চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর পার্ট -২ )
পার্ট -১
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. আর্নল্ড টয়েনবি কোন্ সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন?
উঃ আর্নল্ড টয়েনবি ১৭৪০-৬০ খ্রিস্টাব্দকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন।
2. আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম কী ?
উঃ আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম হল 'লেকচারস অন দ্য ইন্ডাসট্রিয়াল রেভল্যুশন ইন ইংল্যান্ড'।
3. শিল্পবিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উঃ শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ত র্যাঙ্কি (১৮৩৭ খ্রি.)।
4. কত খ্রিস্টাব্দে শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয় ?
উঃ ১৮৩৭ খ্রিস্টাব্দে শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয় ।
5. ফিলিস ডিন কোন্ সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন ?
উঃফিলিস ডিন ১৭৬০-৮০ খ্রিস্টাব্দকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন।
6. ইংল্যান্ডের পরে কোন্ কোন্ দেশে শিল্পায়ন ঘটে ?
উঃ ইংল্যান্ডের পরে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন ঘটে।
7. 'পৃথিবীর কারখানা' নামে কোন্ দেশ পরিচিত ছিল?
উঃ ‘পৃথিবীর কারখানা' নামে ইংল্যান্ড পরিচিত ছিল।
৪. ইংল্যান্ডকে কেন 'বিশ্বের কারখানা' বলা হয় ?
উঃ বিশ্বের বাজার দখলের উদ্দেশ্যে ইংল্যান্ডে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করা হয় বলে ঐতিহাসিক ফিসার ইংল্যান্ডকে ‘বিশ্বের কারখানা' বলে অভিহিত করেছেন।
9. কোথায় প্রথম পুরোপুরি লোহার ব্রিজ তৈরি হয় ?
উঃ ইংল্যান্ডের স্রোপশায়ার অঞ্চলে ১৭৮১ খ্রিস্টাব্দে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল।
10. কারা, কবে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন ?
উঃ টেলফোর্ড ও ম্যাকাডাম ১৮১১ খ্রিস্টাব্দে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
11. ফ্রান্সে করে শিল্পায়ন শুরু হয় ?
উঃ ফ্রান্সে শিল্পায়ন শুরু হয় ১৮১৫-৫০ খ্রিস্টাব্দের মধ্যে এবং চূড়ান্ত পরিণতি আসে ১৮৬০ খ্রিস্টাব্দের পর।
12. ফ্রান্সে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ স্থাপিত হয়?
উঃ ফ্রান্সে সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সা জেরম (সেন্ট জার্মেইন) পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।
13. ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম লেখো।
উঃ ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম হল 'ক্রেদি ফঁসিয়ে' এবং 'ক্রেদি মবিলিয়ে'।
14. জার্মানিতে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়?
উঃ জার্মানিতে সর্বপ্রথম ১৮৩৫ খ্রিস্টাব্দে বাভেরিয়ায় রেলপথ চালু হয়।
15. জার্মানির 'শিল্পবিপ্লবের জনক কাকে বলা হয় ?
উঃ জার্মানির 'শিল্পবিপ্লবের জনক' বলা হয় ফ্রেডারিক লিস্ট-কে।
16. শিল্পবিপ্লবের সময় ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম লেখো।
উঃ শিল্পবিপ্লবের সময় ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম হল লাফিং, হোপ, পেরিয়ার ব্রাদার্স প্রভৃতি।
17. ফ্রান্সে কোন্ কোন্ শিল্পের উন্নতি ঘটে ?
উঃ ফ্রান্সে বন্ধ, রেশম, লৌহ-ইস্পাত, কয়লা, কাগজ, চিনি, রাসায়নিক প্রভৃতি শিল্পের উন্নতি ঘটে।
18. কোন যন্ত্রের আবিষ্কারের ফলে প্রচুর পরিমাণ সুতো একসঙ্গে বোনা সম্ভব হয় ?
উঃ জেমস্ হারপ্রিভস কর্তৃক স্পিনিং জেনি আবিষ্কারের (১৭৬৫খ্রি.) ফলে প্রচুর পরিমাণ সুতো একসঙ্গে বোনা সম্ভব হয়।
19. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
উঃ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
20. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন ?
উঃ জর্জ স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার (১৮১৪ খ্রি.) করেন।
21. বাষ্পচালিত রেলগাড়ি কে আবিষ্কার করেন ?
উঃ বাষ্পচালিত রেলগাড়ি আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন (১৮১৪ খ্রি.)।
22. কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়।
23. জন কে-র কোন আবিষ্কার বস্ত্রশিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল ?
উঃ জন কে-র উড়ন্ত মাকু আবিষ্কার বস্ত্রশিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করেরিছল।
24. উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?
উঃ 'উড়ন্ত মাকু (১৭৩০ খ্রি.) আবিষ্কার করেন জন কে।
25. স্পিনিং জেনি কে আবিষ্কার করেন ?
উঃ জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার (১৭৬৫ খ্রি.) করেন।
26. বিদ্যুৎবিহীন টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ?
উঃ ক্লড শাপে ১৭৯৪ খ্রিস্টাব্দে বিদ্যুৎবিহীন টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন।
27. 'ওয়াটার ফ্রেম' কে আবিষ্কার করেন ?
উঃ 'ওয়াটার ফ্রেম' আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট (১৭৬৯ খ্রি.)।
28. রাশিয়ায় সরকারি উদ্যোগে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়?
উঃ রাশিয়ায় সরকারি উদ্যোগে ১৮৩৬ খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়।
29. কে. 'Lady with the Lamp' নামে পরিচিত ?
উঃ ফ্লোরেন্স নাইটিংগেল 'Lady with the Lamp' নামে পরিচিত।
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1. শিল্পবিপ্লব বলতে কী বোঝো? অথবা, শিল্পবিপ্লব কাকে বলে ?
উঃ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পসামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্পসামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্পবিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ত রঙ্কি ১৮৩৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম ‘শিল্পবিপ্লব' কথাটি ব্যবহার করেন।
2. শিল্পবিপ্লবের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উঃ শিল্পবিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল— [1] ধীরগতিতে সুনির্দিষ্ট পদক্ষেপে শিল্পের ধারাবাহিক প্রসার, [2] শিল্পে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, [3] বিপুল পরিমাণ মূলধনের বিনিয়োগ, [4] কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য ঔপনিবেশিক বাজার দখল, [5] প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে অন্যান্য দেশে শিল্পবিপ্লবের প্রসার, [6] নগরকেন্দ্রিক শিল্প-সভ্যতার প্রসার প্রভৃতি।
3.কোন্ দেশে প্রথম শিল্পবিপ্লব শুরু হয়। কোন্ শিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটে ?
উঃ প্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়।বস্ত্রশিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটে।
4. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল কেন ?
উঃ ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হওয়ার কারণগুলি হল সেদেশে— [1] অনুকূল প্রাকৃতিক পরিবেশ, [2] সুলভ শ্রমিক ও মূলধনের জোগান, [3] শিল্পোৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের জোগান, [4] উৎপাদিত পণ্য বিক্রির বিশাল ঔপনিবেশিক বাজার, [5] বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতি।
5. শিল্প মূলধন কী?
উঃ শিল্পবিপ্লবের পর থেকে ইংল্যান্ডের পুঁজিপতিরা ব্যাবসাবাণিজ্যের পরিবর্তে শিল্প-উৎপাদনে অধিক পুঁজি বিনিয়োগ শুরু করেন। এই পুঁজিই ‘শিল্প মূলধন' নামে পরিচিত।
6. ইংল্যান্ডকে কেন 'বিশ্বের কারখানা' বলা হয় ?
উঃ অষ্টাদশ শতকে বিশ্বে প্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা ও প্রসার ঘটে। তখন থেকেই সেদেশে প্রচুর শিল্পকারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্পসামগ্রী উৎপাদিত হতে থাকে যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য যায়। শিল্পোৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ। এজন্য ইংল্যান্ডকে 'বিশ্বের কারখানা' বলা হয় ।
7. ফ্রান্সে শিল্পবিপ্লব কেন দেরিতে হয়েছিল ?
উঃ ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি ছিল—[1] দেশে রাজনৈতিক অস্থিরতা শিল্পের প্রসারের সহায়ক ছিল না। [2] ফ্রান্সের অভিজাতরা শিল্পবাণিজ্যকে অমর্যাদাকর কাজ বলে মনে করত। [3] বিপ্লবের সময় কৃষকরা জমির মালিকানা পাওয়ায় তারা কৃষিতে আগ্রহী হয়ে পড়েছিল। [4] ফ্রান্সে উন্নত মানের কয়লা ও পরিবহন ব্যবস্থার অভাব ছিল।
8. রাশিয়ায় শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করো।
উঃ রাশিয়ায় শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার দুটি প্রধান কারণ ছিল— [1] রুশ সামন্তপ্রভুরা শিল্প নয়, কৃষিকাজেই বেশি আকৃষ্ট ছিল। [2] শিল্প প্রতিষ্ঠার প্রয়োজনীয় মূলধনের জোগান ছিল না।
9. প্রাকৃতিক পরিবেশের কোন্ কোন্ সুবিধাগুলি ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটাতে সহায়তা করেছিল ?
উঃ ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সহায়ক প্রাকৃতিক পরিবেশগত সুবিধা ছিল—[1] ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া, [2] খরস্রোতা নদী, [3] বায়ুশক্তির উপস্থিতি, [4] কয়লা ও লৌহখনির অবস্থান, [5] জলপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি।
10.আন্তর্জাতিক বাজারে ইংল্যান্ডের কাছে মহাদেশীয় শিল্প পণ্যগুলি পিছিয়ে পড়ে কেন?
উঃ আন্তর্জাতিক বাজারে ইংল্যান্ডের কাছে মহাদেশীয় শিল্পপণ্যগুলি পিছিয়ে পড়ার কয়েকটি কারণ হল — [1] ইংল্যান্ডের পণ্যসামগ্রীর উন্নত মান, [2] ইংল্যান্ডের সুবিশাল ঔপনিবেশিক বাজার, [3] ইংল্যান্ডের শক্তিশালী নৌবহর প্রভৃতি।
11. মহাদেশীয় ভূখণ্ডে কেন ইংল্যান্ডের পরে শিল্পায়ন শুরু হয় ?
উঃ মহাদেশীয় ভূখণ্ডের ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে ইংল্যান্ডের পরে শিল্পায়ন শুরু হয়। কারণ— [1] শিল্পবাণিজ্যের কাজকে অসম্মানজনক মনে করে এসব দেশের অভিজাতরা শিল্পকারখানা স্থাপনে এগিয়ে আসেননি। [2] ফ্রান্স, জার্মানি, ইটালি প্রভৃতি দেশে রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নের পথে বাধার সৃষ্টি করেছিল।
12. জার্মানিতে শিল্পবিপ্লব কেন দেরিতে শুরু হয়েছিল ?
উঃ জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি ছিল— [1] জার্মানির রাজনৈতিক অনৈক্য, [2] বিভিন্ন রাজ্যে পৃথক পৃথক শুল্ক আদায়ের নীতি, [3] কেন্দ্রীয় মুদ্রাব্যবস্থার অভাব, [4] সামন্তপ্রভুদের শিল্পে পুঁজি বিনিয়োগের অনীহা, [5] সুলভ শ্রমিকের অভাব প্রভৃতি।
13. শিল্পবিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য লেখো।
উঃ শিল্পবিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য হল — [1] কায়িক পরিশ্রমের পরিবর্তে বৃহৎ কারখানায় যন্ত্রের মাধ্যমে শিল্পপণ্য উৎপাদন এবং [2] মুনাফার ভিত্তিতে শিল্পপণ্য বাজারে বিক্রি করা।
14. ইংল্যান্ডের শিল্পবিপ্লবে নারীদের স্থান বা ভূমিকা কী ছিল ?
উঃ ইংল্যান্ডের শিল্পবিপ্লব সেদেশের দরিদ্র নারীদের অর্থ উপার্জনের পথ তৈরি করে দিয়েছিল। অবিবাহিত ও বিবাহিত মহিলারা উপার্জনের উদ্দেশ্যে বিভিন্ন ঘরোয়া বস্ত্র কারখানা, কয়লা খনি প্রভৃতির কাজে নিযুক্ত হয়েছিল।
15.শিল্পবিপ্লবের সহায়ক দুটি যন্ত্রের নাম লেখো ।
উঃ শিল্পবিপ্লবের সহায়ক দুটি উল্লেখযোগ্য যন্ত্র ছিল— [1] আর্করাইট কর্তৃক আবিষ্কৃত ওয়াটার ফ্রেম এবং [2] জেমস ওয়াট কর্তৃক আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন।
16. 'ফ্যাক্টরি প্রথা' কেন গড়ে উঠেছিল?
উঃ ইংল্যান্ড তথা ইউরোপে শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে [1] যন্ত্রের সাহায্যে উৎপাদনের কাজে বিপুল পুঁজি বিনিয়োগের প্রয়োজন পড়ে। [2] যন্ত্রের সাহায্যে অল্প সময়ে প্রচুর শিল্পপণ্য উৎপাদিত থাকে। [3] শ্রমবিভাজন নীতির দ্বারা কাজে দক্ষতা বৃদ্ধি পায়। এই বিষয়গুলি সীমিত ক্ষেত্রে কুটিরশিল্পের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। তাই ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠে।
17. অতিরাষ্ট্রিক অধিকার' কী ?
উঃ কোনো শক্তিশালী রাষ্ট্র যখন অপেক্ষাকৃত কোনো দুর্বল রাষ্ট্রের কাছ থেকে নিজ রাষ্ট্রীয় ক্ষমতার বলে কোনো বাড়তি অধিকার ভোগ করে অথচ অন্য সাধারণ রাষ্ট্রগুলি সেসব অধিকার থেকে বঞ্চিত হয় তাকে অতিরাষ্ট্রিক অধিকার বলে। যেমন—ঔপনিবেশিক আমলে ইংল্যান্ড-চিন এরূপ কিছু বাড়তি সুবিধা ভোগ করত।
18. শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল ?
উঃ শিল্পবিপ্লব বিভিন্নভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল—
[1] শিল্পোন্নত দেশগুলি শিল্পপণ্য বিক্রির বৈদেশিক বাজার দখলের জন্য উপনিবেশ দখল শুরু করে। [2] পণ্য বিক্রির মাধ্যমে শিল্পপতিদের হাতে বিপুল অর্থসম্পদ সজ্জিত হলে তা নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে আরও মুনাফা লাভের আশায় উপনিবেশ দখল শুরু করে। [3] শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্যও উপনিবেশ দখল জরুরি হয়ে পড়ে।
19.মালিকশ্রেণি বলতে কাদের বোঝায় ?
উঃ মালিকশ্রেণি বলতে শিল্পোৎপাদনে পুঁজি বিনিয়োগকারী শ্রেণিকে বোঝায়। এদেরই শিল্পকারখানায় দরিদ্র শ্রমিকরা উৎপাদন কার্য অব্যাহত রেখে শ্রমের বিনিময়ে মজুরি লাভ করে।
Rabbi
ReplyDelete