তৃতীয় অধ্যায় পার্ট -২ প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉( তৃতীয় অধ্যায় পার্ট -২ প্রশ্ন উত্তর )
পার্ট -১
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. কোন্ কোন্ দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ে?
উঃ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, নেদারল্যান্ড্স প্রভৃতি দেশে।
2. লুই ফিলিপ কে?
উঃ লুই ফিলিপ ছিলেন ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসক ।
3. কবে, কোথায় জাতীয় কর্মশালা' প্রতিষ্ঠিত হয় ?
উঃ ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৪৮ খ্রি.) পর ফ্রান্সে ‘জাতীয় কর্মশালা' প্রতিষ্ঠিত হয়।
4. কোন্ বিপ্লবের প্রভাবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উঃ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ফ্রান্সে ১৮৪৮ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ।
5. কবে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ?
উঃ ফরাসি সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন ১৮৫২ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন।
6. লুই সুথ কে ছিলেন ?
উঃ লুই কসুথ ছিলেন ফ্রেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরির জাতীয়বাদী নেতা।
7. কোন্ সালকে 'বিপ্লবের বছর' বলা হয়?
উঃ উচ্চ বিদ্যালয় (এইচইটি এইচ বিপ্লবের ব্যাপকতার জন্য ঐতিহাসিকরা ১৮৪৮ খ্রিস্টাব্দকে ‘বিপ্লবের বছর' বলে অভিহিত করেন।
8. কে, কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন ?
উঃ ফরাসি সম্রাট দশম চার্লস ১৮৩০ খ্রিস্টাব্দের ২৫ জুলাই ‘জুলাই অর্ডিন্যান্স' জারি করেন।
9. নেপোলিয়নের মৃত্যুর পর কে ফরাসি সিংহাসনে বসেন ?
উঃ নেপোলিয়নের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন বুরবোঁ বংশীয় শাসক তথা ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই।
10. কে, কী উদ্দেশ্যে 'অ্যাক্ট অব জাস্টিস' আইন পাস করেন ?
উঃ ফরাসি সম্রাট দশম চার্লস, দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য 'অ্যাক্ট অব জাস্টিস’আইন পাস করেন।
11. কে, কী উদ্দেশ্যে 'ধর্মবিরোধী আইন' (১৮২৭ খ্রি.) পাস করেন ?
উঃ ফরাসি সম্রাট দশম চার্লস, ফরাসি গির্জার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যে ‘ধর্মবিরোধী আইন' (১৮২৭ খ্রি.) পাস করেন।
12. দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম লেখো।
উঃ দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইন হল— [1] অ্যাক্ট অব জাস্টিস, [2] ধর্মবিরোধী আইন।
13. কে, কার প্ররোচনায় জুলাই অর্ডিন্যান্স জারি করেন ?
উঃ ফরাসি সম্রাট দশম চার্লস, প্রধানমন্ত্রী পলিগন্যাকের প্ররোচনায় জুলাই অর্ডিন্যান্স জারি করেন।
14. জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উঃ জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস।
15. ফ্রান্সে দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ ফ্রান্সের সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগন্যাক।
16. ফ্রান্সে জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে (২৮-২৯শে জুলাই) ফ্রান্সে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়।
17. ডিলিল কে ছিলেন ?
উঃ ফরাসি সম্রাট অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী ছিলেন ভিলিল।
18. দশম চার্লসের আমলের কয়েকজন উল্লেখযোগ্য মন্ত্রীর নাম লেখো।
উঃ দশম চার্লসের আমলের কয়েকজন প্রধানমন্ত্রী ছিলেন— ভিলিল, মাটিগন্যাক, পলিগন্যাক।
19. কোন ঘটনায় দশম চার্লস পদত্যাগ করেন ?
উঃ জুলাই বিপ্লবের (১৮৩০ খ্রি.) ঘটনায় দশম চার্লস পদত্যাগ করেন।
20. জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ জুলাই বিপ্লবের কয়েকজন নেতা ছিলেন থিয়ার্স, লাঞ্চিত, লাফায়েৎ, তালির প্রমুখ।
21. অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন?
উঃ অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের সম্রাট হন দশম চার্লস।
22. জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন?
উঃ জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেন অলিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ।
23. কোন্ বিপ্লব ফ্রান্সে বুরবো রাজতন্ত্রের পতন ঘটায় ? অথবা, কোন্ বিপ্লবের ফলে ফ্রান্সে বুরবো রাজবংশের চিরতরে পতন ঘটে?
উঃ জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে বুরবো রাজবংশের পতন ঘটে।
24. ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন্ রাজবংশের পতন ঘটে।
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে বুরবো রাজবংশের পতন ঘটে।
25. ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন্ রাজবংশের শাসক সিংহাসনে বসেন?
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ সিংহাসনে বসেন।
26. ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে আসীন সম্রাট লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন ?
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে আসীন সম্রাট লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন।
27. দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য'-এর সময়কাল উল্লেখ করো।
উঃ ‘দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য'-এর সময়কাল হল ১৮৫২ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
28. কত খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮৫২ খ্রিস্টাব্দে ফ্রান্সে ‘দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য' প্রতিষ্ঠিত হয়েছিল।
29. মধ্যযুগীয় শাসনব্যবস্থার মুখ্য ভাবধারাগুলি কী ছিল ?
উঃ মধ্যযুগীয় শাসনব্যবস্থার মুখ্য ভাবধারাগুলি ছিল স্বৈরাচারী নিরঙ্কুশ রাজতন্ত্র, রাজার দৈব অধিকার, অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, ক্যাথোলিক গির্জার প্রাধান্য প্রভৃতি।
30. 'জাতি-রাষ্ট্র' বলতে কী বোঝায় ?
উঃ যখন কোনো নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনগোষ্ঠীর জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং সেই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে তাকে জাতি-রাষ্ট্র বলে ।
31. উনিশ শতকে ফ্রান্সের বাইরে কোন্ কোন্ দেশে জাতীয়তাবাদী মুক্তিসংগ্রাম শুরু হয় ?
উঃ উনিশ শতকে ফ্রান্সের বাইরে ইটালি, জার্মানি, পোল্যান্ড, পোর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, বেলজিয়াম প্রভৃতি দেশে জাতীয়তাবাদী মুক্তিসংগ্রাম শুরু হয়।
32. ফরাসি বিপ্লব-প্রসূত আধুনিক ভাবধারাগুলি কী ?
উঃ ফরাসি বিপ্লব-প্রসূত আধুনিক ভাবধারাগুলি হল জাতীয়তাবাদ, উদারতন্ত্র, গণতন্ত্র, গণ-সার্বভৌমত্ব প্রভৃতি।
33. কোথায় ভিয়েনা সম্মেলন হয় ?
উঃ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ।
34. ন্যায্য অধিকার নীতির তীব্র সমর্থক কারা ছিলেন ?
উঃ ন্যায্য অধিকার নীতির তীব্র সমর্থক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ এবং ফরাসি প্রতিনিধি তালির ।
35. ট্রপোর বৈঠকে কী ঘোষণা করা হয় ?
উঃ ট্রপোর বৈঠকে (১৯২০ খ্রি.) ঘোষণা করা হয়—জনগণের সরকার পরিবর্তনের কোনো অধিকার নেই এবং তারা কোনো দেশে আন্দোলন করলে শক্তি সমবায় সেখানে বলপ্রয়োগের দ্বারা আন্দোলন দমন করবে।
36. ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি প্রযোজ্য না হওয়ার একটি উদাহরণ দাও ।
উঃ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি প্রযোজ্য না হওয়ার একটি উদাহরণ হল – ফরাসি বিপ্লবের আগে ভেনিস ও জেনোয়ায় প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত থাকলেও ন্যায্য অধিকার নীতির দ্বারা সেখানে প্রজাতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি।
37. ন্যায্য অধিকার নীতির দ্বারা ইংল্যান্ড কোন্ কোন্ স্থান লাভ করে ?
উঃ ন্যায্য অধিকার নীতির দ্বারা ইংল্যান্ড মাল্টা, আয়নীয় দ্বীপপুঞ্জ, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, ত্রিনিদাদ, মরিশাস ও সিংহল লাভ করে ।
38. শক্তি সমবায়ের প্রথম ও শেষ, বৈঠক কোথায় বসেছিল?
উঃ শক্তি সমবায়ের প্রথম বৈঠক আই-লা-সাপেল নগরীতে (১৮১৮ খ্রি.) এবং শেষ বৈঠক সেন্ট পিটার্সবার্গ-এ (১৮২৫ খ্রি.) বসেছিল।
39. কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে 'কার্লসবাড ডিক্রি জারি হয় ?
উঃ জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কার্ল স্যান্ড কর্তৃক সাংবাদিক অগাস্ট ভন কটজেভু হত্যার পরিপ্রেক্ষিতে কার্লসবাড ডিক্রি’ জারি হয়।
40. কবে মেটারনিখতন্ত্রের পতন ঘটে ?
উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিখতন্ত্রের পতন ঘটে।
41. মেটারনিখ কে ছিলেন ?
উঃ মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (১৮০১-৪৮ খ্রি.) এবং ভিয়েনা সম্মেলনের (১৮১৫ খ্রি.) সভাপতি।
42. ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় কাকে?
উঃ ইউরোপীয় রক্ষণশীলতার জনক হলেন মেটারনিখ।
43. ক্যাসলরি কে ছিলেন?
উঃ ক্যাসলরি ছিলেন জনৈক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন।
44. কোন্ কোন্ দেশের রাজারা ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন ?
উঃ ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিখ উইলিয়াম এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
45. ন্যায্য অধিকার নীতির দ্বারা স্যাভয় বংশের কর্তৃত্ব কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উঃ ন্যায্য অধিকার নীতির দ্বারা স্যাভয় বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় স্যাভয়, জেনোয়া, পিডমন্ট ও সার্ডিনিয়ায়।
46. কোন্ দেশগুলি ক্ষতিপূরণ নীতির দ্বারা বেশি লাভবান হয়?
উঃ অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড ক্ষতিপূরণ নীতির দ্বারা বেশি লাভবান হয়।
47. অস্ট্রিয়ার রাজধানী কোথায় ছিল?
উঃ অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা।
48. ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
49. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ভিয়েনা সম্মেলন ১৮১৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল।
50. ভিয়েনা সম্মেলনে কোন্ চারটি দেশ প্রধান ভূমিকা গ্রহণ করেছিল?
উঃ ভিয়েনা সম্মেলনে চারটি প্রধান দেশ হল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড।
51. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
উঃ ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ।
52. ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন ?
উঃ ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ।
53. মেটারনিখ কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন ?
উঃ মেটারনিখ ১৮০৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন।
54. ১৮১৫ সময়কালে 'বিগ-ফোর' বলতে কাদের বোঝানো হয়েছে?
উঃ ১৮১৫ সময়কালে 'বিগ-ফোর' বলতে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে বোঝানো হয়েছে।
55. ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন ?
উঃ ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালির।
56. ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের কোন বিদেশমন্ত্রী যোগ দিয়েছিলেন ?
উঃ ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের বিদেশমন্ত্রী ক্যাসলরি যোগ দিয়েছিলেন।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1. রাষ্ট্র বলতে কী বোঝ ?
উঃ রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সার্বভৌম ক্ষমতাসম্পন্ন জনসমষ্টি যারা সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিচালিত হয়।
2. জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো ।
উঃ জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য হল—[1] জাতি হল একটি ঐক্যবদ্ধ সমাজ যারা একটি রাষ্ট্র গঠন করে, অপরদিকে রাষ্ট্র হল একটি ভূখণ্ডে বসবাসকারী সার্বভৌম ক্ষমতাসম্পন্ন জনসমষ্টি। [2] জাতি গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হল আইনের নির্দেশনামা । গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হল ঐক্য ও মানসিক অনুভূতি আর রাষ্ট্র
3. জাতীয়তাবাদ বলতে কী বোঝ? কোন্ সময়কালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ যে আদর্শের দ্বারা কোনো দেশের মানুষ বা জাতি স্বদেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে, স্বদেশের গৌরব বা অগৌরবকে কেন্দ্র করে তাদের মন আবেগে আপ্লুত হয়, এমনকি তারা স্বদেশের মঙ্গলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত থাকে তাকে জাতীয়তাবাদ বলে। O ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৮১৫ খ্রিস্টাব্দে।
4. ‘জাতি-রাষ্ট্র’ বলতে কী বোঝ ?
উঃ যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ভাষা, ধর্ম ও অন্যান্য সাধারণ কিছু ঐক্যের বিষয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে তখন তাকে জাতি-রাষ্ট্র বলে।
5. মেটারনিখ কে ছিলেন?
উঃ মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (১৮০৯-১৮৪৮ খ্রি.) এবং ভিয়েনা সম্মেলনের (১৮২৫ খ্রি.) সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোঁড়া সমর্থক। ১৮১৫ থেকে ১৮৪৮ - খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তাঁরই নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
6. ভিয়েনা সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ মেটারনিখের সভাপতিত্বে ভিয়েনা সম্মেলন ১৮১৫ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয়।
7. ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন?
উঃ ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন — [1] অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, [2] রুশ জার প্রথম আলেকজান্ডার, [3] ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি এবং [4] ফ্রান্সের প্রতিনিধি তালির। মেটারনিথ ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি।
8. চার প্রধান বলতে কী বোঝো? অথবা, ভিয়েনা সম্মেলনের Big Four বা চার প্রধান কারা ছিলেন?
উঃ ভিয়েনা সম্মেলনে (১৮১৫ খ্রি.) উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই চারটি দেশকে 'বিগ ফোর' বা চার প্রধান বলা হয় ।
9. ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কী ছিল ?
উঃ ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল— [1] ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন, [2] নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা, [3] ফ্রান্সের ভবিষ্যৎ শক্তিবৃদ্ধির সম্ভাবনা দূর করা, [4] নেপোলিয়নের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা, [5] ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি।
10 . ভিয়েনা সম্মেলনে কয়টি নীতি গৃহীত হয় ও কী কী?
উঃ ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল তিনটি। যথা—[1] ন্যায্য অধিকার নীতি, [2] ক্ষতিপূরণ নীতি এবং [3] শক্তিসাম্য নীতি।
11. ভিয়েনা সম্মেলনের শক্তিসাম্য নীতির দ্বারা ফ্রান্সের চতুর্দিকে কোন্ কোন্ রাষ্ট্রের দ্বারা ঘিরে ফেলা হয় ?
উঃ ভিয়েনা সম্মেলনের শক্তিসাম্য নীতির দ্বারা ফ্রান্সের —[1] উত্তর-পূর্ব সীমান্তে লাক্সেমবার্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে, [2] পূর্ব সীমান্তে রাইন জেলাগুলিকে প্রাশিয়ার সঙ্গে, [3] দক্ষিণ-পূর্ব সীমান্তে কয়েকটি জেলাকে সুইটজারল্যান্ডের সঙ্গে, [4] দক্ষিণ সীমান্তে স্যাভয় ও জেনোয়াকে পিডমন্টের সঙ্গে জুড়ে ফ্রান্সকে শক্তিশালী রাষ্ট্র দিয়ে ঘিরে ফেলা হয়।
12. ভিয়েনা সম্মেলনের দুটি গুরুত্ব উল্লেখ করো। অথবা, ভিয়েনা সম্মেলনের সপক্ষে দুটি যুক্তি দাও।
উঃ ভিয়েনা সম্মেলনের দুটি প্রধান গুরুত্ব ছিল—[1] এই ব্যবস্থা ইউট্রেক্টের সন্ধি (১৭১৩ খ্রি.) বা ভাসাই সন্ধি (১৯১৯ খ্রি.)-র তুলনায় নমনীয় ছিল। [2] এই ব্যবস্থা ইউরোপে অন্তত ৪০ বছরের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।
13. ভিয়েনা চুক্তির তিনটি প্রধান আদর্শ কী ছিল ?
উঃ ভিয়েনা চুক্তির তিনটি প্রধান আদর্শ ছিল— [1] ন্যায্য অধিকার নীতি, [2] ক্ষতিপূরণ নীতি ও [3] শক্তিসাম্য নীতি।
14. মেটারনিখ ব্যবস্থা' কী ?
উঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ বিপ্লব-প্রসূত আধুনিক ভাবধারাগুলি ধ্বংস করে ইউরোপে প্রাক্-বিপ্লবী যুগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন। এই নীতি সাধারণভাবে মেটারনিখ ব্যবস্থা বা মেটারনিখতন্ত্র নামে পরিচিত।
15. মেটারনিখের রাজনৈতিক মতাদর্শের প্রধান নীতিগুলি কী ছিল ?
উঃ মেটারনিখের রাজনৈতিক মতাদর্শের প্রধান নীতিগুলি ছিল— [1] ইউরোপে ফরাসি বিপ্লবের আগেকার রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা, [2] বিপ্লব-প্রসূত উদারতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারাকে স্তব্ধ করা এবং [3] ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা।
16. ইউরোপীয় শক্তি সমবায় কী ?
উঃ ভিয়েনা সম্মেলনের (১৮১৫ খ্রি.) পরবর্তীকালে —[1] ইউরোপে শান্তি বজায় রাখা, [2] ভিয়েনা সম্মেলনে সিদ্ধান্তগুলিকে কার্যকরী করা, [3] ফ্রান্সের শক্তিবৃদ্ধি রোধ করা প্রভৃতি উদ্দেশ্যে ইউরোপের বৃহৎ শক্তিগুলি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এটি ইউরোপীয় শক্তি সমবায়' নামে পরিচিত।
17. ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য কী ছিল?
উঃ ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য ছিল— [1] ফরাসি বিপ্লবের প্রভাব দূর করা, [2] ইউরোপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, [3] ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করা, [4] শক্তি সমবায়ের সদস্য- রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখা।
18. জুলাই অর্ডিন্যান্স-এর বিষয়বস্তু কী ছিল?
উঃ ফরাসি সম্রাট দশম চার্লস (১৮২৪-১৮৩০ খ্রি.) (অর্ডিন্যান্স অব সেন্ট ক্লড' নামে এক অর্ডিন্যান্স জারি (২৫ জুলাই, ১৮৩০ খ্রি.) করেন যা ‘জুলাই অর্ডিন্যান্স' নামে পরিচিত। এর দ্বারা—[1] আইনসভা ভেঙে দেওয়া হয়। [2] সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। [3] বুর্জোয়া শ্রেণির ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। [4] ১৮১৪ খ্রিস্টাব্দের সনদ বাতিল করা হয়।
19. কত সালে কার আমলে জুলাই বিপ্লব ঘটে?
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে বুরবোঁ বংশীয় ফরাসি সম্রাট দশম চার্লসের রাজত্বকালে ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হয়।
20. ফ্রান্সের অভ্যন্তরে জুলাই বিপ্লবের দুটি প্রভাব উল্লেখ করো।
উঃ ফ্রান্সের অভ্যন্তরে জুলাই বিপ্লবের দুটি উল্লেখযোগ্য প্রভাব হল— [1] জুলাই বিপ্লব দশম চার্লসের স্বৈরাচারী শাসন ধ্বংস করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। [2] বিপ্লবীরা অর্লিয়োঁ বংশীয় লুই ফিলিপকে সিংহাসনে বসালে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির অসারতা প্রমাণিত হয় ।
21. জুলাই বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো ।
উঃ জুলাই বিপ্লবের দুটি প্রধান কারণ ছিল—[1] রাজা দশম চার্লস কর্তৃক ফ্রান্সে স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র ও ক্যাথোলিক গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা এবং [2] চারটি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি (২৫ জুলাই, ১৮৩০ খ্রি.) করে জনগণের অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগ।
22. জুলাই বিপ্লবের প্রতি কোন্ ভারতীয় মনীষী কীরূপ ধারণা ব্যক্ত করেছিলেন?
উঃ জুলাই বিপ্লবের (১৮৩০ খ্রি.) প্রতি ভারতীয় মনীষী রাজা রামমোহন রায় আন্তরিক সমর্থন জানান। বিপ্লবের ফলে বুরবোঁ রাজবংশের পতনে তিনি উৎসাহিত হন এবং ফ্রান্সের ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে অভিবাদন জানান ৷
23. ‘ফেব্রুয়ারি বিপ্লব' কবে ও কার রাজত্বকালে হয়?
উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে অলিয়েন্স রাজবংশের শাসক লুই ফিলিপের রাজত্বকালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব অনুষ্ঠিত হয়।
24. ১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন ‘বিপ্লবের বছর' বলা হয় ?
উঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গে ঐতিহাসিক লজ বলেছেন যে, “ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে।”এই বিপ্লব শুরু হলে এই বিপ্লবের প্রভাবে জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি-সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। এজন্য ১৮৪৮ খ্রিস্টাব্দকে ‘বিপ্লবের বছর' বলা হয় ।
25. ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব উল্লেখ করো।
উঃ ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব হল— [1] ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। [2] ফ্রান্সে ভোটাধিকারের সম্প্রসারণ ঘটানো হয়।
26. ফ্রান্সে কবে, কার নেতৃত্বে ‘দ্বিতীয় সাম্রাজ্য' প্রতিষ্ঠিত হয়? কবে এর পতন ঘটে ?
উঃ ফ্রান্সে লুই নেপোলিয়নের (তৃতীয় নেপোলিয়নের) নেতৃত্বে ১৮৫২ খ্রিস্টাব্দে ‘দ্বিতীয় সাম্রাজ্য' প্রতিষ্ঠিত হয়।
১৮৭০ খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়নের পতনের ফলে দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
27. ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব উল্লেখ করো ।
উঃ ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব হল—[1] এই বিপ্লবের প্রভাবে জার্মানির বিভিন্ন রাজ্যে উদারনৈতিক গণ-আন্দোলন শুরু হয়। [2] এই বিপ্লব অস্ট্রিয়ায় তীব্র আকার ধারণ করে এবং মেটারনিখের পতন ঘটে।
28. ফেব্রুয়ারি বিপ্লবের দুটি গুরুত্ব উল্লেখ করো ।
উঃ ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রধান গুরুত্ব ছিল—[1] ফেব্রুয়ারি বিপ্লব ভিয়েনা বন্দোবস্ত ও মেটারনিখতন্ত্রের অবসান ঘটায়। [2] এই বিপ্লব ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটায়।
Thanks for sharing
ReplyDelete