Class 9th History Chapter -4 Questions and Answers Part-2 | নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর পার্ট -২ - Psycho Principal

Fresh Topics

Monday, 19 June 2023

Class 9th History Chapter -4 Questions and Answers Part-2 | নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর পার্ট -২

 

চতুর্থ অধ্যায়
শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 




চতুর্থ অধ্যায় পার্ট -৩ প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর পার্ট -৩ )


পার্ট -

⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1

1. কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ' কথাটির প্রচলন করেন?

উঃ  ইউটোপীয় সমাজতন্ত্রী সাঁ সিমোঁ সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটির প্রচলন করেন।


2. কাকে ‘সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা' বলা হয় ?

উঃ সাঁ সিমোঁকে ‘সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা' বলা হয় । 


3. ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে কে পরিচিত ছিলেন ?

উঃ ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে পরিচিত ছিলেন সাঁ সিমোঁ ।


4. ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক' বলা হয় কাকে?

উঃ  ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় রবার্ট ওয়েনকে।


5. কারা, কাদের ইউটোপিয়ান' বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন?

উঃ  কার্ল মার্কস ও তাঁর অনুগামীরা, আদি সমাজতন্ত্রীদের 'ইউটোপিয়ান' বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন।


6. রবার্ট ওয়েন-এর লেখা দুটি গ্রন্থের নাম লেখো।

উঃ রবার্ট ওয়েন-এর লেখা দুটি গ্রন্থ হল — [1] 'আ নিউ ভিউ অব সোসাইটি' এবং [2] 'রিপোর্ট টু দ্য কাউন্টি অব ল্যানার্ক'।


7. রবার্ট ওয়েন-এর একটি গ্রন্থের নাম লেখো যেখানে তিনি

উঃ সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন। রবার্ট ওয়েন-এর একটি গ্রন্থের নাম নিউ ভিউ অব সোসাইটি' যেখানে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন।


৪. দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখো।

উঃ  দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদী হলেন—[1] কার্ল মার্কস ও [2] ফ্রেডরিখ এঙ্গেলস।


9. শিল্পবিপ্লবের ফলে সমাজে কোন্ কোন্ শ্রেণির উদ্ভব ঘটে ?

উঃ  শিল্পবিপ্লবের ফলে সমাজে মালিকশ্রেণি ও শ্রমিকশ্রেণির উদ্ভব ঘটে।


10. কে কমিউনিস্ট ম্যানিফেস্টো' বা 'কমিউনিস্ট ইস্তাহার' নাম ,পুস্তিকাটি রচনা করেন?

উঃ  কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বা কমিউনিস্ট ইস্তাহার' নামক পুস্তিকাটি রচনা করেন।


11. 'সম্পত্তি কী' বইটি কার রচনা?

উঃ ‘সম্পত্তি কী’বইটি প্রুধোঁ-র রচনা।


12. 'অর্গানাইজেশন অব লেবার কার লেখা ?

উঃ  'অর্গানাইজেশন অব লেবার’লুই রাঁ-এর লেখা।


13. কবে, কার উদ্যোগে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয় ?

উঃ  ১৮৬৪ খ্রিস্টাব্দে কার্ল মার্কসের উদ্যোগে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয়।

                                                                                                                                                                     

14. মার্কস ও এঙ্গেলস-এর উদ্যোগে ১৮৬৪ খ্রিস্টাব্দে কোথায় আন্তর্জাতিক শ্রমিক সংঘের প্রথম অধিবেশন হয়েছিল?

উঃ ১৮৬৪ খ্রিস্টাব্দে লন্ডনে আন্তর্জাতিক শ্রমিক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং মার্কস ও এঙ্গেলসের উদ্যোগে ১৮৬৬ খ্রিস্টাব্দে জেনেভায় এর প্রথম অধিবেশন হয়েছিল। 


15. কে, কোথায় 'নিউ হারমনি' নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন?

উঃ  রবার্ট ওয়েন আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যে ‘নিউ হারমনি নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন।


16. 'Lectures on Industrial Civilisation' গ্রন্থটি কার রচনা?

উঃ 'Lectures on Industrial Civilisation' গ্রন্থটি আর্নল্ড টয়েনবির রচনা।


17. কোন গ্রন্থটি 'সমাজতন্ত্রবাদের বাইবেল' নামে পরিচিত?

উঃ  কার্ল মার্কসের লেখা 'দাস ক্যাপিটাল' ‘সমাজতন্ত্রবাদের বাইবেল' নামে পরিচিত।


18. দুজন আদি সমাজতন্ত্রবিদের নাম লেখো।

উঃ  দুজন আদি সমাজতন্ত্রবিদের নাম রবার্ট ওয়েন এবং সাঁ সিমোঁ ।


19. চার্টিস্ট আন্দোলন কী ?

উঃ  ১৮৩০-এর দশকে ইংল্যান্ডের শিল্প শ্রমিকরা ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করে তা চার্টিস্ট আন্দালন নামে পরিচিত।


20. 'চার্টিস্ট আন্দোলন' কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

 উঃ  ‘চার্টিস্ট আন্দোলন' ১৮৩৮ খ্রিস্টাব্দে শুরু হয়।


21. কে ‘লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ  ইংল্যান্ডের নেড লুড ‘লুডাইট দাঙ্গায়' নেতৃত্ব দিয়েছিলেন। 


22. ইংল্যান্ডে কোন্ আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করা হয় ?

উঃ   'হেবিয়াস করপাস' আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করা হয়।


23. ঘেটো কী?

উঃ  ঘেটো হল বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প শ্রমিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে।


24. রবার্ট ওয়েন-এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটির নাম কী? 

উঃ রবার্ট ওয়েন-এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটি হল 'গ্র্যান্ড কনসলিডেটেড ন্যাশনাল ট্রেড ইউনিয়ন' (১৮৩৩ খ্রি.)।


25. কবে, কাদের উদ্যোগে 'লন্ডন ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' বা 'লন্ডন শ্রমিক সমিতি' গড়ে ওঠে?

উঃ  ১৮৩৬ খ্রিস্টাব্দে উইলিয়াম লোভেট ও ফ্রান্সিস প্লেস-এর নেতৃত্বে ‘লন্ডন ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' বা 'লন্ডন শ্রমিক সমিতি' গড়ে ওঠে। 


26. কাকে, কেন শ্রমিকদের বন্ধু' বলা হত?

উঃ  ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে শ্রমিকদের প্রতি তাঁর সহানুভূতির জন্য শ্রমিকদের বন্ধু' বলা হত।


27. জার্মানিতে প্রথম কে, কবে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন ? 

উঃ জার্মানিতে প্রথম ফার্ডিন্যান্ড ল্যাসাল ১৮৬৩ খ্রিস্টাব্দে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন।


28. চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। 

উঃ  চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ও'ব্রায়েন, ও’কনোর, হারনে, আর্নেস্ট জোন্স প্রমুখ।


29. জার্মানির শ্রমিক আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। 

উঃ  জার্মানির শ্রমিক আন্দোলনের কয়েকজন নেতা হলেন ফার্ডিন্যান্ড ল্যাসাল, লাইবনেট এবং বেবেল।



⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3

1. বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র কী ?

উঃ  উনিশ শতকের বিশিষ্ট দার্শনিক কার্ল মার্কস ও তাঁর সহযোগী ফ্রেডারিখ এঙ্গেলস যৌথভাবে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' (১৮৮৪ খ্রি.) প্রকাশ করেন। এই ইস্তাহারেই তাঁরা বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজতান্ত্রিক দর্শনের ব্যাখ্যা দেন। তাঁদের এই মতবাদ বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র নামে পরিচিত।


2. শিল্পবিপ্লবের দুটি সামাজিক কুফল উল্লেখ করো।

উঃ   শিল্পবিপ্লবের ফলে দুটি গুরুত্বপূর্ণ সামাজিক কুফল ছিল—[1] গ্রামের বহু দরিদ্র কৃষক শিল্পকারখানাগুলিতে কাজের খোঁজে চলে এলে গ্রামের জনসংখ্যা হ্রাস পায় ও গ্রামীণ জীবনে ভাঙন দেখা দেয়। [2] কারখানায় অল্প মজুরিতে দিনের বেশিরভাগ সময় কাজ করতে বাধ্য হলে শ্রমিকদের জীবনে নানা দুর্দশা নেমে আসে ৷


3.  'ফ্যাক্টরি প্রথা' কী ?

উঃ  শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্পকারখানা গড়ে ওঠে। এসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। = বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ‘ফ্যাক্টরি প্রথা' নামে পরিচিত।


4.  শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শহরের নাম লেখো।

উঃ   শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা নতুন শহর হল — ম্যাজেস্টোর, গ্লাসগো, লিভারপুল, ব্রিস্টল ও বার্মিংহাম প্রভৃতি।


5.  শ্রমবিভাজন নীতি কাকে বলে ?

উঃ  ইউরোপে শিল্পবিপ্লব ঘটার পর শিল্পকারখানাগুলির উৎপাদন কার্যে এক-একজন শ্রমিক কোনো কাজের এক-একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকত। এটি শ্রমবিভাজন নীতি' নামে পরিচিত।


6.  “লুডাইট দাঙ্গা’ কী ?

উঃ ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে। কারণ, এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে ১৮১১-১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন ‘লুডাইট দাঙ্গা' নামে পরিচিত।


7. ‘হেবিয়াস করপাস' কী ?

উঃ  ‘হেবিয়াস করপাস’(১৬৭৯ খ্রি.) হল রাজা দ্বিতীয় চার্লসের আমলে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রবর্তিত শ্রমিক-বিরোধী এক আইন যার দ্বারা শ্রমিকদের ওপর দমননীতি চালানো হত।


8. ‘পিটারলু-র হত্যাকাণ্ড' কী ?

উঃ  ব্রিটিশ সরকার ‘হেবিয়াস করপাস' আইনের দ্বারা শ্রমিকদের সভাসমিতি নিষিদ্ধ করলে প্রায় ৫০ হাজার শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যাঞ্চেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে ১১ জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা ‘পিটারলু-র হত্যাকাণ্ড’ নামে পরিচিত।


10. জুন মাসের গৃহযুদ্ধ' কবে, কোথায় হয়েছিল ?

উঃ  ফ্রান্সে ১৮৪৮ খ্রিস্টাব্দের নির্বাচনে প্রজাতন্ত্রীরা জয়লাভ করে সেখানকার জাতীয় কর্মশালাগুলি বন্ধ করে শ্রমিকদের বিতাড়িত করে। ফলে ১৮৪৮ খ্রিস্টাব্দের জুন মাসে হাজার হাজার সমাজতন্ত্রী প্যারিসের রাস্তায় অবরোধ গড়ে তোলে। সেনাপতি ক্যাভিগন্যাক গুলি চালিয়ে প্রায় ৫০০ জন শ্রমিককে হত্যা করেন। এই ঘটনা ‘জুন মাসের গৃহযুদ্ধ' নামে পরিচিত।


11.  “রক্তাক্ত মে সপ্তাহ' কী?

উঃ  ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসন পরিচালনার জন্য ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী এক সপ্তাহ (২২-২১ মে, ১৮৭১ খ্রি.) শ্রমিকদের ওপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা 'রক্তাক্ত মে সপ্তাহ' নামে পরিচিত।


12.  বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি? এটি কবে, কার উদ্যোগে গড়ে ওঠে?

উঃ  বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন হল 'কমিউনিস্ট লিগ'। © কমিউনিস্ট লিগ ১৮৪৭ খ্রিস্টাব্দে কার্ল মার্কসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।


13. শিল্পবিপ্লবের পর গ্রামীণ সমাজ কেন ভেঙে পড়েছিল?

উঃ  শিল্পবিপ্লবের পর গ্রামের বহু দরিদ্র কৃষক নগদ মজুরিতে কাজের জন্য শহরের শিল্পাঞ্চলগুলিতে চলে আসে। ফলে গ্রামের জনসংখ্যা যথেষ্ট হ্রাস পায় ও গ্রামীণ সমাজে ভাঙন দেখা দেয়।


14. অষ্টাদশ শতকে শিল্প-শ্রমিকদের জীবন কেমন ছিল ?

উঃ  অষ্টাদশ শতকে ইউরোপের শিল্প-শ্রমিকদের জীবনে সীমাহীন দুর্দশা দেখা দিয়েছিল [1] তারা দৈনিক ১৬-১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য হত। [2] প্রচুর পরিশ্রম করেও তারা সামান্য মজুরি পেত যা দিয়ে তাদের ভরন-পোষণ চলত না। [3] তাদের পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ ছিল না। [4] তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হত। [5] নানা রোগে আক্রান্ত হয়ে তাদের অনেকেরই অকালমৃত্যু ঘটত।


15. ইংল্যান্ডের দুটি শিল্পনগরীর নাম লেখো।

উঃ  ইংল্যান্ডের দুটি শিল্পনগরী অর্থাৎ শিল্পকারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা দুটি শহর ছিল— [1] ম্যাঙ্কেস্টার ও [2] গ্লাসগো।




1 comment: