পঞ্চম অধ্যায় "বিংশ শতকের ইউরোপ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
পার্ট -১
⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1
1. রাশিয়ায় কে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন ?
উঃ মিখাইল রোমানভ রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন।
2. ১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়াতে কোন্ বংশের সূচনা ঘটে ?
উঃ ১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়াতে রোমানভ বংশের সূচনা ঘটে।
3. 'প্রিটোরিয়ান গার্ড' কী ?
উঃ ‘প্রিটোরিয়ান গার্ড’ হল রাশিয়ায় জারের আমলের পুলিশবাহিনী।
4. কে, কবে 'বাইবেল সোসাইটি' প্রতিষ্ঠা করেন ?
উঃ রুশ জার প্রথম আলেকজান্ডার, ১৮১২ খ্রিস্টাব্দে 'বাইবেল সোসাইটি' প্রতিষ্ঠা করেন ৷
5. কবে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দে বলশেভিক দলের নেতৃত্বে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
6. কার আমলে নিহিলিজম্ আন্দোলন শুরু হয় ?
উঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে রাশিয়ায় নিহিলিজম্ আন্দোলন হয়।
7. কোন্ দেশ 'উয়জল নীতি' গ্রহণ করেছিল ?
উঃ রাশিয়া 'উয়জল নীতি' গ্রহণ করে।
৪. রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ল্যাভরফ, মিখাইল বাকুনিন প্রমুখ।
9. দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো।
উঃ রুশ সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোর্কি, টলস্টয়, পুশকিন প্রমুখ।
10. জার দ্বিতীয় আলেকজান্ডার কবে, কাদের হাতে নিহত হন?
উঃ১৮৮১ খ্রিস্টাব্দে নিহিলিস্ট আন্দোলনকারীদের বোমার আঘাতে জার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হন।
11. 'নারোদনিক' শব্দের অর্থ কী ?
উঃ নারোদনিক' শব্দের অর্থ হল জনগণের আন্দোলন।
12. রুশ ভাষায় 'নারোদ' কথার অর্থ কী ?
উঃ রুশ ভাষায় নারোদ' কথার অর্থ হল 'জনসাধারণ'।
13. Narodnaya Volya' কথাটির অর্থ কী ?
উঃ ‘Narodnaya Volya' হল রাশিয়ার এক বিপ্লবী গুপ্ত সমিতি।
14. কবে, কাদের মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়।
15. রাশিয়ার 'সোশ্যাল ডেমোক্র্যাটিক দল' কোন্ কোন্ দলে বিভক্ত হয়ে যায় ?
উঃ রাশিয়ার 'সোশ্যাল ডেমোক্র্যাটিক দল' বলশেভিক ও মেনশেভিক (১৯০৩ খ্রি.) দলে বিভক্ত হয়ে যায়।
16. বলশেভিক দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ বলশেভিক দল ১৯০৩ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়।
17. বলশেভিক দলের নেতা কে ছিলেন?
উঃ বলশেভিক দলের নেতা ছিলেন ভি আই লেনিন ।
18. 'মেনশেভিক' ও 'বলশেভিক' কথা দুটির অর্থ কী ?
উঃ 'মেনশেভিক' কথার অর্থ হল সংখ্যালঘিষ্ঠ এবং 'বলশেভিক’ কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ।
19. রুশ বিপ্লবে বলশেভিকদের স্লোগান কী ছিল ?
উঃ রুশ বিপ্লবে বলশেভিকদের স্লোগান ছিল 'স্বৈরতন্ত্র নিপাত যাক', 'যুদ্ধ নিপাত যাক'।
20. কোন ঘটনার দ্বারা রাশিয়ায় রোমানড বংশের পতন ঘটে?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে।
21. ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে কোন্ রাজবংশের পতন ঘটে ?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ রাজবংশের পতন ঘটে।
22. রানি আলেকজান্দ্রা কে ছিলেন।
উঃ রানি আলেকজান্দ্রা ছিলেন জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী।
23. কোন্ ঘটনাকে কেন্দ্র করে রুশ-জাপান যুদ্ধ (১৯০৪-০৫ খ্রি.) হয় ?
উঃ রাশিয়া কর্তৃক কোরিয়া ও মাঞ্চুরিয়া দখলকে কেন্দ্র করে রুশ- জাপান যুদ্ধ হয়।
24. কোন্ জারের আমলে ১৯০৫ খ্রিস্টাব্দে বিপ্লব হয়েছিল ?
উঃ রুশ জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে ১৯০৫ খ্রিস্টাব্দে বিপ্লব হয়েছিল।
25. The State and Revolution' গ্রন্থের লেখক কে ?
উঃ "The State and Revolution' গ্রন্থের লেখক লেনিন।
26. 'ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থের লেখক কে ?
উঃ 'ওয়ার অ্যান্ড পিস' গ্রন্থের লেখক হলেন লিও টলস্টয়।
27. কোন বিপ্লব 'সমাজতান্ত্রিক বিপ্লব' নামে পরিচিত?
উঃ রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংঘটিত বিপ্লব ‘সমাজতান্ত্রিক বিপ্লব’নামে পরিচিত।
28. রাশিয়ায় 'নভেম্বর বিপ্লব' কবে সংঘটিত হয় ?
উঃ রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে 'নভেম্বর বিপ্লব' সংঘটিত হয়।
29. জার দ্বিতীয় আলেকজান্ডার কবে পদত্যাগ করেন ?
উঃ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ পদত্যাগ করেন।
30. কোন্ জারের রাজত্বকালে ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংঘটিত হয় ?
উঃ রুশ জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংঘটিত হয়।
31. নভেম্বর বিপ্লবের পশ্চাতে ভূমিকা ছিল এমন কয়েকজন রুশ বুদ্ধিজীবীর নাম লেখো।
উঃ নভেম্বর বিপ্লবের পশ্চাতে ভূমিকা ছিল এমন কয়েকজন রুশ বুদ্ধিজীবী হলেন গোর্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন, ডস্টয়েভস্কি প্রমুখ।
32. 'প্রাভদা' কী ?
উঃ 'প্রাভদা' (১৯১২ খ্রি.) হল বলশেভিক দলের মুখপত্র।
33. প্রাভদা কোন্ দলের পত্রিকা ছিল ?
উঃ বলশেভিক দলের মুখপত্র ছিল প্রাভদা পত্রিকা ।
34. রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে ?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে।
35. কে, কবে এপ্রিল থিসিস প্রকাশ করেন ?
উঃ লেনিন, ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল তারিখে এপ্রিল থিসিস প্রকাশ করেন।
36. কোন পত্রিকায় লেনিনের 'এপ্রিল থিসিস' প্রকাশিত হয় ?
উঃ 'প্রাভদা' প্রত্রিকায় লেনিনের 'এপ্রিল থিসিস' প্রকাশিত হয়।
37. 'এপ্রিল থিসিস' কে ঘোষণা করেন?
উঃ ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল ভি আই লেলিল তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন।
38. কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল ?
উঃ ভি আই লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল।
39. বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন সৈনিক, কৃষক ও শ্রমিকদের কী কী পাওয়ার আশ্বাস দেন?
উঃ বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন আশ্বাস দেন যে সৈনিকরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে এবং শ্রমিকরা রুটি পাবে।
40. বলশেভিক দলের মুখপত্রের নাম কী?
উঃ বলশেভিক দলের মুখপত্রের নাম প্রাভদা।
41. আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন?
উঃ আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা এবং বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী।
42. বলশেভিক দলের নেতা কে ছিলেন?
উঃ বলশেভিক দলের নেতা হলেন ভি আই লেনিন ।
43. লেনিন কে ছিলেন ?
উঃ লেনিন ছিলেন বলশেভিক দলের প্রধান নেতা এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপতি।
44. লেনিনের পুরো নাম উল্লেখ করো।
উঃ লেনিনের পুরো নাম হল ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ।
45. RSDWP-এর পুরো নাম কী ?
উঃ RSDWP-এর পুরো নাম Democratic Labour Party! হল রাশিয়ান সামাজিক
46. লালফৌজ কী ?
উঃ লালফৌজ হল রাশিয়ার বলশেভিক দলের স্বেচ্ছাসেবক সেনাবাহিনী।
47. কোন্ ঘটনাকে ১৯১৭ খ্রিস্টাব্দের 'বলশেভিক বিপ্লবের মহড়া' বলা হয় ?
উঃ রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবের ঘটনাকে ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের মহড়া বলা হয় ।
48. বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম কী হয়?
উঃ বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় 'ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস্' (USSR)।
49. USSR কথাটির পুরো নাম কী ?
উঃ USSR-এর পুরো কথা হল Union of Soviet Socialist Republic বা সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
50. লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম কী ?
উঃ লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম ছিল 'নতুন অর্থনৈতিক নীতি' বা (NEP)।
51. সোভিয়েত রাশিয়ার কোন শহরে শ্রমিক, কৃষক বিদ্রোহ ঘটেছিল ?
উঃ সোভিয়েত রাশিয়ার পেট্রোগ্রাড শহরে শ্রমিক, কৃষক বিদ্রোহ ঘটেছিল।
52. 'পেট্রোগ্রাড' শহরটির আগের নাম কী ছিল ?
উঃ ‘পেট্রোগ্রাড' শহরটির আগের নাম ছিল সেন্ট পিটার্সবার্গ।
53. ঊনবিংশ শতকে রুশ সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ও কী কী?
উঃ ঊনবিংশ শতকে রুশ সমাজ দুইটি ভাগে বিভক্ত ছিল, যথা— [1] অভিজাত ও [2] কৃষক ।
54. ডিসেমব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উঃ ডিসেমব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতা হলেন পেস্টেল, টুবেট্স্কি, মুরাভিয়ভ প্রমুখ ।
55. নারোদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ কী?
উঃ নারোদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল জার তৃতীয় আলেকজান্ডারের নির্যাতনমূলক দমননীতি।
56. 'ব্ল্যাক হানড্রেড' কী ?
উঃ ‘ব্ল্যাক হানড্রেড' হল রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী।
57. রাশিয়ার সকল সোভিয়েতগুলির প্রথম সম্মেলন অর্থাৎ প্রথম 'নিখিল রুশ সোভিয়েত সম্মেলন' কবে অনুষ্ঠিত হয় ?
উঃ রাশিয়ার সকল সোভিয়েতগুলির প্রথম সম্মেলন অর্থাৎ প্রথম 'নিখিল রুশ সোভিয়েত সম্মেলন' অনুষ্ঠিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ জুন।
58. রাশিয়ার সম্রাটরা নিজেদের 'জার' বলে পরিচয় দিতেন কেন?
উঃ রুশ ভাষায় 'জার' শব্দটি দ্বারা চূড়ান্ত ক্ষমতার অধিকারীকে বোঝানো হয়। তাই রাশিয়ার সম্রাটরা নিজেদের চূড়ান্ত ও সার্বভৌম শক্তির চিহ্নস্বরূপ নিজেদের 'জার' বলে পরিচয় দিতেন।
59. রাশিয়ার পার্লামেন্টের নাম কী ?
উঃ রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা।
60. 'মির' কী ?
উঃ ঊনবিংশ শতকে রাশিয়ার কৃষকভিত্তিক গ্রামগুলিকে ‘মির’বা ‘কমিউন' বলা হত।
61. রাশিয়ার স্থানীয় পঞ্চায়েত কী নামে পরিচিত ?
উঃ রাশিয়ার স্থানীয় পঞ্চায়েত ‘মির' নামে পরিচিত।
62. রাশিয়াতে কার আমলে ‘নৈরাজ্যবাদী' আন্দোলন শুরু হয়?
উঃ রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ায় 'নৈরাজ্যবাদী' আন্দোলন শুর হয় ।
63. 'নৈরাজ্যবাদের জনক' কাকে বলা হয় ?
উঃ ‘নৈরাজ্যবাদের জনক’ বলা হয় প্রুধোঁ-কে।
64. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি ?
উঃ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল সোভিয়েত রাশিয়া
65. সর্বপ্রথম কোন্ দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় ?
উঃ সর্বপ্রথম রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় ।
66. বিশ্বের ইতিহাসে কোথায় প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উঃ বিশ্বের ইতিহাসে রাশিয়ায় প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
67. ট্রটস্কি কে ছিলেন ?
উঃ ট্রটস্কি ছিলেন রাশিয়ার বলশেভিক দল ও রুশ বিপ্লবের অন্যতম নেতা এবং বিপ্লবের পর লালফৌজের প্রতিষ্ঠাতা।
68. রুশ সাম্রাজ্যের বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন্ জাতিগোষ্ঠীভুক্ত ছিল ?
উঃ রুশ সাম্রাজ্যের বসবাসকারীদের মধ্যে অধিকাংশ স্লাভ জাতিগোষ্ঠীভুক্ত ছিল।
69. 'রাইফেন পরিকল্পনা' কী ?
উঃ জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম নির্দেশে (১৯০৩ খ্রি.) আলফ্রেড ভন শাইফেন কর্তৃক পরিকল্পিত জার্মান বাহিনীর
⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3
1.জারতন্ত্র' বলতে কী বোঝ ?
উঃ মিখাইল রোমানভ ১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজারা 'জার' এবং রানিরা ‘জারিনা' উপাধি গ্রহণ করতেন। এই বংশের রাজাদের শাসন 'জারতন্ত্র' নামে পরিচিত।
2. জারতন্ত্রের রুশকরণ নীতি কী ?
উঃ জার দ্বিতীয় নিকোলাস ১৯০৫ খ্রিস্টাব্দের পরবর্তীকালে রাশিয়ার সীমান্তবর্তী ৩৬ মিলিয়ন ডেসিয়াটিন অঞ্চল দখল করে এখানকার পোল, ফেন, তুর্কি, জর্জীয়, আর্মেনীয় প্রভৃতি অ-রুশ জাতিগোষ্ঠীর মানুষদের ওপর তীব্র দমনপীড়ন চালায় এবং তাদের ওপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চাপিয়ে দেয়। দ্বিতীয় নিকোলাসের এই নীতি রুশীকরণ নীতি নামে পরিচিত।
3. জারতন্ত্রের আমলে রাশিয়ার ভূমিদাসদের অবস্থা কেমন ছিল ?
উঃ জারতন্ত্রের আমলে রাশিয়ায় ভূমিদাসরা সীমাহীন দুর্দশা ও অত্যাচারের শিকার হয়েছিল। তারা ছিল জমিদারের ব্যক্তিগত সম্পত্তির মতো। তারা জমিদারের ম্যানর সংলগ্ন গ্রামে বাস করত এবং জমিদারের সামান্য জমিতে চাষবাস করত। এর বিনিময়ে তারা জমিদারকে করভি বা বেগার শ্রম, টাইদ বা ধর্মকর-সহ বিভিন্ন কর দিতে বাধ্য থাকত।)
4. কাকে এবং কেন 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয় ?
উঃ [1] জার পিটার দ্য গ্রেট (১৬৭২-১৭২৫ খ্রি.)-কে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়। [2] পিটার দ্য গ্রেটকে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়, কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন।
5. “মির' কী ?
উঃ ‘মির’ হল রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। ১৮৬১ খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়ে মুক্ত কৃষকদের ভূমির সমস্ত ভার এদের ওপর অর্পণ করেন।
6. ডিসেমব্রিস্ট/ডেকাব্রিস্ট বিদ্রোহ (১৮২৫ খ্রি.) কী ?
উঃ রুশ জার প্রথম আলেকজান্ডারের মৃত্যুর (১৮২৫ খ্রি.) পর তাঁর ভাই নিকোলাস (১৮২৫-৫৫ খ্রি.) সিংহাসনে বসলে কিছু রুশ দেশপ্রেমিক ও একদল সেনা ২৬ ডিসেম্বর (১৮২৫ খ্রি.) পেট্রোগ্রাড শহরে নিকোলাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ডিসেম্বর মাসে সংঘটিত এই বিদ্রোহ ডিসেমব্রিস্ট বা ডেকাব্রিস্ট বিদ্রোহ নামে পরিচিত।
7. জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো ।
উঃ জার প্রথম নিকোলাসের দুটি গুরুত্বপূর্ণ অবদান ছিল—[1] তিনি রাশিয়ার জন্য নতুন আইনসংহিতা রচনা করেন। [2] রাশিয়ায় শিল্পের বিকাশে তিনি নজর দেন।
8. মুক্তির সময় রাশিয়ায় ভূমিদাসদের সংখ্যা কীরূপ ছিল ?
উঃ মুক্তির সময় অর্থাৎ ১৮৬১ খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাসদের সংখ্যা ছিল প্রায় ৫ কোটি। এর মধ্যে জারের অধীনে ছিল ২ কোটির কিছু কম, অভিজাতদের অধীনে ছিল ২ কোটির কিছু বেশি এবং গির্জার অধীনে ছিল অবশিষ্ট প্রায় ৫০ লক্ষ ভূমিদাস।
9. রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির কয়েকটি কারণ উল্লেখ করো।
উঃ রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির কয়েকটি কারণ ছিল—[1] রাশিয়ায় শিল্পায়ন শুরু হলে ভূমিদাস নয়, দক্ষ ও স্বাধীন শ্রমিকের প্রয়োজন হয়। [2] ভূমিদাসরা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে অদক্ষ ছিল। [3] ভূমিদাস রক্ষণের ফলে জমিদাররা বাণিজ্যক্ষেত্রে ক্রমে পিছিয়ে পড়ছিল। [4] ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৪-৫৬ খ্রি.) অদক্ষ ভূমিদাস সেনাদের অংশগ্রহণের ফলে রাশিয়ার পরাজয় ঘটে।
10. রাশিয়ার ডুমা ও জেমস্টভো কী ?
উঃ রাশিয়ার পার্লামেন্ট বা সংসদকে ‘ডুমা' বলা হয়। ১৯০৫ খ্রিস্টাব্দে জার দ্বিতীয় নিকোলাস জাতীয় পরিষদ বা ‘ডুমা' গঠন করেন এবং ১৯০৬ খ্রিস্টাব্দে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
➣ রাশিয়ার স্বায়ত্তশাসনের মূল প্রতিষ্ঠানটিকে জেমস্টভো বলা হয়।
11. 'কুলাক' কাদের বলা হয় ?
উঃ রাশিয়ায় একদল সচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা জোতদার শ্রেণিতে পরিণত হয়। এই সচ্ছল জোতদার শ্রেণির কৃষকদের ‘কুলাক’ বলা হত।
12. নারোদনিক আন্দোলন' কী ?
উঃ রুশ শব্দ ‘নারোদ’ থেকেই ‘নারোদনিক’ শব্দের উৎপত্তি। রুশ ভাষায় এর অর্থ ‘জনগণ’। ১৮৭৪ খ্রিস্টাব্দে রাশিয়ার বুদ্ধিজীবী সম্প্রদায় কর্তৃক কৃষকদের অবস্থার উন্নতির জন্য যে আন্দোলন সংঘটিত হয় তা ‘জনগণের আন্দোলন' বা 'নারোদনিক আন্দোলন' নামে পরিচিত।
13. ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল ?
উঃ রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের ‘মুক্তির ঘোষণাপত্র' জারি করেন। এই ঘোষণাপত্রে বলা হয়— [1] সামন্তপ্রভুদের অধীনতা থেকে ভূমিদাসরা মুক্তি পাবে। [2] মুক্ত ভূমিদাসদের ওপর সামন্তপ্রভুদের কোনো অধিকার থাকবে না। [3] মুক্ত ভূমিদাসরা স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার পাবে। [4] প্রভুর জমির অর্ধাংশ তার অধীনতা থেকে মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দেওয়া হবে। [5] জমিদার তার হারানো জমির জন্য ক্ষতিপূরণ পাবেন।
14. ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের সুফলগুলি কী ছিল ?
উঃ রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ফলে — [1] মধ্যযুগীয় কুপ্রথার অবসান ঘটে। [2] কৃষির উন্নতি ঘটে। [3] কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে বাণিজ্য বৃদ্ধি পায়। [4] শিল্পক্ষেত্রে স্বাধীন শ্রমিকের জোগান বৃদ্ধির ফলে শিল্পের বিকাশ শুরু হয় ।
15. ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের ত্রুটি/কুফলগুলি কী ছিল ?
উঃ রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের দ্বারা—[1] কৃষকদের প্রাপ্ত জমির যে ন্যায্য বা প্রকৃত মূল্য হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি মূল্য কৃষকদের কাছ থেকে আদায় করা হয়। [2] কৃষকদের ভাগে নিকৃষ্ট জমিগুলি পড়ে। [3] কৃষকরা জমি পেলেও তারা জমির মালিকানা পায়নি। [4] কৃষকদের ওপর গ্রামীণ ‘মির'গুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
16. জার দ্বিতীয় আলেকজান্ডারের কয়েকটি কৃতিত্বের উল্লেখ করো।
উঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল, তিনি— [1] ভূমিদাসদের মুক্তি দেন। [2] স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রসার ঘটান। [3] বিচারব্যবস্থার সংস্কার করেন। [4] শিক্ষার সংস্কার করেন।
17. রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কী জান?
উঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের (১৮৫৫-৮১ খ্রি.) আমলে ষাটের দশকে রাশিয়ায় তাঁর বিরুদ্ধে এক আন্দোলন ছড়িয়ে পড়ে যা নিহিলিস্ট' আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনকারীরা—[1] কর্তৃত্বের কাছে মাথা নত করত না। [2] সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাস করত। [3] সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিল। [4] সংসদীয় ব্যবস্থায় শ্রদ্ধাশীল ছিল না।
18. জারতন্ত্রের আমলে রাশিয়ার কয়েকটি আন্দোলনের নাম লেখো।
উঃ জারতন্ত্রের আমলে রাশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল—[1] বুদ্ধিজীবীদের আন্দোলন (১৮৪০-এর দশক), [2] নিহিলিস্ট আন্দোলন (১৮৬০-এর দশক), [3] পপুলিস্ট বা নারোদনিক বা জনতাবাদী আন্দোলন (১৮৭০-এর দশক), [4] ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব, [5] ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব প্রভৃতি।
19. কবে, কোথায় ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল' প্রতিষ্ঠিত হয় এবং কবে এই দলে বিভাজন ঘটে?
উঃ ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় মার্কসবাদী ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল' প্রতিষ্ঠিত হয়।
➣ এই দল ১৯০৩ খ্রিস্টাব্দে দুই ভাগে বিভক্ত হয়। যথা—‘বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) ও ‘মেনশেভিক' (সংখ্যালঘিষ্ঠ)।
20. মেনশেভিক ও বলশেভিক কথার অর্থ কী ?
উঃ মেনশেভিক কথার অর্থ হল সংখ্যালঘু এবং বলশেভিক কথার অর্থ হল সংখ্যাগুরু ।
21. কেন ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবকে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ‘মহড়া' বলা হয় ?
উঃ জারের তীব্র অত্যাচার ও দমননীতির ফলে ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হয় ঠিকই, তবে তা রুশ জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। এই বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের পটভূমি প্রস্তুত করে। তাই বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ছিল ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ‘মহড়া'।
22. রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবের কারণ কী ছিল?
উঃ রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবের প্রধান কারণগুলি ছিল- [1] কৃষকশ্রেণির ওপর সীমাহীন শোষণ, [2] শ্রমিকশ্রেণির দুর্দশা, [3] স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের ক্ষোভ, [4] রুশ-জাপান যুদ্ধে (১৯০৪-০৫ খ্রি.) রাশিয়ার পরাজয় প্রভৃতি।
23. “রক্তাক্ত রবিবার' কী ?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় ৬ হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল— [1] রাজনৈতিক বন্দিদের মুক্তিদান, [2] সংবিধান সভা আহ্বান, [3] শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে ১ হাজারের বেশি শ্রমিক নিহত এবং ২ হাজারের বেশি আহত হয়। এই ঘটনা 'রক্তাক্ত রবিবার' নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে, তিনি পুলিশের চর ছিলেন।
24. 'রক্তাক্ত মে সপ্তাহ' বলতে কী বোঝ ?
উঃ ফ্রান্সে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির উদ্যোগে প্রতিষ্ঠিত প্যারিস কমিউন প্যারিস শাসন করতে থাকে। ফ্রান্সের সামরিক বাহিনী ১৮৭১ খ্রিস্টাব্দের ২১ মে প্যারিসে প্রবেশ করে নিষ্ঠুর হত্যালীলা শুরু করে। প্রায় ৩০ হাজার মানুষ নিহত, ৫০ হাজার মানুষ গ্রেপ্তার ও অসংখ্য মানুষ কারারুদ্ধ হন। ১৮৭১ খ্রিস্টাব্দের ২১ মে থেকে ২৮ মে পর্যন্ত এই হত্যালীলা 'রক্তাক্ত মে সপ্তাহ' নামে পরিচিত।
25. অক্টোবর ইস্তাহার/ঘোষণাপত্র কী?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ভয়াবহ বিপ্লবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কাউন্ট উইটি- র পরামর্শে জার দ্বিতীয় নিকোলাস এক ঘোষণাপত্র জারি (৩০ অক্টোবর) করেন। এটি ‘অক্টোবর ইস্তাহার’বা ‘অক্টোবর ঘোষণাপত্র' নামে পরিচিত। এই ঘোষণায়— [1] নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা, [2] সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ডুমা (রুশ পার্লামেন্ট) গঠন, [3] ডুমার হাতে সরকারি নীতি নির্ধারণের দায়িত্ব প্রদান প্রভৃতির কথা বলা হয়।
26. ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ উল্লেখ করো ।
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি ছিল— [1] বিপ্লবীদের পরিকল্পনার অভাব, [2] বিপ্লবী দলের বিভিন্ন নেতাদের জেলে বা নির্বাসনে থাকা, [3] কৃষক ও শ্রমিকদের মধ্যে অনৈক্য, [4] সেনাদলের বৃহদাংশ জারের পক্ষে থাকা, [5] বিপ্লবীদের ওপর জারের কঠোর দমননীতি প্রভৃতি।
27. এপ্রিল থিসিস কী ?
উঃ রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণি শাসনক্ষমতা দখল করে। এর পর বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে ১৬ এপ্রিল (১৯১৭ খ্রি.) তাঁর নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি 'এপ্রিল থিসিস' বা 'এপ্রিল মতবাদ' নামে পরিচিত।
28. এপ্রিল থিসিসে লেনিনের বক্তব্য কী ছিল ?
উঃ এপ্রিল থিসিসে লেনিন বলেন- [1] মূলত বলশেভিক দলের বিপ্লবের ফলেই রাশিয়ায় মার্চ মাসে (১৯১৭ খ্রি.) জারতন্ত্রের পতন ঘটেছে। তাই শাসনক্ষমতা তাদেরই প্রাপ্য। [2] বুর্জোয়া প্রজাতান্ত্রিক দল হল কৃষক ও শ্রমিকদের শত্রু। [3] বলশেভিক কর্মীদের উচিত বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের হাত থেকে এক্ষুনি শাসনক্ষমতা কেড়ে নিয়ে তা ‘সোভিয়েত’গুলির (পরিষদ) হাতে তুলে দেওয়া।
29. লেনিন তাঁর এপ্রিল থিসিসে ক্ষমতা দখলের পর বলশেভিক দলের কী কার্যক্রম নির্ধারণ করেন ?
উঃ লেনিন তাঁর এপ্রিল থিসিসে বলেন যে, রাশিয়ার শাসনক্ষমতা দখলের পর বলশেভিক দলের কাজ হবে — [1] যুদ্ধ বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা। [2] উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় রাষ্ট্রীয় আধিপত্য প্রতিষ্ঠা করা। [3] জমিদারদের জমি বিনা ক্ষতিপূরণে বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বিলি করা। [4] শিল্পের জাতীয়করণ করে সেখানে শ্রমিকশ্রেণির আধিপত্য প্রতিষ্ঠা করা।
30. "বলশেভিক দল কীভাবে রাশিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করে? অথবা, নভেম্বর বিপ্লব বলতে কী বোঝ ? অথবা, অক্টোবর বিপ্লব বলতে কী বোঝ ?
উঃ কেরেনস্কির নেতৃত্বাধীন রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার জনপ্রিয়তা হারালে বলশেভিক নেতা লেনিনের নির্দেশে এবং ট্রটস্কি-র নেতৃত্বে 'লালফৌজ' নামে এক স্বেচ্ছাসেবক বাহিনী ৭ নভেম্বর (১৯১৭ খ্রি.) রাজধানী পেট্রোগ্রাড দখল করে নেয়। আতঙ্কিত কেরেনস্কি আমেরিকায় পালিয়ে যান এবং বলশেভিকরা প্রজাতান্ত্রিক সরকারের উচ্ছেদ ঘটিয়ে রাষ্ট্রের শাসনক্ষমতা দখল করে। এই ঘটনা 'নভেম্বর বিপ্লব' নামে পরিচিত। এটি রাশিয়ার পুরোনো ক্যালেন্ডার অনুসারে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি ‘অক্টোবর বিপ্লব' নামেও পরিচিত।
31. নভেম্বর বিপ্লবে বলশেভিক দলের সাফল্যের কারণগুলি কী ছিল ? অথবা, নভেম্বর বিপ্লবের সাফল্যের কারণগুলি কী ছিল ?
উঃ বলশেভিক/নভেম্বর বিপ্লবের সাফল্যের প্রধান কারণগুলি ছিল— [1] জারতন্ত্রের বিরুদ্ধে রাশিয়ার কৃষক ও শ্রমিকদের তীব্র ক্ষোভ, [2] লুভড্ ও কেরেনস্কির নেতৃত্বাধীন প্রজাতান্ত্রিক সরকারের অপদার্থতা, [3] প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপীয় শক্তিগুলির রাশিয়ার বিপ্লব দমন করার সুযোগ না পাওয়া, [4] বিপ্লব-বিরোধী শক্তিগুলির মধ্যে ঐক্য ও শক্তির অভাব, [5] লেনিনের সুযোগ্য নেতৃত্ব প্রভৃতি।
32. নভেম্বর/বলশেভিক বিপ্লবের ফলাফল/তাৎপর্য/গুরুত্ব কী ছিল ?
উঃ নভেম্বর/বলশেভিক বিপ্লবের ফলে— [1] রাশিয়ার জারতন্ত্র, অভিজাত, বুর্জোয়া, গির্জা প্রমুখের বিশেষ অধিকার ধ্বংস হয়। [2] রাশিয়ায় সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। [3] রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। [4] রাশিয়ায় বসবাসকারী অ-রুশ জাতিগুলি সমান অধিকার ও মর্যাদা পায়। [5] পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সাম্যবাদের প্রসার ঘটে। [6] পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় প্রভৃতি।
33. ইউরোপের ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দের গুরুত্ব কী ?
উঃ ইউরোপের ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দের গুরুত্ব হল যে, এই বছরে— [1] রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে। [2] রাশিয়ায় লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লব সংঘটিত হয়। [3] রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
38. NEP (নতুন অর্থনৈতিক নীতি)?
উঃ বলশেভিক বিপ্লবের (১৯১৭ খ্রি.) পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা (১৯২১ খ্রি.) করেন। এটি 'নতুন অর্থনৈতিক নীতি' বা নেপ (New Economic Policy বা NEP) নামে পরিচিত।
39. ভূমিদাসদের 'মুক্তির ঘোষণাপত্রে' জমিদারের জমির জন্য ক্ষতিপূরণ সম্পর্কে কী বলা হয় ?
উঃ ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে ক্ষতিপূরণ সম্পর্কে বলা হয় যে— [1] জমিদারদের যে জমি মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দেওয়া হবে তার ক্ষতিপূরণ আপাতত সরকার জমিদারদের মিটিয়ে দেবে। [2] মুক্ত ভূমিদাসরা বার্ষিক ৬.৫ শতাংশ সুদে ৪৯ বছরের কিস্তিতে সরকারকে ওই অর্থ মিটিয়ে দেবে।
40. ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে' মুক্ত ভূমিদাসদের প্রাপ্ত জমির মালিকানা কাদের হাতে ছিল ?
উঃ 'মুক্তির ঘোষণাপত্রে' ভূমিদাসরা তাদের প্রভুর জমির একাংশ পেলেও সেই জমির মালিকানা তাদের হাতে দেওয়া হয়নি। জমির মালিকানা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রামীণ 'মির' বা ‘কমিউন'গুলির হাতে।
41. রাসপুটিন কে ছিলেন?
উঃ রাসপুটিন ছিলেন জর্জিয়া থেকে আগত এক ভণ্ড সন্ন্যাসী। তিনি রানি আলেকজান্দ্রার ওপর সীমাহীন প্রভাব বিস্তার করতে সক্ষম হন। দেশের শাসন পরিচালনা, কর্মচারী নিয়োগ প্রভৃতি বিষয়ে তিনি জারের দরবারে সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠা করেন।
42. রুশ বিপ্লবের ক-টি পর্যায় লক্ষ করা যায় ও কী কী ?
উঃ রুশ বিপ্লবের ৩টি পর্যায় লক্ষ করা যায়। যথা—[1] ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব। এতে জারতন্ত্রের অবক্ষয় শুরু হয়। [2] ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসের বিপ্লব। এতে জারতন্ত্রের পতন ঘটে এবং বুর্জোয়া শ্রেণি ক্ষমতা দখল করে। [3] ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের বিপ্লব। এতে রাশিয়ায় সর্বহারা শ্রেণির নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
43. রাশিয়ার বুর্জোয়ারা ১৯১৭ খ্রিস্টাব্দে কীভাবে শাসনক্ষমতা দখল করে?
উঃ রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসের বিপ্লবে বিদ্রোহীরা পেট্রোগ্রাড শহর দখল (১২ মার্চ) করার পর জার দ্বিতীয় নিকোলাস ১৩ মার্চ পদত্যাগ করতে বাধ্য হন। পরের দিন রুশ আইনসভার (ডুমা) বুর্জোয়া নেতৃবৃন্দ সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা প্রিন্স জর্জ লুভভ্- এর নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন করে এবং বুর্জোয়াদের হাতে শাসনক্ষমতা আসে।
44. কেরেন্স্কি সরকারের পতনের কারণ কী?
উঃ কেরেস্কি সরকারের পতনের (নভেম্বর, ১৯১৭ খ্রি.) প্রধান কারণগুলি ছিল—[1] প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে রাশিয়ার আর্থিক দুর্দশা ও জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে দরিদ্রদের অসন্তোষ,[2] যুদ্ধে- র সময় রাশিয়ার অভ্যন্তরে জার্মানির অগ্রগতি রোধে কেরেনস্কি সরকারের ব্যর্থতা, [3] জনগণের আপত্তি উপেক্ষা করে এই সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়া, লেনিনের নির্দেশ ও ট্রটস্কির নেতৃত্বে লালফৌজ কর্তৃক রাজধানী পেট্রোগ্রাড অভিযান প্রভৃতি।
45. লেনিন তাঁর ‘নতুন অর্থনৈতিক নীতি'তে কী বলেন?
উঃ লেনিন তাঁর নতুন অর্থনৈতিক নীতিতে বলেন যে—[1] কৃষকদের । উদ্বৃত্ত ফসল কেড়ে নেওয়া হবে না। [2] রাষ্ট্রের কর্তৃত্বাধীনে জমিতে কৃষকদের মালিকানা থাকবে। [3] ছোটো ও মাঝারি শিল্পগুলিতে ব্যক্তিমালিকানা বজায় থাকবে। [4] বৈদেশিক বাণিজ্য সরকারের হাতে থাকলেও অভ্যন্তরীণ বাণিজ্য ব্যক্তিগত হাতে থাকবে।
46. সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈতশাসন শুরু হয় ?
উঃ সোভিয়েত রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে ফেব্রুয়ারি বিপ্লব এবং নভেম্বর মাসে অক্টোবর বিপ্লবের মধ্যবর্তী সময়ে একদিকে রাশিয়ার প্রাদেশিক সরকার ও অন্যদিকে পেট্রোগ্রাড সোভিয়েতের দ্বৈতশাসন চলে।
47. রুশ বিপ্লবের দুটি সামাজিক প্রভাব লেখো।
উঃ রুশ বিপ্লবের উল্লেখযোগ্য দুটি সামাজিক প্রভাব ছিল— [1] সামাজিক ক্ষেত্রে রুশ অভিজাতদের বিশেষ অধিকার ও গির্জার প্রাধান্য লুপ্ত হয়।[2] রাশিয়ার অভ্যন্তরে অ-রুশ জাতিগুলিকে সমমর্যাদা দিয়ে রাশিয়ার মূল স্রোতে যুক্ত করে নেওয়া হয় ।
48. 'নভেম্বর বিপ্লব'-কে 'অক্টোবর বিপ্লব' এবং 'বলশেভিক বিপ্লব' নামেও অভিহিত করা হয় কেন?
উঃ পূর্বে রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল যা রাশিয়ার বর্তমান ক্যালেন্ডারের থেকে ১৩ দিন পিছিয়ে ছিল। এই ক্যালেন্ডার অনুসারে, ১৯১৭ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর সংঘটিত নভেম্বর বিপ্লব ২৫ অক্টোবর সংঘটিত হয়। এজন্য নভেম্বর বিপ্লবকে 'অক্টোবর বিপ্লব'ও বলা হয়।
অক্টোবর বা নভেম্বর বিপ্লব দ্বারা রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বলশেভিক দল ক্ষমতায় এসেছিল। তাই এটিকে ‘বলশেভিক বিপ্লব'ও বলা হয়।
No comments:
Post a Comment