চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর )
পার্ট -৩
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. 'হেটাইরিয়া ফিলিকে' কী?
উঃ 'হেটাইরিয়া ফিলিকে' বা স্বাধীনতার অনুরাগী ছিল ১৮১৪ খ্রিস্টাব্দে স্কুফাস নামক এক গ্রিক ব্যবসায়ী কর্তৃক প্রতিষ্ঠিত গ্রিসের একটি গুপ্ত সমিতি, যাদের উদ্দেশ্য ছিল গ্রিসের স্বাধীনতা অর্জন এবং প্রাচীন বাইজানটাইন সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা ।
2. লুই সুখ কে ছিলেন?
উঃ লুই কসুথ ছিলেন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ।
3. কোন্ গির্জাকে কেন্দ্র করে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল ?
উঃ তুরস্কের অন্তর্গত জিশুখ্রিস্টের জন্মস্থান জেরুজালেমের গ্রোটোর গির্জাকে কেন্দ্র করে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল।
4. কোন্ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ?
উঃ রাজবংশের অধীনে বেলজিয়ামকে স্যাক্সকোবার্গ নেদারল্যান্ডের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
5. স্পেনবাসী ১৮৬৮ খ্রিস্টাব্দে কাকে স্পেনের রাজপদ গ্রহণের আবেদন জানায় ?
উঃ স্পেনবাসী ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রাশিয়ার হোহেনজোলার্ন বংশীয় প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজপদ গ্রহণের আবেদন জানায় ।
6. 'বলকান অঞ্চলের অন্য নাম কী ?
উঃ ‘বলকান’ অঞ্চলের অন্য নাম পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য ।
7. বলকান অঞ্চলে বসবাসকারী কয়েকটি জাতির নাম লেখো।
উঃ বলকান অঞ্চলে বসবাসকারী কয়েকটি জাতির নাম গ্রিক, সার্ব, বালগেরীয়, রোমেনীয়, আলবেনীয়, মিশরীয় প্রভৃতি ।
৪. 'জার' কাকে বলা হত ? ।
উঃ রাশিয়ার সম্রাটকে 'জার' (Czar) বলা হত।
9. কোন্ রুশ জার প্রথম 'উয়জল নীতি' গ্রহণ করেন ?
উঃ জার পিটার দ্য গ্রেট প্রথম 'উয়জল নীতি' গ্রহণ করেন।
10. কে, কবে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন ?
উঃ স্কুফাস নামে এক গ্রিক ব্যবসায়ী ১৮১৪ খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন।
11. হেটাইরিয়া ফিলিকে-এর উদ্যোগে সংঘটিত দুটি বিদ্রোহের উল্লেখ
করো।
উঃ হেটাইরিয়া ফিলিকে-এর উদ্যোগে সংঘটিত দুটি বিদ্রোহ হল তুরস্কের বিরুদ্ধে মলডেভিয়ার বিদ্রোহ (১৮২১ খ্রি.) ও মোরিয়া প্রদেশের বিদ্রোহ (১৮২১ খ্রি.)।
12. কবে, কাদের মধ্যে অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৮২৯ খ্রিস্টাব্দে রাশিয়া ও তুরস্কের মধ্যে অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়।
13. কৰে, কোন্ সন্ধির দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে ?
উঃ ১৮২৯ খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপলের সন্ধির দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে।
14. কৰে, কোন্ চুক্তিতে তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয় ?
উঃ ১৮৩২ খ্রিস্টাব্দে লন্ডন চুক্তির দ্বারা তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয়।
15. কবে, কাদের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় ?
উঃ ১৮৩৪-৫৬ খ্রিস্টাব্দে তুরস্ক, ইংল্যান্ড, ফ্রান্স ও পিডমন্ট জোট বনাম রাশিয়ার মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়।
16. কোন্ সন্ধির দ্বারা ক্রিমিয়া যুদ্ধের অবসান হয় ?
উঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে ৩০ শে মার্চ স্বাক্ষরিত প্যারিসের সন্ধি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় ।
17. কবে, কাদের মধ্যে সানস্টেফানোর সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে রাশিয়া ও তুরস্কের মধ্যে সানস্টেফানোর সন্ধি স্বাক্ষরিত হয়।
18. কোন দুটি স্থান নিয়ে স্বাধীন রোমেনিয়া রাজ্যের প্রতিষ্ঠা হয়?
উঃ তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া নিয়ে স্বাধীন রোমেনিয়া রাজ্যের প্রতিষ্ঠা হয়।
19. 'ইউরোপের রুগ্ন মানুষ' কোন্ দেশকে বলা হত ?
উঃ তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ' বলা হত।
20. 'উন্নজল নীতি' কী ?
উঃ বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের উদ্দেশ্যে রাশিয়া বরফমুক্ত কৃষ্ণসাগর, দার্দানালিস প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছানোর উদ্যোগ নেয়। রাশিয়ার এই পরিকল্পনা 'উয়জল নীতি' বা 'বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি' নামে পরিচিত।
21. সর্বস্লাভ আন্দোলন কবে হয় ?
উঃ সর্বস্লাভ আন্দোলন হয় উনিশ শতকের মধ্যভাগ থেকে।
22. গুপ্ত সমিতি 'হেটাইরিয়া ফিলিকে'-এর অর্থ কী ?
উঃ গুপ্ত সমিতি 'হেটাইরিয়া ফিলিকে'-এর অর্থ হল 'বান্ধব সভা'।
23. হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতিটি কোথায় গড়ে ওঠে?
উঃ হেটাইরিয়া ফিলিকে গুপ্ত সমিতিটি গ্রিসের ওডেসা বন্দরে গড়ে ওঠে।
24. দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল?
উঃ দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল ১৯১৩ খ্রিস্টাব্দে।
25. আধুনিক রাশিয়ার জনক কে ছিলেন?
উঃ আধুনিক রাশিয়ার জনক ছিলেন জার পিটার দ্য গ্রেট বা মহান পিটার।
26. রাশিয়ায় কে, কবে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন ?
উঃ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন।
27. কারা রাশিয়ার সামন্তপ্রভু ও মুক্ত ভূমিদাসদের জমির বণ্টন ও ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করে দিত?
উঃ ল্যান্ড ম্যাজিস্ট্রেট নামে সরকারি কর্মচারীরা রাশিয়ার সামন্তপ্রভু ও মুক্ত ভূমিদাসদের জমির বণ্টন ও ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করে দিত।
28. রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
উঃ রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা।
29. প্রিটোরিয়ান গার্ড কী? (R Hon for Gidel )
উঃ প্রিটোরিয়ান গার্ড ছিল রাশিয়ায় জারের আমলের পুলিশবাহিনী।
30. জেমস্টোভো কী ?
উঃ রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার জেলা পরিষদগুলি জেমস্টোভো নামে পরিচিত ছিল।
31. 'কুলাক' কথা অর্থ কী ?
উঃ 'কুলাক' কথার অর্থ হল 'মুষ্টি’।
32. মির কী?
উঃ রাশিয়ার গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নাম মির।
33. রাশিয়া মুক্ত ভূমিদাসদের হাতে ১৮৬৯ খ্রিস্টাব্দে কত বছরের কিস্তিতে জমি তুলে দিয়েছিল?
উঃ রাশিয়া মুক্ত ভূমিদাসদের হাতে ৪৯ বছরের কিস্তিতে জমি তুলে দিয়েছিল।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1. বলকান/পূর্বাঞ্চল/নিকট প্রাচ্য সমস্যা কী?
উঃ পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে বলকান অঞ্চল অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অষ্টাদশ শতকে তুর্কি সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে গেলে বলকান অঞ্চলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। এই অবস্থায় বিভিন্ন বহিরাগত শক্তি বলকান অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় এগিয়ে এলে এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয় যা বলকান/পূর্বাঞ্চল/নিকট প্রাচ্য সমস্যা নামে পরিচিত।
2. অষ্টাদশ শতকে তুরস্ক কেন দুর্বল হয়ে পড়ে ?
উঃ অষ্টাদশ শতকে তুরস্কের দুর্বল হওয়ার প্রধান কারণগুলি ছিল— [1] তুরস্ক যুগোপযোগী সংস্কার প্রবর্তন করতে ব্যর্থ হয়। [2] তুরস্ক মধ্যযুগীয় মোল্লাতন্ত্রের রীতিনীতিতে আঁকড়ে ছিল। [3] তুর্কি শাসকরা ছিলেন দুর্বল, অদক্ষ ও অকর্মণ্য।[4] তুর্কি শাসকগণ সামরিক বাহিনীতে আধুনিক সংস্কার না করায় বাহিনী দুর্বল হয়ে পড়ে ৷
3. তুর্কি শাসক ও বলকান প্রজাদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী ছিল ?
উঃ তুর্কি শাসক এবং বলকান প্রজাদের মধ্যে প্রধান পার্থক্যগুলি ছিল শাসক তুর্কিরা ছিল এশিয়াবাসী, কৃয়াঙ্গ এবং ইসলাম ধর্মাবলম্বী। অন্যদিকে, শাসিত বলকান প্রজারা ছিল ইউরোপবাসী, শ্বেতাঙ্গ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী।
4. বলকান অঞ্চলে রাশিয়ার সম্প্রসারণে ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গি কী ছিল?
উঃ বলকান অঞ্চলে রুশ সম্প্রসারণে ইংল্যান্ড আশঙ্কিত হয়ে ওঠে। কারণ ইংল্যান্ড মনে করত যে—[1] এতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্রিটিশ নৌশক্তির আধিপত্য নষ্ট হবে। [2] ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে ।
5. বলকান অঞ্চলে রাশিয়ার সম্প্রসারণে অস্ট্রিয়ার দৃষ্টিভঙ্গি কী ছিল ?
বলকান অঞ্চলে রাশিয়ার সম্প্রসারণে অস্ট্রিয়া আশঙ্কিত হয়ে ওঠে। কারণ অস্ট্রিয়া মনে করত যে—[1] অ্যাড্রিয়াটিক সাগর ও দানিয়ুব উপত্যকা অঞ্চলে অস্ট্রিয়ার অর্থনৈতিক স্বার্থ বিনষ্ট হবে। [2] স্লাভ জাতিগোষ্ঠীর নেতা রাশিয়া, অস্ট্রিয়ায় বসবাসকারী স্লাভদের উস্কানি দিলে অস্ট্রিয়ার নিরাপত্তা বিঘ্নিত হবে।
6. বলকান অঞ্চলে রাশিয়ার সম্প্রসারণে ফ্রান্সের দৃষ্টিভঙ্গি কী ছিল ?
উঃ বলকান অঞ্চলে রাশিয়ার সম্প্রসারণে ফ্রান্স আশঙ্কিত হয়ে ওঠে। কারণ ফ্রান্স মনে করত যে, এর ফলে — [1] মিশর ও সিরিয়ায় ফ্রান্সের বাণিজ্যিক সুবিধা নষ্ট হবে। [2] বলকান অঞ্চলের রোমান ক্যাথোলিক খ্রিস্টানদের ওপর ফ্রান্স তার কর্তৃত্ব হারাবে।
7. গ্রিক জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?
উঃ তুরস্ক সাম্রাজ্যের মধ্যে অবস্থিত গ্রিস-কে বলা হত ইউরোপীয় সভ্যতার জননী'। কিন্তু অটোমান সাম্রাজ্যের অধীনে গ্রিস ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। সেই সঙ্গে তীব্র অর্থনৈতিক সংকট গ্রিসবাসীদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। উনিশ শতক থেকে তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারিত হতে থাকে, যা ইতিহাসে 'গ্রিক জাতীয়তাবাদ' নামে পরিচিত।
৪. অ্যাড্রিয়ানোপলের সন্ধির (১৮২৯ খ্রি.) প্রধান শর্তগুলি কী ছিল ?
উঃ অ্যাড্রিয়ানোপলের সন্ধির প্রধান শর্তগুলি ছিল—[1] গ্রিস রাশিয়ার অধীনে স্বায়ত্তশাসন লাভ করবে। [2] তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া প্রদেশে রুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। [3] বসফোরাস ও দার্পনেস প্রণালীতে রুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। [4] তুরস্ক রাশিয়াকে বেশ কিছু বাণিজ্যিক সুবিধা দেবে।
9. ‘ভিয়েনা নোট' কী? এই নোটে কী দাবি করা হয় ?
উঃ তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া প্রদেশ রাশিয়া দখল করে নিলে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ও প্রাশিয়া ভিয়েনা শহরে মিলিত হয়ে তুরস্ক ও রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠায়। এটি ‘ভিয়েনা নোট' নামে পরিচিত।
এই নোটে মলডেভিয়া ও ওয়ালাকিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করলে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের পক্ষে যুদ্ধে যোগ দেয় ।
10. 'উন্নজল নীতি' কী ?
উঃ বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের উদ্দেশ্যে রাশিয়া বরফমুক্ত কৃষ্ণসাগর, দার্দানালিস প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছানোর উদ্যোগ নেয়। রাশিয়ার এই পরিকল্পনা 'উয়জল নীতি' বা 'বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি' নামে পরিচিত।
11. 'হেটাইরিয়া ফিলিকে' কী?
উঃ 'হেটাইরিয়া ফিলিকে' বা স্বাধীনতার অনুরাগী ছিল ১৮১৪ খ্রিস্টাব্দে স্কুফাস নামক এক গ্রিক ব্যবসায়ী কর্তৃক প্রতিষ্ঠিত গ্রিসের একটি গুপ্ত সমিতি, যাদের উদ্দেশ্য ছিল গ্রিসের স্বাধীনতা অর্জন এবং প্রাচীন বাইজানটাইন সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা ।
12. প্যারিসের সন্ধির (১৮৫৬ খ্রি.) প্রধান শর্তগুলি কী ছিল ?
উঃ প্যারিসের সন্ধির প্রধান শর্তগুলি ছিল — [1] রাশিয়া মলডেভিয়া, ওয়ালাকিয়া ও বেসারেবিয়া তুরস্ককে ফিরিয়ে দেবে। [2] তুরস্ককে আন্তর্জাতিক আইনের অধীনে আনা হবে। [3] মলডেভিয়া ও - ওয়ালাকিয়া স্বায়ত্তশাসন লাভ করবে। [4] সার্বিয়া স্বাধীনতা লাভ করবে। [5] কৃষ্ণসাগর নিরপেক্ষ অঞ্চল বলে ঘোষিত হবে। [6] শান্তির সময় দার্দানেস প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল নিষিদ্ধ হবে।
13 "ক্রিমিয়ার যুদ্ধের দুটি প্রধান তাৎপর্য উল্লেখ করো।
উঃ ক্রিমিয়ার যুদ্ধের দুটি প্রধান তাৎপর্য ছিল— [1] এই যুদ্ধের দ্বারা বলকান অঞ্চল তথা তুরস্কে রুশ অগ্রগতি ব্যাহত হয়। [2] ক্রিমিয়ার যুদ্ধে জয়লাভের ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়।
14. ক্রিমিয়ার যুদ্ধে ক্যাভুরের যুক্ত হওয়ার কারণ কী ছিল ?
উঃ ক্রিমিয়ার যুদ্ধে ক্যাভুরের যুক্ত হওয়ার কারণ ছিল—তিনি আশা করেছিলেন যে, এই যুদ্ধে যুক্ত হলে ইটালির ঐক্য আন্দোলনে ফ্রান্স ও ইংল্যান্ড সাহায্য করবে। কিন্তু বাস্তবে এমনটি হয়নি।
15. কাকে The Lady with the Lamp' বলা হয় ?
উঃ ক্রিমিয়ার যুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিংগেল নামে এক ইংরেজ মহিলা যুদ্ধে আহত সৈনিকদের দুই বছর ধরে সেবা করেন। তাই তাকে ‘প্রদীপবাহী মহিলা’ বা 'Lady with the Lamp' বলা হয়।
16. অটোমান সাম্রাজ্য কে, কবে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ প্রথম উসমান ১২৯৯ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
17. ইউরোপের রুগ্ন মানুষ' কোন্ দেশকে বলা হত এবং কেন ?
উঃ ইউরোপের রুগ্ন মানুষ বলা হত তুরস্ককে। অষ্টাদশ শতক থেকে তুর্কি সাম্রাজ্য ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। সুলতানগণ রাষ্ট্রে যুগোপযোগী আধুনিক সংস্কার প্রবর্তনে ব্যর্থ হন। অযোগ্য ও স্বৈরাচারী তুর্কি সুলতানগণ গণতন্ত্র ও প্রজাকল্যাণের আদর্শ প্রতিষ্ঠায় আগ্রহী ছিল না। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল তুরস্ক অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং বিদেশি আক্রমণ প্রতিরোধ করতেও ব্যর্থ ছিল। এজন্য তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ' বলা হয়।
18. বলকান অঞ্চল বলতে কোন্ অঞ্চলকে বোঝানো হয় ?
উঃ বলকান অঞ্চল বলতে ইউরোপের পূর্বদিকে অবস্থিত ঈজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে অবস্থিত গ্রিস, বালগেরিয়া, রোমেনিয়া, আলবেনিয়া, সার্বিয়া, মলডেভিয়া প্রভৃতি স্থানকে বোঝায় ।
19. প্রথম বলকান যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল ? কোন্ সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ?
উঃ ১৯১২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বলকান লিগের সদস্য (গ্রিস, বুলগেরিয়া, মন্টেনিগ্রো ও সার্বিয়া) ও তুরস্কের মধ্যে প্রথম বলকান যুদ্ধ হয়েছিল।
প্রথম বলকান যুদ্ধে তুরস্ক পরাজিত হলে লণ্ডনের চুক্তি'র (১৯১৩ খ্রি.) দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে।
20. বলকান জাতীয়তাবাদ উন্মেষের কারণ কী ?
উঃ জাতীয়তাবাদ উন্মেষের প্রধান কারণগুলি হল— [1] বলকান অঞ্চলের একদা শক্তিশালী রাষ্ট্র তুরস্কের ক্রমিক দুর্বলতা, বলকান [2] তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে রাশিয়ার দ্রুত আগ্রাসন, [3]রুশ আগ্রাসন রুখতে ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার চেষ্টা, [4]বলকান অঞ্চলে বসবাসকারী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ বিভিন্ন জাতির স্বাধীনতা লাভের আকাঙ্খা প্রভৃতি।
21. কোন্ কোন্ রাষ্ট্র একজোট হয়ে 'বলকান লিগ' গঠন করে ?
উঃ গ্রিস, বুলগেরিয়া, মন্টেনিগ্রো ও সার্বিয়া একজোট হয়ে ১৯১২ খ্রিস্টাব্দে গ্রিসের মন্ত্রী ভেনিজোলাসেরর নেতৃত্বে বলকান লিগ গঠন করে।
22. কোন্ পরিকল্পনা বা নীতি 'উয়জল নীতি' নামে পরিচিত ?
উঃ রাশিয়া একদা বাল্টিক সাগরের পথ ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। কিন্তু সমস্যা ছিল যে, বাল্টিক সাগর সারা বছর বরফমুক্ত ছিল না। তাই রাশিয়া বরফমুক্ত কৃষ্ণসাগর, দার্পনেস প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছানোর উদ্যোগ নেয়। রাশিয়ার এই পরিকল্পনা ‘উয়জল নীতি' বা 'বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি' নামে পরিচিত।
23. ‘প্যানস্লাভ আন্দোলন' কী ?
উঃ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা স্লাভ জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করে একটি স্লাভ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে উনিশ শতকের মধ্যভাগে স্লাভ জাতির মধ্যে এক আদর্শগত আন্দোলন শুরু হয়। এটি | [ 'প্যানস্লাভ আন্দোলন' নামে পরিচিত।
24. কে ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য একটি কমিশন গঠন করেন? কার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়?
উঃ রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য ১৮৫৭ খ্রিস্টাব্দে একটি কমিশন গঠন করেন।
25. রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয় ?
উঃ রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে বলা হয় যে— [1] রাশিয়ার সকল ভূমিদাস মুক্ত হয়ে স্বাধীন নাগরিকের মর্যাদা পাবে । [2] মুক্ত ভূমিদাসরা তাদের আগেকার প্রভুর জমির অর্ধাংশ লাভ করবে। [3] জমিদারের এই অর্ধাংশ জমির ক্ষতিপূরণ আপাতত সরকার মিটিয়ে দেবে।[4] মুক্ত ভূমিদাসরা এই ক্ষতিপূরণের অর্থ সরকারকে ৪৯ বছরের কিস্তিতে মিটিয়ে দেবে।
26. মুক্তির ঘোষণাপত্র কী ?
উঃ রাশিয়ায় ভূমিদাসদের মুক্তিদানের উদ্দেশ্যে জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি একটি ঘোষণাপত্র জারি করেন। এটি মুক্তির ঘোষণাপত্র' নামে পরিচিত।
27. রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির দুটি সুফল উল্লেখ করো ।
উঃ রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির দুটি উল্লেখযোগ্য সুফল ছিল—
[1] ভূমিদাসদের মুক্তির ফলে রাশিয়ার একটি মধ্যযুগীয় কুপ্রথার অবসান ঘটে। [2] ভূমিদাসদের মুক্তির পর স্বাধীন কৃষক ও শ্রমিকের উত্থানের ফলে রাশিয়ার কৃষি, শিল্প ও বাণিজ্যের অগ্রগতি ঘটে।
28. রাশিয়ার ভূমিদাসদের মুক্তির দুটি কুফল উল্লেখ করো ।
উঃ রাশিয়ার ভূমিদাসদের মুক্তির দুটি উল্লেখযোগ্য কুফল ছিল— [1] মুক্ত ভূমিদাসদের যে পরিমাণ জমি দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ ক্ষতিপূরণের অর্থ আদায় করা হয়। [2] মুক্ত কৃষক ও জমিদারদের মধ্যে জমি বণ্টনের সময় ভালো ও উর্বর জমিগুলি জমিদারদের ভাগে পড়লে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়।
29. কাকে, কেন ‘মুক্তিদাতা জার' বলা হয় ?
উঃ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার' বলা হয় ।
রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দে ‘মুক্তির ঘোষণাপত্র' নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন। এজন্য তাঁকে ‘মুক্তিদাতা জার' বলা হয় ৷
30. “জার দ্বিতীয় আলেকজান্ডার জনতাকে সন্তুষ্ট করতে পারেনিই”–এর একটি প্রমাণ দাও।
উঃ “জার দ্বিতীয় আলেকজান্ডার জনতাকে সন্তুষ্ট করতে পারেনিই”— এর একটি প্রমাণ হল ভূমিদাসদের মুক্তির ঘোষণার পরও তিনি কয়েকবার আততায়ী আক্রমণের শিকার হয়েছিলেন।
No comments:
Post a Comment