Class 9th History Chapter -4 Questions and Answers Part-3 | নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর পার্ট -৩ - Psycho Principal

Fresh Topics

Sunday, 25 June 2023

Class 9th History Chapter -4 Questions and Answers Part-3 | নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর পার্ট -৩

 

চতুর্থ অধ্যায়
শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 



পঞ্চম অধ্যায় "বিংশ শতকের ইউরোপ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( পঞ্চম অধ্যায় পার্ট -১ প্রশ্ন উত্তর )


পার্ট -৩

⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1

1. সাম্রাজ্যবাদের সমর্থক এমন কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো।

উঃ সাম্রাজ্যবাদের সমর্থক এমন কয়েকজন বুদ্ধিজীবী হলেন ইংল্যান্ডের কবি রুডইয়ার্ড কিপলিং, ঐতিহাসিক সিলি, প্রশাসক সিসিল রোড্‌স, ফ্রান্সের জুলে ফেরি প্রমুখ ।


2. পোর্তুগালের উপনিবেশের নাম করো।

উঃ সমগ্র মালয়ে পোর্তুগিজদের উপনিবেশ গড়ে উঠেছিল।


3. সেনেগাল কাদের উপনিবেশ ছিল ?

উঃ সেনেগাল ফরাসিদের উপনিবেশ ছিল।


4. ইংল্যান্ড কোথায় উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল ?

উঃ ইংল্যান্ড ভারত, ব্রয়দেশ, সিংহল, আফগানিস্তান, পারস্য, চিন প্রভৃতি দেশের বিভিন্ন অংশে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল।


5. ফ্রান্সের কয়েকটি উপনিবেশের নাম করো। 

উঃ সমগ্র ইন্দোচিনে এবং ভারত, ব্রহ্মদেশ প্রভৃতির বিভিন্ন অংশে ফ্রান্সের উপনিবেশ ছিল ।


6. জার্মানির কয়েকটি উপনিবেশের নাম করো।

উঃ জার্মানির কয়েকটি উপনিবেশ ছিল দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, দক্ষিণ-পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড প্রভৃতি।


7. ইটালির কয়েকটি উপনিবেশের নাম করো । 

উঃ ইটালির কয়েকটি উপনিবেশ ছিল ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, অ্যাবিসিনিয়া প্রভৃতি।


৪. কোন্ কোন্ ইউরোপীয় শক্তি এশিয়ায় উপনিবেশ গড়ে তোলে? 

উঃ পোর্তুগাল, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় শক্তি এশিয়ায় উপনিবেশ গড়ে তোলে ।


9. সুয়েজ খাল করে চালু হয়েছিল ?

উঃ সুয়েজ খাল চালু হয়েছিল ১৮৬৯ খ্রিস্টাব্দে।


10. কে, কবে, কাদের কাছে সুয়েজ খাল কোম্পানির শেয়ারগুলি বিক্রি করে দেন?

উঃ মিশরের শাসক কার্ডিফ ইসমাইল পাশা ১৮৭৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কাছে সুয়েজ খাল কোম্পানির শেয়ারগুলি বিক্রি করে দেন।


11. সৈয়দ পাশা কাকে সুয়েজ খালের ইজারা দেন?

উঃ সৈয়দ পাশা ইউনিভারসাল কোম্পানি অব দ্য সুয়েজ ওসেন ক্যানাল-কে সুয়েজ খালের ইজারা দেন।


12. সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয় ?

উঃ সুয়েজ খাল খনন ১৮৬৯ খ্রিস্টাব্দে শেষ হয়।


13. সুয়েজ খাল কোন্ কোম্পানি খনন করে ?

উঃ  সুয়েজ খাল ইউনিভার্সাল মেরিটাইম সুয়েজ ক্যানাল কোম্পানি' খনন করে।


14. কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় ?

উঃ ১৯৫৬ খ্রিস্টাব্দে (২৬ জুলাই) সুয়েজ খালের জাতীয়করণ ঘটে।


15. কে সুয়েজ খাল জাতীয়করণ করেন?

উঃ মিশরের শাসক গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন ।


16. কবে, কাদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয় ?

উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ-উদদৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়।


17. কবে, কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ?

উঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নবাব মিরকাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।


18. কোন যুদ্ধে জয়ের পর ইংরেজরা বাংলায় রাজনৈতিক আধিপত্য শুরু করে ? 

উঃ পলাশির যুদ্ধে (১৭৫৭ খ্রি.) জয়ের পর ইংরেজরা বাংলায় রাজনৈতিক আধিপত্য শুরু করে।


19. ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলি কোন্ কোন্ অঞ্চলে উপনিবেশের প্রসার ঘটায় ?

 উঃ ঊনবিংশ শতকে ইউরোপীয় শক্তিগুলি এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে উপনিবেশের প্রসার ঘটায়।


20. হল্যান্ডের কয়েকটি উপনিবেশের নাম করো। 

উঃ  হল্যান্ডের কয়েকটি উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া, সিংহল প্রভৃতি।


21. কোন্ সময়কে 'সাম্রাজ্যবাদের যুগ' বলে ?

উঃ  পঞ্চদশ থেকে ঊনবিংশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সাম্রাজ্যের প্রসারের সময়কালকে ‘সাম্রাজ্যবাদের যুগ' বলে।


22. “পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম”—এই মতের প্রবক্তা কে ? 

 উঃ  “পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম”—এই মতের প্রবক্তা ছিলেন লেনিন।


23. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন ?

উঃ  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'ন্যাশনালিজম ইন ইন্ডিয়া প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন।


24. প্রথম আফিমের যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল ১৮৩৯ খ্রিস্টাব্দে।


25. কোন্ সন্ধির দ্বারা ইংল্যান্ড চিনের কাছ থেকে 'অতিরাষ্ট্রিক' অধিকার লাভ করে ? 

উঃ বগ-এর সন্ধির (১৮৪৩ খ্রি.) দ্বারা ইংল্যান্ড চিনের কাছ থেকে ‘অতিরাষ্ট্রিক’ অধিকার লাভ করে । 


26. আফ্রিকার কোন্ উপনিবেশ বেলজিয়ামের অধীন ছিল?

উঃ  আফ্রিকার রিপাবলিক অব কঙ্গো বেলজিয়ামের অধীন ছিল।


27. টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? 

উঃ টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মর্স।


28. ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় ? 

উঃ ভারতে প্রথম ১৮৫০ খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়।


29. চিনে সমবাণিজ্যের সুযোগ লাভের ওপর তৈরি নোটটি কী নামে পরিচিত ?

 উঃ চিনে সমবাণিজ্যের সুযোগ লাভের ওপর তৈরি নোটটি 'Open Door Policy' (মুক্তদ্বার নীতি) নামে পরিচিত।


30. উন্মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন?

 উঃ উন্মুক্তদ্বার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রসচিব স্যার জনহে (১৮৯১)।


31. আফ্রিকার ব্যবচ্ছেদের জনক কে? 

উঃ আফ্রিকার ব্যবচ্ছেদের জনক হলেন ডেভিড লিভিংস্টোন।


32. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন্ জাহাজটি সর্বপ্রথম চিনে বাণিজ্যের জন্ অবতরণ করেছিল ?

 উঃ এমপ্রেস অব চায়না নামে মার্কিন জাহাজটি সর্বপ্রথম চিনে বাণিজ্যের জন্য অবতরণ করেছিল।


33. কোন্ সময়কালকে নব সাম্রাজ্যবাদের যুগ বা নয়া উপনিবেশবাদের যুগ বলা হয় ?

উঃ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো সাম্রাজ্যবাদী আগ্রাসনকে 'নব্য সাম্রাজ্যবাদের যুগ' বলে।


34. নীলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করেন কে ?

 উঃ নীলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করেন জামাল নাসের।


35. আফ্রিকা মহাদেশে কোন্ কোন্ দেশের উপনিবেশ গড়ে উঠেছিল ?

উঃ আফ্রিকা মহাদেশে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশের উপনিবেশ গড়ে উঠেছিল।


36. কোন্ দেশ, কবে রিইনস্যুরেন্স চুক্তি বাতিল করে ? 

 উঃ জার্মানি, ১৮৯০ খ্রিস্টাব্দে রিইনস্যুরেন্স চুক্তি বাতিল করে।


37. 'ওয়েল্টপলিটিক নীতি' কে গ্রহণ করেন ?

 উঃ 'ওয়েল্টপলিটিক নীতি' গ্রহণ করেন জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম।


38. কোন্ সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটে ?

 উঃ নানকিং-এর সন্ধির (১৮৪২ খ্রি.) দ্বারা প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটে।


39. কবে, কাদের মধ্যে নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয়?

উঃ ১৮৪২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয়।


40. কবে, কাদের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ অনুষ্ঠিত হয় ?

উঃ ১৮৫৬-৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ অনুষ্ঠিত হয়।


41. কাদের মধ্যে টিয়েনসিন-এর সন্ধি স্বাক্ষরিত হয় ?

উঃ দ্বিতীয় আহিফেন যুদ্ধে পরাজিত চিন ও ইঙ্গ-ফরাসি জোটের মধ্যে টিয়েনসিন সন্ধি (১৮৫৮ খ্রি.) স্বাক্ষরিত হয়।


42. কোন্ সন্ধির দ্বারা চিন-জাপান যুদ্ধের অবসান ঘটে ?

 উঃ শিমোনোসেকির সন্ধির (১৮৯৫ খ্রি.) দ্বারা চিন-জাপান যুদ্ধের অবসান ঘটে।


43. রাশিয়া চিনের কোন অঞ্চল দখল করে ? 

 উঃ রাশিয়া চিনের লিয়াও-টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার বন্দর দখল করে।


44. কে, কবে, কাদের ওপর একুশ দফা দাবি পেশ করে? 

 উঃ জাপান ১৯১৫ খ্রিস্টাব্দে (১৮ জানুয়ারি) চিনের ওপর একুশ দফা দাবি পেশ করে।


45. 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” কোন্ মহাদেশকে বলা হয় ?

উঃ আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয়। 


46. আফ্রিকাকে কেন 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয় ?

উঃ  ইউরোপের সবচেয়ে কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকা বহুদিন অনাবিষ্কৃত এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। এই কারণেই আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয়।


47. কাদের মাধ্যমে আফ্রিকার অভ্যন্তরভাগের তথ্য ইউরোপীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে?

উঃ  লিভিংস্টোন, স্কট, স্পেক, স্ট্যানলি, পিটার্স, জ্যারোটা পার্ক, দিব্রাজা প্রমুখ অভিযাত্রী ও ধর্মপ্রচারকদের মাধ্যমে আফ্রিকার অভ্যন্তরভাগের তথ্য ইউরোপীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। 


48. ১৮৭০ খ্রিস্টাব্দের আগে আফ্রিকা মহাদেশের কোথায় পোর্তুগিজদের উপনিবেশ ছিল ?

 উঃ  ১৮৭০ খ্রিস্টাব্দের আগে আফ্রিকা মহাদেশের গিনি উপকূল, শোফালা ও অ্যাঙ্গোলায় পোর্তুগিজদের উপনিবেশ ছিল।


49. কবে, কাদের উদ্যোগে 'আন্তর্জাতিক আফ্রিকা সংঘ' প্রতিষ্ঠিত

উঃ  ১৮৭৬ খ্রিস্টাব্দে বেলজিয়ামের উদ্যোগে 'আন্তর্জাতিক আফ্রিকা সংঘ' প্রতিষ্ঠিত হয়।


50. কবে, কাদের মধ্যে 'আঁতাত কোর্দিয়াল' স্বাক্ষরিত হয় ?

উঃ  ১৯০৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ‘আঁতাঁত কোর্দিয়াল' স্বাক্ষরিত হয়।


51. প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে গড়ে ওঠা পরস্পর-বিরোধী শক্তিজোট দুটির নাম লেখো।

উঃ প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে গড়ে ওঠা পরস্পর-বিরোধী শক্তিজোট দুটি ছিল ত্রিশক্তি চুক্তি (ট্রিপ্‌ল এলায়েন্স) ও ত্রিশক্তি মৈত্রী (ট্রিপল আঁতাত)।


52. কবে, কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি (ট্রিপল এলায়েন্স) গড়ে ওঠে?

উঃ  ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি, আস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি চুক্তি গড়ে ওঠে।


53. ত্রিশক্তি মৈত্রী কবে, কাদের মধ্যে হয় ? 

উঃ  ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে।


54. আঁতাত কোর্দিয়াল' কী?

উঃ  ১৯০৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি ‘আঁতাত কোর্দিয়াল' বা 'ঘনিষ্ঠ মিত্রতা' নামে পরিচিত।


55. কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে কারা, কাদের 'আততায়ীর জাতি' বলে অভিহিত করে ?

উঃ  সেরাজেভোর হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া, সার্বিয়াকে ‘আততায়ীর জাতি' বলে অভিহিত করে।


56. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ?

 উঃ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল বসনিয়ার সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডের ঘটনা।


57. সেরাজেভোর হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল ?

উঃ  'ব্ল্যাক হ্যান্ড' বা 'ইউনিয়ন অব ডেথ' নামে এক সন্ত্রাসবাদী সংস্থার সদস্য গ্যাভরিলো প্রিন্সেপ সেরাজেভোর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।


58. গ্যাভ্রিলো প্রিন্সেপ কোন্ জাতির লোক ছিলেন ?

উঃ গ্যাভ্রিলো প্রিন্সেপ বসনীয় জাতির লোক ছিলেন। 


59. সেরাজেভো কোথায় অবস্থিত ?

উঃ সেরাজেভো বসনিয়ায় অবস্থিত।


60. সেরাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্নাভ উগ্র জাতীয়তাবাদী সংগঠনটির নাম কী ?

উঃ  সেরাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্লাভ উগ্র জাতীয়তাবাদী সংগঠনটির নাম হল 'ব্ল্যাক হ্যান্ড' বা 'ইউনিয়ন অব ডেথ'।


61. অস্ট্রিয়া কোন্ দেশকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ?

 উঃ  অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে (২৮ জুলাই, ১৯১৪ খ্রি.) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।


62. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?

উঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম।


63. কোন্ সন্ধি দ্বারা আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে ? 

উঃ  বার্লিন সন্ধি (১৮৮৫ খ্রি.) দ্বারা আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে।


64. আফ্রিকার ব্যবচ্ছেদে কোন্ কোন্ দেশ অংশ নিয়েছিল ?

উঃ  আফ্রিকার ব্যবচ্ছেদে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি প্রভৃতি দেশ অংশ নিয়েছিল।


65. কবে, কাদের মধ্যে 'তিন সম্রাটের চুক্তি' গড়ে ওঠে ? 

উঃ  ১৮৭৩ খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে 'তিন সম্রাটের চুক্তি' গড়ে ওঠে।



⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3

1. ‘উপনিবেশবাদ' বলতে কী বোঝ?

উঃ  ‘উপনিবেশবাদ’ বলতে বোঝায় অন্য দেশকে বিজয় করে সেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এবং সেই দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা।


2.  নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কী ?

উঃ প্রাচীন বা মধ্যযুগের মতো ভূখণ্ড দখল আধুনিক সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল না। ১৮৭০ খ্রিস্টাব্দের পরবর্তীকালে ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে আধিপত্য প্রতিষ্ঠা করে। এই ঘটনা ‘নব্য সাম্রাজ্যবাদ' বা ‘নয়া উপনিবেশবাদ' নামে পরিচিত।


3. ঊনবিংশ শতকে নয়া উপনিবেশবাদের কারণগুলি কী ছিল ?

 উঃ ঊনবিংশ শতকে নয়া উপনিবেশবাদের কারণগুলি ছিল— [1] শিল্পপতি ও বণিকদের হাতে বিপুল অর্থসম্পদ জমা হওয়ায় তা পুনর্বিনিয়োগের ক্ষেত্রের সন্ধান, [2] রাজনৈতিক আধিপত্য প্রসারের আকাঙ্ক্ষা, [3] খ্রিস্টান ধর্মপ্রচারের তাগিদ, [4] উগ্র জাতীয়তাবাদের প্রসার প্রভৃতি ।


4. লেনিন উপনিবেশ দখলের কী কারণ উল্লেখ করেছেন ?

উঃ লেনিন তাঁর ‘সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থে বলেছেন যে, বেশি মুনাফা লাভের আশায় শিল্পপতিরা দেশের মানুষের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য উৎপাদন করে। এই বাড়তি পণ্য বিক্রির বাজার দখল এবং শিল্পোৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের জন্য তারা উপনিবেশ দখল করে।


5. হবসন উপনিবেশবাদের অবসানের কী পদ্ধতি উল্লেখ করেছেন?

উঃ হবসন তাঁর 'সাম্রাজ্যবাদ: একটি সমীক্ষা' গ্রন্থে বলেছেন যে, পুঁজিপতি মালিকশ্রেণির হাতে যে বিপুল পরিমাণ অর্থসম্পদ রয়েছে তা দরিদ্রদের মধ্যে বিতরণ ও সামাজিক উন্নয়নের কাজে ব্যয় করলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। ফলে তারা কারখানায় উৎপাদিত উদ্‌বৃত্ত পণ্য কিনতে পারবে। তাই উদ্‌বৃত্ত পণ্য বিক্রির জন্য আর উপনিবেশ দখলের প্রয়োজন হবে না।


6. সুয়েজ খাল খননের পরিকল্পনা কে কবে করেছিলেন?

উঃ ফরাসি আধিকারিক ফার্দিনান্দ দ্য লেসেপ্‌স ১৮৫৪ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খননের পরিকল্পনা করেন।


7. সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল?

উঃ ইউরোপের শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হত। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খালের খনন করা হয় ।


8. সুয়েজ খাল খননের গুরুত্ব কী ?

উঃ সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল— [1] এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। [2] এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। [3] শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। [4] সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া-আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়।


9. সুয়েজ খাল যোগাযোগ ব্যবস্থায় কি উন্নতি ঘটিয়েছিল ?

উঃ সুয়েজ খাল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছিল— [1] এই খাল এশিয়া ও ইউরোপের দূরত্ব অনেকটা কমিয়ে দেয়। [2] এর সাহায্যে ইউরোপ থেকে দূরপ্রাচ্যের দেশে পৌঁছানো সহজ হয়। [3] ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর হয়ে অল্পসময়েই আরব সাগরে পৌঁছানো সম্ভব হয়।


10. মুক্তদ্বার নীতির' ঘোষণায় কী বলা হয়?

 উঃ মার্কিন পররাষ্ট্রসচিব স্যার জন হে কর্তৃক ঘোষিত মুক্তদ্বার নীতি তৈ বলা হয় যে— [1] চিন সব দেশের কাছে সমান। [2] বিভিন্ন শক্তির দখলে থাকা চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে।


11. সম্পদের নির্গমন' বলতে কী বোঝ?

উঃ  পলাশির যুদ্ধের (১৭৫৭ খ্রি.) পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বাংলার বিপুল পরিমাণ অর্থসম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায়। এই ঘটনা সম্পদের নির্গমন' নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুক্‌স অ্যাডাম্স এই ঘটনাকে 'পলাশির লুণ্ঠন' বলে অভিহিত করেছেন।


 12. কে ‘নেভিগেটার' নামে পরিচিত ছিলেন? তাঁর দেশের দুজন নাবিকের নাম লেখো।

 উঃ পোর্তুগালের নাবিক রাজকুমার হেনরি ‘নেভিগেটর' নামে পরিচিত ছিলেন। তাঁর দেশের দুজন নাবিক ছিলেন ভাস্কো-দা-গামা ও বার্থোলোমিউ দিয়াজ।


13.  হে ডকট্রিন'-এ কী বলা হয়?

উঃ মার্কিন পররাষ্ট্রসচিব স্যার জন হে তাঁর ঘোষণায় বলেন যে, [1] চিন সব দেশের কাছে সমান। [2] বিভিন্ন শক্তির দখলে থাকা চিনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে।


 14. শিল্পবিপ্লবের সঙ্গে ঔপনিবেশিক দ্বন্দ্বের সম্পর্ক কোথায় ?

উঃ ইউরোপের বিভিন্ন দেশে শিল্পবিপ্লব ঘটলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রির উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়। তা থেকে শিল্পোন্নত দেশগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে।


 15. কোন্ লক্ষ্য নিয়ে এবং করে সুয়েজ খাল খনন করা হয়েছিল?

উঃ  [1] ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত ইউরোপের জাহাজগুলিকে আফ্রিকার ভূখণ্ড অতিক্রম করে ইংরেজি 'U' আকৃতির জলপথ ধরে । উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরে পৌঁছাতে হত। = জাহাজগুলিকে মোটামুটি সরল পথে অনেক কম সময়ে ও কম ব্যয়ে ভারত মহাসাগরে পৌঁছানোর জন্য মিশরের ওপর দিয়ে সুয়েজ খালের দ্বারা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগ গড়ে তোলা হয়। [2] সুয়েজ খাল ১৮৫৯ খ্রিস্টাব্দে খননের কাজ শুরু হয়েছিল এবং ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল।


16. সুয়েজ খাল খননের সঙ্গে উপনিবেশবাদের কী সম্পর্ক ?

উঃ সুয়েজ খাল খননের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক হল— [1] সুয়েজ খালের সংক্ষিপ্ত পথ ধরে ইউরোপীয় শক্তিগুলির এশিয়ায় অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে সুবিধা হয় । [2] এই পথে শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখল এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ইউরোপে পৌঁছে দিতেও সুবিধা হয়।


17. শিল্পবিপ্লবের কল্যাণে সুয়েজ খালের ভূমিকা কী ?

উঃ সুয়েজ খাল খননের ফলে ইউরোপের শিল্পোন্নত দেশগুলির পণ্যবাহী জাহাজ এই পথে অনেক কম সময়ে ও কম ব্যয়ে এশিয়ার দেশগুলিতে পৌঁছানোর এবং বাজার ধরার সুযোগ পায়। ফলে শিল্পপণ্যের বিক্রি বাড়ে এবং ইউরোপে শিল্পপণ্য উৎপাদনের প্রবণতাও বৃদ্ধি পায়।


18. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কোন্ কোন্ দেশেরসঙ্গে এবং এই সন্ধির শর্ত কী ছিল?

উঃ দ্বিতীয় আফিম যুদ্ধের পর পরাজিত চিন ইঙ্গ-ফরাসি শক্তির সঙ্গে ১৮৫৮ খ্রিস্টাব্দে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।

তিয়েনসিনের সন্ধির শর্ত ছিল— [1] ইংল্যান্ড ও ফ্রান্সকে চিন প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। [2] আরও ১১টি বন্দর বিদেশি বণিকদের জন্য চিন খুলে দেয়। [3] চিন রাজধানী পিকিং-এ বিদেশি দূতাবাস প্রতিষ্ঠায় রাজি হয়। [4] নির্দিষ্ট শুল্কের বিনিময়ে চিনে আফিম ব্যাবসা বৈধতা পায় ।


 19. দক্ষিণ আফ্রিকার কোন্ অঞ্চলগুলিকে ঐক্যবদ্ধ করে 'ইউনিয়ন অব সাউথ আফ্রিকা' গঠিত হয়?

উঃ পূর্বতন চারটি ব্রিটিশ উপনিবেশ কেপ কলোনি, নাটাল কলোনি, ট্রান্সভাল কলোনি ও অরেঞ্জ রিভার কলোনি এবং পূর্বতন বুয়ার প্রজাতন্ত্রের অংশ দক্ষিণ আফ্রিকা ও অরেঞ্জ ফ্রি স্টেট নিয়ে ১৯১০ খ্রিস্টাব্দে ইউনিয়ন অব সাউথ আফ্রিকা' গঠিত হয়।


20. ভারতে প্রথম রেলপথ স্থাপন করে কোন্ কোম্পানি কবে ?

উঃ ভারতে প্রথম রেলপথ স্থাপন করে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। এই রেলপথ স্থাপিত হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে।


21. চিনে রুশ আগ্রাসন উল্লেখ করো।

উঃ  রাশিয়া চিনের লিয়াও-টুং উপদ্বীপ দখল করে। এখানকার পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স-সাইবেরীয় রেলপথের সঙ্গে যুক্ত করা হয়। এ ছাড়া রাশিয়া উত্তর চিনের আমুর উপত্যকা দখল করে ভ্লাডিভস্টক বন্দর স্থাপন করে। এই বন্দরকে রেলপথের দ্বারা সেন্ট পিটার্সবার্গ-এর সঙ্গে যুক্ত করা হয়।


22. 'চিনা তরমুজের খণ্ডীকরণ' বলতে কী বোঝ ?

উঃ  বিভিন্ন বিদেশি শক্তি চিনের বিভিন্ন অংশ দখল করে অর্থাৎ তরমুজের মতো খন্ড খন্ড করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। যেমন—[1] ফ্রান্স চিনের অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। [2] ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে, [3] রাশিয়া লিয়াও-টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার বন্দর এবং [4] জার্মানি কিয়াওচাও বন্দর ও শাংটুং প্রদেশ দখল করে। ঐতিহাসিক ভিনাক এই ঘটনাকে ‘চিনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন।


23. উনিশ শতকের তৃতীয় দশক পর্যন্ত আফ্রিকার কোথায়, কাদের আধিপত্য ছিল ?

উঃ উনিশ শতকের তৃতীয় দশক পর্যন্ত আফ্রিকার অভ্যন্তরভাগ সম্পর্কে বিদেশিরা সম্পূর্ণ অজ্ঞ ছিল। এই সময়ের মধ্যে— [1] আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ, [2] উত্তমাশা অন্তরীপ ও ট্রান্সভালে ব্রিটিশ উপনিবেশ এবং [3] টিউনিস ও ত্রিপোলিতে তুর্কি শাসন বলবৎ ছিল।


24. ১৮৮৫ খ্রিস্টাব্দের বার্লিন সম্মেলনে কী সিদ্ধান্ত নেওয়া হয় ?

উঃ ১৮৮৫ খ্রিস্টাব্দের বার্লিন সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে— [2] কঙ্গো ও নাইজার নদী দিয়ে সব দেশের জাহাজ চলাচল করবে। [3] কোনো রাষ্ট্র আফ্রিকার নতুন কোনো অঞ্চল দখল করলে তা অন্যান্য [1] আফ্রিকার কঙ্গোর বৃহদংশে বেলজিয়ামের আধিপত্য থাকবে। দেশকে জানিয়ে দিতে হবে। [4] আফ্রিকার দখল করা অঞ্চল দখলকারী দেশের ‘প্রভাবাধীন এলাকা' বলে গণ্য হবে।


25.  আফ্রিকার কোন্ কোন্ স্থানে ইংল্যান্ডের উপনিবেশ গড়ে ওঠে?

উঃ আফ্রিকার কেপ কলোনি, নাটাল, অরেঞ্জ, ট্রান্সভাল, উত্তর মিশর, সুদান, পূর্ব আফ্রিকা, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া, নাসাল্যান্ড, গাম্বিয়া, গোল্ডকোস্ট, নাইজেরিয়া, সোমালিল্যান্ডের অংশবিশেষ প্রভৃতি স্থানে ইংল্যান্ডের উপনিবেশ গড়ে ওঠে।


26. তিন সম্রাটের চুক্তি কী ?

উঃ বিসমার্ক কূটনৈতিক ক্ষেত্রে তার শত্রু ফ্রান্সকে মিত্রহীন রাখা এবং জার্মানির নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮৭৩ খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে এক মিত্রজোট গড়ে তোলেন। এটি তিন সম্রাটের চুক্তি বা 'ড্রাইকাইজারবুন্ড' নামে পরিচিত।


27. আফ্রিকার কোন্ কোন্ স্থানে জার্মানির উপনিবেশ গড়ে ওঠে?

উঃ  আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, দক্ষিণ-পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড প্রভৃতি স্থানে জার্মানির উপনিবেশ গড়ে ওঠে।


28. জার্মানির 'ওয়েন্টপলিটিক' বা 'বিশ্বরাজনীতি' বলতে কী বোঝ ?

উঃ  জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বরাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ ও হস্তক্ষেপের নীতি গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি নৌশক্তি বৃদ্ধি, উপনিবেশ দখল প্রভৃতির মাধ্যমে জার্মানির শক্তিবৃদ্ধির উদ্যোগ নেন। কাইজারের এই সক্রিয় নীতি 'ওয়েল্টপলিটিক' নামে পরিচিত।


29. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে, কেন বলা হয় ? অথবা, আফ্রিকাকে 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” বলা হয় কেন ?

উঃ  আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। O উনিশ শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্যসংকুল ও সমুদ্রবেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি। তাই আফ্রিকাকে "অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয়।


30. সেরাজেভো হত্যাকাণ্ড' বলতে কী বোঝ ? অথবা, 'সেরাজেভো হত্যাকাণ্ড' কী?

উঃ অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল 'ব্ল্যাক হ্যান্ড' বা 'ইউনিয়ন অব ডেথ'-এর সদস্যের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।


31. প্রথম বলকান যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? কোন্ সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ?

উঃ  ১৯১২ খ্রিস্টাব্দে তুরস্ক ও বলকান লিগের সদস্য-রাষ্ট্রগুলির (গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো, বালগেরিয়া) মধ্যে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়। লন্ডনের চুক্তির (১৯১৩ খ্রি.) দ্বারা প্রথম বলকান যুদ্ধের অবসান ঘটে।


32. কারা, কী উদ্দেশ্যে বলকান লিগ গঠন করে ?

উঃ  গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো ও বালগেরিয়া ১৯১২ খ্রিস্টাব্দে বলকান লিগ গঠন করে। বলকান লিগ গঠনের উদ্দেশ্য ছিল তুর্কি সুলতানের অত্যাচার থেকে জাতীয়তাবাদী বলকানদের রক্ষা করা।


33. দ্বিতীয় বলকান যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল ? কোন্ সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ?

উঃ  ১৯১৩ খ্রিস্টাব্দে সার্বিয়া ও বালগেরিয়ার মধ্যে দ্বিতীয় বলকান যুদ্ধ সংঘটিত হয়। সার্বিয়ার পক্ষে পরে গ্রিস ও রোমেনিয়া যোগ দেয়। বুখারেস্টের সন্ধির (১৯১৩ খ্রি.) দ্বারা দ্বিতীয় বলকান যুদ্ধের অবসান ঘটে।


34. কীভাবে সেরাজেভোর হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল?

উঃ  অস্ট্রিয়ার যুবরাজ ডিউক অব ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া ১৯১৪ খ্রিস্টাব্দে বসনিয়ায় পরিভ্রমণে গেলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়া আক্রমণ করে। শীঘ্রই বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়লে তা প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয়।


35.  প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কী ছিল ?

উঃ প্রথম বিশ্বযুদ্ধে প্রধান কারণগুলি ছিল—[1] উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের প্রসার, [2] উপনিবেশ দখলের লড়াই, [3] অস্ত্রনির্মাণের প্রতিযোগিতা, [4] বলকান জাতীয়তাবাদের প্রসার, [5] সেরাজেভোর হত্যাকাণ্ড প্রভৃতি।


36. প্রথম বিশ্বযুদ্ধে বিবদমান পক্ষগুলির নাম লেখো।

উঃ  প্রথম বিশ্বযুদ্ধে প্রধান দুটি বিবদমান পক্ষ ছিল—

[1] মিত্রপক্ষ : ট্রিপল আঁতাঁত বা ত্রিশক্তি মৈত্রীভুক্ত ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া-সহ তেইশটি দেশ। পরে আমেরিকাও মিত্রপক্ষে যোগ দেয়। [2] অক্ষপক্ষ: ট্রিপ্ল এলায়েন্স বা ত্রিশক্তি চুক্তিভুক্ত জার্মানি, অস্ট্রিয়া, ইটালি-সহ বালগেরিয়া, তুরস্ক প্রভৃতি দেশ। উল্লেখ্য, যুদ্ধের মাঝপথে ইটালি মিত্রপক্ষে যোগ দেয়।


37. আফ্রিকার কোন্ কোন্ স্থানে ফ্রান্সের উপনিবেশ গড়ে ওঠে?

উঃ  আফ্রিকার আলজেরিয়া, টিউনিস, চাঁদ, সেনেগাল, সাহারা, দাহোমি, গিনি, কঙ্গো নদী ও আইভরি কোস্টের মধ্যাঞ্চল, মাদাগাস্কার দ্বীপ, মরক্কো, সোমালিল্যান্ডের অংশবিশেষ প্রভৃতি স্থানে ফ্রান্সের উপনিবেশ গড়ে ওঠে।

No comments:

Post a Comment