয়া' শব্দের উৎপত্তি, যার অর্থ ‘নাগরিক শ্রেণি’। ফরাসি সমাজব্যবস্থায় বুর্জোয়া' বলা হত তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের, যারা বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান হওয়া সত্ত্বেও রাষ্ট্রে ও সমাজে কোনো মর্যাদা পেত না ।
12. ফরাসি বিপ্লবের সময়ে যাজকেরা কটি ভাগে বিভক্ত ছিল?
উঃ ফরাসি বিপ্লবের সময় যাজকেরা ২টি ভাগে (উচ্চ যাজক ও নিম্ন যাজক) বিভক্ত ছিল।
13. নিম্ন যাজকরা কোন্ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ?
উঃ নিম্ন যাজকরা প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল।
14. ফরাসি সমাজে সুবিধাভোগী শ্রেণি কাদের বলা হত ?
উঃ ফরাসি সমাজের প্রথম দুই সম্প্রদায় অর্থাৎ যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী শ্রেণি ।
15. Assembly of Notables' কাদের নিয়ে গঠিত হয় ?
উঃ ফরাসি বিপ্লবের পূর্বে 'Assembly of Notables' গঠিত হয়েছিল উচ্চস্তরের অভিজাত, যাজক ও গণ্যমান্যদের নিয়ে।
16. 'থার্ড এস্টেট' হিসেবে কারা পরিচিত ছিল ?
উঃ বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলোৎ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। এরা 'থার্ড এস্টেট' হিসেবে পরিচিত।
17. কোন্ শব্দ থেকে 'বুর্জোয়া' শব্দটির উৎপত্তি হয়েছে?
উঃ প্রাচীন ফরাসি শব্দ 'বার্জেইস' থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে।
18. 'জেন্ট্রি' কাদের বলা হয় ?
উঃ ইংল্যান্ডে উচ্চবংশজাত বিশেষ ধনী ভদ্রলোক সম্প্রদায় ‘জেন্ট্রি' নামে পরিচিত ছিল।
19. ‘সাঁকুলোৎ' কথার আক্ষরিক অর্থ কী ?
উঃ ‘সাঁকুলোৎ’ কথার আক্ষরিক অর্থ হল প্যারিসের নিম্নশ্রেণির বিপ্লবী জনগণ ।
20. সাঁকুলো কাদের বলা হয় ?
উঃ অষ্টাদশ শতকের ফ্রান্সের শহুরে দরিদ্র শ্রেণির ভবঘুরে মানুষদের সাঁকুলো বলা হত। এরা চরম অবহেলার পাত্র ছিল।
21. 'ইনটেনডেন্টদের কী কাজ ছিল ?
উঃ আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করা ছিল ইনটেনডেন্টদের কাজ।
22. কোন্ শতককে 'নবজাগরণের যুগ' বলা হয় ?
উঃ পঞ্চদশ শতককে ‘নবজাগরণের যুগ' বলা হয় ।
23. কোন্ দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন ?
উঃ ফরাসি দার্শনিক ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।
24. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?
উঃক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু ।
25. ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের দুজন দার্শনিকের নাম উল্লেখ করো।
উঃ ফরাসি বিপ্লবের পূর্বে দুজন দার্শনিক হলেন— [1] পেশায় আইনজ্ঞ দার্শনিক মন্তেস্কু এবং [2] ভলতেয়ার |
26. রুশো কোন্ গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করেন ?
উঃ রুশো তাঁর 'সামাজিক চুক্তি' গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করেন।
27. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল কত?
উঃ ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই (১৩ মাস) পর্যন্ত।
28. কোন ঘটনায় সন্ত্রাসের রাজত্বের অবসান হয় ?
উঃ ফ্রান্সের সন্ত্রাসের শাসনব্যবস্থার প্রধান পরিচালক রোবসপিয়ারের মৃত্যুতে (১৭৯৪ খ্রি. ২৮ জুলাই) সন্ত্রাসের রাজত্বের অবসান হয়।
29. ফ্রান্সে জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম লেখো।
উঃ ফ্রান্সে জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রী ছিলেন মাদাম রোলা।
30. জিরন্ডিস্ট দল কী ?
উঃ ফ্রান্সের আইনসভার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হল জিরন্ডিস্ট দল।
31. ফ্রান্স 'ডামির' যুদ্ধে কোন্ দেশকে পরাজিত করে ?
উঃ ফ্রান্স 'ডামির' যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করে।
32. বাস্তিল কী?
উঃ বাস্তিল ছিল ফ্রান্সের স্বৈরশাসনের প্রতীক একটি দুর্গ। এখানে বিনা বিচারে মানুষকে বন্দি করে রাখা হত ।
33. বাস্তিল দুর্গের বিপর্যয়ের কালে দুর্গের গভর্নর কে ছিলেন?
উঃ বাস্তিল দুর্গের বিপর্যয়কালে দুর্গের গভর্নর ছিলেন দ্যলুনে।
34. ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
উঃ ফ্রান্সের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ জুলাই।
35. বর্তমানে কোন্ দিনটি ফ্রান্সের জাতীয় দিবসরূপে পালিত হয়?
উঃ বর্তমানে ১৪ জুলাই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস রূপে পালিত হয়।
36. জাতীয় সভার অধিবেশন চলাকালে কোন্ শ্রেণির প্রতিনিধিরা প্যাট্রিয়টিক পার্টি গঠন করে ?
উঃ জাতীয় সভার অধিবেশন চলাকালে তৃতীয় সম্প্রদায়ের পরিবর্তনকামী উদারনৈতিক সদস্যরা প্যাট্রিয়াটিক পার্টি গঠন করে।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1. ‘কেহিয়ার্স' কী?
উঃফরাসি রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়ে সকল শ্রেণির প্রজাদের কাছ থেকে জাতীয় সভা সম্পর্কে তাদের মতামত ও অভিযোগ জানাতে বলেন। জনগণের এই অভিযোগের তালিকাকে ‘কেহিয়ার্স' বলা হত।
2. ১৭৮৮ খ্রিস্টাব্দে প্যারিসের পার্লামেন্টের সঙ্গে ফরাসি রাজার দ্বন্দ্বের কারণ কী?
উঃ প্যারিসের পার্লামেন্টের কিছু সদস্য উচ্ছৃঙ্খল আচরণ করলে ক্ষুদ্ধ রাজা নিজের ভাই ডিউক অব অর্লিয়েন্স-সহ পার্লামেন্টের দুজন সদস্যকে নির্বাসিত করেন। এরপর রাজার বিরুদ্ধে পার্লামেন্ট কয়েকটি আইন পাস করলে রাজা সবকটি প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন। এর বিরুদ্ধে অভিজাতরা বিদ্রোহ শুরু করে।
3. বাস্তিল দুর্গ সম্পর্কে কী জান?
উঃ বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরশাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হত। প্যারিসের উত্তেজিত জনতা ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়।
4. বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী ?
উঃ বাস্তিল দুর্গের পতনের প্রধান গুরুত্ব ছিল— [1] এই দুর্গ থেকে নিরপরাধ বন্দিরা মুক্তি পায়। [2] রাজার স্বৈরশাসনের প্রতীক ধ্বংস হয়। [3] বাস্তিলের পতনের মাধ্যমে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়।
5. ‘প্যারি কমিউন' কাকে বলে ?
উঃ বাস্তিল দুর্গের পতনের (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি.) পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে পরিচিত।
6. পৌর বিপ্লব কী ?
উঃ বাস্তিল দুর্গের পতনের পর বুর্জোয়ারা প্যারিসের দখল নিয়ে প্যারি কমিউন গঠন করে এখানকার পৌরশাসন পরিচালনা করতে থাকে। ফলে নতুন ‘কমিউন' বা পৌরশাসন প্রতিষ্ঠিত হয়। এই ঘটনা ‘পৌর বিপ্লব' নামে পরিচিত।
7. ফরাসি বিপ্লবকে 'বুর্জোয়া বিপ্লব' বলা হত কেন ?
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিল তৃতীয় এস্টেট হত। বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা এবং বিপ্লবের পরে ফ্রান্সে তাদেরই আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় এই বিপ্লবকে 'বুর্জোয়া বিপ্লব' বলা
8. ১৭৮৯ খ্রিস্টাব্দে বিল অব রাইটস'-এর ধারাগুলি লেখো।
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের 'বিল অব রাইটস'-এর ধারাগুলি হল— [1] বাক্ স্বাধীনতা, [2] সংবাদপত্রের স্বাধীনতা, [3] ধর্মবিশ্বাসের স্বাধীনতা এবং [4] সম্পত্তির উত্তরাধিকার।
9. কীভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে ?
উঃ জাতীয় সভার বুর্জোয়া প্রতিনিধিদের চাপে ফরাসি রাজা তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নিলে প্যারিসের জনতা অত্যন্ত উল্লসিত হয়। এরপর ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই উত্তেজিত জনতা রক্ষীদের হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয় ।
10. জাতীয় সভায় বুর্জোয়া প্রতিনিধিদের প্রধান দাবি কী ছিল ?
উঃ জাতীয় সভায় বুর্জোয়া প্রতিনিধিদের প্রধান দাবি ছিল তিনটি সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং প্রতিটি সম্প্রদায়কে মাথাপিছু ভোটাধিকার প্রদান ।
11. 'রাজতন্ত্রের শবযাত্রা' বলতে কী বোঝানো হয় ?
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর একদল মহিলা খাদ্যের দাবিতে ভার্সাই নগরীতে উপস্থিত হয়ে রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করে। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার 'রাজতন্ত্রের শবযাত্রা' বলে অভিহিত করেছেন।
12. ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল?
উঃ ফরাসি বিপ্লবে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। তারা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়। পাওলি লিওন, ডি-আর্জন্ট, মাদাম রোনাল্ড প্রমুখ নারীদের নেতৃত্বে বিপ্লবকালীন বিভিন্ন দাঙ্গা- হাঙ্গামায় তারা নির্ভয়ে ঝাপিয়ে পড়ে।
13.ফরাসি বিপ্লবে গ্রামের মানুষ কীভাবে অংশগ্রহণ করে ?
উঃ বিপ্লবের আগের বছর ফ্রান্সের কৃষকরা শস্যহানির শিকার হলেও সামন্ততান্ত্রিক করের বোঝা থেকে তারা রেহাই পায়নি। কৃষকের সহজলভ্য খাদ্য রুটির দাম অত্যন্ত বেড়ে গেলে গ্রামে রুটির সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে গ্রামের মানুষ দলে দলে শহরে চলে আসে এবং বিপ্লবে অংশ নেয়।
14. 'ব্রান্সউইক ঘোষণা' কী ?
উঃ ১৭৯২ খ্রিস্টাব্দের আগস্টে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন যে, ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি 'ব্রান্সউইক ঘোষণা' নামে পরিচিত।
15. "পিলনিজের ঘোষণা' কী?
উঃ অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিখ উইলিয়াম ১৭৯১ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট পিলনিজ নামক স্থান থেকে যৌথভাবে এক ঘোষণাপত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানান। এটি ‘পিলনিৎজের ঘোষণা' নামে পরিচিত।
16. কারা ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায় ?
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে 'জাতীয় মহাসভা' বা 'ন্যাশনাল কনভেনশন' ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়।
17. মহাভয় কী?
উঃ বাস্তিল দুর্গের পতনের (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি.) পর ফ্রান্সের গ্রামাঞ্চলে বিপ্লবের ব্যাপক প্রসার ঘটে। এই সময় গ্রামাঞ্চলে গুজব রটে যায় যে, অভিজাতদের ভাড়াটে গুন্ডা ও সেনাবাহিনী গ্রামের কৃষকদের শায়েস্তা করতে এগিয়ে আসছে। এই গুজবের ফলে গ্রামাঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যা ‘মহাতঙ্ক' বা ‘মহাভয়' নামে পরিচিত।
18. জ্যাকোবিন কারা?
উঃ এই দলের কয়েকজন নেতার নাম লেখো।ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাসের শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত। জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবসপিয়ার, হিবার্ট, দাঁতো প্রমুখ।
19. ফরাসি জাতীয় সভায় (১৭৮৯ খ্রি.) কাদের, কতজন প্রতিনিধি ছিল?
উঃ ফরাসি জাতীয় সভায় মোট ১২১৪ জন নির্বাচিত প্রতিনিধি ছিল। এর মধ্যে যাজকদের ৩০৮ জন, অভিজাতদের ২৮৫ জন এবং তৃতীয় সম্প্রদায়ের ৬২১ জন প্রতিনিধি ছিল।
20. সংবিধান রচনার আগে ফরাসি সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো।
উঃ সংবিধান রচনার আগে ফরাসি সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে— [1] ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট এক ঘোষণার মাধ্যমে সংবিধান সভা ফ্রান্সে সামন্ততন্ত্র এবং এর যাবতীয় উপস্বত্ব বিলোপ করে। [2] ১৭৮১ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট 'ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্র' প্রকাশ করে মানুষের বিভিন্ন স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও দখলের অধিকার, আইনের চোখে সাম্য প্রভৃতি প্রদান করে।
21. 'ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র' রচনায় কীসের প্রভাব লক্ষ করা যায় ?
উঃ 'ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র' রচনায় ইংল্যান্ডের বিল অব রাইট্স' এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের প্রভাব লক্ষ করা যায়।
22. 'ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র'-তে কী বলা হয়েছে?
উঃ 'ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র'-তে বলা হয়- [1] স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। [2] আইনের চোখে সকল মানুষ সমান। [3] জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। [4] বাক্স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার।
23. ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের গুরুত্ব কী ?
উঃ ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের বিভিন্ন গুরুত্ব ছিল— [1] এই ঘোষণাপত্রে ফ্রান্সের পুরাতনতন্ত্র ধ্বংসের চেষ্টা করা হয়। [2] উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়।
24. ফরাসি সংবিধান সভার দুটি শাসনতান্ত্রিক সংস্কার উল্লেখ করো।
উঃ ফরাসি সংবিধান সভার উল্লেখযোগ্য শাসনতান্ত্রিক সংস্কার হল— [1] সংবিধান সভা সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে ‘সক্রিয়’ ও 'নিষ্ক্রিয়’—দুইভাগে বিভক্ত করে এবং [2] 'সক্রিয়' নাগরিকদের ভোটাধিকার প্রদান করে।
25. ফরাসি সংবিধান সভার একটি অর্থনৈতিক সংস্কার উল্লেখ করো।
উঃ ফরাসি সংবিধান সভার একটি অর্থনৈতিক সংস্কার হল, এই সভা গির্জার ভূসম্পত্তি বাতিল করে এবং তা আমানতের ভিত্তিতে ‘অ্যাসাইনেট' নামে কাগজের নোট চালু করে।
26. ফরাসি সংবিধান সভার একটি ধর্মীয় সংস্কার উল্লেখ করো।
উঃ ফরাসি সংবিধান সভার একটি ধর্মীয় সংস্কার হল—এই সভা ‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি’ বা ‘ধর্মযাজকদের সংবিধান' নামে এক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের আধিপত্য লুপ্ত করে এবং গির্জাকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করে।
27. সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
উঃ সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ হল— [1] সামন্ততন্ত্রের বিলোপ : সংবিধান সভা এক ঘোষণার দ্বারা— [i] সামন্ত প্রথা, [ii] ভূমিদাস প্রথা, [iii] বিভিন্ন সামন্ত কর, করভি বা বেগার খাটা, টাইদ বা ধর্মকর আদায়, [iv] সামন্তশ্রেণির বিশেষ অধিকার প্রভৃতি বাতিল করলে সামন্ততন্ত্রের বিলোপ ঘটে।
[2] ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা: সংবিধান সভা এই ঘোষণার দ্বারা ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় ও ভোগের অধিকার-সহ মানুষের মৌলিক অধিকারগুলি রক্ষার ব্যবস্থা করে।
No comments:
Post a Comment